
শ্রেষ্ঠতম কবিদের একজন কেন, নামডাক আছে এমন কারো দেহান্ত হলেই ফেসবুকে হুল্লোড় মচিয়ে যায়। কেউ প্রথমেই মিচকে হেসে রাজনৈতিক দলগুলোকে গাল পাড়তে বসে যায়, মনে রাখে না, এদের বিরূপতা কবির কৃতি আর মূল্যায়নে কোনো ছায়া ফেলতেই অক্ষম। শেষ অব্দি ওই বিরূপতার আদর্শ জায়গা ইতিহাসের আস্তাকুঁড়ে। তবু পূজার ছলে ভোলার বা ভুলিয়ে দেবার জোরদার প্র্যাকটিস চলে। আসলে রাজনৈতিক মিচকেমির আদর্শ সময় এটি, একে নির্বাচন, তায় করোনা। রাজনীতি বিষবৎ পরিত্যাজ্য, একথা যার পোস্ট পড়ে মনে হবে, আসলে সে হয়তো এই অছিলায় তার গভীর গোপন রাজনৈতিক এজেন্ডাটিকে মান্যতা দিতে চাইছে। তার ওপর আছে পারিবারিক নৈকট্য রোমন্থন, পণ্ডিতদের সমুদ্র-বিশ্লেষণ আর কারণ অকারণে নিন্দেমন্দও।
অনিরুদ্ধ কীর্তনীয়া | 103.42.***.*** | ২৫ এপ্রিল ২০২১ ১৬:৩৩105161অসামান্য
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ২৫ এপ্রিল ২০২১ ১৮:০৫105164খুব ভালো লেগেছে, এতো একেবারে ফিস্ট। থাম্ব্স আপ প্রতিভাদি।
সৌম্যেন কুনডা | 103.24.***.*** | ২৫ এপ্রিল ২০২১ ১৯:১৯105169খুব ভালো লাগলো
কী ভীষণ মায়া জড়ানো
Susmita De | 2409:4060:218e:911d:b4be:d2af:d9f3:***:*** | ২৫ এপ্রিল ২০২১ ২০:৪৭105175অসাধারণ লেখা। এত ভালো লাগলো লিখে বোঝানো যাবেনা।
শেখর সেনগুপ্ত | 103.22.***.*** | ২৫ এপ্রিল ২০২১ ২১:৩১105177অবিনশ্বর কবির সৃষ্টির কাঁটাছেড়ার মধ্য দিয়ে অনবদ্য শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ প্রতিভা, আপনার এই অনন্য নিবেদনের জন্য।
বিষাণ বসু | 2409:4060:1e:249c:94e5:e7b5:ba86:***:*** | ২৫ এপ্রিল ২০২১ ২২:২৭105179বড্ডো ভালো লিখেছ, প্রতিভাদি।
ভালো লেগেছে। অনেকে কেবল কবি থেকে যায়। মানুষ হতে পারে না। উনি পেরেছেন।
তাঁর গুরুর পর জীবৎকালেই একটা 'ধারণা' হয়ে ওঠার এমন সিদ্ধি বাংলায় সম্ভবত আর কেউ অর্জন করেননি। দায়িত্ব নিয়েই বলি। অনেক কবি প্রফেট হতে স্বস্তি বোধ করেন। সেই হতে চাওয়ার তৃষ্ণা তাঁদের মানুষের থেকে দূরে নিয়ে যায়। । তাঁরা সংখ্যার দিক দিয়ে বেশ গুরুভার। আমাদের কালে দেখেছি 'প্রফেট' শব্দটি শঙ্খ ঘোষের কাছ থেকে স্বীকৃতি চাইছে। কিন্তু তিনি অভিজাত প্রত্যাখ্যানে শব্দটির আকাঙ্খা খর্ব করে চলেছেন। তাঁর সঙ্গে, বলা ভালো তাঁর রচনার সঙ্গে, ব্যক্তি আমার পরিচয় অন্তত পাঁচ দশক। একটা প্রতীক হয়ে উঠেছেন তিনি গত তিন-চার দশক ধরে। এতো মসৃণ, সুরম্য সেই আরোহণ। দেখি আর ভাবি, আমাদের কালে সবই শূন্য নয়।
অতিরিক্ত মেধা কবিতাপাঠককে রিক্ত করে। এই লেখাটি সেই বালাই এড়িয়ে পাঠকের স্বতস্ফূর্ত মুগ্ধতাকে মোহন উপলব্ধির স্তরে নিয়ে গেছে। এটাই তো কাম্য। শঙ্খ ঘোষকে নিয়ে অযুত কথা বলা হয়েছে। আরও নিযুত কথা বলা হবে। এই মুহূর্তে পাঠকের ঠিক যা বলার, সেই অবিমিশ্র নিগূঢ় কথন ছড়িয়ে আছে এই লেখায়। রচনাটি লেখকের পাঠ নয়, পাঠকের লেখ। তাই তার গভীরগামী স্পর্শ অনুভব করি, অবিরল।
aranya | 2601:84:4600:5410:196:fa21:5b42:***:*** | ২৬ এপ্রিল ২০২১ ০৬:১৫105185অসাধারণ। খুব ভাল লাগল
সুজাতা গাঙ্গুলী | 2401:4900:36b1:291c:ec:75f5:13bb:***:*** | ২৬ এপ্রিল ২০২১ ০৬:৫৮105186খুব ভালো লিখেছো।
তাঁর হাতে নব কলেবর প্রাপ্তি কোনো বিগ্রহের নয়। সে প্রাপ্তি নুয়ে পড়া মানুষের একচেটিয়া। সমস্ত দ্বন্দ্ব কোলাহলের মধ্য থেকে স্পষ্ট ভেসে আসে তারই জয়গান। স্বসৃষ্ট ভাষার ঘেরাটোপে, অনন্ত প্রতীকের ভিড়েও তিনি অনায়াসে হাত ধরে নিয়ে যান আমার মতো স্বল্প মেধার পাঠককে, তাকে উপহার দেন যাবতীয় বিপরীতের অন্তরে বসে থাকা একীভবনের মূল সূত্রটিকে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সে মানুষ আহত মানুষ। নতচক্ষু, গোত্র পরিচয়হীন। মারখাওয়া সাধারণ মানুষ। ভোট ছিনতাই হওয়া, ডিটেনশন ক্যাম্পে যাওয়া আজকের মানুষ।চিরকাল অবদমনের শিকার। কিন্তু
''এমনিভাবে থাকতে গেলে শেষ নেই শঙ্কার
মারের জবাব মার
বাপের চোখে ঘুম ছিল না ঘুম ছিল না মা-র
মারের জবাব মার।''
ভালো লেগেছে এটুকু বলেই ক্ষান্ত হলাম। ভালো লাগার মোদ্দা কারণ হয়তো এটাই যে, এর অনেক বীক্ষণ ও মূল্যায়ন আমার সঙ্গে মিলে যায়। এর বাইরে যেসব কারণ আছে, তা নিয়ে আর এই চমৎকার লেখাটির কাটাছেঁড়া করতে আর ইচ্ছে করছেনা এই পীড়িত প্রহরে।
কীভাবে জানি না, ওপরে আমার মন্তব্যের সঙ্গে মূল লেখাটির কিছুটা অংশও কপি হয়ে গেছে। এডিট অপশন না পেয়ে অগত্যা আবার লিখছি যে, শুধু এটুকুই আমার বলার ছিল:-
ভালো লেগেছে এটুকু বলেই ক্ষান্ত হলাম। ভালো লাগার মোদ্দা কারণ হয়তো এটাই যে, এর অনেক বীক্ষণ ও মূল্যায়ন আমার সঙ্গে মিলে যায়। এর বাইরে যেসব কারণ আছে, তা নিয়ে আর এই চমৎকার লেখাটির কাটাছেঁড়া করতে আর ইচ্ছে করছেনা এই পীড়িত প্রহরে।
শৌভিক | 223.19.***.*** | ২৬ এপ্রিল ২০২১ ১৩:৩৫105200খুবই সুন্দর হয়েছে
ব্রততী চৌধুরী | 2402:3a80:a39:44fd:54fb:17c5:9e0c:***:*** | ২৬ এপ্রিল ২০২১ ১৫:১৬105203শঙ্খ ঘোষ আমার প্রিয় কবি আর প্রতিভা সরকার দিদি অসামান্য গদ্যকার। খুব ভালো লাগলো এই শ্রদ্ধা নিবেদন।
সুমন | 2405:201:8003:991f:4c27:1c03:7af0:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ০৮:৩২105213আপনি ই পারেন এমন লেখা লিখতে।প্রণাম।
খুব ভাল লেখা। কবির মৃত্যু নাই
জয়ন্ত সেনগুপ্ত | 2401:4900:314b:939f:0:2d:7bd:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ১৭:১৫105225অমূল্য শব্দ চয়নে অমর কবিকে অসাধারণভাবে মেলে ধরেছেন আমাদের সামনে৷ অতুলনীয় শ্রদ্ধান্জলি৷ কবিকে জানাই প্রণাম, দিদিকে অনেক ধন্যবাদ লেখাটির জন্য
পাপিয়া ভট্টাচার্য | 202.142.***.*** | ২৮ এপ্রিল ২০২১ ১৩:৪৭105239অসাধারণ লাগল ।