এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ১৭

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৯ মার্চ ২০২৫ | ৬৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
    ( ১৭ )

    কুলচা ভিতরে চলে গেল। হয়ত ক্ষিধে পেয়েছে। ব্রেকফাস্টের ব্যবস্থা দেখতে গেল।

    সহদেবের কাছে একটা পুরোণ রঙ চটা বোতাম টেপা মোবাইল আছে। প্রথম দিন যেদিন কলতানের কাছে এসেছিল প্রকাশের সঙ্গে, নম্বরটা দিয়েছিল। কলতান সেই নম্বরে ডায়াল করল।
    অনেকক্ষণ ধরে ফোনটা বাজার পর ফোনটা তোলা হল। সহদেব হয়ত কোন কাজে ব্যস্ত।
    মৃদুকন্ঠে কে বলল, ' হ্যালো ... '
    মানুর গলা কলতানের চিনতে অসুবিধা হল না।
    সে বলল, ' আমি কলতান গুপ্ত বলছি ... '
    মান্ডবী শশব্যস্ত হয়ে বলল, ' হ্যাঁ ... বলেন বাবু ... '
    --- ' কাজে ব্যস্ত ছিলে ? সহদেব কোথায় ? '
    --- ' না, তেমন ব্যস্ত নয় ... ঘরের কাজ করছিলাম। ও বাগানে আছে। নতুন চারা লাগাচ্ছে... '
    --- ' এ বাবুদের গাছপালার খুব শখ, না ? '
    --- ' হ্যাঁ ... তা একটু আছে ... '
    --- ' তোমার কাজের ক্ষতি হচ্ছে না তো ? '
    --- ' না না ... ক্ষতি কেন হবে ... বলুন বলুন ... আপনি আমাদের মা বাপ ... তাড়াতাড়ি আমাদের মেয়ের সঙ্গে যে ওসব করল তাকে ধরে দিন বাবু ...'
    --- ' নিশ্চয়ই নিশ্চয়ই... ধরতে তো হবেই । এত বড় পাপ যে করেছে তাকে শাস্তি পেতেই হবে ... চিন্তা ক'র না ... '
    মানু চুপ করে আছে। হয়ত বলার মতো কিছু পাচ্ছে না।
    কলতান বলল, ' একটা কথা তোমায় বলা হয়নি ... তোমার রান্না ভীষণ ভাল খেয়েছি .... সকলে খুব প্রশংসা করছিল। এরকম আর একদিন করলে হয় ... থানার বড়বাবুও খুব প্রশংসা করছিল তোমার রান্নার ... '
    মানু বোধহয় কথাটা শুনে খুব খুশি হল। সদ্য কিশোরীর মতো খিলখিল করে এক ঝলক হেসে বলল, ' যাক ... তাও অনেক ভাগ্য আমার ... আর কেউ কিছু বলেনি ? '
    কলতানের কানে বাজল মানুর হাসিটা। বেশ ঝংকার আছে হাসির স্বরক্ষেপণে। কয়েক মুহুর্তের জন্য মানুকে যেন অচেনা নারী মনে হল।
    কলতান বলল, ' আর কেউ বলতে ... হ্যাঁ হ্যাঁ প্রকাশও বলছিল ... '
    --- ' মেজবাবু কি বলছিল ? '
    --- ' বলছিল যে সহদেবের বউ খুব কাজের মেয়ে ... আমার অনেক উপকার করে ... '
    --- ' এ আবার কি কথা ... আমি আবার কি উপকার করব ! ',
    --- ' সেটা তো বলতে পারব না ... নিশ্চয়ই উপকার পায়, মানে কাজ পায় তোমার কাছ থেকে। মালিকরা তো আর এমনি প্রশংসা করে না ... '
    --- ' কি জানি ... জানি না ... এসব কি কথা ... ' মানুর গলায় বিড়ম্বনার ছোঁয়া ... '
    মানু আবার চুপ করে রইল। বোধহয় কলতানের কথার জন্য অপেক্ষা করছে।
    কলতান বলল, ' তুমি একটা কথা মনে করে বলতে পারবে ? '
    --- ' কি স্যার ? '
    --- ' তুমি যে কাশির সিরাপটা সহদেবকে খাওয়াও সেটার নামটা কি মনে আছে ? '
    প্রশ্নটা শুনে মানুর গলার স্বর বেশ কেঁপে গেল মনে হল।
    --- ' কি ... সিরাপ ! কিসের সিরাপ ... আমি সিরাপ খাওয়াতে যাব কেন ... আমরা ওসব কোথায় পাব ? পয়সা কোথায় ? তাছাড়া, ওর কি এমন হয়েছে যে ওষুধ খাওয়াতে হবে ... '
    --- ' আমিও তো তাই ভাবছি ... সহদেবের কি এমন হয়েছে যে ... কিন্তু কে একটা বলল যেন ... '
    --- ' কি বলল ? ' মানুর গলায় স্পষ্ট উত্তেজনা।
    --- ' বলল যে সহদেবকে তুমি কাশির ওষুধ খাওয়াও। তা ভালই তো ... অসুখ হলে ওষুধ খাওয়াবে... স্বামীর যত্ন করবে ... এটাই তো উচিত... '
    --- ' না না ... সে কথা নয়। আমিও তো কিছুই বুঝতে পারছি না ... আচ্ছা মেজবাবু কিছু বলেছে নাকি ? '
    --- ' সেটাই তো মনে পড়ছে না ... কে যে বলল ... বলল অনেক রাত্রে তুমি নাকি গোডাউনের দিকে যাচ্ছিলে একদিন ... হাতে একটা বোতল নিয়ে ... '
    --- ' কি সব বলছেন ... অনেক রাতে আমি ... কার কাছে এসব শুনলেন বলুন তো ... এর একটা ফয়সালা করব আমি ... ' মানুর গলা কাঁপতে থাকে।
    মানু বলতে থাকে, ' বলুন না ... একবার নামটা বলুন তো ... আমাকে চেনে না ... '
    --- 'আহা তুমি শান্ত হও ...শান্ত হও। একটা সামান্য ব্যাপারে এত উত্তেজিত হওয়ার কি আছে ?'
    মানু বোধহয় নিজেকে সামলে নিল। স্বাভাবিক গলায় বলল, ' মনে করুন তো স্যার ...মনে করুন, তারপর দেখছি। আমরা তো সাঁওতালের জাত স্যার ... বেইমানি সহ্য করতে পারি না ... নিশ্চয়ই ওই মনোজ ... '
    --- ' ঠিকই তো ... ঠিকই তো। বেইমানি সহ্য করা যায় না। যাক, ওসব বাজে কথা বাদ দাও এখন। আমি মনে করার চেষ্টা করছি ... করে তোমায় বলব। এখন বলছি যে, তোমার মেয়ের তদন্তের ব্যাপারে তোমার সাহায্য খুব দরকার ... '
    --- ' হ্যাঁ বলুন না ... ' মানুর গলা একটু শান্ত শোনাল।
    --- ' আচ্ছা মান্ডবী ... তোমার কি ঠিক ঠিক মনে আছে ... রানির সঙ্গে ওই ঘটনার আগের দিন দুপুরবেলা তুমি কোথায় ছিলে ? '
    --- ' কোথায় আবার থাকব ... এখানেই ছিলাম ... '
    --- ' এখানে মানে ... কোথায় ? নিজের ঘরে, না বাগানে, না প্রকাশজির ওখানে রান্না করতে গিয়েছিলে ? '
    --- ' আমি ওখানে রান্না করতে যাব কেন ? মেজবাবু নিজেই রান্না করে। আমি নিজের ঘরেই ছিলাম। রান্না করছিলাম ... '
    --- ' রানিও ঘরে ছিল ? '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... ঘুমোচ্ছিল ...
    --- ' ও ... সহদেবও ঘরে ছিল ? '
    --- ' না ... সে দক্ষিণেশ্বরে গিয়েছিল কিছু চারা গাছ কিনতে ... '
    --- ' প্রকাশই পাঠিয়েছিল নিশ্চয়ই ... '
    --- ' তাই হবে। আমি জানি না ঠিক ... '
    --- ' ও আচ্ছা। প্রকাশ তোমাকে বলেন কিছু ? '
    --- ' আমাকে ? আমাকে বলতে যাবে কেন সে ?
    ওরা তো মালিক আমাদের ... '
    --- ' সহদেবও কিছু বলেনি, না ? '
    --- ' না। ঠিক মনে নেই... বলেছিল হয়তো ... এটা এখন জিজ্ঞেস করছেন কেন স্যার ? কোন দরকার আছে কি ? '
    --- ' দরকার আছে কিনা এক্ষুণি বলা মুশ্কিল । আসলে জিজ্ঞাসা করাই আমার কাজ। ঘাবড়ে যেও না ... সবকিছুই অপরাধীকে ধরার জন্য। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল ... '
    --- ' বলুন স্যার ... '
    --- ' ওই পিকনিকের দিন যে কালো পুঁথির হারটা পরেছিলে সেটা খুব সুন্দর। ওটা কি ডানকুনি থেকেই কেনা ? '
    --- ' হুঁ ... ঠিক মনে নেই স্যার ... '
    --- ' তাই তো ... অত কিছু কি মনে থাকে ? '
    --- ' সহদেব কিন্তু হারটা ভাল কিনেছে ... পছন্দ আছে ... '
    --- ' কে বলল সে কিনেছে ? একজন দিয়েছিল আমাকে ... '
    --- ' আচ্ছা আচ্ছা। সে যাই হোক, হারটা তোমায় ভাল মানিয়েছিল ... '
    ওদিক থেকে কোন সাড়া শব্দ আসছে না। শুধু শুনে যাচ্ছে। নিশ্বাসের হাল্কা আওয়াজ আসছে।
    --- ' হ্যালো ... শুনছ ... '
    --- ' হ্যাঁ বাবু ... বলুন ... '
    --- ' ওই মালাটার কথা বলছিলাম ... ওটা এত সুন্দর কিন্তু একটা খুঁত চোখে পড়ল ... '
    ওদিক নিঃশব্দ । কোন আওয়াজ নেই ।
    তবে বোঝা যাচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যায়নি।
    কলতান বলতে থাকল, ' হারটার, মানে মালাটার
    একটা পুঁথি বোধহয় কোথাও খুলে পড়ে গেছে ... '
    ---' হাঁ ... খুলে পড়ে গেছে ? আরে ... আজব ! কি করে ... '
    --- ' আমার মনে হল সেরকম ... ওটা থাকলে আরও ভাল হত ... ভাল করে খুঁজে দেখলে ঠিক পেয়ে যাবে ... খুঁজে দেখ খুঁজে দেখ ... একটা সুন্দর জিনিস ... মনে করে দেখ হারটা পরে তুমি কোথায় কোথায় গিয়েছিলে ... তাহলেই ঠিক খুঁজে পাবে। মানে, ওটা নিয়ে আমাকে আবার তদন্তে নামতে না হয় ... বুঝলে ? ঠিক আছে ... আমি দু তিনদিনের মধ্যেই তোমাদের ওখানে যাব। রাখছি এখন ... '
    ওদিক থেকে মৃদু প্রত্যুত্তর এল, ' আচ্ছা স্যার ... '

    ( ক্রমশ )

    ****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন