এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ভোটবাক্স  বিধানসভা-২০২১  ইলেকশন

  • বামিস্লামিক সোনালী কাবিন অথবা কমিয়নিষ্ট ফ্রন্ট অফ আলিমুদ্দীন(ফুরফুরা)

    জালাল উদ্দীন
    ভোটবাক্স | বিধানসভা-২০২১ | ০৭ মার্চ ২০২১ | ৬৩৭৫ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • ভোটবাক্স খোলার পর থেকে মাঝেমাঝেই বেরিয়ে আসছে ঝাঁঝালো, তীব্র গন্ধ। তা কোনও কোনও সময়ে কারও ঘ্রাণে কটুও লাগছে, বলাই বাহুল্য। এবারের বাংলা ভোট, কার্যত বহু ধরনের তীব্রতার জন্মদানে সক্ষম। দৃশ্যত অভূতপূর্ব ঘটনাবলী ঘটে চলেছে রাজনীতির ময়দানে, প্রতিক্রিয়াও ঘটছে নিদারুণ তীব্রতায়। এ পরিস্থিতিতে উল্লেখ থাকা প্রয়োজন, যে সব স্বর এখানে প্রকাশিত হচ্ছে, তার সবের সঙ্গে গুরুচণ্ডা৯ একমত নয়। এ লেখায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে বাম জোটকে দেখা হয়েছে ক্ষতিকর হিসেবে, সুতীব্র শ্লেষে বিদ্ধ করা হয়েছে তাকে।

    পীরজাদার রাজনৈতিক রূপান্তর ও বিবর্তনটার দিকে একবার চোখ মেলে দেখে নেওয়া যাক।

    শওকত মোল্লা ভাল না খারাপ সেটা যে যার মত হিসেব করুন। কিন্তু শওকত মোল্লা একজন রাজনৈতিক কর্মী। আজ জিতেছে, কাল হেরে যাবে। আর সেই শওকত মোল্লা এই পীরজাদাকে পীরজাদা হিসেবে পাত্তা দেয় নি, তার বাহুবলিত্বের কনুই ধরে মুচড়ে দিয়েছিল। তারপরই পীরজাদার নেতা হওয়ার ইচ্ছা চাগাড় দিয়ে ওঠে। তার রাজনৈতিক ভাষণ শুরু হয় তার ওয়াজ মেহফিলেই! তার শুরুয়াতি রাজনৈতিক বক্তব্য কী ? “দাদাহুজুরের হাত ধরে জান্নাত যেতে চাও আর পীরজাদার আদেশে ভোট দেবে না?” হ্যাঁ, ঠিক শুনছেন। এটা কমরেড পীরজাদার প্রথম ফতোয়া। প্রথমে তিনি মমতারই দ্বারস্থ হন। বাদ সাধেন তাঁর চাচা ত্বহা সিদ্দিকী। পীর পরিবারের প্রত্যক্ষ রাজনীতি করায় আপত্তি তার। শওকত মোল্লা তো ছিলই।

    এরপরের ঘটনাক্রম দেখার মত।

    দিলীপ ঘোষ তাঁকে রাজনীতিতে প্রবেশের জন্য অভিনন্দন জানান, ওয়েসি ফুরফুরা আসেন, বলে যান যে তিনি এখানে মিমের সংগঠন বানাবেন না, আব্বাসের সঙ্গে থাকবেন। এবং কালাতিপাত না করে সিপিএম-কংগ্রেস তাঁর কাছে যায় কবুল-কবুল-কবুল বলতে! সুতরাং ধর্মও এল, জিরাফও এল, পীরজাদার কদমবোস করতে।

    একটি বোধোদয় বিমানবাবুদের হয়েছে: যেন-তেন-প্রকারেণ-মমতাকে-হারানোর জন্য ২০১৬তে তারা যে ভোট পদ্মপুষ্পায়ঃ নমঃ করেছিল তা আর ফেরত আসছে না। তাই মমতারই ‘মুসলিম তোষণের’ কম্যুনিস্টিক সংস্করণ সৃষ্টি করার এই মহৎ প্রয়াস। মমতাকে মমতার খেলায় মাৎ দিতে হবে। বিমানদার নিজের সিদ্দিকুল্লা চাই। হ্যাঁ, বিমানবাবুরা জামায়েত উলেমায়ে হিন্দের পদাধিকারী বলে সিদ্দিকুল্লাকে সাম্প্রদায়িক ব্যক্তি মনে করেন। পড়াশোনা করার জন্য বিখ্যাত কমরেডরা ‘জামায়েত উলেমায়ে হিন্দ’ শব্দবন্ধের মানে জানে না, সংস্থাটির ইতিহাস জানে না। চাড্ডিমান্য সংজ্ঞা অনুযায়ী দাড়ি আর টুপি ছাড়া সিদ্দিকুল্লার কোন নেড়েগুণ নাই। অধুনা রাজনৈতিকোচিত হার্মাদপনা, বাটপাড়ি অবশ্যই আছে। তবু, বিমানদা যখন বলেছেন, তখন সিদ্দিকুল্লা জামাতে উলেমায়ে হিন্দের পদাধিকার বলেই সাম্প্রদায়িক। তাই বিমানদার এককাঠি সরেস, নিরেট, একেবারে একটা আস্ত জ্যান্ত পীরজাদা চাই! উলেমায়ে হিন্দ বনাম স্বয়ং শ্রীমান পীরজাদা! ইহা ধ্রুপদী প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি।

    আমাদের বিমানবাবুরা একটু বেশি উপরচালাক। আইএসএফ, সোরেন ইত্যাদি। কেবল রাজনীতি করে বলে বাঙালি নেতা বাঙালি জনতাকে শাকে ঢাকা দিয়ে পচা মাছ খাওয়ানোর সাহস করে!

    এবার এই কাবিননামার দেনমোহরের হিসেবটা দেখা যাক। ওয়েসি মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহারে কী করেছে সেটা রাজনীতির ক্লাসের শেষ বেঞ্চের শিক্ষানবিশরাও জানে। একটা উদাহরণ দিই। পশ্চিম উত্তরপ্রদেশ। মুসলমান আবাদি ২৭ শতাংশ। রামপুর, মুজফফরনগর, মোরাদাবাদের মতো লোকসভা আছে, যেখানে ৪০ থেকে ৫০ শতাংশ মুসলমান ভোটার। ২০১৩ পর্যন্ত সেখানে আধ ডজন মুসলিম সাংসদ আর ডজন দুই মুসলিম বিধায়ক ছিলেন, এসপি/বিএসপি/কংগ্রেস থেকে। ২০১৪ তে সেখানে কোন মুসলমান সাংসদ তো দুর, কোন অমুসলিম অ-বিজেপি নেই। মনে করিয়ে দিই, ২০১৩-তে মুজফ্ফরনগরে দাঙ্গার সূচনা হয় পাকিস্তানের এক ভিডিও উত্তর প্রদেশের বলে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে। কাজটি করে সঙ্গীত সোম, বর্তমান বিজেপি বিধায়ক। আর হ্যাঁ, ২০১৪-র ভোটে ওয়েসি মিয়া উত্তর প্রদেশে ভোটে লড়েন। বলাই বাহুল্য ওয়েসি এইসব মুসলমান অধ্যুষিত এলাকাতেই প্রার্থী দিয়েছিলেন। এখন, আব্বাস সিদ্দিকী কোন আসনে প্রার্থী দেবেন, তা কি বলে দিতে হবে? কমরেড বিমান বসুরা তাঁকে অমুসলিম অধ্যুষিত, অন্তত তপশিলি আসন ছাড়ছেন নাকি?

    আসামে আজমল মিয়ার মুসলমান পরিচয় ভিত্তিক রাজনীতির পরিণতি কারোর অজানা নয়। আসামে মুসলমান আবাদি ৩৩ শতাংশ। বিজেপি একক নিরঙ্কুশ এবং হিমন্ত বিশ্বশর্মা ঢাক গুড়গুড় না করে বলে দিয়েছে মুসলমান ভোট তার দরকার নেই।

    এই হল এই হালাল সোনালী কাবিনের সোনার মোহর ভর্তি দেনমোহরের থোলো! বাঙালি মুসলমান, চিল্লাইয়া কন, আমীন।

    ******

    ভোটের পাটিগণিতটা একটু বোঝার চেষ্টা করা যাক। আব্বাস মুসলমান অধ্যুষিত সিটে প্রার্থী দেবে।
    তৃণমূল, বিজেপি, জোট(আব্বাস) ত্রিমুখী লড়াই। আব্বাস সিপিএমের ফেবল্ড ৭%পাবে? এই ভোটেরও একভাগ কেবল আব্বাসের কারণে বিজেপিতে যাবে।

    অন্যদিকে কংগ্রেস ভোটের একাংশও বিজেপির দিকে ঝুঁকবে। বিশেষত অধীর-গড়ে তাঁর ভোটের একটা বড় ভাগ কার্তিক ঠাকুরের আশীর্বাদরূপে আসে। আব্বাস তাঁর মুরীদের ভোট পাবেন। খুব বেশি হলে ৫/৭ শতাংশ মুসলমান ভোট। এটা দুই ২৪ পরগনায়, অধীর-গড় ও অন্যত্র আরো কম। গত নির্বাচনে তাঁদের সিংহভাগ মমতাকেই ভোট দিয়েছিল। আইএসএফের একটা প্রার্থীও জিতবে? মনে হয় না। সুতরাং এইসব সিটে পালাবদল হলে বিজেপিই জিতবে। তবু বিমানদার এই আঁতাত কেন চাই? আদিবাসী ও নমঃশূদ্র হয় ঘাসফুলে চরছে নয় হিন্দুত্বে দীক্ষিত হয়ে গেছে। মুসলমানরা আর ‘বিজেপি চলে আসবে’ বললে মজছে না, তারা ৩৪ বছরের খতিয়ানে নিজেদের দেনাপাওনা খুঁজছে। তাই সিদ্দিকুল্লার অ্যান্টিবায়োটিক চাই বিমানদার। একেবারে আস্ত জ্যান্ত একটা কমরেড পীরজাদা!

    নাকের বদলে নরুণ। টাক ডুমা ডুম ডুম। দুই কুকুরের হাড্ডাহাড্ডিতে হাড্ডি শেয়ালেই খাক।

    কে এই আব্বাস সিদ্দিকী? আব্বাস সিদ্দিকী ফুরফুরা সিলসিলার অভিষিক্ত পীরজাদা। বেশ বিখ্যাত। তার ল্যাঙ্গোয়েজ, বডি ল্যঙ্গোয়েজ, অমুসলিমবিদ্বেষ, নারীবিদ্বেষ রীতিমত হিংসে করার মত। সুফি ইসলামের মানবতাবাদের নামগন্ধ তাতে কিছু নেই। পারিবারিক পরিবেশে শোনার মত নয়, পাড়ার চায়ের দোকানের আড্ডায় উদ্ধৃতি যোগ্যও নয়। জনসমাবেশে গ্রহণযোগ্য উচ্চারণে বাংলা বলতে পারেন না! হ্যাঁ, এখানে জন্মানো, বড় হওয়া, বাঙালি মুসলমান পরিবারের মাদ্রাসা যাওয়া সন্তান ঠিক করে বাংলা বলতে পারে না।
    একই ব্যক্তির সাথে একই বাক্যে তুই-তুমি-আপনি/নেবে-লেবে’তে যুগপৎ আনায়াস, রুথলেস, বিরাট কোহলির পৃথিবীর বিভিন্ন পিচে ব্যাটিংয়ের মত যেন!

    he displays that streak of extra theatricality in public speaking that jumps over the boundary of acting & lands in the domain of idiocy, dumbness , amply adorned with his legendary semantic somersaults.

    ক্লিনিক্যাল সাইকিয়াট্রিতে বর্ণিত মন্দাবুদ্ধির অন্যতম লক্ষণ এটি। অবশ্য অধুনা প্রধানমন্ত্রী সম্বন্ধেও আমাদের পরিচিত ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট আশিস নন্দী একই কথা বলেছেন প্রায় তিন দশক আগে।

    ইউটিউব ভরে পড়ে আছে। যার ইচ্ছা দেখতে পারেন।
    এবং ক্লিপগুলি নিয়ে আপনার পরিচিত কোন ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টকে দেখাতেও পারেন।

    এখন, হঠাৎ করে এহেন আব্বাস সিদ্দিকীকে নিয়ে পড়লাম কেন? আমি পড়ছি না, পড়েছেন আব্বাস সিদ্দিকী, যেভাবে এক টেম্পেরামেন্টাল মন্দাবুদ্ধি পড়তে পারেন। যেটা হওয়ার কথা নয়। একই ধর্মের মানুষ হলেও এই প্রাণীটি ৯০ শতাংশ বাঙালি মুসলমানের সামাজিক, পারিবারিক,রাজনৈতিক পরিসরে ছিলেন না। হ্যাঁ, আড়াই কোটির ১০ শতাংশ ২৫লাখ। একটু বেশিই রাখলাম পীরজাদার ভাগায়,খুব বেশি হলে এর আধা হবে। এ হেন কমরেড পীরজাদা হুট করে খুঁটি ছেঁড়া হোঁৎকা বলদের মত ঢুকে পড়েছে মুসলমান ভোটের সবুজ মাঠে।

    ভুল বললাম, খুঁটিছেঁড়া নয়, খুঁটি থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। লঞ্চ করা হয়েছে বলা যায়! তাকে রাজনৈতিক রাখালেরা চরাচ্ছে। মুসলমান ভোটের মাঠে। দিলীপ ঘোষ, ওয়েসির শুভেচ্ছাপ্রাপ্ত, বিমান বসু, অধীর চৌধুরী এই পীরজাদাকে রাজনীতিতে অভিষিক্ত করেন ব্রিগেডে। তাকে সাবআলটার্ন ভয়েস বলা হচ্ছে। ব্রিগেডে তার নারায়ে তকবীর না-বলার মধ্যে দেশি লেনিনরা সর্বহারা বিপ্লবের অঙ্কুরোদ্গম শুঁকছে। এই পীরজাদাই দরকার হলে রক্ত দিয়ে দেশের “স্বাধীনতা করবে!” মুসলিম অভিনেত্রীর পেশা ও অমুসলিম জীবনসঙ্গী বেছে নেওয়ার কারণে সর্বসমক্ষে ‘চাবকে চামড়া তুলে’ সর্বহারার বিপ্লব সমাধা করবে।

    সোস্যাল, প্রিন্ট, অডিও-ভিস্যুয়াল মিডিয়ায় কমরেড ভাইজান পড়ানো হচ্ছে সাবআলটার্ন অল্প-অর্ধ-অশিক্ষিত গরিব মুসলমানদের। সবচেয়ে বিষাক্ত শ্রেণিশিক্ষক হচ্ছে কতিপয় তথাকথিত মেকলেশিক্ষিত লেনিনপ্রসূত সেলিমেরা। এইসবই ঐশী, স্বতঃস্ফুর্ত ভাববে কিন্তু ঐ ১০/১৫ লাখ মুরীদ। এই গোয়েবলসিয়ান, সঙ্ঘী খুড়োর কল বাকিদেরও যত সম্ভব যথাসম্ভব মুরীদিকরণের শুভ উদ্যোগ নিয়েছে।

    রাজনীতিতে আমরা যেভাবে নেতাজী-নেহরু-আজাদ পেয়েছি, শ্যামাপ্রসাদ-জিন্নাহ কিন্তু আমরা সেভাবে পাইনি। আবার শ্যামা-জিন্নাহ যেভাবে পেয়েছি মোদী-যোগী-ওয়েসি সেইভাবেই পেয়েছি। নেতাজী যদি মায়ের হাতের পলান্ন হয় শ্যামা হল পাড়ারই/বাড়িরই নর্মদার নোংরা পাঁক। এই আব্বাস সিদ্দিকীও সেই নর্দমা থেকেই, ধর্মান্ধতার পাঁক থেকেই, মুসলমান সমাজের নর্দমার!

    এই খেলার প্রথম খেলোয়াড় এঁরা নন, মমতা সেটাও খেলে রেখেছেন পীরজাদার চাচাকে দিয়ে। এঁরা অগ্রবর্তী সংস্করণ এনেছেন। ত্বহা পীর পরিবারের হলেও পীর নয়; এঁরা একেবারে অভিষিক্ত পীরজাদা এনেছেন।

    মুসলমান বাঙালি, তোমারই নর্দমা থেকে নোংরা পাঁক তোমারই থালায় পলান্ন বলে রাখছে ওরা। সম্প্রদায়ের অযোগ্যতম লোকেদের থেকে একজনকে সম্প্রদায়ের রাজনৈতিক অভিভাবক বানানোর কমিয়নিষ্টকারী বিপ্লব থেকে নিজেদের বাঁচাতে না পারলে সেটা আত্মহত্যা হবে।



    (কমিয়নিস্ট বানান ভুল নয়, অনিষ্ট সৃষ্টিকারী নামধারী কমিউনিস্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছে)

    গুরুচণ্ডা৯-র গ্রাহক হোন


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ভোটবাক্স | ০৭ মার্চ ২০২১ | ৬৩৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • পিনাকী | ২৬ মার্চ ২০২১ ০৩:৩০104091
  • 'বামেরা যদি তিনোর ভোট ভাঙাতে পারে তাহলে বিজেপির লাভ, আর বামেরা যদি বিজেপির ভোট ভাঙাতে পারে তাহলে তিনোর লাভ।'


    100% একমত। এবং এই কারণেই আতংকিত ছিলাম যখন বামেরা ৮০% তিনো বিরোধিতা করছিল আর ২০% বিজেপি। এখন এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের চাপ তৈরী হওয়ার পরে ব্যাপারটা ৫০-৫০ র কাছাকাছি এসেছে। আপাতত এতেই চলবে। মানে কাজ চালিয়ে নিতে হবে। বামেরা বিজেপি থেকে ভোট ভাঙাক সেটাই চাই। তবে তিনো থেকে ভাঙাতে চাইলেও তাদের দোষ দেওয়া যায় না। তাদের অধিকার আছে সব দল থেকে নিজের দিকে ভোট ভাঙিয়ে আনার। কিন্তু যতদিন অব্দি ইচ্ছেটা শুধু তিনোদের থেকে ভোট ভাঙিয়ে আনার ইচ্ছে ছিল, বা থাকবে, ততদিন নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের প্রাসঙ্গিকতা থাকবে। 

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

Abbas Siddiqui, Jamiat E Ulemaye Hind, Indian Secular Front, CPM ISF Ally, Abbas Brigade Rally, Abbas Nusrat, West Bengal Assembly Election, West Bengal Assembly Election 2021, West Bengal Assembly Election Coverage, West Bengal Assembly Election Guruchandali, West Bengal Assembly Election human story, West Bengal Assembly Election Politics, West Bengal Assembly Election Votebaksho, West Bengal Assembly Election Votebakso, West Bengal Assembly Election, West Bengal Assembly Election Votebakso Guruchandali, Guruchandali Election Coverage, Guruchandali Assembly Election West Bengal 2021
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন