"সুপ্রভাত। আমি মিনি। আমি একটা সাদা বেড়াল। ব্যাপারটা প্রথম থেকে তোমাদের বলি। তোমরা তো জানো, কুকুর আর বেড়াল কোনদিন বন্ধু হতে পারে না। কিন্তু মরু, একটা কুকুর, আমার প্রিয় বন্ধু। কিভাবে? সেই গল্পটাই তো আজ বলব।
একদিন আমি, আমার বন্ধু কালু কাকের সঙ্গে চড়ুইভাতির জন্য একটা ঠিকঠাক গাছ খুঁজছিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এল আর আমি যে গাছটার তলা দিয়ে হাঁটছিলাম, সেটা আমার ওপর ভেঙে পড়ল। কালু অনেক চেষ্টা করেও গাছটা তুলতে পারলো না। ও উড়ে গেল কাউকে আনতে। গাছটা খুব বড় না কিন্তু আমার বাঁ হাতটা মচকে গেছিলো। এবার এল মরু। মরু একটি বড় কুকুর। আগেই বলেছি কুকুর আর বেড়াল শত্রু। কিন্তু মরু আমায় সাহায্য করল !!! হ্যাঁ, গাছটা ঠেলে সরিয়ে দিল!!
সে এক বছর আগেকার কথা। এটা জেনে রাখো, বন্ধু সব রং ও রূপে আসে।"
আরে তাই তো, বন্ধু সব রং ও রুপে আসে।
তিস্তার লেখায় সকালটা আরও সুন্দর হলো। ভালবাসা
তাইতো তিস্তার কাছ থেকেই আমরা জেনে নিলাম বন্ধু সব রং ও রূপে আসে।এই সহজ সত্যি টা শেখানোর জন্য মিঠি কে অনেক আদর ও ভালোবাসা। ❤
তিস্তাকে অনেক ভালোবাসা। আমিও তো জানতাম কুকুর বেড়াল বন্ধু হয় না। ওর লেখাটা আমার চোখ খুলে দিলো।
তিস্তা, ছবি আর লেখা দুইই খুব ভালো হয়েছে। তুমি একদম ঠিক বলেছো তো! বন্ধু সব রং আর রূপেই আসে! মিনি, কালু আর মরু অনেক মজা করুক।
বাহ্ খুব সুন্দর লিখেছে