ভ্যাকসিন নেওয়া ব্যক্তি আর সংক্রমণ ছড়াবেন না, এই গুপ্ততথ্য কোথা থেকে পেলেন? গুগল বিশ্ববিদ্যালয়? আপনাদের অতি আদরের পত্রিকা 'ল্যানসেট' জানুয়ারি ২০২২-এ বলছে কোভিড আক্রান্ত টিকা নেওয়া ও টিকা না-নেওয়া ব্যক্তির নাক-গলায় ভাইরাল লোড সমান। অর্থাৎ দু'জনেই একই ভাবে অন্যদের সংক্রমিত করতে পারেন। তাই কেউ টিকা না-নিলে বাকিদের সুরক্ষা কমে না।
টিকা যদি এতই কার্যকরী হবে তবে টিকা নির্মাতাদের সাম্প্রতিকতম 'ফ্যাক্ট শিটে' কেন লেখা টিকাগুলির ট্রায়াল চলছে? গর্ভবতী বা স্তন্যদায়িনীদের ক্ষেত্রে ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারীতা নিয়ে নির্মাতাদের কাছে তথ্য নেই, অথচ পাড়ার ডাক্তার আশাকর্মীদের কাছে রয়েছে।
"ভ্যাকসিন দেবার পরেও নানা কারণে ব্যক্তিবিশেষের সংক্রমণ ও মৃত্যু হতে পারে --- বিরল হলেও --- যে কোনও ভ্যাকসিনের ক্ষেত্রেই, শুধু কোভিডের ক্ষেত্রে নয়। কিন্তু, ভ্যাকসিন দেবার পরে একটি বিশেষ জনসংখ্যায় সংক্রমণ ও মৃত্যু অনেকখানি কমে যায়, সেটুকুই লাভ। তাতে ব্যক্তিবিশেষ হিসেবে আপনি বাঁচবেন কিনা সে প্রশ্ন বাতুলতা, বরং আপনার দেশ ও সমাজের আরও কিছু বেশি মানুষ যে বাঁচবে, এটুকু আশ্বাসই যথেষ্ট।" এটা লেখক বলছেন। অর্থাৎ অল্পসংখ্যক সুস্থ মানুষকে বাকিদের বাঁচানোর আশ্বাস দিয়ে ( খেয়াল করুন, কেবল আশ্বাস দিয়ে কোনও প্রমাণ দিয়ে নয়!) রাষ্ট্র ব্যক্তির ইচ্ছের বিরুদ্ধে তাকে নিকেশ করে দিতেই পারে। এই ধরনের নব্য নাৎসিবাদী চিন্তা কী ভাবে সমাজের ভালো করেছে তার সাক্ষ্য ইতিহাসেই রয়েছে।
অতিমারির গোড়ার দিকে সংক্রমণের গতি কমাতে (সুরক্ষা দিতে নয়) মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছিল। দু'বছর পরে যখন প্রায় সকলের শরীরে জ্ঞাত/অজ্ঞাতসারে এই ভাইরাস ছড়িয়েছে তখন মাস্ক ব্যবহারের পিছনে ততটাই বিজ্ঞান রয়েছে ঠিক যতটা রয়েছে 'জলপড়া'য়।
টিকা মৃত্যু অনেক মৃত্যু আটকেছে, এই তথ্যও কারসাজিতে পূর্ণ। আবারও অতি আদরের পত্রিকা 'ল্যানসেট'-এর জুলাই ২০২১-এর মন্তব্য বিভাগ। যেখানে বলা হচ্ছে 'এফিকেসি' RRR- এর ভিত্তিতে ৮৫-৯৫% হলেও ARR-এর ভিত্তিতে মাত্র ১.৩ %-এর বেশি নয়। গণটিকাকরণের ক্ষেত্রে দ্বিতীয়টি প্রয়োজনীয় হলেও কেন প্রথমটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তার উত্তর দেবে কে?
"মুখ ঢাকতে আর ছুঁচ ফোটাতে ভাল লাগেনা বলে অবাধে চলাফেরা করতে দিয়ে সংক্রমণ ছড়াতে দেওয়া হোক, এইটা যদি ষড়যন্ত্র-তাত্ত্বিক ভ্যাকসিন-বিরোধীদের দাবি হতে পারে, তাহলে ওই একই কারণে ভ্যাকসিন-পন্থীরাও পাল্টা দাবি করতে পারেন, যিনি মাস্ক পরবেন না এবং ভ্যাকসিন নেবেন না, তাঁকে অবরুদ্ধ করা হোক। দুটোর কোনওটিই কাম্য নয়, কিন্তু একটির অস্তিত্ব অন্যটিকে ন্যায়সঙ্গত করে তুলতে পারে।"
অর্থাৎ টিকা না-নিলে কাউকে চলাফেরা করতে দেবেন না, এই তো।এ আর নতুন কথা কী? রাষ্ট্রশক্তি বিশ্বজুড়ে এটাই চালাচ্ছে। তাদের এজেন্টদের কাছে এর বেশি আর কীসেরই বা আশা!