অসামান্য
খুব ভালো লেগেছে, এতো একেবারে ফিস্ট। থাম্ব্স আপ প্রতিভাদি।
খুব ভালো লাগলো
কী ভীষণ মায়া জড়ানো
অসাধারণ লেখা। এত ভালো লাগলো লিখে বোঝানো যাবেনা।
অবিনশ্বর কবির সৃষ্টির কাঁটাছেড়ার মধ্য দিয়ে অনবদ্য শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ প্রতিভা, আপনার এই অনন্য নিবেদনের জন্য।
বড্ডো ভালো লিখেছ, প্রতিভাদি।
ভালো লেগেছে। অনেকে কেবল কবি থেকে যায়। মানুষ হতে পারে না। উনি পেরেছেন।
তাঁর গুরুর পর জীবৎকালেই একটা 'ধারণা' হয়ে ওঠার এমন সিদ্ধি বাংলায় সম্ভবত আর কেউ অর্জন করেননি। দায়িত্ব নিয়েই বলি। অনেক কবি প্রফেট হতে স্বস্তি বোধ করেন। সেই হতে চাওয়ার তৃষ্ণা তাঁদের মানুষের থেকে দূরে নিয়ে যায়। । তাঁরা সংখ্যার দিক দিয়ে বেশ গুরুভার। আমাদের কালে দেখেছি 'প্রফেট' শব্দটি শঙ্খ ঘোষের কাছ থেকে স্বীকৃতি চাইছে। কিন্তু তিনি অভিজাত প্রত্যাখ্যানে শব্দটির আকাঙ্খা খর্ব করে চলেছেন। তাঁর সঙ্গে, বলা ভালো তাঁর রচনার সঙ্গে, ব্যক্তি আমার পরিচয় অন্তত পাঁচ দশক। একটা প্রতীক হয়ে উঠেছেন তিনি গত তিন-চার দশক ধরে। এতো মসৃণ, সুরম্য সেই আরোহণ। দেখি আর ভাবি, আমাদের কালে সবই শূন্য নয়।
অতিরিক্ত মেধা কবিতাপাঠককে রিক্ত করে। এই লেখাটি সেই বালাই এড়িয়ে পাঠকের স্বতস্ফূর্ত মুগ্ধতাকে মোহন উপলব্ধির স্তরে নিয়ে গেছে। এটাই তো কাম্য। শঙ্খ ঘোষকে নিয়ে অযুত কথা বলা হয়েছে। আরও নিযুত কথা বলা হবে। এই মুহূর্তে পাঠকের ঠিক যা বলার, সেই অবিমিশ্র নিগূঢ় কথন ছড়িয়ে আছে এই লেখায়। রচনাটি লেখকের পাঠ নয়, পাঠকের লেখ। তাই তার গভীরগামী স্পর্শ অনুভব করি, অবিরল।
অসাধারণ। খুব ভাল লাগল
খুব ভালো লিখেছো।
তাঁর হাতে নব কলেবর প্রাপ্তি কোনো বিগ্রহের নয়। সে প্রাপ্তি নুয়ে পড়া মানুষের একচেটিয়া। সমস্ত দ্বন্দ্ব কোলাহলের মধ্য থেকে স্পষ্ট ভেসে আসে তারই জয়গান। স্বসৃষ্ট ভাষার ঘেরাটোপে, অনন্ত প্রতীকের ভিড়েও তিনি অনায়াসে হাত ধরে নিয়ে যান আমার মতো স্বল্প মেধার পাঠককে, তাকে উপহার দেন যাবতীয় বিপরীতের অন্তরে বসে থাকা একীভবনের মূল সূত্রটিকে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সে মানুষ আহত মানুষ। নতচক্ষু, গোত্র পরিচয়হীন। মারখাওয়া সাধারণ মানুষ। ভোট ছিনতাই হওয়া, ডিটেনশন ক্যাম্পে যাওয়া আজকের মানুষ।চিরকাল অবদমনের শিকার। কিন্তু
''এমনিভাবে থাকতে গেলে শেষ নেই শঙ্কার
মারের জবাব মার
বাপের চোখে ঘুম ছিল না ঘুম ছিল না মা-র
মারের জবাব মার।''
ভালো লেগেছে এটুকু বলেই ক্ষান্ত হলাম। ভালো লাগার মোদ্দা কারণ হয়তো এটাই যে, এর অনেক বীক্ষণ ও মূল্যায়ন আমার সঙ্গে মিলে যায়। এর বাইরে যেসব কারণ আছে, তা নিয়ে আর এই চমৎকার লেখাটির কাটাছেঁড়া করতে আর ইচ্ছে করছেনা এই পীড়িত প্রহরে।
কীভাবে জানি না, ওপরে আমার মন্তব্যের সঙ্গে মূল লেখাটির কিছুটা অংশও কপি হয়ে গেছে। এডিট অপশন না পেয়ে অগত্যা আবার লিখছি যে, শুধু এটুকুই আমার বলার ছিল:-
ভালো লেগেছে এটুকু বলেই ক্ষান্ত হলাম। ভালো লাগার মোদ্দা কারণ হয়তো এটাই যে, এর অনেক বীক্ষণ ও মূল্যায়ন আমার সঙ্গে মিলে যায়। এর বাইরে যেসব কারণ আছে, তা নিয়ে আর এই চমৎকার লেখাটির কাটাছেঁড়া করতে আর ইচ্ছে করছেনা এই পীড়িত প্রহরে।
খুবই সুন্দর হয়েছে
শঙ্খ ঘোষ আমার প্রিয় কবি আর প্রতিভা সরকার দিদি অসামান্য গদ্যকার। খুব ভালো লাগলো এই শ্রদ্ধা নিবেদন।
আপনি ই পারেন এমন লেখা লিখতে।প্রণাম।
খুব ভাল লেখা। কবির মৃত্যু নাই
অমূল্য শব্দ চয়নে অমর কবিকে অসাধারণভাবে মেলে ধরেছেন আমাদের সামনে৷ অতুলনীয় শ্রদ্ধান্জলি৷ কবিকে জানাই প্রণাম, দিদিকে অনেক ধন্যবাদ লেখাটির জন্য
অসাধারণ লাগল ।