বগটুই গণহত্যাকাণ্ডের অব্যবহিত পরে কবি জয় গোস্বামীর লেখা কবিতা নিয়ে ‘দগ্ধ’ নামে একটি পুস্তিকা আমরা প্রকাশ করেছিলাম। বগটুই এবং তার পরবর্তীকালে আরও কয়েকটি নারীনির্যাতন, ধর্ষণ এবং হত্যার প্রতিক্রিয়ায় জয় গোস্বামী আরও কিছু কবিতা লিখেছিলেন। সেই সবকটি লেখা নিয়ে আমরা প্রকাশ করতে চলেছি আরেকটি বই – ‘নিজের বিরুদ্ধে’। এলাকার প্রভাবশালীদের হাতে আক্রান্ত অসহায় নির্যাতিতা এবং তার পরিজনদের দুরবস্থার এক দলিল হয়ে থাকবে এই কবিতাগুলি। এই লেখাগুলির প্রেক্ষিত সাম্প্রতিক কিছু ঘটনা হলেও, পরিসর আরও ব্যাপ্ত। যে শাসনকাঠামোয় আমরা জীবন কাটাচ্ছি, তার সুযোগ-সুবিধাগুলি নিয়ে দুধেভাতে সংসার প্রতিপালন করছি, সেই কাঠামোর নৃশংসতা নিশ্চিতভাবে আমাদের নিজেদের দিকেও আঙুল তুলে দেয়- এই উপলব্ধির আয়না আমাদের সামনে তুলে ধরেছেন কবি।
কবি মনে করেন এই বই বহুলোকের কাছে পৌঁছনো দরকার, বিশেষ করে ছাত্র-যুবকদের হাতে তো বটেই। প্রকাশক হিসাবে আমাদের তাই চেষ্টা থাকবে বইটিকে সুলভে প্রাপ্য করবার। আর, গুরুচণ্ডা৯ বই দত্তক নেওয়ার যে প্রকল্প বিগত কয়েকবছরে চালিয়ে আসছে, এই বইয়ের ক্ষেত্রে সেই দত্তকের প্রয়োজন আরও বেশি অনুভূত হচ্ছে। এই বইটি দত্তক নিতে উৎসাহীরা যোগাযোগ করুন guruchandali@gmail.com মেল আইডিতে।
নিজের বিরুদ্ধে - জয় গোস্বামী
প্রচ্ছদ ও অলঙ্করণ - চিরঞ্জিত সামন্ত