এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ৮

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৫ মার্চ ২০২৫ | ১৫১ বার পঠিত
  • ( ৮ )

    পরদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কফির কাপে চুমুক দিতে দিতে একটা বাংলা খবরের কাগজে চোখ বোলাচ্ছিল কলতান। চার নম্বর পাতা আর খেলার পাতা বাদ দিয়ে বাকি পাতাগুলোর বাঁদিকের টুকরো খবরগুলোয় খুব মনোযোগ দিয়ে চোখ বোলায় কলতান। পাতা ওল্টাতে ওল্টাতে দশ নম্বর পাতায় এল সে। বাঁদিকের বর্ডারে ওপরদিক থেকে দু নম্বরে একটা স্নিপেটে চোখ আটকে গেল। ডানকুনির জঘন্য ঘটনাটার একটা ছোট্ট রিপোর্ট বেরিয়েছে এতদিন পরে। আজকাল মিডিয়া এত তৎপর হওয়া সত্ত্বেও খবরটা এত দেরিতে বেরল। কেউ কেউ নিশ্চয়ই চেষ্টা করেছিল ব্যাপারটা মিডিয়া থেকে আড়াল করে রাখতে। কিন্তু যেভাবেই হোক খবরটা দেরিতে হলেও ফাঁক গলে বেরিয়ে গেছে। এখন সামান্য ফিনকি দিয়ে বেরল। কিন্তু গর্ত বড় হলে 'কভারেজ' -এর জলোচ্ছ্বাস তীব্র হবার সম্ভাবনা থেকেই যায়। কলতানের মনে হল আপাতত সেটা না হলেই ভাল। মিডিয়ার তীব্র সন্ধানী আলো পড়লে কীটপতঙ্গেরা গর্তে লুকিয়ে পড়তে পারে। তখন ওগুলোকে টেনে বার করা কঠিন হয়ে পড়বে।

    খবরে লেখা হয়েছে স্থানীয় পুলিশ শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে এফ আই আর নথিভুক্ত করেছে এবং তার পরিপ্রেক্ষিতে খুন ও ধর্ষণের মামলা রুজু করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মামলাটি নথিভুক্ত করার জন্য শীঘ্রই আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। এই অপরাধের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়নি।
    কলতান ভাবল, ভাল রে ভাল ... আসল কথা হল খবর চাপলই বা কে আর খবর ফাঁস করলই বা কে?
    একটু পরে একটা ফোন এল কলতানের মোবাইলে। বিদ্যুৎবাবুর ফোন। বিদ্যুৎ চক্রবর্তী, বাষট্টি বছর বয়স। একটা ট্যাবলয়েড খবরের কাগজ চালান। হাওড়া হুগলী জেলায় মোটামুটি ভাল চলে। এটা তার পেশা না বলে নেশা বলাই ভাল।
    ---' আরে বিদ্যুৎদা...অনেকদিন পর...কি খবর ? '
    --- ' হ্যাঁ কলতানবাবু ... আপনি আমার খবর না রাখলেও আমি আপনার খবর রাখি ... খবরের লোক তো, খবর আমাদের কাছে ঠিক চলে আসে সাহেব। আর আপনি তো মশাই এক স্বনামধন্য ব্যক্তি এক বিশেষ জগতে ... '
    --- ' কিরকম কিরকম ? একটু ঝেড়ে কাশুন তো দাদা ... কেমন একটা গন্ধ পাচ্ছি ... '
    --- ' তা আপনি পেতেই পারেন। এ ব্যাপারে আপনার জুড়ি নেই, অস্বীকার করে কোন লাভ নেই। ডানকুনির কেসটা আপনি নিয়েছেন ? '
    --- ' আরে কামাল কি বাত ... জেনে গেছেন ? '
    --- ' জানলাম মানে, কেউ কেউ চেয়েছে বলে জেনেছি, মানে মিডিয়া জেনেছে ... '
    --- তার মানে কেউ কেউ এতদিন চায়নি বলে মিডিয়া জানেনি ?
    --- ' সেটা নিয়ে আপনি মাথা ঘামান। ওটা তো আমার কাজ না ... ' বিদ্যুৎবাবু বললেন।
    --- ' ঠিক ঠিক ... আমারই কাজ। মেনে নিলাম। এখন বলুন... আর কি সমাচার আছে ... '
    --- ' সমাচার কিছু সংগ্রহ করতে পারিনি এখনও। চেষ্টায় আছি। কিছু পেলে নিশ্চয়ই জানাব। কোনটা দরকার ভেবে দেখবেন ... দেখুন, আপনিও প্রাইভেট, আমিও প্রাইভেট। দুটো ভাল ছেলে আছে আমার। খুব ভাল কাজ করে ... খুব কেয়ারফুল অ্যান্ড সিনসিয়ার ... '
    --- ' গুড নিউজ দাদা। অনেস্ট অ্যান্ড ফেথফুলও নিশ্চয়ই ... '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... ওই বললাম তো ... '
    --- ' বুঝেছি দাদা। দরকারটা ভাবা আছে। কিন্তু ফোন ট্যাপ হয় জানেন নিশ্চয়ই ... ' কলতান জানাল।
    --- ' কোন সন্দেহ নেই। মেসেজও হ্যাক হচ্ছে ... '
    --- ' ঠিক আছে। কোথায় মিট করব বলুন ... '
    --- ' আপনিই বলুন না ... '
    --- ' বাড়িতে আসতে পারবেন ? না না ... ঠিক আছে ... দরকার নেই। পরশুদিন জানিয়ে দেব বিদ্যুৎদা ... '
    --- ' নো প্রবলেম। অনেস্টলি চেষ্টা করব ... রাখলাম ... '
    --- ' আচ্ছা আচ্ছা ... '

