এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ৫

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৩ মার্চ ২০২৫ | ১৩০ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
    ( ৫ )

    স্টেশনের কাছাকাছি একটা ছোট ভাতের পাইস হোটেল দেখা গেল। বেশ চালু হোটেল মনে হচ্ছে।

    কলতান দেখল সাত আটজন লোক বসে ভাত খাচ্ছে বেশ মন দিয়ে। হয়ত স্থানীয় লোক। বাইরের লোকও থাকতে পারে। কোন কাজে ডানকুনিতে এসেছে। দুটো লোক গদাইলস্করি চালে পরিবেশন করছে। মালিক কাউন্টারে বসে খবরের কাগজ পড়ছে।

    কলতান ঢুকে পড়ল। একপাশে টেবিল খালি আছে। কলতান সেখানে বসল না। মাঝখানে একটা টেবিলে তিনজন লোক খাচ্ছে। একটা জায়গা খালি আছে ওই টেবিলে। কলতান গিয়ে ওই জায়গাটায় বসল।
    একজন পরিবেশক এসে বলল, ' বলুন ... '
    কলতান বলল, ' মাছ ভাত দাও ... কত ? '
    --- ' ষাট টাকা। এক্সট্রা ভাত পাঁচ টাকা। ডাল, আলুভাজা ফ্রি ... আলু পটল, সয়াবিন আছে, পঁচিশ টাকা প্লেট ... '
    --- ' ঠিক আছে দাও ... '
    --- ' কি দেব ? '
    --- ' ওই মাছ ভাত, সয়াবিন ... '
    লোকটা চলে গেল।

    টেবিলের বাকি তিনজন খদ্দের বেশ তরিজুত করে খাচ্ছে। একজন দুবার ডাল চেয়ে নিল। আর একজন দ্বিতীয়বার ভাত নিল। সে মন দিয়ে মাছের ঝোল ভাতে ডুবে আছে।
    কলতানের মাছ ভাত, সয়াবিনের তরকারি এসে গেল।
    কলতান একটু জোরে স্বগতোক্তি করল, ' বৃষ্টি হবে মনে হচ্ছে ... '
    পাশের ভদ্রলোক ভাতের থালা থেকে মুখ তুলে বাইরের আকাশের দিকে তাকাল।
    বলল, ' হোক হোক ... যা গরম পড়েছে ... '
    কলতান বলল, ' ওঃ ... মুশ্কিল হয়ে যাবে। আমাকে আবার যেতে হবে। আরজেন্ট ব্যাপার ...'
    --- ' কোথায় যাবেন ? '
    --- ' ওই ... কি যেন বাড়িটার নাম ...মাহির মাহির ... '
    সামনের লোকটা বলল, ' ও ... হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ... শ্রীবাস্তবদের বাড়ি ... তিন ভাই ওরা ... ট্রান্সপোর্টের বিজনেস তিনজনেরই ... বড়জন অবশ্য খুব অসুস্থ শুনেছি ... '
    কলতানের পাশে বসা লোকটা বলল, ' মেলা পয়সা করেছে ... '
    কলতান উৎসুক গলায় জিজ্ঞেস করল, ' চেনেন নাকি ? '
    --- ' ওই তো ... পেছনের ওই মোড়টা থেকে বাঁ দিকে যাবেন। তারপর একটুখানি হাঁটলে ডানদিকে বাড়ি। বড় বাগান আছে বাড়ির সঙ্গে ... '
    উল্টোদিকে বসা আর একজন বলল, ' যাচ্ছেন যান ... কিন্তু একটু এদিক ওদিক নজর রেখে ... '
    --- ' কেন কেন বলুন তো ...' কলতান ঝুঁকে পড়ে।

    সে ভদ্রলোক নির্বিকারভাবে মাছের কাঁটা বাছতে বাছতে বলল, ' আরে সে বহুত কেলেঙ্কারি হয়েছে। ওদের বাগানের মালির বড় মেয়েটা খুন হয়েছে কদিন আগে ... '
    --- ' তাই নাকি ? '
    --- ' হ্যাঁ ... রেপও হয়েছে বোধহয় ... মাত্র এগার বছর ইশশ্ ... ওই নিয়ে এখানে খুব ক্যাঁচাল চলছে এখানে ... '
    --- ' ও বাবা ... বলেন কি ! তা'লে তো ওখানে যাওয়া ঠিক না। কি বলেন ... '
    উল্টোদিকের দ্বিতীয় লোকটা বলল, ' না, তা কেন ? আপনি তো ব্যবসার কাজে যাবেন নিশ্চয়ই... '
    --- ' হ্যাঁ ... ওই রকমই ... '
    --- ' তবে আর কি আছে ... আপনার কি আছে ...'
    --- ' না, তবুও... ওরা যদি লোক সুবিধের না হয় ... ' কলতান কিছুটা চিন্তিত ভাবে বলল।
    --- ' না না তা কেন ... ওদের মধ্যে চিকু ভাল ছেলে। শিক্ষিত ছেলে ... খুব ভদ্র ... '
    --- ' চিকু কে ? '
    --- ' ছোট ছেলে, মনোজ। ভাল ক্রিকেটও খেলে। আমার ভাইয়ের সঙ্গে ভাব আছে ... সেও খেলে ... '
    --- ' আর দু ভাই ? '
    --- ' সে আর কি বলব ? এমনি খারাপ না শুনেছি .... তবে কিছু দোষ নিশ্চয়ই আছে ... না হলে মেজ ছেলে প্রকাশের বউ ছেলে মেয়ে নিয়ে বাপের ঘরে চলে গেল কেন ... '
    --- ' তাই নাকি ? ', কলতান কৌতূহলী হয়ে ওঠে।
    --- ' তাই তো জানি ... '
    --- ' বাপের বাড়ি কোথায় ... দূরে ? '
    এবার উল্টোদিকের প্রথম লোকটি বলল, ' না না ... কলকাতায় ভবানীপুরে। ওর বাবা প্রমোটার ... '
    কলতান অবাক হয়ে বলল, ' ও ... তাই নাকি ? আমি শুনেছিলাম ইউ পি তে কোথায় ... '
    --- ' আরে না না ... ইউ পি, টিউ পি হবে কেন ? এই তো সাউথ ক্যালকাটায় ... '
    কলতান খুব মন দিয়ে ওদের কথা শুনতে লাগল, একবার এর মুখের দিকে, আর একবার ওর মুখের দিকে তাকিয়ে।
    এবার প্রথম লোকটি বলল, ' যাকগে যাকগে ... ওসব কথা বাদ দাও এখন ... আমাদের কি দরকার অত পাঁচায় ... বৃষ্টি আসবে মনে হচ্ছে। তিনটে পাঁচের ট্রেন ধরতে হবে ... '
    ওদের তিনজনেরই খাওয়া হয়ে গিয়েছিল। ওরা আঁচিয়ে এসে রুমালে হাত মুছতে মুছতে বলল, ' আসলাম দাদা ... ট্রেনের টাইম হয়ে গেছে।
    --- ' আচ্ছা আচ্ছা আসুন ... অনেক ধন্যবাদ ভাই ... '

    কলতান ভাতে একটু ডাল ঢেলে নাড়াচাড়া করতে করতে চিন্তায় ডুবে গেল। ভাবল, এই ভদ্রলোকদের কথা যদি ঠিক হয়, প্রকাশ তাহলে ডাহা মিথ্যে কথা বলেছে। তার বউয়ের বাপের বাড়ি আদৌ কানপুর,নাগপুর, মধুপুর কিছু নয়। শুধু ভবানীপুর। মান্ডবীও তো তাই বলল। অবশ্য সে হয়ত যা শুনেছে তাই বলেছে। সবই তো লোকের মুখে শোনা। কোনটাই তো নিশ্চিত নয়। মানু তো চিকু বা মনোজের সম্বন্ধেও অনেক বাজে কথা বলল। সব কিছুতে কি আর কান দিতে আছে। যে যার বুদ্ধি অনুযায়ী কথা বলে আর কি। কিন্তু কলতানের জন্য প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। কোনটাই ফেলে দিতে পারবে না সে।

    এর মধ্যে হোটেলের মালিক খবরের কাগজটা ভাঁজ করে রেখে দিয়ে বোধহয় কলতানকে শুনিয়ে শুনিয়ে বলল, ' দোকানে বসে বসে এইসব কথাবার্তার কোন মানে হয় ! কোন কান্ডজ্ঞান নেই ... রোজকার কাস্টমার, কিছু বলতেও পারি না ... ব্যবসা লাটে তুলবে দেখছি ... '

    কলতান বাড়ি ফিরে ফোন লাগাল তমাল ঘোষকে। তমালের বয়স বত্রিশের বেশি নয়। কিন্তু এর মধ্যেই নিজের একটা ফরেনসিক ইউনিট খুলে ফেলেছে। তমাল খুব ভাল ছাত্র ছিল। সরকারি বা বেসরকারি কোন কাজই তার পছন্দ নয়। স্বাধীনভাবে কাজ করাই পছন্দ। তমাল কলতানের খুব ভক্ত। তার কাছেই কলতান তেঁতুলতলা থেকে যোগাড় করা স্যাম্পলগুলো তুলে দেবে কিছু উন্মোচিত হওয়ার আশায়। তমাল কথা দিয়েছে সে নিজে এসে স্যাম্পলগুলো নিয়ে যাবে।

    রাত্তিরবেলা কুলচা এল।
    ভিতর থেকে চট করে একবার ঘুরে এসে তারপর বসল কলতানের ঘরে এসে।
    --- ' তারপর বল ... তোমার কেসের কদ্দুর ... '
    --- ' স্টার্ট করেছি। গ্রিপে নিতে পারিনি এখনও। কয়েকদিন লাগবে এখনও টু গেট হোল্ড অফ দা হোল কনানড্রাম ... আবার কয়েকদিন পরে যাব ওখানে ... তখন কিন্তু তোর হেল্প লাগতে পারে ... '
    --- ' শিয়োর শিয়োর কি কপাল ... ... কতদিন পরে এরকম একটা অফার দিলে বল তো ... '
    --- ' কি করে বোঝাব কোন স্কোপ ছিল না যে '
    --- হুঁ ... বুঝিলাম বস ... '
    --- ' বুঝলেই ভাল ... ' কলতান আর্মচেয়ারে হেলান দিল।
    কুলচা উঠে গিয়ে কাঁচ ঢাকা আলমারির তাকে এটা ওটা দেখতে লাগল।
    দেখতে দেখতে বলল, ' সবই খুব কনফিডেন্সিয়াল বুঝতে পারছি। নাড়া চাড়া করা একেবারেই ঠিক হবে না ... '
    --- ' কি আর বলব। ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ ... '
    --- ' তিনটে স্যাম্পল দেখতে পাচ্ছি। দুটো টিস্যু পেপারে মোড়া পুরিয়া আর প্লাস্টিকের ছোট প্লেটে রাখা একটা কাল রঙের ছোট্ট পুঁতি। সস্তার নেকলেসে যেমন পুঁতি থাকে .... '
    --- ' হুঁ হুঁ ... '
    কুলচা বলল, ' টিস্যু পেপারের পুরিয়ায় কি সম্পদ লুকোন আছে বলতে পারব না। তবে আমার সিক্সথ সেন্স বলছে এই কালো পুঁতিটা হয়তা এই রহস্যভেদে মহামূল্যবান কালো মুক্ত মানে ব্ল্যাক পার্ল হয়ে উঠতে পারে।

    কুলচার কথা শুনে কলতানের মাথার ভিতর যেন একটা গুপ্ত গুহার দরজায় ঠেলা লাগল।
    সে একদৃষ্টে তাকিয়ে রইল কুলচার মুখের দিকে।

    ( ক্রমশ )

    *******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০৪ মার্চ ২০২৫ ০৩:৩২541474
  • পুঁতি
  • Anjan Banerjee | ০৪ মার্চ ২০২৫ ১০:০২541476
  • হুঁ ... 
  • বিপ্লব রহমান | ০৫ মার্চ ২০২৫ ১২:০৩541499
  • ডা. ওয়াটসন, ওরফে কুলচা এল তাহলে। 
     
    রহস্য ঘনীভূত হচ্ছে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন