এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ৬

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৪ মার্চ ২০২৫ | ১২০ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
    ( ৬ )

    রাত দশটা নাগাদ কুলচা চলে গেল। বলল, আবার পরশুদিন আসবে। কুলচা তাকে নর্মান ট্রুম্যান নামে একজন ব্রিটিশ লেখকের লেখা একটা বই দিয়ে গেছে। বইটা সে নাকি চেন্নাইয়ের একটা বুক স্টল থেকে পেয়েছিল। অপরাধ এবং গোয়েন্দা তত্ত্ব নিয়ে লেখা গবেষণাধর্মী বই। এ লেখকের নাম কলতান কখনো শোনেনি। অজানা অচেনা লেখক। ভূমিকা পড়ে জানতে পারল লেখক কর্মজীবনে একজন পুলিশ অফিসার ছিলেন ব্রিটিশ পুলিশের গোয়েন্দা বিভাগের। তার কর্মজীবন শুরু পঞ্চাশের দশকের প্রথম দিকে এবং মৃত্যু হয়েছে আশির দশকে।
    কলতান বইটা পড়তে শুরু করল রাত এগারোটা নাগাদ এবং পড়ে যেতে বাধ্য হল রাত দুটোয় শেষ হওয়া পর্যন্ত। বইটি কলেবরে ছোট কিন্তু নানা গভীর পর্যবেক্ষণে পরিপূর্ণ যা কলতানকে একটানা টেনে রাখল।

    ওতে ক'টা লাইনের দিকে অনেকক্ষণ চোখ আটকে রইল কলতানের --- Insight and sensitiveness are of foremost importance and can be the appropiate keys to unveil the truth . It is not the inanimate labs that can rake up the way to lead an investigator to find a destination milestone. Investigator should be keen to summon up the entire cerebral focus to dig into the mystery . It can be performed with sheer human acumen by reading behavioural and circumstantial set up of the concerned characters and crime spot absolutely without any forensic exercise whatsoever.

    তমাল এল পরদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ।
    দুটো কফি দিতে বলল তমাল। বলল, ' তোমায় ডিসটার্ব করলাম তমাল, সরি ... আমি নিজেই যেতাম কিন্তু ব্যাপারটা এক্সপোজ করতে চাইছি না। আমি এ ব্যাপারে ভুক্তভোগী ... '
    --- ' না না ... কি যে বলেন ... এটাই তো আমার কাজ। আর আপনার কাজ করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার মনে করি আমি ... '
    --- ' থ্যাঙ্ক ইউ ব্রাদার। আসলে একটু প্রাইভেসির দরকার। প্রাইভেট ডিটেকটিভ, যতটা সম্ভব সরকারি সাহায্য এড়িয়ে চলতে চাই... '
    --- ' হ্যাঁ, কলতানদা, বুঝতে পেরেছি। কথাটা আমি পুরোপুরি সাপোর্ট করছি ...' তমাল বলল।
    --- ' আমার একটা কথা খুব মনে হচ্ছে আজকাল। কাল এ বিষয়ে একটা বইও পড়লাম। তদন্তের ব্যাপারে আমরা বড় বেশি যান্ত্রিক হয়ে পড়ছি। বড় বেশি ফরেন্সিক রিপোর্ট নির্ভর। আমার মনে হয় শুধু বিহেবিয়ারাল এবং কিছুটা সারক্যামস্ট্যানশিয়াল ফাইন্ডিংয়ের ওপর কনসেনট্রেট করলে সাকসেস পাওয়া সম্ভব। কারন দেখ, ফরেন্সিক রিপোর্ট ট্যাম্পারড হওয়া আজকাল ভেরি কমনপ্লেস আউটকাম ... আমরা ল্যাব এক্সারসাইজের ওপর অত ডিপেন্ডেন্ট হব কেন। অতীতকালে কি কেস ডিটেকটেড হত না ? '
    ---' এটা একটা দারুন কথা বললেন কলতানদা। আপনি ক্ল্যাসিকাল স্কুল অফ ইনভেস্টিগেশানটা আবার ফিরিয়ে আনুন না। এত ল্যাব নির্ভরতার সত্যিই কোন মানে হয় না। যেটুকু মিনিমাম .... ডিজিটাল ডিপেনডেন্সটা এজন্য দরকার আছে এটা ঠিক। আপনাদের মতো মানুষদের ক্যাপাসিটি ঠিকমতো প্রকাশ পাবে এতে। আপনি করুন তো ... করুন তো ... '
    --- ' হ্যাঁ ... দেখছি। আপাতত তুমি এই স্যাম্পলগুলো তো নিয়ে যাও। কষ্ট করে নিয়ে এলাম। এগুলোর তো কিছু গতি হোক ... ' কলতান বলল।
    --- ' হাঃ হাঃ ... ভাববেন না .... আপনার কষ্টের ফসল নষ্ট হবে না। এগুলো আমি নিয়ে যাচ্ছি ... '
    --- ' ঠিক আছে, তবে কালো পুঁথিটা কিন্তু আমাকে ফেরত দিও তমাল ... '
    --- ' অবশ্যই অবশ্যই ... '

    দুপুর বারোটা বাজে। কলতানের মনে হল, প্রকাশকে একটা ফোন করার দরকার। কি পরিস্থিতি দেখা যাক।
    আট দশবার রিং হবার পর প্রকাশ ফোন তুলল।
    --- ' হ্যাঁ ... মিস্টার গুপ্ত বলুন ... কাল যেতে কোন অসুবিধে হয়নি তো ? '
    --- ' না না ... কোন অসুবিধে হয়নি। ও নিয়ে ভাববেন না। সহদেবের ফ্যামিলি ঠিক আছে তো ?'
    --- ' কালই তো দেখে গেলেন ... এর মধ্যে কি আর হবে ? '
    --- ' সেটা কিছু বলা যায় না। একদিন তো অনেক বেশি, এক ঘন্টার তফাতে অনেক কিছু বদলে যেতে পারে ... '
    --- ' সে ব্যাপারে আমি আর কি বলব আপনাকে ... আপনি আবার কবে আসবেন ? কেসটা একটু তাড়াতাড়ি ফয়সালা না হলে মনে শান্তি পাচ্ছি না। সেই জন্যই আপনার কাছে যাওয়া। পুলিশের ওপর কোন ভরসা নেই। ওরা যে কি করছে কে জানে। এখনও পোস্ট মর্টেম রিপোর্ট বার করতে পারল না ... '
    --- ' হ্যাঁ বুঝেছি ... আপনার মেন্টাল কন্ডিশান বুঝতে পেরেছি। আমি মোস্ট প্রোব্যাবলি পরশুদিন যাব ডানকুনিতে ... '
    --- ' আচ্ছা ঠিক আছে। এর মধ্যে দরকার হলে খবর দেবেন ... '
    --- হ্যাঁ নিশ্চয়ই। আপনি এর মধ্যে থানার আই সি-র কাছে একটু খবর নেবেন তো পি এম রিপোর্টটা এসেছে কিনা। আমার নাম করেই বলবেন। দেখুন তো কি বলে ... ' কলতান বলল।
    --- ' আচ্ছা ঠিক আছে। কিন্তু ওই সব্যসাচী পাত্র শালা বহুত হারামি ... লাথখোর মাল ... এই সরি সরি ... ডোন্ট মাইন্ড ... এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ ... '
    --- ' ও ঠিক আছে ... এইটুকু চলতে পারে। আপনি এখন কোথায় আছেন ? '
    --- ' বড়বাজারে আমাদের অফিসে। আরে কি বলব ... কাল আমার একটা গাড়িকে পুলিশ কেস দিয়েছে দিল্লী রোডে ... গাড়ি সিজ করে নিয়েছে ওভারলোডিং-এর জন্য। আসামে মাল যাচ্ছিল। এ বিজনেসে খালি লাফড়াই লাফড়া। ফায়দা কিছু নেই ... '
    --- ' হমম্ ... খুবই মুশ্কিল ... '
    --- ' কি আর বলব ... যাক ওসব বাদ দিন ... সামলে নিব কোনরকমে ... আপনি তাহলে পরশু আসছেন ... '
    --- ' হ্যাঁ ... মোস্ট প্রোব্যাবলি। তার আগে আপনি ওসির সঙ্গে অবশ্যই কনট্যাক্ট করবেন ... '
    --- ' হুঁ ... দেখছি ... '
    --- ' আচ্ছা আপনার বাবা কি এখানেই বসেন ?
    --- ' হ্যাঁ ... এটা তো ওনারই কোম্পানি। এখন আমি চালাই ... '
    --- ' ওনার সঙ্গে একটু পরিচয় করতে চাই। ওনাকে ফোনটা একটু দিন না। ওনার ফোন নাম্বার দিলেও হবে ... '
    --- ' কিন্তু উনি তোএখন কলকাতায় নেই। পাটনা গেছে টু উইকসের জন্য '
    --- ' আচ্ছা ঠিক আছে। ফোন নাম্বারটা দিন ... '
    --- ' আচ্ছা দাঁড়ান। দেখছি ... তবে এসব ব্যাপারে বাবাকে ডিসটার্ব না করাই ভাল। এজেড লোক ... বুঝতেই পারছেন ... টেনশন দেওয়া ঠিক না ... ' প্রকাশ দোনামোনা করতে থাকে।
    --- ' আরে না না ... ওনাকে টেনশান দেব কেন ? আমার কি কোন সেন্স নেই ? আমি শুধু ওনার সঙ্গে একটু আলাপ করব, তদন্তের স্বার্থেই ... উইদাউট ডিসটার্বিং হিম। অবশ্য আপনার যদি আপত্তি থাকে আমি তো আর জোর করতে পারি না। সেটা অভদ্রতা হবে। থাক তাহলে ... '
    --- ' না না ... মিস্টার গুপ্ত ... আমি তা বলতে চাইনি ... ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ঠিক আছে, আমি ফোন নম্বরটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ...
    --- ' থ্যাঙ্ক ইউ প্রকাশবাবু ...রাখছি তা'লে ... আর হ্যাঁ আপনার বাবার নামটাও লিখে দেবেন ...'
    --- ' হুঁ ... ঠিক আছে ... '
    --- ' রাখলাম ... আপনার অফিসে একদিন গিয়ে চা খেয়ে আসার ইচ্ছে রইল ... '
    --- ' ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার ... '

    দু মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপ মেসেজ এল --- ' Mr Gajendranath Srivastav . 8964****** '

    কলতান ডায়াল করল প্রায় সঙ্গে সঙ্গে। ফোন বেছে যেতে লাগল একটানা। কিছুক্ষণ পরে জানানো হল, আপনি যাকে কল করছেন তিনি উত্তর দিচ্ছেন না। পুনরায় ডায়াল করুন কিংবা ....
    পাঁচ মিনিট পরে কলতান আবার ডায়াল করল।
    এবার একজন ফোন তুলল। ভসভসে গলা, যাকে
    বলে হাস্কি ভয়েস,সেই রকম গলায় আওয়াজ এল --- হাঁ জি ... কৌন ? '
    --- ' আপ মেরেকো পহেচানোগে নেহি। ম্যায় প্রকাশকি দোস্ত হুঁ ... '
    --- ' হাঁ ... ফির ক্যা বাত হ্যায় ? '
    --- ' নেহি ... অ্যায়সেই ... প্রকাশ বোলা থা আপসে বাত করনেকে লিয়ে ... '
    --- ' বাত শুনকে বাঙ্গালী লাগতা ... সাহি কেয়া ?'
    --- ' হ্যাঁ, মানে ... ঠিকই বলেছেন ... আমার একটা কাজের দরকার। বেশ কিছুদিন ধরে বসে আছি ... টাকাপয়সার খুব কষ্ট ... বুঝলেন মেসোমশাই ...'
    ভসভসে গলায় শোনা গেল, ' তো ... আমি এসব শুনে কি করব ? '
    --- ' না, মানে ... আপনার অফিসে যদি একটা কাজ হয় ... আমি এই লাইনেই ছিলাম আগে ... '
    --- ' প্রকাশের সঙ্গে কথা বলে নিব। ওর সঙ্গে কথা বোল ... '
    --- ' মেসোমশাই... ওর সঙ্গে তো কথা বলেছি ... তারপরই তো আপনাকে ... '
    ঠিক এই সময়ে লাইন কেটে গিয়ে কুঁ কুঁ কুঁ করে আওয়াজ হতে লাগল।
    কলতান দুচারবার হ্যালো হ্যালো করে মোবাইল রেখে দিল। দশ মিনিট পর কলতান আবার ডায়াল করল।
    একটানা আওয়াজ হয়ে যাচ্ছে কুঁ কুঁ কুঁ কুঁ ....
    কলতান মনে মনে আওড়াল ' যাচ্ছলে ... '

    কলতান এবার ফোন লাগাল সহদেবের নম্বরে।
    --- ' হ্যাঁ ... বলুন বাবু। কবে আসছেন ? '
    --- ' ঠিক সময়ে যাব ... তোমরা ঠিক আছ তো ? অন্যরকম কিছু মনে হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে ... '
    --- ' ঠিক আছে বাবু ... '
    --- ' তোমার মেয়ে বউ এখন কোথায় ? '
    --- ' তিন্নি ঘরের সামনে খেলা করছে ... আর মানু খানা পাকাচ্ছে ... '
    --- ' কোথায় ? নিজের ঘরে ? '
    --- ' না না সুরেশজির ঘরে গেছে তিনতলায়। ওখানে ভাবী মাঝে মাঝে ডাকে রান্না করার জন্য রান্নার লোক না আসলে। মানু তো খুব ভাল রান্না
    করতে পারে ... '
    --- ' তাই নাকি ? তাহলে তো একদিন তোমার ঘরে গিয়ে মানুর রান্না খেতেই হবে। চিন্তা কোর না ... খরচ পুরো আমার। প্রকাশকেও ডাকব ... '
    সহদেব বিগলিত কন্ঠে বলল, ' সে সৌভাগ্য কি আমাদের হবে বাবু ... '
    --- ' অবশ্যই হবে ... '

    It can be performed with sheer human acumen .... without any forensic exercise whatsoever ... মাথায় ঘুরছে কলতানের।

    ( ক্রমশ )

    ******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 103.252.***.*** | ০৪ মার্চ ২০২৫ ১১:৪১541485
  • ফরেনসিক এভিডেন্স ছাড়া কেস সলভ করা নিয়ে একেবারেই একমত হলাম না। যাক গে, গল্প চলুক।
  • :|: | 2607:fb90:bd19:a5bb:a9ec:590b:fcc4:***:*** | ০৪ মার্চ ২০২৫ ১২:২৪541486
  • আর পুঁতির ব্যাপাট্টা খেয়াল রাখবেন। পুঁথিপত্তর নিয়েও গল্প হয় কিন্তু সেটা অন্য কথা।  
  • Anjan Banerjee | ০৪ মার্চ ২০২৫ ২২:৪৪541491
  • হ্যাঁ পুঁতি করে দেব । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন