
সভাপতি
aranya | 2601:84:4600:5410:1c1c:e64b:7fa:***:*** | ১৬ এপ্রিল ২০২১ ২০:০৯104806গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
মূলধারার মিডিয়ায় এ নিয়ে আরও কভারেজ দরকার।
দু | 47.184.***.*** | ১৭ এপ্রিল ২০২১ ০২:৪৬104813কি করে যে এই ভয়ংকর দৈত্যের থেকে মুক্তি হবে । শেষ করে দিল দেশটাকে।
একটি রোমহষর্ক হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ দলিল।
"যথাশীঘ্র সম্ভব একটি বিচারবিভাগীয় তদন্ত শুরু করা হোক।"
খবরে প্রকাশ, সিবিআই নাকি এই ঘটনার তদন্ত করবে! আশংকা করি, এই মুর্দাফরাশে মাটিচাপা পড়বে প্রকৃত সত্য, আর দোষীরা বরাবরই থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে।
#
লেখাটিতে প্রচুর টাইপো আছে, শুধরানোর দাবি জানাই।
সুশান্ত | 2409:4065:d89:4ea4:381b:c1f2:688a:***:*** | ১৭ এপ্রিল ২০২১ ১৫:৩৪104821এহেন প্রতিবেদন প্রকাশের জন্য গুরুচণ্ডালিকে ধন্যবাদ!
পারমিতা | 2409:4060:283:b54b:5c50:a22c:e1b9:***:*** | ১৭ এপ্রিল ২০২১ ১৬:৩৯104823এই রিপোর্ট নিয়ে কোর্টে যাওয়া উচিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের।
এফ এম | 2409:4065:494:cbe6::1cd1:***:*** | ১৭ এপ্রিল ২০২১ ২১:৪৫104829নিরপেক্ষতাকে ধ্বংস করা হয়েছে । একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও প্রয়াসের মধ্য দিয়ে । এই চক্রকে যারা সমর্থন করে তারা ঘৃণার পাত্র ।
DM | 103.42.***.*** | ১৭ এপ্রিল ২০২১ ২২:৪৭104830গল্পটা জমেনি। বাজারে চলবে না।
অরুণজ্যোতি দাশগুপ্ত | 103.24.***.*** | ১৮ এপ্রিল ২০২১ ২২:২৪104894শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণহানি এড়ানোর চেষ্টা করা উচিত ছিল। যতদিন না আরও সত্য প্রকাশিত হয় ততদিন এই লেখার প্রতিপাদ্য বিশ্বাসযোগ্য থাকবে আমার কাছে।
সায়ন | 2409:4060:2e81:c2eb:925f:69f3:bd4f:***:*** | ২১ এপ্রিল ২০২১ ১৭:৫১104986কাড়ি সে কাড়ি নিন্দা। বাকি তিন দফায় পশ্চিমবঙ্গ আবার এরকম জিহাদীমুক্ত হলে আবার কাড়ি সে কাড়ি নিন্দা করবো।