    কলতান সামনের দেয়ালে লাগানো একটা পার্বত্য এলাকার প্রশান্ত নিসর্গ চিত্রের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একমনে ভাবতে লাগল। গভীর একাগ্রতায় পাকানো জট খোলার চেষ্টা করতে লাগল। অতল জলের মধ্য থেকে দুটো অবয়ব ভেসে উঠল ...

    এক, সহদেবের ছোট মেয়ে তিন্নি সেদিন বাড়ির পিছন দিকে হাত দেখিয়ে কি বলতে চাইছিল ? মান্ডবী তার মেয়ের মুখ চাপাই বা দিল কেন ? আর দুই, প্রকাশের বউ বাচ্চা তার সঙ্গে থাকে না কেন ? তার বাপের বাড়ি কানপুর, না ভবানীপুর ? ভাতের হোটেলের লোকগুলোর মুখের খবর অবশ্য। তবে স্থানীয় মানুষ সাধারণত পাকা খবরই রাখে।

    বিদ্যুৎ চক্রবর্তীর কাছে কিসের খবর চাওয়া যায় ঠিক করে ফেলল কলতান। বিদ্যুৎবাবুর কাগজের নাম দর্পণ। প্রায় একযুগ ধরে চলছে কাগজটা। আসল ব্যাপার হল সদিচ্ছা এবং সততা। বিদ্যুৎবাবুর তা অবশ্যই আছে। মনে মনে একটা ছক সাজাতে লাগল দেয়ালে লাগানো পার্বত্য নিসর্গচিত্রের দিকে তাকিয়ে। কিন্তু চিন্তার সূত্র ছিঁড়ে গেল মোবাইলের রিং টোনে। কলতানের ফোন বাজতে লাগল। অজানা নম্বর।
    কলতান জবাব দিল, ' হুঁ ... বলুন ... '
    ওদিক থেকে মিহি পাতলা গলায় আওয়াজ এল, ' ভাল আছেন স্যার ? '
    --- ' হুঁ ... চিনলাম না ঠিক ... কে বলছেন বলুন ...'
    --- ' আমাকে চিনে কিছু লাভ আছে স্যার ? '
    এসব বার্তা পাওয়ার অভিজ্ঞতা কলতানের নতুন কিছু নয়।
    কলতান কোন কথা না বলে চুপ করে রইল।
    --- ' হ্যালো ... হ্যালো ... শোনা যাচ্ছে ? ' ওদিক থেকে তাগাদা আসছে।
    কলতান শান্ত গলায় বলল, ' হ্যাঁ বলুন না... শুনছি তো ... '
    --- ' আপনি কেন বেকার এসব ঝামেলায় জড়াচ্ছেন ? কি ফায়দা আছে ? '
    --- ' বুঝলাম না ...'
    --- ' ডানকুনির কেসটা ছেড়ে দিন। এসব ফালতু লাফড়া ঘেঁটে আপনার লাভ কি ? আমরা আপনাকে পুষিয়ে দিব ... '
    --- ' কিভাবে পোষাবেন ? ' কলতান নিরুত্তপ্ত রইল।
    মিহি পাতলা গলায় অমায়িক ধূর্ত হাসির ছোঁয়া লাগল।
    --- ' সে আপনি যা বলবেন ... আপনার ওপর ছেড়ে দিলাম ... টাকা, মেয়ে যা বলেন ... '
    --- ' ঠিক আছে,আমি এ কেসটা ছেড়ে দেব তুমি যদি আমার একটা কথার উত্তর দাও... '
    --- ' বলুন না ... বলুন না ... '
    --- ' তুমি কার হয়ে কাজ করছ ? '
    --- ' আপনি বহুত ফালতু বকেন তো ... এটার কোন উত্তর হয় না সেটা কি আপনি জানেন না ... আপনাকে তো বুদ্ধিমান বলে জানি ... '
    --- ' ঠিকই জান। কিন্তু কতটা বুদ্ধিমান সেটা এখনও জানা হয়নি তোমার ... '
    লোকটা এবার মেজাজ হারাল।
    --- ' আপনি কিন্তু বেকার কথা বাড়াচ্ছেন। নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আপনি বুঝতে পারছেন না ... লাস্ট টাইম বলছি আমাদের কথায় রাজি হয়ে যান, তাতে আপনার ফায়দা আছে .... ঠিক আছে আপনি একটু টাইম নেন। আমি আবার বিকালে ফোন করব ... '
    ফোনের লাইন কেটে গেল। কলতান 9833472189 নম্বরটা সেভ করে নিল। মুচকি হেসে স্বগতোক্তি করল, ' বোকা পাঁঠা ... একটা ভুল চাল দিলি। সিমটা বার করে নিবি জানি। তাতে কি ... '

    তমাল এসে হাজির হল বেলা বারোটা নাগাদ।
    তমাল বলল, ' অফিস যাবার রাস্তায় ঘুরে গেলাম। আপনার কাজটা আগে। যাই হোক, প্রাইমারি টেস্টের একটা অদ্ভূত রেজাল্ট এসেছে। সয়েলে একটা দুধরণের ফেন্ট পার্টিকলের হিন্ট আছে। সেদিন কোন সময়ে মনে হয় এক পশলা বৃষ্টি হয়েছিল। তাই হয়ত ফেন্ট এসেছে। কনফার্মেটরি টেস্টটা বাকি আছে। একটু টাইম লাগবে কিন্তু ... '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... সে তো বুঝলাম ... ফাইন্ডিংটা কি বল না ... '
    --- ' একজনের ডি এন এ আছে। সেটা ভিক্টিমের না স্টকারের সেটা তো এখন মেলানো যাবে না। তবে আর একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে ... '
    --- ' কি শুনি ... '
    --- ' কোডিন-এর ট্রেস পাওয়া গেছে যা ইনটেকের পর বডি অরগ্যান-এ মরফিন-এ কনভার্টেড হয় ... '
    --- ' আরে সিধে বাংলায় বল না ... কাফ সিরাপ।
    মানে, কাফ সিরাপের চিহ্ন মিলেছে তোমাদের যন্ত্রে। মানে, নারকোটিক ... তাই তো ? '
    --- ' হ্যাঁ, সেটাই ...' তমাল বলল।
    --- ' সেটা কার বডি থেকে বলা সম্ভব নয়, তাই তো ? '
    --- ' না, সেটা কি করে বলা যাবে ? আপনি যে স্যাম্পল দিয়েছিলেন সেটা অ্যানালিসিস করে এসেছে ... '
    --- ' হুঁ ... বুঝলাম। আর ওই যে কাল পুঁতিটা তোমায় দিয়েছিলাম, ওটা কই ? '
    --- ' এই যে ... এই নিন আপনার ব্ল্যাক পার্ল ... '
    তমাল সোনার দোকানের চুড়ির গোল একটা ছোট্ট কৌটো বাড়িয়ে ধরল কলতানের দিকে।
    কলতান ঢাকা খুলে দেখে নিয়ে বলল, ' যাক নিশ্চিন্ত। হ্যাঁ ... তা, এটার কি খবর ? '
    --- ' এর সঙ্গে লেগে থাকা ঘাম থেকে একটা ডি এন এ ট্রেস করা গেছে। সেটা কোন সাসপেক্টের ডি এন এ-এর সঙ্গে ম্যাচ করে দেখা সম্ভব হলে কোন ক্লু পেতে পারেন ... '
    --- ' হমম্ ... বুঝলাম। এখন তা'লে সাসপেক্টের ঘাম রক্ত চাই... তাই তো ? '
    --- ' স্যালাইভা, ইউরিন হলেও চলবে ... '
    --- ' সবই এই মুহুর্তে দুষ্প্রাপ্য ... বুঝলে ব্রাদার। তবে কোডিন মানে ... কি বলে ... ওই কাফ সিরাপের খবরটায় কিন্তু নতুনত্ব আছে ... '
    --- ' কলতানদা ... আমি তাহলে এখন আসি ... অফিসে যেতে হবে। ফাইনাল রিপোর্টটা আমি দু তিন দিনের মধ্যেই জানিয়ে দেব ... '
    --- ' আচ্ছা ঠিক আছে তোমাকে আর আটকাব না। অনেক হেল্প করলে ... '
    তমাল চলে গেল। কলতান মনে মনে বলল, 'উইশ কর তোমার ফাইনাল রিপোর্টের আগেই যেন আমি জার্নির ফাইনাল পয়েন্টে ল্যান্ড করতে পারি ... হাঃ হাঃ ... ব্ল্যাক পার্ল আর কোডিন ... এক্সেলেন্ট কম্বিনেশান... কিন্তু রক্ত কিংবা ঘাম চাই... '

    ( ক্রমশ )

    *******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd19:a5bb:a9ec:590b:fcc4:***:*** | ০৫ মার্চ ২০২৫ ১২:০০541498
  • আমার মতো পাঠকের পক্ষে অপরাধী অনুমান করার জন্য বেজায় কম ইনফর্মেশন। 
  • বিপ্লব রহমান | ১৩ মার্চ ২০২৫ ১৩:৪৯541658
  • রক্ত কিম্বা ঘাম! উফ, কী থ্রিল!? cool
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন