এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • বিস্ফোরণের অপেক্ষায়! 

    কিংবদন্তি লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৮ নভেম্বর ২০২৪ | ১৮৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • আমাদের এলাকায় একটা পীরের দরগা আছে। পীরের বাড়ির নানা গল্প আমরা শুনছি ছোট থেকেই। শরিয়ত পন্থিদের এগুলা পছন্দ না। আমরাও পছন্দ করতাম না। মনে হত ধুর, এমন হয় না কি! বিশ্বাস করতাম না, করলেও গর্হিত কাজ বলে মনে করতাম। এখন বুঝি সব আমার মতের সাথে মিলবে এমন না, আমার বিশ্বাসের সাথে সবার বিশ্বাস মিলবে না। এইটাই ঠিক, এইটাই সৌন্দর্য জীবনের। ওরা তো কাওকে জোর করছে না, থাকুক না ওরা ওদের মতো করে। কিন্তু আমার মতো ভাবার লোক দেশে এখন কম। পরিবর্তিত পরিস্থিতিতে নানা জনে নানা কাজ করেছে আর একটা পক্ষ তৈরি হইছে দেশ থেকে ভিন্নমতকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলে দিতে। এই কাজ করতে গিয়ে তারা ভিন্ন ধর্মের লোকজনকে যেমন টার্গেট করেছে তেমনই দেশের পীর ফকির, মাজার দরগাকেও টার্গেট করেছে। সেই সূত্র অনুযায়ী আমাদের এখানে একদিন আল্টিমেটাম দেওয়া হল, দিনক্ষণ ঠিক করে বলা হল অমুক দিন আক্রমণ করা হবে দরগায়। সেইবার নানা কৌশলে বেঁচে যায় দরগা। কৌশল কিছু না, টাকা পয়সা দেওয়া হইছে জেলার বিএনপি নেতাদের। কোটি টাকা করে দেওয়া হইছে সভাপতি সাধারণ সম্পাদককে, এমন শোনা গেছে কথা। তো তখন কিছু না হলেও গত পরশুদিন ভোর বেলা, ফজর নামাজ পড়ে আল্লার বান্দারা চড়াও হলেন দরগায়! দরগায় যারা ছিল তারা তাদের সাধ্যমত চেষ্টা করেছে, চেষ্টা মানে মারামারি! তুমুল মারামারি হয়েছে, দুইজনের অবস্থা কাহিল! সেনাবাহিনী যতক্ষণে গিয়েছে ততক্ষণে কাজ করা শেষ। দরগা আগুনে পুড়ে ফিনিশ! দুইজনের একজন গতকাল মারা গেছে! শহরে এখন মাইক দিয়ে আগামীকাল জানাজার খবর প্রচার করছে। মারামারি করতে গিয়ে, আরেকজনের ওপরে ঝাঁপিয়ে পড়ে মারতে গিয়ে কেউ মারা গেলেও তাকে শহীদ বলা হবে? এখানে তাই বলা হচ্ছে। 

    মানুষের জীবনের কোন মূল্য নাই এই দেশে। সবচেয়ে সস্তা সম্ভবত মানুষের জীবন। এইটা যার জীবন যাচ্ছে সেও বিশ্বাস করে যে তার জীবন দরগা ভাঙার কাজে গেলেও সমস্যা না! অভিজিত রায় লিখেছেন বিশ্বাসের ভাইরাস, কিচ্ছু করার নাই সম্ভবত। এই জীবন দিয়ে দেওয়ার লোক দেশ পূর্ণ। আরেকটা গল্প শুনেন, বাংলাদেশ কই দাঁড়ায় আছে বুঝতে পারবেন না পরিষ্কার ভাবে। 

    আমার এক হিন্দু বন্ধু বাড়ির পিছনের সীমানা বরাবর দেওয়াল তুলছে। আগেও দেওয়াল ছিল, ভেঙ্গে পড়ে ছিল, আবার ওই বরাবরই দেওয়াল তুলছে ও। এখন দেওয়াল অনেকদিন পড়ে থাকায় ওইপাশের লোকজন এদিকে জানলা দিয়ে বসে আছে, ও বলছে যে এইটা তো দেওয়াল উঠবে, জানলা কেন? থাকুক এখন, তখন বলছে এই গল্প। এরপরে এখন ওরা যখন দেখল দেওয়াল উঠছে তখন মন খারাপ করে। দেওয়াল যখন উঠেই পড়ল, জানলা যখন আড়ালে পড়ে গেল তখন শুরু হল গালিগালাজ, মালাউনটাকে কইলাম কয়েকটা ইঞ্চি জায়গা ছাড়ার জন্য, ছাড়ল না! ভাইঙ্গা দে দেওয়াল! এমন নানা শ্রুতিমধুর কথাবার্তা! 

    গল্প এইটা না, গল্প হচ্ছে এই দেওয়াল তোলার যে কাজ করছে তাকে নিয়ে। রাজমিস্ত্রির হেলপার কিশোর একটা ছেলে। আমার বন্ধু যখন ওর দোকানের কাজ করিয়েছে তখনও ও কাজ করেছে। এবার যখন ওকে দেখা গেল না তখন ও জিজ্ঞাস করেছে অমুক কই? উত্তর আসল ও রাজনীতি করে, রাজনীতির কাজে ঢাকা গেছে! ও আশ্চর্য হলেও কিছু মনে করে নাই। কয়েকদিন পরে রাজনীতি করে তিনি কাজে আসছেন। ও এমনেই জিজ্ঞাস করেছে কই গেছিলা? কিসের রাজনীতি কর? ওকে আগেই একজন বলেছিল ইসলামিক কোন দল করে। সেই অনুযায়ী ও বলছে জামাত কর? ছেলের জবাব হচ্ছে না, জামাত তো গণতন্ত্রের কথা বলে আমরা এগুলা বলি না! আমরা খেলাফতের জন্য রাজনীতি করি! এই পর্যন্ত শুনে আমাকে ধরে নিয়ে গেছে আমার বন্ধু, বুঝার জন্য ও কী বলতে চাচ্ছে তা। আমি জীবনে আর যাই করি না কেন কই চুপ করে থাকতে হয় তা ভালো করেই জানি। আমি জানি এই ছেলের সামনে আমার একটা কথাও বলা যাবে না। আমি অবাক হয়ে শুনলাম ,এই প্রথম প্রথম হস্ত এমন জিনিস দেখলাম! বাচ্চা একটা ছেলে, কী বলতেছে ওর কোন ধারণা নাই। খেলাফতের অর্থ কী? খেলাফত কায়েম হলে ওর অবস্থান কই হবে তাও জানে না। অদ্ভুত ঘোর লাগা একটা ছেলে। এদেরকে ঢাকা নিয়ে যাচ্ছে কারা? কেন নিয়ে যায়? আগে তো রাখঢাক ছিল, এখন তো আর নাই। এই ছেলে কোনদিন জীবন দিয়ে দেওয়ার জন্য বুক পেতে দাঁড়ালে কে বাঁচাবে? আমি তো ভিতু মানুষ, সাহস হল না ওকে দুইটা কথা বলি! এমন কতজন আছে কে জানে! দেশ কোথায় দাঁড়িয়ে আছে বুঝা যাচ্ছে একটু? 
     
    কোন কিছুই বিচ্ছিন্ন ঘটনা না। মাজার দরগা ভাঙা, হিন্দুদের ওপরে আক্রমণ, প্রথম আলোকে হিন্দুত্ববাদের ট্যাগ দিয়ে আক্রমণ সবই একই জিনিস। এরাই নানা জায়গায় ছড়িয়ে আছে। এরাই চট্টগ্রামে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। 

    চিন্ময় দাস প্রভুকে জামিন দেওয়া হয় নাই, রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। মামলা আগেই হয়েছিল, ধরা হয়েছে সেদিন। জামিন না দেওয়া যথারীতি আগুনে ঘি ঢালা হয়েছে। চট্টগ্রাম রনক্ষত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম আদালতে হিন্দুরা প্রতিবাদ জানিয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ি, ভক্তরা প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছে, প্রিজন ভ্যানের চাকার হাওয়া ছেড়ে দিয়েছে, পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে চিন্ময় দাস প্রভুকে। গণ্ডগোলের পরে দেখা গেল একজন মৃত! এই লাশকে ফেলল? লাশের গায়ে কোপের দাগ। 

    যারাই এই কাজ করে থাকুক এইটাকে কাজে লাগাবে কারা? জি, তারা কাজে লাগিয়েছে ভালো ভাবেই। ইশকন নিষিদ্ধ করতেয়ে হবে দাবিতে বিশাল মিছিল হয়েছে। স্লোগান গুলো চমৎকার, একটা একটা ইশকন ধর, ধরে ধরে জবাই কর! দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা! ইশকনের দোষটা কই আমি অনেক ভেবেও বুঝতে পারি নাই। গতকাল রাত ছিল ২৫ মার্চের মতো কালো রাত। আমি আমার পরিচিত হিন্দুদের সবাইকে সতর্ক করে দিছিলাম যে যেন সতর্ক থাকে। সারা দেশে কিছু হয় নাই, শুধু চট্টগ্রামে একটা মন্দিরে হামলা হয়েছে, হরিজন পল্লীতে আগুন দেওয়া হয়েছে। কেউ মারা গেছে এমন শুনি নাই। চট্টগ্রামের এক হিন্দু বন্ধুকে ফোন দিয়ে শুনলাম ওর বাবা মা সারা রাত জেগে ছিল। ওর কাকা, কাকাত ভাইয়েরা সবাই কম বেশি পিটুনি খেয়ে এসেছে! বললাম তাঁদেরকে ঢাকায় তোর কাছে এনে ফেল। বলল তো আনবে। কী হয় কে জানে! 
    আশ্চর্য হচ্ছে এই যে আর কোথাও কিছু হয় নাই এটাকেই বিশাল প্রাপ্তি বলে মনে হচ্ছে আমার। মনে হচ্ছে বড় একটা ধন্যবাদ দেই বাঙাল মুসলিমকে! চট্টগ্রামে একটু করছেন, বাকি কোথাও কিছু করেন নাই তাই ধন্যবাদ! আমাদের অবস্থা এখন এমনই, এইটাকেই মনে হচ্ছে বলার মতো একটা কাণ্ড। দেখছ কত ভালো একটা কাজ হয়েছে? চট্টগ্রামের কিছু এলাকা বাদে আর কোথাও কেউ হিন্দুদের বাড়িতে আগুন দেয় নাই, ভাংচুর করে নাই মন্দির! কত দারুণ না আমরা? 

    আমাদের এলাকায় যেখানে দরগা ছিল সেই এলাকার অনেক হিন্দু পরিবার ঘরে তালা দিয়ে, জরুরি কাগজপত্র শুধু সাথে নিয়ে শহরে চলে আসছে! দরগা থাকবে না যাবে, মুসলিমদের দুই পক্ষের ডলায় তারা শুধু জীবন দিতে রাজি না। দেখা গেল সব রাগ বাইপাস হয়ে তাঁদের ওপরে গিয়ে পড়ল! এমনেই ইশকনের নামের আড়ালে হিন্দু নিধনের ডাকও দিচ্ছে তৌহিদি জনতা! তারা ঝুঁকি নিতে চায় নাই। আমি শুনে বললাম খুব একটা খারাপ হয় নাই বুদ্ধি। কয়দিন এমন জায়গায় আসলেই থাকার দরকার নাই। 

    সবাই বলছে চিন্ময় দাস প্রভুকে ধরেছে তার জন্য এমন করতে হবে কেন? হিন্দুরা বেশি বেশি করছে! সরকারের অধিকার আছে মামলা থাকলে কাওকে ধরার। আইন আদালত আছে, বিচারে কী হয় তা বিচারকের ব্যাপার! মানে একশ ভাগ সুশীল ভদ্রলোকের মতো কথা! হিন্দুরা কেন আদালত প্রাঙ্গণে গণ্ডগোল করল এইটা হচ্ছে তাদের দৃষ্টিতে অপরাধ। কেউ বলছে না আরে লোকটাকে ধরল কেন? কী করছেন তিনি যে ধরে জেলে দিতে হচ্ছে তাঁকে? যখন এইটা জানাই ছিল এই লোককে ধরলে মানুষ খারাপ ভাবে প্রতিক্রিয়া দেখাবে তখন আমি কেন এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে যাব? রাষ্ট্রদ্রোহ মামলা! বাপরে! অবশ্য আশ্চর্য আর কী? এই দেশে জাহানারা ইমামের নামেও রাষ্ট্রদ্রোহি মামলা হয়েছে তো! 

    ইউনুস ভক্তকুল যথারীতি ওয়াও ওয়াও বলা যাচ্ছে! কেন করছে তাও জানে না, কিন্তু বলে যাচ্ছে। বিএনপির মহাসচিব বরং বেশ বুদ্ধিদীপ্ত কথা বলেছেন। প্রথম আলো থেকে তুলে দিচ্ছি, 

    "বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ ১৫ বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো ২০২৪-এর ৫ আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? তিন মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি। এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে।’
    এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কী উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে! আপনি চিন্তা করতে পারেন, যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এত দিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে! এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না।’' 
    মির্জা ফখরুল ইসলামের ভদ্রলোক বলে সুনাম আছে। তিনি তার মতো করেই বলেছেন। বাকিদের হুশ হবে? হুশ ফিরবে এইটা আশা করাও দুরাশা না? রন্ধ্রে রন্ধ্রে জামাতের বিষ ঢুকিয়ে যদি কেউ আশা করে এইখান থেকে ভালো কিছু বের হবে তাহলে গালি দিয়ে চুপ করে যাওয়া ছাড়া আর কিছু করার নাই। 

    পুরো দেশ একটা বারুদের পিপায় বসে আছে। সলতেতে আগুনও দেওয়া হয়ে গেছে। আগুন বারুদ পর্যন্ত যেতে যতক্ষণ আর কী! এই দুনিয়ায় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কেউ উঠতে পারে নাই। আমরা পারব এমন কোন কারণ নাই। চোখের সামনে নানা উদাহরণ আছে কিন্তু আমরা আছি আত্মহত্যার নেশায় মত্ত। বারুদে আগুন দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছি আমরাই। আমাদের বাঁচাবে কে? নানা দিক দিয়ে নষ্ট হয়ে যাওয়া দলটাকে শুধু এই কারণেই সমর্থন করে গেছি। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। ধর্মান্ধতাকে গলা টিপে রাখা যেত। বধ্য গ্রামে আমার এক বন্ধু আওয়ামীলীগের রাজনীতি করত। যেখানে হুজুরদের কথাই হচ্ছে আইন সেখানে ও সবার সামনে বলেছিল ওয়াজ করবেন কিন্তু এমন বক্তা যদি আনেন যে ধর্মের কথা না বলে আরেক ধর্মকে গালি দিবে, উল্টা পাল্টা মিথ্যা কথা বলবে, এমন কাওকে যদি আনেন তাহলে ওই বক্তাকে সহ সবাইকে গণপিটুনি দেওয়ার ব্যবস্থা করব! এইটা যখন আমি শুনছি তখন আমি ওকে বলছিলাম তুই করছস কী এইটা? ডরাস নাই? ওর কথা হচ্ছে ভয় পাওয়ার প্রশ্নই আসে না! আমি সঠিক ছিলাম কি না এইটাই হচ্ছে আসল কথা। আমি জানি আমি যদি সত্য বলে থাকি তাহলে আমার সাথেই মানুষ থাকবে। তখন ওকে বলি নাই কিন্তু জানতাম এগুলা কিছু না, ও আওয়ামীলীগের রাজনীতি করে, উচ্চ শিক্ষিত ছেলে এইটাই ওর বড় শক্তি। এই বিষয়টাই এখন নাই। কেউ কিছু বলতে পারছে না। ধর্মের নামে যত বড় অধর্মই হোক না কেন কেউ বলার নাই, কেউ থামানোর নাই। ওই বন্ধু এখন ফেসবুকে ফুল পাখি পোস্ট করে! 
    যাই হোক, সত্য হচ্ছে এইটাই যে বিস্ফোরণ ঘটবেই, শুধু সময়ের অপেক্ষা।  

    ভালো লাগে না, দম বন্ধ লাগে। এলাকায় কোপাকুপি হয়ে গেছে বিএনপির দুই গ্রুপের ভিতরে! আমার বড় ভাইয়ের শ্বশুরকে ধরে নিয়ে গেছে পুলিশ। ওঁর শাশুড়িকেও ধরার কথা ছিল, তিনিই মূলত রাজনীতি করতেন আওয়ামীলীগের। জেলা কমিটিতে ছিলেন। তিনি কোনমতে রক্ষা পেলেও ওঁর শ্বশুর আর রক্ষা পান নাই। ব্যবসাপাতি চাঙে উঠছে! এখন শতভাগ আমার মেজভাইয়ের ওপরে নির্ভরশীল আমি। ওঁ নিজেও বিপদে আছে। করত ছাত্রলীগ এক সময়। আওয়ামীলীগের দুর্দান্ত সময়ে কিছুই করতে পারে নাই। কিন্তু ওঁ ছাত্রলীগ করত, আওয়ামীলীগ সমর্থক এইটা মনে হয় আমাদের এলাকার জানে না এমন কেউ নাই। এই জন্য ওঁ নিজেও স্বস্তিতে নাই এইটাও বুঝি। ওঁ বাড়ির বাহিরেই বেশি থাকছে, ওঁর অফিসের কাজেই যেতে হচ্ছে, এইটাই রক্ষা।  

    শেষ করি একটা আশার কথা বলে। আমি আজকে যখন বাড়ি ফিরছি বাহির থেকে তখন আমার রিকশাওয়ালা, যে আমাকে আমার ছোটবেলা থেকেই রিকশা করে নিয়ে যায় নিয়ে আসে, সে আমাকে ভালো করেই চিনে, সম্ভবত তাই নিজের কথা বলার সাহস পেয়ে বলল যে মাইক শুনছ? আমি বললাম কোন মাইক? বলল কালকে জানাজার জন্য মাইক মারতেছে! আমি কিছু বলার আগেই ওঁ বলল তুমরা তো শিক্ষিত মানুষ, কউ দেখি পীরের বাড়ির দুষটা কই? ওরা গেছিল কারো কাছে? ওরা কাওকে ধরে মারছে? ওরা উজায় গিয়া মারছে? তোরাই গেলই ওগোরে মারতে, মারবার গিয়া মরলি, দুষ কার এনু? আমি কইলাম তুমি বুঝ না এখনকার অবস্থা? ওঁ হাসল, কয় অইডাই, জুর থাকলে যা ইচ্ছা তাই করুন যায়! 

    অনেক শিক্ষিত মানুষের চেয়ে সম্ভবত ওঁর বিচার বিবেচনা ভালো আছে। এরা থাকলে ভরসা পাই। দেখা যাক সামনে কী আছে। 
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৮ নভেম্বর ২০২৪ | ১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:f405:5a25:82a7:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ০৮:৪০539719
  • 'এরা থাকলে ভরসা পাই' - ভাল লাগল এর কথা শুনে। আশা করি এমন মানুষ দেশে আরও অনেক আছেন, যাদের ভয়েস এখন সামনে আসছে না 
  • কিংবদন্তি | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:১৬539732
  • ঢাকায় লুট হয়েছে, কিছু ভিডিও ক্লিপ চোখের সামনে আসছিল, দেখছি। আমাদের এলাকায় যখন লুটপাট চলে তখন আমি বাড়ি থেকে বের হইনি। কয়েকদিন পরে বের হয়েছি। প্রত্যক্ষদর্শীদের কাছে গল্প শুনেছি। আজকে ঘটনাচক্রে দেখার দুর্ভাগ্য হল আমার এই লুটপাটের কিছু অংশ। পীরের দরগায় আক্রমণ করতে গিয়ে একজন মারা গেছে, তার জানাজা ছিল আজকে। জানাজা থেকে মানুষের ঢল মিছিল করে চলে দরগার দিকে। ওইদিন শেষ করতে পারেনি, আজকে শেষ করবে। হাজার হাজার মানুষ। দরগা বেশ বড় জায়গা নিয়ে। ভিতরে গরু ছিল, ছাগল ছিল, মহিষ ছিল। উট দুম্বাও ছিল। মানুষ ঝাঁপিয়ে পরে এগুলা নিয়ে নিলো। যে যা পেয়েছে সব নিয়ে গেছে। 
    দুপুরে আমার খেয়াল ছিল না যে ওইদিকে এগুলা হচ্ছে। আমি শুনছি কিন্তু মনে ছিল না এদিকে আজকে যাওয়া ঠিক হবে না। দরগার কাছাকাছি একটা জায়গায় চা খাই আমরা, একটু সময় কাটাই। সেখানে আজকে যেতেই বুঝলাম আসা ঠিক হয়নি। তবুও আসছি দেখে বসলাম। কয়েকজন বীর সেনানী সেখানে বসে কী কী করে আসছে সেই বর্ণনা দিচ্ছে। এর মধ্যে একজন কেউ ফোন দিয়ে অবস্থার আপডেট চাইল তার কাছে। তিনি বললেন এতক্ষণে? সব তো শেষ! ওই লোক সম্ভবত ফোনে জোর করছে। পরে এই ছেলে বলছে একটা ট্রলি পাঠায় দেন, হাজার বিশেক ইট আছে, পুলাপান দিয়ে তুলে দেই! 
     
    এরপরে ওরা চলে গেল। দোকানদার আমাদের পরিচিত, জিজ্ঞাস করলাম অবস্থা কী? বলল সকাল থেকে খালি নিয়েই যাচ্ছে মানুষ। মাটি ছাড়া আর কিছু নাই দরগায়। আমাদের কথার মধ্যেই দেখি রাস্তা দিয়ে রিকশায় করে একজন লুটের মাল নিয়ে যাচ্ছে! ভাঙা তিন, একটা বালতি, আরও কী কী জানি! এরপরে দেখতেই থাকলাম এই সব। একটু পরে দেখি যে ইটের গল্প শুনলাম তাও আর নাই, লোকজন রিকশা, ভ্যানে করে যতগুলা পারছে ইট নিয়ে যাচ্ছে! গা গুলানো শুরু হল আমার! 
    এই লম্বা জোব্বা পরা, বুক পর্যন্ত দাঁড়ি এমন একজন একটা মহিষ নিয়ে যাচ্ছে দরগা থেকে! আরেকজনকে দেখলাম জানালার গ্রিল ভেঙ্গে নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে! 
     
    আমি এই গুরুতেই অনেক আগে কোন কোন লেখায় লিখেছিলাম আমাদের এলাকায় ধর্মান্ধতা কম। এখানে কেউ সংখ্যালঘুর ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য উম্মুখ হয়ে নাই। আজকে এদের দেখে মনে হচ্ছে আমার ধারণায় তো এরাও কোনদিন ছিল না! এত এত ওয়াহাবি সালাফিরা কই থেকে আসল? পীর ভণ্ড, ভণ্ড পীরকে শায়েস্তা করার জন্য নিজেরা কী করলেন? চুরি করলেন! 
     
    কালকে আবার আরেকটা গণ্ডগোল হওয়ার সম্ভবনা আছে। এই পীরের অপমানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে আমাদের এলাকার দিকে লংমার্চ করবে এমন ঘোষণা দিয়েছে এক ভক্ত! আমি ভাবছি ফাঁকা আওয়াজ। কিন্তু প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দেখছি এইটা নিয়ে খুব চিন্তিত! 
     
    যে ধর্মান্ধদের উত্থান হয়েছে, আমাদেরই এখন অন্ধ হয়ে থাকতে হবে বলে মনে হচ্ছে। এ ছাড়া বাঁচার আর উপায় কই?   
  • aranya | 2601:84:4600:5410:8032:c77:edd7:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:১৮539733
  • হরিজন পল্লীতে আগুন দেওয়া হয়েছে, পঃ বঙ্গের কাগজে দেখলাম, কিংবদন্তীর আগের পর্বের লেখাতেও আছে। 
    বিস্ফোরণ একেবারেই দোরগোড়ায়। বিভিন্ন পক্ষের লোকেরা একসাথে বসে কথা বললে ভাল হয়, তবে সে পরিস্থিতি বোধহয় নেই। 
    আন্তর্জাতিক চাপ আর একটা উপায়। আমেরিকা, ভারত, ইউরোপীয়ান ইউনিয়ন  যদি চেষ্টা করে 
  • aranya | 2601:84:4600:5410:8032:c77:edd7:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:২৩539734
  • 'এত এত ওয়াহাবি সালাফিরা কই থেকে আসল?'
    - এটা আমারও প্রশ্ন। ৭১ এ এরা সংখ্যায় অনেক কম ছিল, মনে হয় । 
    গত কয়েক দশকে, আরব দেশগুলোর টাকায় অনেক মসজিদ, মাদ্রাসা তৈরী হয়েছে - সেগুলো ই  কি এই ধর্মান্ধতার আতুঁড়ঘর ? না কি অত সহজ সমীকরণ নয় ? 
  • aranya | 2601:84:4600:5410:8032:c77:edd7:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:৪২539735
  • 'এখন বুঝি সব আমার মতের সাথে মিলবে এমন না, আমার বিশ্বাসের সাথে সবার বিশ্বাস মিলবে না। এইটাই ঠিক, এইটাই সৌন্দর্য জীবনের। ওরা তো কাওকে জোর করছে না, থাকুক না ওরা ওদের মতো করে'
    - সার কথা। ভিন্ন মতকে সম্মান দেওয়া, যতক্ষণ পর্যন্ত জোর করে অন্যের ওপর কিছু চাপানোর চেষ্টা না হচ্ছে। 
  • কিংবদন্তি | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:৪৯539736
  • মাদ্রাসা তো একটা ফ্যাক্ট অবশ্যই। আওয়ামীলীগ সরকার ধর্মীয় ভোট টানার জন্য এগুলাকে বাঁধা দেয় নাই উল্টো চোখ বন্ধ করে রেখেছে অনেক ক্ষেত্রেই। ঢাকার যাত্রাবাড়ীর কথাই ধরা যাক, আন্দোলন যখন একটু স্তিমিত হয়ে আসছিল তখনও যাত্রাবাড়ী উদ্ধার করা যায়নি। আর্মি সহ একশনে যাওয়ার পরেও পাঁচদিন লেগেছিল যাত্রাবাড়ী উদ্ধার করতে। কেন? এই এলাকায় কয়েকশ মাদ্রাসা আছে! বিশাল বড় বড় মাদ্রাসা। এরা বড় ভূমিকা রেখেছিল। 
     
    বাংলাদেশে মাদ্রাসা খুলতে কোন অনুমতির দরকার পরে না। আপনার জমি আছে বা কোনভাবে জমি জোগাড় করলেন। অনেক মানুষ আছে আকাম কুকাম করে সহজে বেহেশতে যাওয়ার জন্য মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, এতিমখানা দেয়। এমন একজনের সাথে মিলে দিয়ে দিলেন একটা মাদ্রাসা! অনেক মাদ্রাসা এতিমখানা সহ চলে। এগুলা আরও ভয়ংকর। কারণ এইসব মাদ্রাসার ছাত্রদের মধ্যে বেশিরভাগের যাওয়ার জায়গা নাই কোথাও। হুজুরদেরই বাপ মা মনে করতে হয়। 
     
    একবার মাদ্রাসা দাঁড়ায় গেলে তখন ছাত্ররা আছেই, এদেরকে দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে পাঠাবে, রাস্তা আটকে টাকা নিবে! এদের কারিকুলাম কী? কানা হাফেজের মতো অর্থ না জেনে কোরান শরীফ মুখস্ত বলা শিখবে! এই বিদ্যা নিয়ে কী করবে? আরেকটা হুজুর হবে। আবার কেউ মাদ্রাসা দিলে সে সেখানে হুজুর হবে! এই চলছে এদের জীবন। আমি এমনও হাফেজ দেখছি বাংলা একটা বর্ণ চিনে না, পড়তে পারে না! আমাদের বাড়িতেই আসত আমাদেরকে আরবি পড়াতে! তবে উনার শেখার আগ্রহ ছিল, বলত বাংলাটা পড়া শিখব আমি বুঝছ! হাফেজিটা শেষ করেই বাংলা পড়া শিখব! 
    এই চলছে। এদেরকে প্রশ্রয় দিয়ে গেছে। সময় মতো এরাই বড় বাঁশটা দিয়েছে আওয়ামীলীগকে! 
     
    বিদেশি চাপ আপাতত সম্ভবত আসতেছে না। ভারত ভিসা বন্ধ করেই রাখছে। বাণিজ্য চাইলেও বন্ধ করতে পারবে না। কারণ এখানে পণ্য বিক্রি করা এইটা ভারতেরও দরকার। না হলে বিকল্প কোন বুদ্ধি থাকলে এতদিনে একটা চালের দানাও ঢুকত না, ভারত বন্ধ করে দিত। কিন্তু চাল বলেন আর ডাল, পেয়াজ, ডিম, আলু সবই এখানে বিক্রি করা ভারতের জন্যই প্রয়োজন। পরিস্থিতি আরও খারাপ হলে হয়ত বন্ধ হবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বুয়েটে, কুয়েটে ফুটপাথে ভারতের পতাকা আঁকা হয়েছে, সবাই পতাকা মাড়িয়ে যাবে! আমার ভাগ্নি নর্থ সাউথে পড়ে, ওঁ বলল ওদের ভার্সিটিতেও অনেকেই বলা শুরু করেছে প্রবেশ পথে ভারতের পতাকা আঁকার জন্য! 
    এগুলা নিশ্চয়ই ভারতকে খুশি করবে না? ভারতের কী করার আছে এইটাই হচ্ছে প্রশ্ন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন