এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  লঘুগুরু  কড়চা

  • চণ্ডালের কয়েকটা পুরোনো উক্তি

    Malay Roychoudhury লেখকের গ্রাহক হোন
    লঘুগুরু | কড়চা | ০৬ জানুয়ারি ২০২৩ | ১০৫২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • 103 | 104 | 105 | 106 | 107 | 110 | 113 | 114 | 119 | 120 | 121 | 123 | 124 | 124 | 125 | 125 | 126 | 127 | 127 | 128 | 129 | 131 | 133 | 134 | 135 | 136 | 138 | 139 | 140 | 141 | 143 | 144 | 145 | 147 | 148 | 149 | 149 | 150 | 151 | 152 | 153 | 154 | 155 | 156 | 157 | 158 | 159 | 160 | 161 | 162 | 163 | 164 | 165 | 167 | 168 | 169 | 170 | 171 | 172 | 173 | 174 | 175 | 176 | 176 | 177 | 178 | 179 | 180 | 181 | 182 | 183 | 184 | 185 | 186 | 187 | 188 | 189 | 190 | 191 | 192 | 192 | 193 | 194 | 195 | 196 | 198 | 199 | 200
    কবিতা লিখলে গালমন্দ খেতেই হবে।
    ***
    যারা ছবি আঁকে তারা নিজেদের বলে চিত্রশিল্পী। কেউ নিজেকে ভুলেও কবিশিল্পী বলে না। যারা পাঁঠা কাটে তাদের কসাইশিল্পী বলা হবে না কেন? কসাই তো কেমন তুলি চালাবার মতন করে আড়াই প্যাঁচ চালায়।
    ***
    শিল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবিতা রচনার প্রথম শর্ত।
    ***
    এককালে বাংলাভাষায় বাণিজ্য হতো; এখন বাংলাভাষায় কেবল পদ্য লেখা যায় কিংবা সংবাদপত্রের গুলগল্প।
    ***
    মৃত্যুকে আবিষ্কারই প্রেম; প্রেম আবিষ্কারই কবিতা; কবিতা আবিষ্কারই মৃত্যু
    ***
    যৌনতা হল মেটাফর। প্রেম হলো ক্যাটাসট্রফি।
    ***
    শাঁখের আওয়াজকেও গোঙানিতে বদলে ফেলতে পারা যায়। সেই গোঙানিটা মৃত শাঁখের।
    ***
    ভাষা তো অবলা নয় যে  নারীকে অবলা বলব।
    ***
    কবিতা প্লুরাল, তাই একটা কবিতার অনেক মানে হতে পারে। আবার কোনো মানে নাও হতে পারে।
    ***
    ভাষা ফ্যাসিবাদের সহায়ক।
    ***
    কোনো-কোনো কুষ্ঠরোগি ভিক্ষা চাইবার সময়ে ছুঁয়ে দিয়ে ভয় দেখাতে চায়।
    ***
    আমি ২৯ নভেম্বর বিয়ের প্রস্তাব দিই আর চৌঠা ডিসেম্বর বিয়ে করি, যাতে প্রেমের হলকার মধ্যেই পরস্পরকে খুঁজে নিতে পারি।
    ***
    মানুষ ভাষাকে প্রতিক্রিয়াশীল করে তুলেছে।
    ***
    সবচেয়ে মিষ্টি বৃষ্টি হলো যা তাড়া করেও ধরতে পারে না।
    ***
    মালার্মে আর রিলকের যতো উল্লেখ তিরিশের দশকে হতো তা আর লিটল ম্যাগাজিনে দেখা যায় না। ওনাদের কবিতার বিশেষ অনুবাদও হয় না। আসলে বাংলা কবিতার পৃথিবীতে ওনাদের কবিতা খাপ খায় না।
    ***
    যতোও তর্কাতর্কি হোক, কবিতাপাঠ অনুষ্ঠান হোক, কবিতা আর মেইনস্ট্রিম বৌদ্ধিক ব্যাপার নয়। এটা এখন বিশেষজ্ঞদের জগত; এই জগতে ভূমিকম্প হলেও তা এর বাইরের লোকেরা জানতে পারে না। তবে এই জগতের পুরুতদেরও সাংস্কৃতিক মর্যাদা আছে। কেউ দুর্গাপুজোর পুরুত, আবার কেউ মনসা, শেতলা, শনিঠাকুরের পুরুত।
    ***
    নেপালে যখন ছিলুম, হাত দিয়ে চটকে মশলা মিশিয়ে তৈরি মোষের কাঁচা মাংস ‘কচিলা' আর তার সঙ্গে ‘রাকসি' মদ খেতুম। খড় বেছানো অন্ধকার ঘরে ফিরে গুহাবাসীদের আনন্দে ফিরে যেতুম, পঁচিশ হাজার বছর পেছনে। মাওবাদীরা হয়তো সেই জন্য দুটোই বেআইনি করে দিয়েছে; মানুষকে এগিয়ে যেতে হবে। কিন্তু কোথায়? ইউরোপের ‘এনলাইটেনমেন্টে'!
    ***
    ইটভাটার বধুয়া মজুরদের যখন ছাড়িয়ে স্বাধীনতা দেয়া হল, তখন তাদের প্রথম প্রশ্ন ছিল, "হুজুর, আমাদের খাওয়াবে কে? "
    ***
    যুবতী শোকাতুরাকে জড়িয়ে মৃতকে ভুলে জীবিতার দেহতাপ পাওয়াও বেঁচে থাকার রসদ।
    ***
    তাকিয়ে পাথরপ্রতিমা করে দেবার সৌন্দর্যবোধ কেবল কবিদের থাকে।
    ***
    প্রাচীন গ্রিসের দেবতাদের মূর্তির লিঙ্গ ছোটো আর ন্যাতানো হতো। রাক্ষসদের লিঙ্গ বড়ো আর দাঁড়ানো গড়া হতো। ওনাদের দেবতাদের মূর্তির প্রশংসা করার বদলে আমরা রাক্ষসদের ঈর্ষা করার নান্দনিক যুগে পৌঁছে গেছি।
    ***
    আয়নাও পারা ঝরিয়ে নতুন বউয়ের স্মৃতি ভুলে যায়।
    ***
    গন্তব্য আর তীর্থ দুটো আলাদা পথবিন্দু।
    ***
    বসন্তঋতুর সঙ্গে একাত্ম হবার প্রয়াস সম্পর্ককে অনৈতিক করে তুলতে পারে।
    ***
    প্রতিটি মৃত্যুদণ্ডের নিজস্ব রূপকথা হয়।
    ***
    লিখনভঙ্গিমা সবচেয়ে দৃষ্টিনন্দন হয় পানাপুকুরে গোসাপের সাঁতার।
    ***
    স্কুল বালকেরা পরীক্ষার খাতায় কলমের নার্ভাস নাচের প্র্যাকটিস দেখতে পায়।
    ***
    শত্রুতা শেখা দরকার মাকড়সাদের থেকে; ওইটুকু মাকড়সা অথচ শত্রুদের মুখে থুতু ছিটিয়ে কি বিশাল জালের ফাঁদ পেতে রাখে।
    ***
    রাতে পেচ্ছাপ করতে উঠলে আলো জ্বালি না, ঘুমের ট্যাবলেটের রেশ যাতে ফুরিয়ে না যায়। কিনউ পেচ্ছাপ পড়ার আওয়াজে কান রাখতে গিয়ে ঘুমটা চটে যায়। তার ওপর বাইরে পড়লে সকালে উঠে ধুতে হবে, কেননা আমিই প্রথম উঠি। প্রাকঔপনিবেশিক আর উত্তরঔপনিবেশিকের খিচুড়িজীবন।
    ***
    মধ্যবিত্ত বাঙালির বিড়ি খাওয়ায় কি এলিটিজম নেই?
    ***
    খালাসিটোলা থেকে বেরিয়ে গোরুর মাংসের গরম-গরম শিক-কাবাব খাবার প্রস্তাব দিলেই সুভাষ ঘোষ আর শৈলেশ্বর ঘোষ পালিয়ে উধাও হয়ে যেতো। তার আগে পর্যন্ত মাতাল।
    ***
    হিন্দি ভাষার কবি রাজকমল চৌধুরীর সঙ্গে ওর গ্রাম মাহিষীতে গিয়েছিলুম, ছিন্নমস্তার পুজোয়; সেদিন একের পর এক মোষ বলি চলছে, আর আমরা দিশিমদ ঠররা খেয়ে রক্ত মেখে বেহেড, মাংস খাওয়া আর নাচানাচি হবে রাতে। সেই রাতেই মনে হয়েছিল ‘অস্তিত্ববাদ' দর্শনটা এক্কেবারে অভারতীয়, কলোনিয়াল; লোকে কি করে যে কামু-সার্ত্রের নাম জপ করে বেড়ায়!
    ***
    যিনি নিজেকে ঈশ্বরবিশ্বাসী বলে বিজ্ঞাপিত করেন, তিনি যখন ঈশ্বরের সমর্থনে বাগাড়ম্বর ফাঁদেন, তখন আঁচ করতে পারি যে তাঁর ঈশ্বরবিশ্বাস ভুয়ো।
    ***
    কাউকে ভালোবাসার সময়ে কেউ কি ভাবে যে, "আমি অমুককে ভালোবাসি? " অথচ ছাড়াছাড়ির পর ভাবে, "আমি অমুককে ভালোবাসতুম।"
    ***
    সংবাদপত্র পড়া আর টিভিতে সংবাদ দেখার পজিটিভ দিক হলো যে, আমরা স্বস্তি পাই, আমাদের চারিপাশে হাজার-হাজার মূর্খ এই সমাজের বিভিন্ন স্তরে বাস করে।
    ***
    টিভির অ্যাঙ্কর (অ্যাঙ্করিণী?) তরুণীরা বুড়ো দর্শকদেরও বলে, "সঙ্গে থাকুন"। কেমন অশ্লীল ডাক।
    ***
    ফৌজদারি আদালতে, হাজতে, জেলের পাল্লায় না পড়লে দেশকে, দেশের মানুষদের, জানা যায় না।
    ***
    নর্দমায়, মাঠে, নদীর ধারে না হাগলে শিক্ষিত মানুষের জীবনবোধ হবার সম্ভাবনা কম।
    ***
    প্রথম সঙ্গমের আগে পর্যন্ত যে রহস্যময়ী অচেনা, সে চেনা রহস্যময়ী হয়ে ওঠে প্রতিবারের রুটিনে।
    ***
    বেঁচে থাকার উদ্দেশ্য বলে আলাদা কিছু হয় না। বেঁচে থাকাটাই বেঁচে থাকার উদ্দেশ্য।
    ***
    যতোই চেষ্টা করা হোক, দুঃখকে অতিক্রম করা অসম্ভব।
    ***
    শৈশব থেকে দেখছি, লাউডস্পিকারের ডেসিবল বেড়েই চলেছে; অথচ সব আওয়াজই মানেহীন।
    ***
    ফোন করে স্বপ্নে আসতে চাইছেন এক যুবতী-কবি। তিনি কবি। মাতাল।
    ***
    স্বপ্ন মাত্রেই পোস্টমডার্ন, তাদের অরৈখিক রাইজোম্যাটিক প্লটের কারণে।
    ***
    দেবীরা সবাই রোগের (শীতলা, মনসা, পর্ণশর্বরী, ধূমাবতী) আর দেবতারা সবাই চিকিৎসক (ধন্বন্তরী, ধাত্রী, অশ্বিনীভাইরা)। কেন?
    ***
    যদি না চোখে-চোখে রাখা হয়, তাহলে পুলিশ স্টেট হয়ে ওঠার জন্য গণতন্ত্রের মাটি সবচেয়ে নরম।
    ***
    এখন কবির নাম দেখে আঁচ করা যায় নামের নিচে কবিতাটা কেমন হবে। বছর শেষেও কোনো বিশেষ বাঁকবদল পাওয়া যায় না। যেন কবিতা আর কবির চাকরিতে পার্থক্য নেই।
    ***
    সঙ্গমের চেয়ে যোনির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার আনন্দ বেশি।
    ***
    জলাতঙ্ক রোগটা কুকুরেরা মানুষের কাছ থেকে পেয়েছে।
    ***
    বয়স হয়ে গেলেও বাসুদেব দাশগুপ্ত সোনাগাছির বেবি-দীপ্তি-মীরাদের মাংসের আকর্ষণ ছাড়তে পারেনি। দাদার কাছে এসে ভায়াগ্রা যোগাড় করে দিতে বলতো।
    ***
    সুভাষ ঘোষ মধ্যবিত্ত মূল্যবোধ থেকে বেরোতে পারেনি, হাংরি আন্দোলনের সময়েও। সোনাগাছিতে গিয়ে কারোর ঘরে ঢুকে তক্ষুনি বেরিয়ে এসে বলতো. লিঙ্গ দাঁড়াচ্ছে না।
    ***
    "আমি ও বনবিহারী" (২০০০) বইটার জন্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন প্রতিষ্ঠানবিরোধী লেখক সন্দীপন চট্টোপাধ্যায়। উৎসর্গ করেছিলেন, "কবি, নাট্যকার ও মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে"। আসলে উৎসর্গ করেছিলেন কবি নাট্যকার ও বনবিহারীকে, ভবিষ্যতে অবস্হা কী হতে চলেছে তা আগাম আঁচ করে।
    ***
    ক্যাথলিক মূল্যবোধে বেড়ে-ওঠা লেখকের টেক্সটের গভীরে কতোটা যেতে পারেন একজন সমালোচক,  যিনি হিন্দু পরিবারে জন্মেছেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ সমাজে বসবাস করেছেন?
    ***
    সিপিএম-এর দমবন্ধ-করা কালখণ্ডে, কাফকাকে নিয়ে লিখেছেন মূলত বামপন্হীরা, যখন কিনা যাঁদের দম বন্ধ হয়ে আসছিল, কাফকা সম্পর্কে লেখা উচিত ছিল তাঁদের।
    ***
    প্রলেতারিয়েতের সঙ্গে একাত্ম বোধ করার জন্য বের্তোল্ত ব্রেখত দিনের পর দিন স্নান করতেন না, দাঁত মাজতেন না, পোশাক পালটাতেন না। পশ্চিমবঙ্গে তো কেউই বোধহয় প্রলেতারিয়েতের সঙ্গে কখনও একাত্ম বোধ করেনি।
    ***
    আমার কখনও ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট' হয়নি; প্রতিবার ‘লাভ অ্যাট ফার্স্ট টাচ' হয়েছে।
    ***
    কবিতার জন্য নিয়তিকে বশে আনতে হয়।
    ***
    প্রতিশোধের ষড়যন্ত্রকে জিইয়ে রাখা জরুরি কেননা তা জখমকে তাজা রাখে।
    ***
    দেশভাগের পর, পশ্চিমবাংলাকে যাঁরা বদলাতে চেয়েছেন, সাহিত্যিক বুদ্ধিজীবি রাজনীতিক সমাজবেত্তা, তাঁরা কেউই নিজেকে বদলাতে চাননি।
    ***
    দেবী রায়কে সন্দীপন চট্টোপাধ্যায় লিখেছিলেন, "হাংরি আন্দোলনের একটা সিমবল তৈরি করে নিতে এবং পাঁচ পয়সা দাম রাখতে।" যেই পুলিশের ধরপাকড় আরম্ভ হল উনি সরকারি সাক্ষী হয়ে লিখে দিলেন যে হাংরি আন্দোলনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই।
    ***
    আমার যে কুষ্ঠি-ঠিকুজি মা তৈরি করিয়েছিলেন, তার সমস্ত ভবিষ্যবাণীকে ভুল প্রমাণ করে দিয়েছি।
    ***
    যে যুবতী নিজেকে কুৎসিত বলে মনে করেন, তাঁর আত্মচিন্তা সম্পর্কে ধারণা করা অসম্ভব।
    ***
    প্রচণ্ড বৃষ্টিতে সবুজ ঘাসের ওপরে সঙ্গমের তুলনা হয় না। যেমন শরৎকালের জ্যোৎস্নায় ফাঁকা মাঠে জোনাকিদের মাঝে উলঙ্গ প্রেমিক-প্রেমিকার নাচ।
    ***
    প্রেম তখনই সফল যখন তা প্রেমিক আর প্রেমিকা দুজনকেই একযোগে ধ্বংস করে দ্যায়।
    ***
    কবির প্রতিষ্ঠা অন্য কবিদের ঈর্ষায় লুকিয়ে। অগ্রজ লেখকেরা ঈর্ষা করার মাধ্যমে অনুজ লেখকদের স্বীকৃতি দেন
    ***
    তুমি যাকে ঘৃণা করছ সে যদি তা জানতে না পারে তাহলে ঘৃণা করার কোনো মানে হয় না।
    ***
    পরস্পরের ভাষা না জানলে, সঙ্গমের রহস্য আরও গভীর হয়ে ওঠে।
    ***
    প্রকৃত সুন্দরীর দিকে দ্বিতীয়বার তাকালে সৌন্দর্যের পরিভাষা যৌনতায় পালটে যায়।
    ***
    মানুষ পৃথিবীর প্রতি অপার বিরক্তি নিয়ে জন্মায়; তাই সে জন্মেই কাঁদতে আরম্ভ করে।
    ***
    নাগরিকদের দুঃখ-কষ্ট-যন্ত্রণা দেবার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব।
    ***
    অপবাদ আকর্ষণ করার ক্ষমতা না থাকলে জীবদ্দশায় একজন কবির খ্যাতি বৃথা।
    ***
    যেকোনো ব্যাপার তোমাকে নষ্ট করে দিতে পারে, তা অসাধারণ কবিতা হোক বা অপরূপা প্রেমিকা।
    ***
    বইমেলায় লিটল ম্যাগাজিন বিভাগে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্যাঙাত হয়ে পেছন-পেছন হাঁটছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। আমায় দেখে হাত তুললেন, অর্থাৎ দ্যাখো, আমি কোথায় পৌঁছেছি। দেখলুম। জানি না ওনার মৃতদেহ নন্দন চত্ত্বরে রাখা হয়েছিল কিনা, একুশ বন্দুকের সেলামি দেয়া হয়েছিল কিনা। ওনার প্রতিদ্বন্দ্বী সুনীলের মৃতদেহ রাখা হয়েছিল, আর শক্তিকে শ্মশানে সেলামি দেয়া হয়েছিল।
    ***
    কখনও সাহিত্য-আলোচকদের মনের মতন লেখার চেষ্টা করা উচিত নয়। নিজের মনের মতন লিখতে গেলে রিস্ক নিতেই হবে।
    ***
    সৌরমণ্ডলের বাইরের মানুষদের কথা যখনই চিন্তা করা হয়, তখন তাদের কুৎসিত দেখানো হয় কেন? তারা হয়তো ঐশ্বর্য রায় বচ্চন আর ঋতিক রোশনের চেয়ে ভালো দেখতে।
    ***
    পৃথিবীতে বসবাস করার মতো জায়গা আর রইলো না। এরকম জায়গা মগজে আসতে থাকলে, বুঝতে হবে মৃত্যু বেশ কাছাকাছি
    ***
    কতোগুলো অঘটন মগজে পূঞ্জিভূত হলে একটা কবিতা চিন্তায় খেলতে আরম্ভ করে?
    ***
    কোনো-কোনো কবিতা মধু খেয়ে, ফেলে চলে যাওয়া, মৌমাছির চাকের মতন। মধুর খোঁজে মোম প্রাপ্তি।
    ***
    তোমার লিঙ্গও সঠিক সময়ে তোমার নির্দেশ মানতে অস্বীকার করতে পারে।
    ***
    ক্ষমা করার আগে গভীর ভাবে খতিয়ে দেখা উচিত।
    ***
    এই বয়সে কোনো যুবতী ভালোবাসার প্রস্তাব জানালে অমঙ্গলের আশঙ্কায় আক্রান্ত হই।
    ***
    জীবন সম্পর্কে কথা বলা প্রায় অসম্ভব কেননা বাংলা ভাষায় তার জন্য সঠিক অভিব্যক্তি এখনও পাওয়া যায় না।
    ***
    আমি ভাগ্যবান যে আয়নাকে ঘৃণা করার দরকার হয় না। আমার টাক পড়েনি; কখনও পড়বেও না।
    ***
    মানব সম্প্রদায়ের মুক্তির তাত্বিকরা শেষ পর্যন্ত গণহত্যাকারীতে রূপান্তরিত হয়।
    ***
    সবচেয়ে বাজে আবিষ্কার হল লাউডস্পিকার, বিশেষ করে যখন তা সাম্প্রদায়িক বিশ্বাসের দানব হয়ে ওঠে।
    ***
    কবিতা মনের বিশৃঙ্খলাকে কয়েদ করে।
    ***
    প্রতিটি শব্দেই যদি ক্রিয়া লুকিয়ে থাকে, তাহলে একটিমাত্র সত্য বলে কিছু হয় না; যা হয় তা হল কর্ম। ক্রিয়াপদে নিহিত থাকে কর্মশক্তি।
    ***
    সুভাষ ঘোষ আর শৈলেশ্বর ঘোষ মারা যাবার আগে অনেক চেলা তৈরি করে গেছে দেখছি। ওরা দুজনে মুচলেকা দিয়ে রাজসাক্ষী হয়েছিল বললেই চেলারা রাস্তার ঘেয়ো কুকুরের হাঁমুখ খুলে কামড়াতে আসে।
    ***
    বাংলা সাহিত্য অর্থবহ ‘পাবলিক ইডিয়ম' গড়ে তুলতে পারেনি, যেমনটা জয়েস একা পেরেছেন।
    ***
    আদালতের জজরাই যখন সন্দেহের ঊর্দ্ধে নন বলে বিধায়করা দাবি করছেন, তখন সাহিত্যের বিচারকরা কোন যুক্তিতে সন্দেহের ঊর্দ্ধে?
    ***
    ব্যর্থ বিপ্লবী বিদেশে গিয়ে মার্ক্সের কবর দেখতে যান। ব্যর্থ কবি বিদেশে গিয়ে বদল্যারের কবর দেখতে যান।
    ***
    "কোথায়" জায়গাটা ঠিক কোথায়?
    ***
    দাদাকে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের চিঠির অংশ, "যে কারণে আমি আনন্দবাজারে সমালোচনায় বাজে বইকে ভালো লিখি -সেই কারণেই মলয়ের লেখাকে ভালো বলেছি"।
    ***
    এককালে যারা অবক্ষয়বিরোধী ছিল তারাই বঙ্গসমাজে অবক্ষয় নিয়ে এলো।
    ***
    বক্সিং ম্যাচ যারা দেখতে যায় তারা হার-জিতের মাধ্যমে জীবনের সমস্যাগুলোর সমাধান খোঁজে।
    ***
    "পবিত্র বই" আর "অপবিত্র বই"-এর পার্থক্য হল যে "অপবিত্র বই" কেবলমাত্র কবিরাই লিখতে পারেন।
    ***
    গ্ল্যামারের আকর্ষণ হল ক্যাটওয়াকের শেষে যুবতীদের সমবেত ঘামের গন্ধ, যা অত্যন্ত দামি পারফিউম দিয়েও চাপা পড়ে না।
    ***
    সকলেই ভাবে ‘পৌঁছে গেছি'। পেছন ফিরে তাকিয়ে টের পায় যেখানে সে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে।
    ***
    কেউ আমাকে ঘৃণা করলে তা উপভোগ করি।
    ***
    পশুরা জানতেই পারল না যে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।
    ***
    ধর্ম যে উদ্দেশ্যহীন এবং ভাঁওতা তা সবচেয়ে ভালো করে জানে সেই বুড়োগুলো যারা নারী ও কিশোরদের মানববোমা তৈরি করে পাঠায়।
    ***
    প্রগতির একরৈখিক ধারণা প্রিমিটিভ।
    ***
    বাজার-করা আর ভোট-দেওয়া ছাড়া নাগরিকের কোনো সম্পর্ক আছে কি সমাজ আর রাষ্ট্রের সঙ্গে?
    ***
    দেশভাগের আগে পূর্ববঙ্গের যে সাম্যবাদীরা দেশভাগ সমর্থন করেছিল, তারাই ১৫ই আগস্ট ১৯৪৭-এর অনেক আগে ভারতে পালিয়ে এসেছিল। তাদের কি তকমা দেয়া উচিত? বিশ্বাসঘাতক!
    ***
    "প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার" কবিতাটি হল Confessions of pain; যে কবিরা এই কবিতাটিকে হিংসে করেন, তাঁরা প্রকৃতপক্ষে আমার যন্ত্রণাবোধকে হিংসে করেন।
    ***
    লেসবিয়ানরাপুরুষাঙ্গের মুখমেহন করতে পান না বলে কি ‘পেনিস এনভি' পুষে রাখেন?
    ***
    প্রতিশোধস্পৃহা জন্মায় উন্মদের মস্তিষ্কে, অথচ উন্মাদনা ছাড়া কবিতা লেখা যায় না।
    ***
    তুমি যদি নার্সিসিস্ট না হও, তাহলে তুমি আধুনিক বা উত্তরাধুনিক কবি নও।
    ***
    বাঙালির ‘মধ্যমেধা' নিয়ে পশ্চিমবঙ্গের অনেকে চেঁচামেচি করেন। যদি সকলেই ‘মধ্যমেধা' হতো তাহলে বিদেশে কারা পালিয়ে গিয়ে বসবাস করছে? বাঙালি শিল্পীদের আঁকা কোটি টাকায় বিকোয় ?
    ***
    ভালো মানুষের পক্ষে ভালো বন্ধু পাওয়া অত্যন্ত কঠিন।
    ***
    আশাবাদ: লক্ষ বছর আগে মরে গিয়েছে যে নক্ষত্র তার আলো এখন এসে পৌঁছেচে পৃথিবীতে।
    ***
    মরে গেলে আত্মার সদ্গতির জন্য শোকপ্রকাশ করবেন না; আমার আত্মা নেই। আমার গ্রন্হগুলোর আত্মা আছে।
    ***
    কবিতার উৎস কোনো-না-কোনো রহস্য যার উন্মোচন অন্য উপায়ে সম্ভব নয়।
    ***
    গাঙচিল নামে এক প্রকাশনা সংস্হার কর্ণধার আমাকে বললেন যে, "আপনার বই তো বুদ্ধদেব গুহর মতন বিকোয় না, তাই প্রকাশ করতে পারব না।" সুনীলের চেয়ে বুদ্ধদেব কি বেশি বিকোয় ??
    ***
    যার নির্বাণ কিংবা মহানির্বাণ ঘটে সে তা জানতে পারে না। তাহলে নির্বাণ বলতে কী বোঝায়?
    ***
    যোনিকে ফর্সা করে তোলার বিজ্ঞাপন প্রায়ই দেখি টিভিতে। যোনি কালো হোক বা ফর্সা তাতে প্রেমিকের কীই বা এসে যায়!
    ***
    জোয়ার, ভাটা, এল নিনো, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, বন্যা! জলের অসুখ হল প্রকৃতির জলাতঙ্ক।
    ***
    সব ধর্মের পুরোহিতরাই নানা বস্তু নিয়ে নানা-রকমের আচরণ করেন। দেখে মনে হয় বাচ্চাদের খেলা। তাই বোধহয় ধর্মগুলোয় নানা খোকোনপ্রিয় গাঁজাখুরি গল্প গড়ে ওঠে।
    ***
    ভারতে অনেক পরিবার হাজার বছর ধরে গরিব। তবু তারা হাতে অস্ত্র তুলে নেয় না কেন? জাতপাতের বর্ণবিভাজনের কারণে!
    ***
    অন্ধকারে বিছানাকে দআরণ্যক বধ্যভূমি করে তোলাই ফুলশয্যা।
    ***
    রাস্তায় অচেনা মানুষদের ভিড়ে গা-ঘেঁষাঘেষি করে হাঁটার সময়ে একাকীত্বকে যেভাবে উপভোগ করি, সেভাবে একা ঘরের কোনে বসে হয় না।
    ***
    পাশা খেলায়, মানে জুয়ায়, যুধিষ্ঠির কখনও জিততে পারেননি, তবু মহাভারত লেখার জন্য তাঁকে খেলতে আর হারতে হল ?
    ***
    যে লোকটা ভয়ে কখনও কোনো মাদক নেয়নি সে গাঁজাটানার বিরোধীতা করবেই।
    ***
    এক-একজন মানুষকে একবার দেখলেই টের পাওয়া যায় তার মগজে সাভানার ঠিক কোন জন্তুদের উৎপাত চলছে।
    ***
    জীবনে একবার অন্তত আকুল কামলালসায় আক্রান্ত হবার অভিজ্ঞতা জরুরি।
    ***
    পরস্পরবিরোধিতা আর অনিশ্চয়তার সম্ভাবনাকে একযোগে ধরে ফেলতে কেবল কবিতাই পারে।
    ***
    কেউ যদি জানতে চায় যে লিফ্টে আমি কার সঙ্গে আটক হতে চাইব? আমার উত্তর হবে কোনো নেয়ানডারথাল তরুণীর সঙ্গে, তার কারণ সে জানে না যে প্রেম কাকে বলে।
    ***
    প্রেম শেষপর্যন্ত অনীহা, উদাসীনতা, গতানুগতিকতা, অমনোযোগ, একঘেয়েমিতে পৌঁছে ফুরিয়ে যায়।
    ***
    বিশ্বাসঘাতকরা মরবার আগে আত্মসন্মানহীন শিষ্যদের তৈরি করে যায়, যারা মৃতের গোলামি করে বেঁচে থাকে।
    ***
    যে লোক তোমার সঙ্গে ছলনা করেছে সে চিরকাল তোমার বিরুদ্ধে কথা বলবে, এবং সে যদি লেখক হয় তাহলে তোমার বিরুদ্ধে লিখবে।
    ***
    জীবনে একবার কেউ-না-কেউ পিঠে ছুরি মারবেই, আর সে-আঘাত কখনও সারবে না।
    ***
    বিশুদ্ধ ক্ষমতার লোভ থেকে গুণ্ডা এবং রাজনেতাদের জন্ম।
    ***
    মেয়েদের ভগাঙ্কুর কেটে ফেলার প্রধান উদ্দেশ্য তাদের যৌনসুখ থেকে বঞ্চিত করা। সউদি আরবে এই প্রথা তুলে দেয়া হয়েছে কেননা আব্রাহামিক ধর্মগ্রন্হে কেবল পুরুষের খতনা সম্পর্কে নির্দেশ আছে। ভারতে এখনও আছে।
    ***
    বিষয়-সম্পত্তির জন্য মানুষ-মানুষীর এতো লোভ হয় কেন? ভবিষ্যতের জন্য নয়। যখন মানুষ গুহাবাসী ছিল তখন গুহার দখলিসত্ত্ব নিয়ে লড়াই করতে হতো প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষা করার জন্য। সেই প্রাগেতিহাসিক মানুষ ঘাপটি মেরে থাকে বেশির ভাগ মানুষের চরিত্রে।
    ***
    বুড়ো বয়সের একটা ফোটো পোস্ট করেছিলুম ম্যাট্রিমনিয়াল সাইটে, একথা জানিয়ে যে পেনশনে টিকে আছি এবং মুম্বাইতে থাকি। বহু তরুণী প্রোপোজাল পাঠিয়েছেন! কী কারণ হতে পারে? বাবা-প্রেমিক চাই? মুম্বাইতে ছাদ চাই?
    ***
    অনেক পরিচিত মানুষ-মানুষী স্বপ্নে বারবার আসেন, অথচ আমি চাই না তাঁরা আসুন। বোঝা যায় যে প্রতিটি ব্যাপারে নিজের ওপর নিয়ন্ত্রণ হতে পারে না।
    ***
    আমি লিখি গল্পহীন গল্প; অনেকে তাকেও ছোটোগল্প বলে মনে করেন।
    ***
    সৃজনশীল মানুষের অধঃপতনের অভিজ্ঞতা হওয়া জরুরি, কেননা তা জ্যোতিষ্কদের হয়, পশুদের হয় না।
    ***
    সন্দীপন চট্টোপাধ্যায়কে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের ১৫ জুন ১৯৬৪-এর চিঠি থেকে: "সন্দীপন, আপনি অনেকদিন কিছু লেখেননি, প্রায় বছর তিনেক। তার বদলে আপনি কুচোকাচা গদ্য ছাপিয়ে চলেছেন এখানে-সেখানে। সেই স্বভাবই আপনাকে টেনে নিয়ে যায় হাংরির হাঙ্গামায়। আমি বারণ করেছিলাম। আপনি কখনও আমাকে বিশ্বাস করেননি। ক্রমশ দূরে সরে যাচ্ছিলেন। আমি শক্তিকে কখনও বারণ করিনি, কারণ আর যত গুণই থাক - - শক্তি লোভী। শেষ পর্যন্ত উৎপলও ওই কারণে যায়।"
    ***
    স্বমেহন আর কবিতার একটা যোগসূত্র আছে। দুটোই একই বয়সে আরম্ভ হয়।
    ***
    টাক ঢেকে রাখার জন্য জুলিয়াস সিজার সব সময় অলিভ পাতার মুকুট পরে থাকতেন, ঘুমোবার সময় ছাড়া। তাঁকে যখন সেনেটররা ছোরা মারছিলেন, তখনও তিনি মুকুট সামলাচ্ছিলেন।
    ***
    দে'জ থেকে একটা "হাংরি জেনারেশন সংকলন" প্রকাশিত হয়েছে, তাতে শঙ্খ ঘোষের লেখাও অন্তর্ভুক্ত! এই সংকলনে এমন অনেকের লেখা আছে যারা হাংরি আন্দোলনের সময়ে শুক্রকীট ছিল।
    ***
    চে গ্বেভারার কবর খুঁজে পাওয়া গিয়েছে, তাতে ওনার কেটে নেয়া হাত দুটো ছিল না; হাত দুটো সংরক্ষণের জন্য কিউবায় পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকেও হারিয়ে গিয়েছে।
    ***
    যাদের বাড়ির ভেতরেই পায়খানা থাকে তাদের প্রলেতারিয়েত বলা চলে কি?
    ***
    বাতাসের ঘ্রাণশক্তি ঝড়কে আমিষাশী করে তোলে। সে মানুষের, জীবজন্তুর, পাখিদের মাংস খেতে চায়।
    ***
    দীর্ঘশ্বাস হলো রাতের উড়ন্ত একক দাঁড়কাক।
    ***
    চাষিকে খেতছাড়া, মজুরকে কারখানা-ছাড়া, গেরস্হকে ঘরছাড়া করার মাধ্যমে যারা বিপ্লব করতে চায় তারা সময়ের ল্যাঙ খেয়ে কুপোকাৎ হবেই।
    ***
    বাল বা ঝাঁট অনেকের কানেও হয়। তারা বেশ সন্দেহজনক।
    ***
    যোনির সঙ্গে প্রসববেদনার সম্পর্ক। কিন্তু বহু তরুণী প্রসবযন্ত্রণা ভোগের সুযোগ পান না। আবার, যাঁরা সে-সুযোগ পান তাঁরা তা আবার পেতে চান। 
    ***
    আইভিএফ করে বউ-এর বাচ্চা হয়েছে। কবির শুক্রসংখ্যা কম। উনি, মানে কবিবর,  আর প্রেমের কবিতা লেখেন না।
    ***
    জার্মানির মতন ভারতেও বেশ্যাবৃত্তিকে আইনের স্বীকৃতি দেয়া দরকার। তাদের নিয়মিত ডাক্তারি পরীক্ষাও দরকার। তাহলে রেপের সংখ্যা কমবে বলে অনুমান করা যেতে পারে।
    ***
    ভারতে খৃষ্টধর্মীরা শবে ফরম্যালিন মাখিয়ে তিনচার বছর রেখে দিচ্ছেন, গোরস্তান পাবার আশায়। ইউরোপে কিন্তু ইনসিনারেটার প্রয়োগের সংখ্যা বেড়ে গেছে।
    ***
    মারাঠি কবি অরুণ কোলটকার একজন পার্সি তরুণীকে বিয়ে করেছিলেন। পার্সি সমাজ সেই বিয়েকে স্বীকৃতি দেয়নি। দুই ধর্মের বিয়েতে ব্যাগড়া দেয় দুটো সমাজ, আর এটা ভারতেই সবচেয়ে বেশি।
    ***
    রামকৃষ্ণ পরমহংসকে নিয়মিত চুল আর দাড়ি ছাঁটাতে হতো। চৈতন্যদেবকে নিয়মিত দাড়ি আর মাথা কামাতে হতো। অথচ নাপিতদের নামগুলো ইতিহাসে নেই!
    ***
    রাজকমল চৌধুরীর মাহিষী গ্রামে মোষ বলি দিয়ে তার রক্ত মেখে সবাইকে নাচতে দেখে আমিও তাই করেছিলুম। পরে ব্যাপারটা যখনই মনে পড়েছে, ভেবেছি যে কেমন করে আমিও ওই পাল্লায় পড়েছিলুম।
    ***
    গাঁজা আর চরস ফুঁকে তার নেশায় যারা আটকে পড়ে তারা মূর্খ। ওগুলো ইচ্ছেমতো ছেড়ে দেয়া যায়। মদের নেশা ধরে ফেললে ছাড়ানো কঠিন হয়ে দাঁড়ায়। তবুও ছেড়ে দেয়া যায়।
    ***
    বাবা প্রতিটি চিঠিতে লিখতেন, "ঈশ্বরে বিশ্বাস রাখবি, তাহলে কেউ তোর ক্ষতি করতে পারবে না।" মা কিন্তু কোনো চিঠিতে ঈশ্বরের উল্লেখ করতেন না। মনে হয়, বিশ্বাস করতেন না।
    ***
    আমার মেয়ে আর নাতনিরা ঈশ্বরে বিশ্বাস করে না, গরু-শুয়োরের মাংস খায়, আফ্রিকার বুশমিট খায়। আমার ছেলে হিন্দুর যাবতীয় দেবী-দেবতায় বিশ্বাস করে, যদিও সে আর তার বউও গরু-শুয়োর-কাঙারুর মাংস খায়। ছেলের বউ ভুত-প্রেতেও গভীর বিশ্বাস করে। আমি ওদের সবাইকে বিশ্বাস করি।
    ***
    আমার স্ত্রী ভগবানে বিশ্বাস করে কিন্তু ভগবান বলতে যে কী বোঝায় তার ব্যাখ্যা করতে পারে না। গরুর মাংস খায়। খাবার পর বলতে থাকে, গরুর মাংস কেন যে খেলুম।
    ***
    অতিরাজসিক রাজ্যে, কী হবে চামউকুনে থিকথিকে অলিভমুকুটে?
    ***
    বোবার গুষ্টি ছাড়া আর কেই হলপ করে না।
    ***
    পাঁকে হাঁটতে যে ঘেন্না হয় তা পায়ের নয়; তা মগজের।
    ***
    বুড়ো হলে মুখে জমে থাকে পরতের পর পরত বয়স, তাই তা আর রহস্যময় থাকে না।
    ***
    সধবার শব সাজাবার বিউটিশিয়ানরা বউ সাজাবার চেয়ে বেশি চার্জ করে মূলত দেহতাপের পার্থক্যের দরুন।
    ***
    করোনারোগে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের শব পোড়াবার বা গোর দেবার লোক জুটছে না। যতোই নিকট আত্মীয় হোক না কেন, সম্পর্কের চেয়ে বেশি ভালোবাসে মানুষ নিজেকে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    103 | 104 | 105 | 106 | 107 | 110 | 113 | 114 | 119 | 120 | 121 | 123 | 124 | 124 | 125 | 125 | 126 | 127 | 127 | 128 | 129 | 131 | 133 | 134 | 135 | 136 | 138 | 139 | 140 | 141 | 143 | 144 | 145 | 147 | 148 | 149 | 149 | 150 | 151 | 152 | 153 | 154 | 155 | 156 | 157 | 158 | 159 | 160 | 161 | 162 | 163 | 164 | 165 | 167 | 168 | 169 | 170 | 171 | 172 | 173 | 174 | 175 | 176 | 176 | 177 | 178 | 179 | 180 | 181 | 182 | 183 | 184 | 185 | 186 | 187 | 188 | 189 | 190 | 191 | 192 | 192 | 193 | 194 | 195 | 196 | 198 | 199 | 200
  • লঘুগুরু | ০৬ জানুয়ারি ২০২৩ | ১০৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন