একদিন একটা ছোট গোল, যার নাম ইকির সে একটা বাশের তৈরি সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। একটি শিয়াল সেই সেতুর পাশে একটি গর্তে বাস করতো। শিয়ালটা অনেকদিন ধরে কিচ্ছু খেতে পায়নি। তাই সে হঠাৎ একটা গোলের ( একধরণের প্রাণী ) গন্ধ পেয়ে গর্তের বাইরে বেরিয়ে এলো, আর এসে একটি ছোটো গোলকে বললো, "গোল আজ তোকে খাব..!!" তখন ইকির (ছোটো গোলের নাম) বলে উঠলো.."না না..আমায় খেয় না....আমি না খুব তেতো, আমায় খেলে তোমার একটুও ভালো লাগবে না..। তাই তুমি বরং আমার ভাইদের জন্য অপেক্ষা করো!!" শিয়াল বললো " ঠিক আছে......!!" এই বলে ইকির চলে গেলো। এবার মিকির নামের একটা লম্বা গোল ও চিকির নামের একটা বড়ো গোল দুজনে হাত ধরে সেতু পার হতে আসছিল। শিয়াল তার আগেই ঐ বাশের সেতুর ওপর দাঁড়িয়ে ছিল। মিকির আর চিকির আগে থেকেই জানত যে শিয়াল তাদেরকে খাবে বলে অপেক্ষা করছে, তাই তারা দুজনে এক লাফে সেই সেতুটা পার হয়ে গেল আর ওপারে গিয়েই ওরা বাশের সেতুটা কেটে ফেললো। এদিকে শিয়াল তো এমনিতেই খুব রেগে গিয়েছিল সে তো ছুটে সেতু পার হয়ে মিকির ও চিকিরকে খেতে যাচ্ছিল আর তখনই সেতু ভেঙে ধুপ করে সে নদীতে পরে যায়। ওদিকে ইকির, মিকির আর চিকির তিনজনে মিলে আনন্দে লাফাতে থাকে। এদিকে শিয়াল জলে হাবুডুবু খেতে খেতে সাতার কাটতে কাটতে একটা দ্বীপে গিয়ে ওঠে। তারপর ঐ দ্বীপে সে এতো খাবার খায় যে দেখে মনে হবে সে বোধহয় দুমাস খেতে পায়নি।
ত্রিজল, গল্প আর ছবি দুটোই খুব ভালো হয়েছে। আমি কোনদিন ছোট গোল, লম্বা গোল, বড় গোল দেখিনি। তোমার গল্প পড়ে দেখতে ইছে করছে। ভাগ্যিস শেয়ালটা ওরকম অনেক খাবারদাবার অলা দ্বীপে গিয়ে উঠেছিলো। নইলে তো গোল বেচারাদেরই ধরে খেতো!