এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ১৬

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৮ মার্চ ২০২৫ | ৭২ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
    ( ১৬ )

    সকাল আটটার মধ্যে তৈরি হয়ে এসে কুলচা দেখল কলতান তখনও বিছানা ছাড়েনি।
    কুলচা অবাক হয়ে বলল, ' কি হল ... এখনও শুয়ে আছ ! যাবে না ? '
    কলতান আড়ামোড়া ভেঙে পাশ ফিরে শুল।
    বলল, ' নাঃ ... ক্যানসেল করলাম। আজ ভাবছি ওয়ার্ক ফ্রম হোম করব ... '
    কুলচা খানিকক্ষণ তাকিয়ে রইল কলতানের দিকে।
    বলল, ' হাউ ডিসঅ্যাপয়েন্টিং ... ', বলে টাইমস অফ ইন্ডিয়া খুলে বসে পড়ে চোখ বোলাতে লাগল।
    মিনিট তিনেকের মধ্যে কলতান বিছানায় উঠে বসল। উঠে বসে বিড়বিড় করে বলল, ' টু বি অর নট টু বি দ্যাট ইজ দা কোয়েশ্চেন ... '
    --- ' আঁ ... কি বললে ? '
    --- ' কিছু না ... রাতে ভাল ঘুম হয়নি। স্বপ্ন দেখছিলাম ... '
    --- ' ও ... খুবই স্বাভাবিক। মাথায় তো তদন্ত ঘুরছে। তা, খানাকুল অভিযানটা বাতিল হল কেন ? '
    --- ' ভেবে দেখলাম, দরকার নেই। আজকে ওয়ার্ক ফ্রম হোম করলেই চলবে। আচ্ছা... একজন কি একই সময়ে দু জায়গায় থাকতে পারে ? '
    --- ' অ্যাবসার্ড কোয়শ্চেন ... ' কুলচা খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল।
    --- ' অ্যাবসোলিউটলি ... চল ... এবার উঠে পড়া যাক ... '
    কলতান বিছানা ছাড়ল। নমিতা বেড টি দিয়ে গেল। কুলচা বসে রইল সোফায় হেলান দিয়ে।

    কলতান চায়ের কাপে চুপচাপ চুমুক মারতে লাগল।
    --- ' দাঁড়া ওসি মশাই সব্যসাচী পাত্রকে একটা ফোন করি। জানি না এখন ডিউটিতে আছে না বাড়িতে আছে। যেখানেই থাকুন সব্যসাচীবাবু ফোন ধরলেন।
    --- ' হ্যাঁ বলুন মিস্টার গুপ্ত ... '
    --- ' আপনি এখন কোথায় ? '
    --- ' কোয়ার্টারে আছি। একটু পরে বেরব ... '
    --- ' আচ্ছা আচ্ছা ... সেদিন পিকনিকটা কেমন লাগল ? '
    --- ' দারুন ভাল লাগল। এরকম মাঝে মাঝে হলে ভালই হয় ... একটু রিলিফ পাওয়া যায় ... হ্যাঃ হ্যাঃ ... এই একঘেয়ে রুটিন জব ... লাইফটা কি হয়ে গেল একেবারে ... '
    --- ' তা ঠিক। মাঝে মাঝে এরকম হলে ভালই হয়। চোর এবং সাধুকে এক জায়গায় জড়ো করা যায়। আপনি কোন দলে পড়েন সেটা আপনিই জানেন ... '
    --- ' মানে ? '
    --- ' না, বলছি যে ... ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেল ? '
    --- ' না ... পাইনি এখনও ... শুনছি হায়দ্রাবাদের ল্যাবরেটরিতে পাঠান হয়েছে। আশা করি নেক্সট উইকে পেয়ে যাব। পেলেই জানাব আপনাকে ... '
    --- ' হমম্ ... কোন অ্যারেস্টও তো হয়নি ... '
    --- ' কি করে হবে বলুন ... পার্টি তো কেউ হয়নি এখনও। আর আমরা সুয়ো মোটু চার্জ ফ্রেম করে ইমপ্লিকেট করব কাকে এবং কিসের বেসিসে ? প্রাইমা ফেসি সাসপেক্ট তো কেউ নেই। এখন দেখুন আপনি যদি কিছু করতে পারেন ... আপনিই ভরসা এখন ... '
    --- ' আসলে কেসটা তেমন মিডিয়া কভারেজ পায়নি বলে আপনারা এরকম হাত গুটিয়ে বসে থাকার সুযোগ পাচ্ছেন ... মিডিয়ার গুঁতো না খেলে আপনারা নাড়াচাড়া করেন না এটা সবাই জানে ... সে যাক, এখন একটা কথা বলুন ... মানে ঘটনার পরের দিন, মানে টুয়েলভথ মার্চ আপনি থানায় কতক্ষণ ছিলেন ? '
    --- ' তা ... দুপুরে লাঞ্চের সময়টা বাদ দিয়ে ফুল ডিউটি টাইম ... মানে সকাল আটটা থেকে রাত আটটা ... '
    --- ' ওই দিনই তো ভিকটিম মেয়েটার বডি রিট্রিভড হয়েছিল ... তাই তো ? '
    --- ' একদম একদম ... ওঃ, সেসব কি ঝামেলা ... '
    --- ' পুলিশে কাজ করতে গেলে এইটুকু ঝামেলা তো ফেস করতেই হবে ... '
    --- ' সে আর বলতে ... সবই কপাল ... '
    --- ' সেদিন প্রকাশ শ্রীবাস্তব থানায় কটা থেকে কটা পর্যন্ত ছিল মনে আছে কিছু ? '
    --- ' কে ... প্রকাশ ? না না ... প্রকাশ তো আসেনি থানায়। শুধু প্রকাশ কেন, ওদিক থেকে কেউই আসেনি। একটা জি ডি পর্যন্ত করায়নি কেউ ... আমি তো সারাক্ষণই থানায় ছিলাম ... '
    --- ' ও আচ্ছা আচ্ছা ... আমি ভাবলাম প্রকাশজি হয়ত একটা ডায়েরি করাতে যেতে পারে যেহেতু মেয়েটা তাদের বাগানের মালির মেয়ে ... আপনার পরিষ্কার মনে আছে তো ... '
    --- ' আরে, পরিষ্কার মানে, জলের মতো পরিষ্কার মনে আছে ... কি যে বলেন ... আমাদের এত ভুলো মন হলে চলে নাকি ? '
    --- ' হ্যাঁ, তা ঠিক ... তা ঠিক ... আপনাদের ভুলো মন হলে চলবে কি করে ... আপনারাই তো আমাদের রক্ষাকর্তা। আমারই কোথাও ভুল হচ্ছে তা'লে ... '
    --- ' তা হতে পারে ... দেখুন ভেবে ... ' সব্যসাচীবাবু বললেন।
    --- ' আচ্ছা ... নিশ্চয়ই ভাবব। আচ্ছা, তা'লে রাখছি এখন ... আপনাকে সকাল সকাল ডিসটার্ব করলাম ... সরি সরি ... '
    --- ' আরে না না ... তাতে কি হয়েছে ... কোন ব্যাপার না ... আবার কবে আসছেন এখানে ? '
    --- ' বেশি দেরি হবে না ... দুচার দিনের মধ্যেই ...'
    --- ' আসুন আসুন ... '
    ফোন কেটে দিল কলতান। কথোপকথন যথারীতি যন্ত্রে বন্দি হয়ে রইল।

    কুলচা বলল, ' লাভ কিছু হল ?
    --- ' লাভ লোকসান ঠিক সময়ে হিসেব হবে ... কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন ... যাকগে, ওসব বাদ দে। এখন ফলের আশা না করেই আর একটা কর্ম করা যাক ... তবে অঙ্ক কষাটা যদি নির্ভুল হয়, তাহলে ফল মিলতে বাধ্য ... এটা বৈজ্ঞানিক সত্য '
    --- ' আচ্ছা ... বুঝলাম ... এবার তা'লে কে ? '
    --- ' প্রকাশ শ্রীবাস্তব ... '
    --- ' হাঁ, বলুন স্যার ... ' প্রকাশ ফোন ধরল।
    --- ' সব ঠিকঠাক আছে তো ? '
    --- ' হাঁ ... আর তো কিছু হয়নি। আপনার পেমেন্টটা আমি কাল গুগলে পাঠিয়ে দেব ... প্রগ্রেস কিছু হল স্যার। মাইন্ডটা কিছুতেই শান্ত হচ্ছে না ... মেন্টাল পিস নেই বিলকুল ... '
    --- ' ইটস কোয়াইট ন্যাচারাল। প্রায় ফ্যামিলির একটা মেয়ে ওরকমভাবে ... পেমেন্টের জন্য আমি একেবারেই ওয়ারিড নই। ওটা আপনার যেরকম সুবিধে ... হ্যাঁ যেটা বলছিলাম ... আমাদের তো নানারকমভাবে ইন্টারোগেট করতে হয়। বলছি যে, আপনার বাবার কাছে আপনি আমাকে কবে নিয়ে যাবেন ? খুব আলাপ করতে ইচ্ছে করছে। এত সুন্দর কথাবার্তা ... '
    --- ' ঠিক আছে ... আমি দু একদিনের মধ্যেই আপনাকে জানাব। আর একটু অপেক্ষা করুন ... '
    ---' ওকে ওকে ... অপেক্ষা করে রইলাম। আর হ্যাঁ ... আপনার শ্বশুরমশাইকে ফোন করেছিলাম। ওনার সঙ্গে অবশ্য কথা বলতে পারিনি। লাইন ডেড ছিল ... '
    --- ' ফোন ডেড ? এই এক লাফড়া শালা ... হাইলি ডিসটার্বিং ... '
    --- ' যা বলেছেন ...কি আর করা যাবে ! আপনার মিসেসকেও ফোন করেছিলাম ... আপনার মিসেসকে এই মিসহ্যাপটার কথা বললাম। সুভদ্রাদেবী খুব শক পেলেন মনে হল ... আপনি ঠিকই বলেছেন, উনি কানপুরেই আছেন। এ ব্যাপারে উনি আপনার সঙ্গেই কথা বলতে বললেন, উনি তো ওনার বাবার অসুস্থতা নিয়ে খুব ব্যস্ত। আপনার মিসেস দারুন বাংলা বলেন কিন্তু। মনেই হয় না, ইউ পি র মেয়ে ... ঠিক যেন ভবানীপুরের মেয়ের মতো বাংলা অ্যাকসেন্ট... '
    --- ' তা ঠিক তা ঠিক ... '
    --- ' যাক ... যদি দরকার হয়, পরে আবার ফোনে ধরার চেষ্টা করা যাবে ওদের ... '
    --- ' শিয়োর ... শিয়োর ... '
    --- ' ও হ্যাঁ ... বাই দা বাই ... একটা কথা মনে পড়ে গেল, আপনি কি বলতে পারবেন, ঘটনার পরের দিন সকালে সহদেবের বউ মান্ডবী কোথায় ছিল ? '
    --- ' মাহিরের মধ্যেই ছিল ... '
    --- ' আপনি শিয়োর ? '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... দুপুরে বাগানে দাঁড়িয়েছিল .... দেখলাম ... কাঁদছিল মনে হল ... '
    --- ' আপনি শিয়োর, আপনি ঠিক দেখেছেন ? '
    --- ' নিশ্চয়ই ... নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। আমি সেদিন সারাদিন বাড়িতেই ছিলাম ... '
    --- ' হ্যাঁ ... সেটা তো ঠিকই। নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না ... আপনি সারাদিন বাড়িতেই ছিলেন এটা পাক্কা। ব্যাপার হচ্ছে যে, ওখানকার লোকাল থানা তো কিছুই করছে না। করার চেষ্টাই করছে না। ফরেন্সিক রিপোর্টটা এখনও বার করতে করতে পারল না। তাই বলছি যে আপনি সেদিন রানি মিসিং হবার আগে পর্যন্ত যা যা দেখেছেন সেগুলো জানিয়ে লোকাল থানায় যদি একটা জেনারেল এফ আই আর করে রাখেন ... তাহলে কেসটা ট্যাকল করতে অনেকটা সুবিধে হয় আমার পক্ষে ... '
    --- ' কিন্তু আমার নলেজেই তো কিছু নেই এ ব্যাপারে ... আমি সেদিন ডানকুনিতে ছিলামই না।
    --- ' ও তাও তো বটে। সেদিন ছিল বুধবার। আপনি কাজের দিনে বাড়ি বসে থাকবেনই বা কেন ? আপনি বোধহয় খানাকুলে গিয়েছিলেন, না ... ব্যবসার কাজে ? '
    --- ' খানাকুল ! সেটা আবার কোথায় ? ওখানে কিসের ব্যবসা ? আর কোন ব্যবসা ট্যাবসা নেই আমার। এই একটাই শুধু ... '
    --- ' না ... নীতিন বলছিল ... আপনার নাকি কি একটা ওষুধের ফ্যাক্টরি আছে ওখানে। খুব চালু প্রোডাক্ট ... '
    --- ' ওর কথা শুনে আপনি এসব বলছেন ! আপনি কি পাগল হয়ে গেলেন কলতানবাবু ... ওটা একটা দু নম্বরী মাল। ওর নিজেরই দু নম্বরী কারবার আছে খানাকুলে। জিজ্ঞেস করবেন তো ওর দোকানের টফি চকলেট এসব কোথা থেকে আসে ... ' রীতিমতো উত্তেজিত হয়ে উঠল প্রকাশ।
    --- ' কোথা থেকে ... খানাকুল থেকে ? ' কলতান ভোলাভালা ভঙ্গীতে প্রশ্ন করল।
    --- ' তবে নাতো কি ... '
    --- ' তাতে দোষের কি আছে ? দোকানের জিনিসের সাপ্লায়ার তো যে কোন জায়গার হতে পারে ... '
    --- ' আরে শুধু তা না ... ওসব পরে বলব ... শালা ভাবছে আমাকে ফাঁসাবে ... সব ফাঁস করে দেব শালা ... ' প্রকাশ ক্ষিপ্ত গলায় হুঙ্কার ছাড়তে লাগল।
    --- ' যাকগে, বাদ দিন বাদ দিন ... ওসব অর্থহীন কথা। যে কথাটা হচ্ছিল ... আপনি তাহলে সেদিন কোথায় ছিলেন ? '
    --- ' কোথায় আবার থাকব ... বড়বাজারে ছিলাম আমার অফিসে ... '
    --- ' ও আচ্ছা আচ্ছা ... হ্যাঁ সেটাই তো স্বাভাবিক কাজের দিনে আপনি নিজের অফিসে তো যাবেন।
    আচ্ছা ঠিক আছে ... প্রকাশজি, আপনাকে অনেকটা বিরক্ত করলাম। আপনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন এই অ্যাসাইনমেন্টে, তাই আমাকে আমার ডিউটি ডিসচার্জ করতে হচ্ছে। আপনি আমার কাছে এসেছিলেন কেসটা নিয়ে, তবেই তো আমি জানতে পারলাম, না হলে আমি কি করে .... '
    --- ' না না ... মিস্টার গুপ্ত ... নেভার মাইন্ড। আপনি আপনার কাজ চালিয়ে যান ... থামবেন না ... কালপ্রিট ধরা পড়লে তবেই আমি শান্তি পাব ... '
    --- ' আশা করি আপনাকে শান্তি দিতে পারব। অপার শান্তি ... আমার ওপর যে আপনি চোখ বুজে ভরসা করেছেন তার রেজাল্ট অবশ্যই পাবেন ... পেতেই হবে। আমার খুব ইচ্ছে আবার একটা চড়ুইভাতি হোক সহদেবের ঘরের সামনে ... '
    --- ' খুব ভাল ... খুব ভাল ... জানাবেন জানাবেন ... '
    --- ' নিশ্চয়ই জানাব ... একদিন রাখলাম ... '

    ফোন রেখে কলতান বলল, ' ওয়ার্ক ফ্রম হোম করলাম আর কি ... এর পরে একটা ফিল্ডওয়ার্ক আছে ... '
    কুলচা বলল, ' কবে ? '
    --- ' দেখি ভেবে ... '

    ( ক্রমশ )

    *****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন