এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অন্যান্য  নেট-ঠেক-কড়চা

  • একটি ইগো সর্বস্ব লেখা

    Supratik Chakraborty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | নেট-ঠেক-কড়চা | ০১ মার্চ ২০২৫ | ১৫৭ বার পঠিত
  • মেরুকরণ বুঝতে যেকোনো একটা মেরুতে যে থাকতেই হবে এটাই আমাদের শৈশবলব্ধ উপাসনা।  বস্তুত মোরালিটি ব্যপারটা যতই জোনাকি প্রসব করুক না কেন আদতে তুমি বা আমি কেউই ভাবনাকে মোল্ড করতে শিখিনি। একটা মৃত সাদা পৃষ্ঠার দিকে ভোদাইয়ের মতো তাকিয়ে থেকেছি কী লিখব বুঝতে না পেরে! অতঃপর সময়ের পিঠে চেপে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পরিভ্রমন করে এসে পৌঁছেছি একটা মনোলজিকাল ব্রিজের মাঝামাঝি। যেখানে মানুষের সনাতনি বোধ ও বিভ্রম, ভাবনার অহিংস কাটাকুটি পছন্দ করছে না। আত্মহত্যা করতে চাইছি। নিরেট এক নিঃস্বতা জনপ্রিয় হয়ে উঠেছে, আমরা মেট্রো প্লাটফর্মের ইয়েলো লাইন বরাবর হাঁটছি!  ডিজিটালি হ্যালুসিনেট  করছি... করছি... ট্রেন ঢুকতে সাড়ে বাহাত্তর সেকেন্ড বাকি! অন্তর্গত একটা নেশা তো আছেই! জ্বল জ্বল চিতা দ্বিগুন দ্বিগুন.. ঝকমক করতে থাকা নগরের ভ্যানিটি আর স্যাঁতলা ধরা গরিবির কেত্তন সামলে নিলে, চোখ নাকের গুহ্য দ্বার বন্ধ হয়ে গেলে, আলো তার স্পেস হারায়! অন্ধ পাঠক, অন্ধ লেখক! মানচিত্র থেকে উঠে যায় সব যতিচিহ্ন! আর যখোনি এই মন্থরতা গ্রাস করে, গ্র্যাব করে, যাবতীয় ভগবৎলীলাকে সীমা শেখাতে শেখাতে বাঁজা জমিতে এসে পড়ে মানুষের ডিসোন্যান্সি! অদ্ভুত! অপ্রাকৃত! সেইসব গল্প আর বহুস্বরে মাখো মাখো ইতিহাস, হ্যালুসিনেটারি, একটা প্রচন্ড অস্পষ্টতার পিছনে ধাবমান সভ্যতার একপেশে দাঁত কেলানো! সব ঠিক আছে মার্কা সেল্ফ কনসোলেশন! প্লুরালিটির নিয়তি ভেদ করে যে কবি বহুবাচনিকতার চাষ করে, অজস্র কাটাকুটির অন্তর্ঘাত সামলে সে হয়ে ওঠে ইউরোসেন্ট্রিক আজকের দিনে। স্বপ্ন দেখা বন্ধ করো। বরং স্বপ্নের মতো করে সবটা দেখো! অবস্কিওরিটির উপাসনা তো একেই বলে। মৃত্যুবোধ কেউ ঝেড়ে ফেলতে পারেনা, আ পিকিউলিয়ার বিপন্ন না হলে তুমি বালের শিল্পী। তোমার বিপন্নতার নীচে সুড়ঙ্গ আছে, ইউ ক্যান হাইড অ্যান্ড মুভ! যাও! ফেস করো ফিউচারিস্ট কুয়াশা! ফেস করো মৃত্যুর মন্থন। এই বর্তমানের পাঁজরে বহুমুখী যুদ্ধ চলছে, নৈ:শব্দের কবরে শুয়ে ভেবেই চলছি আজীবন! কোনটা রোমান্স আর কোনটা পর্ণোগ্রাফি?

    লজিকালি সমঝে চলা, নাস্তি নাস্তি, অতঃপর দেহর ওপর চাপিয়ে নেওয়া স্ফূূলিঙ্গ! স্খলনের আগের ধ্রুপদী আনন্দ! এক্সট্রিমিস্ট সঙ্গী সাথী জুটিয়ে, স্তরে স্তরে ভেঙে পড়া ইমারত! টু এনডিওর, কানা রাত্রির আল্পনা।  শেষ মদটুকু গলায় ঢেলে, এলোমেলো সিঁড়ি আর সিঁড়ি বেয়ে, শতচ্ছিন্ন ডকট্রিনের পায়ের কাছে এসে বসা! মরালিটির ধূলোবালি, সংসার সীমান্তে টুকরো টুকরো মন, খন্ডহর, যামিনীদের বাড়িটা! প্রেত আর অন্ধকুঁয়োর অতলে ফসিল হয়ে যাওয়া মেলোড্রামা!  এরপরেও কিছু কম্পোজিশন থাকে, বেশ্যার হাতছানির মতো, নিশির ডাকের মতো, গো বেবি! হ্যাভ আ ডিপ শাওয়ার, ইনসিডেন্টালি আমি তুমি অচেনা, অতএব এস, স্লিপ উইথ মি! চোখ জুড়ে ঘুমের ঢেউ! এস, তোমার স্তন স্পর্শ করি। উই আর নট মেড ফর লাভ বাট আ.... পোচ্চন্ড বারিষে মাথায় কচুপাতা ধরার জন্য ইউ আর গ্রোওন আপ!  টু বি আ শেলটার ইনডিড... আর কি জানোতো যে কবিতা অক্ষর পেলো না সেটা ছবি হয়ে যায়! পোয়েট্রির হাত ধরে ধরে প্রোজের মহানগরে এসে দাঁড়িয়েছিলাম। আভি সামঝা জিন্দেগিমে সবসে খুবসুরত হোতা হ্যায় আপনা পাসিনা! ঘাম! স্বেদ! গড়িয়া ব্রিজের নীচে গাঁজার ডেরায়, ধূম্রতানে, এগিয়ে আসা বা বসে থাকা বখাটে মুখ গুলো, চোখ গুলো ভাষা ভাষা! উইড লাগিয়েছিল মেসের ছাদে। তিন টান দিতেই হবে, তারপরেই এই পৃথিবীতে শ্রেনীহীন সমাজ হবে। ইউনাইটেড বাই হ্যালুসিনেশন! ঝাপসা ঝাপসা দেখবে উঠোনে, তোমার বাড়ির উঠোনে ফ্রয়েড আর হাইডেগার একসাথে বসে গুটখা খাচ্ছে! ডেঞ্জারাস আনন্দ! সাধে বলি??

    লোকে যে আমায় বখাটে বলে তার কারণ আছে, তাই আই অ্যাম প্রাউড!  প্রাউড টু বি আ ভ্যাগাবন্ড! মায়ের পেট থেকে ল্যান্ড করার পরে, চোখ ফোটার পরে, গ্রে সেল গুলো চাগিয়ে ওঠার পরের ফার্স্ট উপলব্ধি এটাই যে আমাকে একগাদা বিচারকদের তর্জনীর সামনে সারভাইভ করতে হবে। জাজমেন্টাল, সে তো সবাই! কমফোর্ট আর কে কবে দিতে পেরেছে! কুন্ডলীশক্তি জেনে, আর প্রাকৃত নাড়ীর টান, দৈব কিছু ভালোলাগা দেখে, ক্লান্ত সন্ধ্যা নেমে আসা আর্টগ্যালারীর দেওয়ালে মুখ লুকানো টিকটিকি.. ওটাই তো ইমেজের বিউটিস্পট! ডিভোর্সী মেয়েটা চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকে, নির্থর চৌকো ক্যানভাসের অনেক ভিতরে, শব্দকথার লাশ, তাই এই মড়া মড়া টোনিং, নাই নাই সাগর.. অ্যামং অল দ্য মুভিং ইনস্যানিটি, সাক্ষাৎকারে মলাটটুকু দেখা যায় কেবল!বায়োগ্রাফিতে সচ কেউ লেখেনা। সত্যি কথা লেখেনা কেউ৷ গাঁড়ে দম থাকতে হয়। রেফারেন্স ফালতু প্রতিবেশী! ইটস অল অ্যাবাউট ক্ষ্যাপামো! মা মা বলে পরমহংসের পুকার! ওটাই সচ! তোর ভাবের খেলা দিয়ে... স্পর্ধার বিপরীতে মিডলক্লাস সমষ্টি! নিউজপেপার! অসম্ভব মন্তাজ! একটা গোটা পৃষ্ঠায় ন্যাংটো ডেমোক্রেসি, এদিক ওদিক, খন্ড খন্ড! মিডলক্লাস শাপ শাপান্ত! সাদা কালো নস্টালজিয়া মন্থন, আটকে থাকা! গুরুতর স্ট্যাগন্যান্সি কিংবা শ্যাওলা বিলাসের নিরীহ সুখ, আছি আর ছিলামের ফিতে মাপা ডিসট্যান্স, লাল রিবন মার্কা আয়ুরেখা চিনে চিনে, অতএব, একটু সুখের গরিমা গড়িয়ে দেওয়া রোজকার গায়ে৷ বাড়ি গাড়ি নারী, বউ বাচ্চা আর গেরস্থের ক্লাসিকাল বিউটি, কলের গান, উইকএন্ড বাফ, মালটিপ্লেক্সের জ্বলজ্বলে স্টেয়ারস, অ্যাট এনি কেস, চাওয়া আর পাওয়া ওভারল্যাপড! ভালো সিনেমা বল তো, রাতে দেখব! লিঙ্ক পাঠা! পলিটিকালি কারেক্ট, গুড আর ব্যাডের মাঝে পা মুড়ে ধর্মের ষাঁড়, স্পর্ধা শেষ। অডাসিটির শেষ ধাপে গুলি ডান্ডার বিনিয়োগ, বোধের সেল, বই পোড়ানোর মহোৎসবে মসিমাখা পরপারের ছায়া.. রাষ্ট্রের হাতে বন্দুক! সিস্টেমের হাতে চাবুক! সব মারের সাগর পাড়ি দিয়ে ভেজা গায়ে বচ্চন এগিয়ে আসছে চোখে চোখ রেখে! ফেকে হুয়ে প্যাসা নেহি উঠাতা! 

    যন্ত্রণা, আউট অফ অভিধান, চোখে চোখে কথা হল, ভীষণ রোদ সেদিন রাঁচিতে। ধ্বস্ত ফেরিওয়ালা, বরিয়াতুর দিকটা গাঁজা কিনতে গেছিলাম। ন্যাচারালি দোস আর নট ফাউন্ড ইজিলি! মেহনত লাগে! রাতু রোডে উবু হয়ে দৈনিক মজুর লাইন! প্রাগৈতিহাসিক ব্যবসা! ছাদের ওপর থেকে, ইনফ্যাক্ট,  কান্না কান্না পেল। কাঁদলাম না। বহুমুখী সভ্যতা, আগন্তুকে উৎপল বলছেন সভ্য কারা জানেন? সত্যজিৎ য়ের "বই", ইমপ্রোভাইজড সাঁওতাল নাচ! হা হতোস্মি! সাঁওতাল চিনতে আমায় মানিক বাবুর সিনেমাকে ভরসা করতে হয় নি এই ভাগ্যি! এনটায়ারলি ওয়েস্টানাইজড!  খুন হয়ে যেতে পারি। দমকা হাওয়া, আগুনের ঝাপটা! দিদিম দিম! দিদিম দিম! মলের শব্দ ভাষায় লিখতে পারতেন বুদ্ধদেব গুহ! সাঁওতাল মেয়ে... দে আর নট সিমি গারওয়াল! দে আর নট মেড আপ! কালো মেয়ের পায়ের নীচে আলোর নাচন... হুলুস্থুলু কামণা! ঘুরে ফিরে সেই এলুইনের কথা আসে, লক্ষ্মীর কথা আসে! ভারতবর্ষের কথা আসে! ফস্টার চিনেছিলেন দেশটা? গ্যুন্টার? ম্যাক্সমুলার?? হ্যারিসন?? ডেভিড?? লুই মাল?? অ্যাট দিস কেস, আই ডাউট.. আমি চিনি না। জঁহা কে বারে মে কুছ বাতা নেহি সকতা! জমা জলে ধান নষ্ট! ক্ষেত উজাড় করা ওষুধু, কারখানা! বিষ বিষ বিষ! আমি শুধু এটুকুই বুঝি। দো বিঘা জমিন, হিস্ট্রি অফ ডেপরাইভেশন! চাষার ছেলে মজুর ইন আনাদার স্টেট!! ইনএভিটেবল মাইগ্রেশন! তবু, তবু, জমি থাকে, ফারো থেকে পানি ভি আতা হ্যায়, সুজলা সুফলা বঙ্গাল... মৌসুমী সভ্যতা, কালো মেঘের ছায়া, কার্পাসের ক্ষেত (এখন আমি মানোয়ারে), ফার্মার প্রোডিউসার কমিটির সি ইও,  একেবারে মনিটরিং ডিটারমিন্যাট! খৈনী ডলতে ডলতে বাতেলা! বেসুরো টান..  দিগন্তে ধোঁয়া! হুয়া কেয়া?? ধুঁয়া কিঁউ??... জ্বল রাহা হ্যায়, রেসিডিউস.. আল্লাহ, শষ্যের উচ্ছিষ্ট জ্বলছে, ঘূর্ণি, ধূসর ঘূর্ণি! বাষট্টিটা স্লাইড, আই ওয়ান্ট টু আসক... ইনডিড... হোয়াট অ্যাবাউট কর্পোরেট কৃষি?? আলটিমেট ফিউচার? বহুবর্ণ সংকট! বহুমাত্রিক পারসেপশনস! ইমপোর্ট আর এক্সপোর্টের,  এম এস পি, ন্যাড়া ভ্যালু অ্যাডিশন... ট্রেনিং আর কর্মশালার ভিড়৷ চাহিদার চোরাপথে রাষ্ট্র মাড়িয়ে দেয় ন্যাংটো চাষীর শরীর!

    চলো কালাচাঁদ, রশোমন দেখি। পুরোটা নয়৷ শেষ তিনমিনিট দেখি। বৃষ্টিটা থেমে গেছে। দুই বন্ধু পরস্পরকে আর বিশ্বাস করতে পারছেনা। মাঝখানে শিশুর রোদন! বৃষ্টি থেমে গেছে৷ রশোমন থেমে গেছে। চলো... ইকিরুর ওয়াতানাবির মতো সচ্চা দিওয়ানা আর হতে পারলাম কোথায়! দুনিয়াদারি, ট্যানজিবল ভগবৎ লীলা... আমার গ্লাস খালি। বরফ নেই। বেয়াড়া নেই। আছে বলতে অতলে নেমে যাওয়া অনন্ত পাতালের সিঁড়ি! এটুকু। ইহা একটি ইগো সর্বস্ব লেখা। মাথা মুন্ডু কিছু না বুঝিতে পারিলেই এই লেখা সার্থক বলিয়া গন্য হইবেক।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • অন্যান্য | ০১ মার্চ ২০২৫ | ১৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন