এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ছোট ব্যবসার রকমারি রেসিপি

    Debayan Chatterjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৭ আগস্ট ২০২১ | ২৮২১ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • একটু উদ্যম, একটু অর্থবল। এটুকু থাকলেই করা যায়। জবাকুসুম তেলের কারখানা। আমি একবার চেষ্টা করেছিলাম। হয় নি, কারণ উদ্যম থাকলেও অর্থবল ছিল না একেবারেই।


    সারাবেলা বাগানে বসে জবার পাতা ছেঁচে, বেটে, তাতে জল আর প্যারাশুট কোম্পানির তেল ঢেলে কাঁচের বোতলে ভরে শীতের রোদ খাওয়াতে হয়। তাই-ই করেছিলাম। বিকেলে রোদ পড়ে যাওয়ার পর বাগানে গিয়ে বোতলের ঢাকনা খুলে শুঁকে দেখি - সেই এক গন্ধ। জবাপাতার বুনো গন্ধ।


    কতই বা বয়েস তখন। নার্সারী-কেজিতে পড়ি।


    বাপ্পাটা থাকলে আরেকবার চেষ্টা করে দেখতাম। তা হয় নি। বাপ্পাকে তখন রোজ স্কুলে যেতে হত। ওর বাবা তখন সবে সবে স্কুলের অটো চালানো ধরেছিল, তাই।


    এরপর কিছুদিন মরা জিনিস বাঁচানোর ব্যবসা ধরি। কিছুটা সাকসেসও হয়েছিল।


    কেন্নো দেখতে পেলেই কাঠি দিয়ে ছুঁয়ে ওটাকে কুন্ডলী পাকিয়ে দিতাম। বাড়ির পেছনে, বাউন্ডারিওয়ালের পাশে বড় বড় গর্ত খোঁড়া থাকত। কেন্নোটাকে কাগজে তুলে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দিতাম। পরদিন গর্ত থেকে মাটি তুলে দেখতাম কেন্নো নেই। অনেককে করে দেখিয়েছি। সবাই অবাক হয়েছে খুব।


    দুটো ব্যবসাই করেছি একা একা। অনিতা চলে যাওয়ার ধাক্কা খেয়ে।


    অনিতার বাড়ি ছিল মধুপুরের কাছে কোনো সাঁওতাল গ্রামে। দশ-বারো বছর বয়েসে আমাদের বাড়িতে কাজ করতে আসে। কাজ বলতে - ঘরের কাজকর্ম, আর আমাকে দেখা।


    আমি অসৎ হলে বলতাম ওর গায়ের রং ছিল আবলুশ কাঠের মতন কালো। কিন্তু আমি সৎ, আর আমি জীবনে আবলুশ কাঠ দেখি নি। অনিতার গায়ের রং কালো ছিল নিঃসন্দেহে, তবে ওরকম কালো শেডের কাঠ আমি কখনো দেখি নি। আরেকটা জিনিস খুব মনে আছে। ওর মাথার তেল-চপচপ চুলের কড়া গন্ধ।


    খুব ভালো হত যদি অনিতা আমায় রাতে ঘুম পাড়াতে পাড়াতে নিজের গ্রামের গল্প বলত। খুব ভালো হত যদি ওর একটা আমারই বয়সী ছোট ভাই থাকত। এধরণের মশলা নিয়ে একটা চাপা দুঃখের গল্প লেখা খুব সোজা। দুঃখের বিষয়, এক্ষেত্রে তা হয় নি। অনিতা বরাবরই খুব চুপচাপ ছিল। হুঁ-হাঁ ছাড়া কথাই বলত না।


    আমার পেছন-পেছন লেগে থাকা আর আমার করা ভুলভাল কাজের জন্য বকুনি খাওয়া অনিতা খুব ভাল পারত। একদিন বাড়িতে কেউ নেই, ফিল্টারে জল ঢালবো বলে জেদ করে জ্যারিকেন উল্টে ক্যান্ডেল ভেঙে সে একেবারে যা-তা অবস্থা। বাড়ির লোকের বকুনি শুনে অনিতা প্যান্টে পেচ্ছাপ করে ফেলেছিল। দেয়ালের কোণে মাথা নিচু করে দাঁড়ানো নবদ্বীপের গৌর-নিতাই পুতুলের মতন অনিতার রোগা কালো চেহারাটা পরিষ্কার মনে আছে।


    পরদিন অনিতা পালিয়ে গেছিল। বেশিদূর যেতে পারে নি যদিও, কাশিটাঁড় স্টেশন থেকে ওকে আবার ধরে নিয়ে আসা হয়।


    সেই অনিতা একদিন পাকাপাকি চলে গেল। বিয়ে ঠিক হয়েছিল বলে। তারপর আর ওকে কখনো দেখি নি।


    আমার এখনো মনে হয় যে যদি ওকে কখনো দেখি, ওকে ওর বরের সঙ্গে নতুন বউয়ের মতন টকটকে লাল শাড়ি পরেই দেখবো।


    শ্যামাপদ জ্যোতিষীর মত অদ্ভুত লোক দেখি নি। নিজে জ্যোতিষী হয়েও জ্যোতিষবিদ্যায় বিশ্বাস ছিল না। দু'হাতের আঙুলে একটাও আংটি ছিল না। বলত - আমি হলাম হোমিওপ্যাথ। রোগ হলে কোনো হোমিওপ্যাথকে নিজের ওষুধ খেতে দেখেছ?


    শার্ট-প্যান্ট পরে চেম্বার করলেও গ্রামের বাড়িতে হেটো ধুতি পরেই দেখেছি বরাবর। আমাকে প্রথম দর্শনে বলেছিল - এ ছেলের রক্তে ভয় আছে, একে ডাক্তারি নয়, ইঞ্জিনিয়ারিং পড়িও।


    আমার এক বন্ধু, অবিনাশ - কথায় কথায় নানারকম ব্যবসার কথা বলত। কখনো মুরগির খামার, কখনো প্রেস। কয়েকদিন আগে কথা হল, বলল - করোনার টেস্ট করছে। শুনে মনে হল, ঠিকই বলেছিল বটে শ্যামাপদ জ্যোতিষী! আমার দ্বারা এসব হবে না।


    কালীপুজোর দিন বড়পিসির চাপাচাপিতে শ্যামাপদর গ্রামের বাড়ি গেলাম। বাড়ির পাশেই শ্যামাপদর বিরাট কালি মন্দির। প্যাট্রনদের নাম লেখা মার্বেল বসানো কাদা প্যাচপ্যাচে মেঝে। ছোট মেলা বসেছে, কাঠের নাগরদোলা লোকে হাত দিয়ে ঘোরাচ্ছে। বেজায় ভিড়। সবাই খিচুড়ি খেতে এসেছে।


    খিচুড়ি খাওয়ার লাইনে দু'জনকে দেখে চমকে উঠলাম! একজন রোগা, কিন্তু মাসক্যুলার পুরুষ। পাশে একজন মহিলা। নতুন বউয়ের মতন লাল টকটকে শাড়ি পরে। বুক অবধি ঘোমটা দেওয়া ছিল, তাই মুখটা দেখতে পাই নি।


    মন্দিরের কথা যখন উঠলোই, তখন আরেকটা মন্দিরের কথা বলি।


    সেটাও কালীমন্দির। তবে কালীমূর্তিটা কেমন যেন অন্যরকম। বিরাট বড় মূর্তি, যাকে বলে - লাইফ সাইজ। বড় বড় চোখ, বড় জিভ, বিশাল বড় খাঁড়া। একা থাকলে কেমন যেন ভয় ভয় করত। দিদাকে জিজ্ঞেস করেছিলাম - এটা কেমন কালী? দিদা বলল - এটা কালী নয় রে, এটা ধুমাবতী।


    পড়ে বই পড়ে জেনেছি, ওটা কালী-ই, ধুমাবতী নয়। ধুমাবতী রোগা বিধবা বুড়ি, ঘোড়াহীন রথে বসে, রথের মাথায় একটা দাঁড়কাক। ওই মূর্তিটা মোটেই ধুমাবতীর ছিল না। বড়রাও না জেনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে।


    মন্দিরের পরিবেশও শ্যামাপদর মন্দিরের চেয়ে অনেক আলাদা। নতুন মন্দির। ঝকঝকে শ্বেতপাথরের গর্ভগৃহ, নাটমন্দির, বারান্দা। যতবার গেছি, পুরো ফাঁকা। আমি, মা, আর দিদা ছাড়া কেউ নেই। একটু বেলা করে একজন পুরোহিত আসত। ফর্সা, রোগা, কুড়ি-বাইশ বছর বয়েস হবে। ঠোঁটের ওপর পাতলা গোঁফ। মিষ্টি করে হাসত, আস্তে আস্তে নরম গলায় কথা বলত। আমরা সবাই নিচুগলায় কথা বলতাম।


    পুজো শুরু হলে আমি গর্ভগৃহের পেছনের বারান্দায় গিয়ে দাঁড়াতাম। একটু ঝোপঝাড় পেরিয়েই একটা বিরাট বড় সবুজ ঘাসের মাঠ। মাঠে ছেলেরা ফুটবল খেলত। মাঠের ওপারে ধূসর জঙ্গলের রেখা।


    আকাশে বর্ষার নীল মেঘ। ওরকম নীল আমি আর একবারই দেখেছি - পুরীতে, সমুদ্রের জলে।


    তবে ততদিনে আমি অনেক বড় হয়ে গেছি। সে এক অন্য গল্প।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৭ আগস্ট ২০২১ | ২৮২১ বার পঠিত
  • আরও পড়ুন
    একক - Debayan Chatterjee
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 68.184.***.*** | ০৭ আগস্ট ২০২১ ০১:৫৯496513
  • ভালো লাগলো। জামাকাপড় পরার ক্ষেত্রে 'পড়ে' বানান লেখা গুলো শুধু একটু চোখে লাগছে। তবে সেটা নিট পিকিং .

  • Debayan Chatterjee | ০৭ আগস্ট ২০২১ ০২:০৯496514
  • নিট পিকিং কেন হবে? অনেক ধন্যবাদ! খুঁজে খুঁজে ঠিক করলাম :)

  • সম্বিৎ | ০৭ আগস্ট ২০২১ ০২:১৯496515
  • খুব ভাল গদ্য। লোককে ডেকে পড়ানর মতন।

  • :|: | 174.255.***.*** | ০৭ আগস্ট ২০২১ ০৪:১৭496517
  • এমনও হতে পারে যে মূর্তিটা কালীর কিন্তু পূজার মন্ত্রগুলি সব ধূমাবতীর। কালী প্রধানা দশমহাবিদ্যারই একটা রূপ ধূমাবতী তাই পুরো "মিথ্যা" বলেছেনটা সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। 

  • Debayan Chatterjee | ০৭ আগস্ট ২০২১ ১২:২৫496528
  • আপনাকে অনেক ধন্যবাদ, সম্বিৎ! 


    :|:, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট! আমি এতটা তলিয়ে ভেবে দেখিনি। দেখতে কালীর মতন লাগত, তাই কালীই ভেবেছি। ধুমাবতীর মন্দির আমি কখনোই দেখিনি।

  • Ranjan Roy | ১০ আগস্ট ২০২১ ১৯:৩১496634
  • এই লেখার জাত আলাদা; ভালো লেগেছে।

  • r2h | 2405:201:8005:9947:6d43:2b5f:baba:***:*** | ১০ আগস্ট ২০২১ ১৯:৫১496635
  • খুবই ভালো লাগলো।

  • | ১১ আগস্ট ২০২১ ০৭:৫৯496646
  • চমৎকার

  • Debayan Chatterjee | ১২ আগস্ট ২০২১ ১৩:২৩496686
  • এতজন পড়েছেন, মন্তব্য করেছেন - খুব ভাল লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন