রাজু একদিন বাবা-মার সঙ্গে গেল যাদুঘরে ঘুরতে। রাজুর ডাইনোসর পছন্দ। ডাইনোসরের ঘরে গিয়ে সে মগ্ন হয়ে দেখতে লাগল, কিন্তু সে বুঝতে পারেনি যে তার বাবা-মা পাশে নেই। রাজু তা বুঝতে পারেনি। তার ঘুম ঘুম পাচ্ছে। তখন ঘর খালি। অসুবিধে না বুঝতে পেরে সে মেঝের ওপর শুয়ে সে গভীর ঘুমিয়ে পড়ল।
তারপর সে দেখল, সে এক লালচে গ্রহে দাঁড়িয়ে আছে। চারিদিকে পাথর ছাড়া অন্য কিছু চোখে পরে না। সূর্য প্রায় ডুবু-ডুবু।
হঠাৎ ভুমি কেঁপে উঠল……
বিরাট এক ডাইনসোর, যার নাকি চোয়ালে এত জোর, সে এক বড় বাসকেও গুঁড়িয়ে চুরমার করে দিতে পারে। এত লম্বা, যে রাজুও তার মস্ত বড় মাথা দেখতে পেলো না। সে এই বিরাট মাথাওয়ালা ডাইনোসরের নাম মনে করতে পারল না। এক মস্ত জোর গর্জন করতে করতে সে রাজুর দিকে পা বাড়াল
যত জোর ছুটতে পারে রাজু ছুটল, কিন্তু এক নুড়ির ওপর পা হড়কে পড়ে গেল। ডাইনোসর রাজুকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল যখন……
রাজু চোখ খুলল। সে বিছানায় শুয়ে আছে। তার অ্যালার্ম ক্লকে তখন সাতটা বাজে। সুর্যের আলো ঘরের খোলা জানলা দিয়ে ঢুকছে।
যাক স্বপ্ন তাহলে! খুব ভয় পেয়েছিলাম, বাপ্রে!
সরস্বত ও রাজুরা ভাল থাকুক। ছবিটি খুব সুন্দর ♣♥
সারস্বত, তোমার লেখা খুব ভালো হয়েছে। আমি তো ডাইনোসর ভীষণ ভয় পাই! আবার লাল গ্রহের ডাইনোসর? ওরে বাবা!
ছবিটাও ভালো হয়েছে, শরণ্যা।