এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  অন্য যৌনতা  পুজো স্পেশাল ২০১১

  • আন্ধা কুসুম অথবা ছৈলাবৃক্ষনামা

    কুলদা রায়
    অন্য যৌনতা | ০২ অক্টোবর ২০১১ | ৭৯৫ বার পঠিত


  • কাউখালিতে কাউ আছে। আর আছে রহিম।

    - কাউ কেডা? গরু?

    - উহু, গরু হৈব ক্যান। কাউফল। হলদে সিন্দুর। ভিতরডা লোদ লোদ। খাইলে টক- না খাইলে মিঠা। পুরা গেদেকম্বল।

    - আর রহিম? রহিম বাদশা?

    - রূপভান আইলে কুনহানে? উনি আব্দুর রহিম। আলেম। মোডা মোডা মেলা কিতাব লেখসেন । দ্যাখলে পিয়াস লাগে।

    - আর কী?

    - উনি জালেম। জামাতি। উনি কইছিলেন, সগোল সুমায় মানুষ মারণ গুণাহ না। ভূত ফরোস্তি দ্যাখলে ঠুস। সোজা বেহেস্ত। ৭০টা হুরী। মুখে হাসি।

    ঠোঁটে সাচি পান। ঠুস ঠুস ঠুস। কীসের বাইদ্য বাজে গো দাইমা- দাইমা গো। ওনার ওস্তাদে বড় জাগ্রত পীর। ইন্দুরহাটের পূব পাড়ে বাড়ি।

    এইটুকু বলে সুলেমানের কাশি আসে। আকাশে সামান্য মেঘ। এখন ভাটা থেমে গেছে। জোয়ার আসবে। জলে ফেনা নাই। সুলেমান বৈঠাটা জলের ভেতরে নামিয়ে খুক খুক করে কাশে। একন আড়াআড়ি কালিগঙ্গা পাড়ি দিয়েছে। একটা বিড়ি টানার ইচ্ছে। কানের গোড়ায় গোঁজা আছে। তার আগে একটু মোলায়েম গলায় জানতে চাইল - স্যার কি ঘুমাইলেন?

    - না, না। নদী দেখছি।

    - দ্যাখেন। নদী দেখন ভাল। আপনে পারিমিশন দিলে মুই বিড়ি টানবার পারি।

    সুলেমান আলম বিড়ি টানছে নৌকা বাইতে বাইতে। দেখা যায় নদীর মাঝখানে চর। কাকপায়া ঘাস আর চড়াৎ চড়াৎ ফলগাছ। জোয়ারে ডুবে যায়। কয়েকটি বক পাখি উড়ে যায়। উড়ে আবার ফিরে আসে। দূরে কে একজন নাদান পোলা তারস্বরে চেঁচিয়ে বলছে-

    অ বক তোর নাম কী?
    নাম দিয়া তর কাম কী?
    পুঁটি মাছের দাম কী ?
    ঝৈরা পড়ছে ঘাম কী ?
    ঘামে বড় গন্দ কী?
    কাউখালি বন্ধ কী?

    দক্ষিণ দিক থেকে কচা নদী কাউখালির ঠোঁটায় এসে সন্ধ্যা নদী। আর পশ্চিমে তিনি কালিগঙ্গা। বড় বড় ফোঁস। ওপারে হুলারহাট। এপারে গন্ধর্ব। বড় গ্রাম। দত্তবাবুদের এক আনি হিস্যা। ঘাটকুলে একটি মেয়ে হাঁটুজলে দাঁড়িয়ে আছে। হাতে বড়শি। নাকে নথ। হালকা করে সুর ধরেছে-

    আমার সোনার ময়না পাখি
    কোনবা দ্যাশে উইড়া গেলারে
    দিয়া মোরে ফাঁকি।।

    দুটো নাও ধীরে ধীরে ঢুকছে নদী থেকে সোতা খাল দিয়ে। একটার খোল জুড়ে আমড়া। আরেকটার বুকজুড়ে নারিকেল। ঘাটকুলের কাছ দিয়ে যেতে যেতে জলে ঢেউ ওঠে না। মেয়েটি হাঁটু জলে দাঁড়িয়ে ভাটা মাছ তোলে। কাকিলা মাছ ঘোরে ফেরে। বড়শি ফেলে মেয়েটি গাইতে থাকে- দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। বাতাস প্রবল হলে সুরটা বহুদূরে উড়ে যায়। সেহাঙ্গলের ঠোঁটায় এসে সুড় সুড় করে। কড়াইগাছে একটি তক্ষক অবাক হয়ে চেয়ে থাকে। আর বাতাস মন্দ স্পষ্ট শোনা যায়- সোনার ময়না পাখিটি উড়ে যায়। ডানার শব্দ। আর কান্নার পুরণো কম্পন। বুঝতে হলে কান থাকা দরকার।

    - শুনতে পারতেআছেন?

    - সোনার ময়না পাখি?

    - না, জোয়ার আইতেআছে। পানিতে কুল কুল আওয়াজ।

    জলের দিকে সুলেমান গভীর আগ্রহ নিয়ে চেয়ে আছে। বৈঠাটা উঁচিয়ে রেখেছে। কুলকুলু ধ্বনি শোনানোর ইচ্ছে। বাল্যকাল থেকেই তো শুনে আসছে। তবু আবার শুনতে মন চায়। জল দিয়ে হাত ধুয়ে ফেলে। বলে, স্যার, আপনেগো দ্যাশে জোয়ার আছে নি?

    - নাই।

    - হেইডা আপনেরে দেইখাই বোঝন যায়। জোয়ার হৈল নদীর যৈবন। আহে আর যায়। থামাথামি নাই।

    সুলেমান জলে হাত দিয়ে টের পায় জোয়ার আসছে। তার গা শিরশির করে ওঠে। বলে, এইডা হৈল দক্ষিণ দ্যাশের জোয়ার। সমুনদুর থেইকা পানি আইতেআছে। শব্দ শোনছেন? কান পাইতা শোনেন। শুনতে পাইতেআছেন?

    বৈঠার ছপাৎ ছপাৎ ধ্বনি আর আলম বিড়ির নাকজলা গন্ধ। চরে কাকপায়া ঘাস ডুবে গেছে। চড়াৎ চড়াৎ ফলের পাশে বকগুলো একপায়ে খাড়া। তার পায়ে জলের কুল কুল আওয়াজ। কোনবা দ্যাশে উইড়া গ্যালা রে...।

    - বোঝছেন? এই চর আছেলে না। কুম্ভির ওয়াস্ত পানি। সোজা পাতাল।

    - পাতালপুরীর রাজকন্যা?

    - রাজকৈন্যা অইবে ক্যান। মাইয়া গান গাইতেআছে আর মাছ ধরতেআছে- হ্যার নাম আন্ধা কুসুম।

    - চোখ নাই?

    - চউক্ষু থাকলে আন্ধা নাম হয় ক্যামনে। আন্ধা কুসুম মাছ ধরে। গান হায়। সোনার ময়না পাখির পায়ে কুল কুল শব্দে জোয়ার আছড়ে পড়ে।

    ২.

    গেল রাতে একজন এটিইও মারা গেছেন। বয়স্ক লোক। বালিপাড়ায় গিয়েছিলেন স্কুল ভিজিটে। দুটো ভালমন্দ খেয়েছেন। বউ পোলাপান গ্রামের বাড়ি জুজখোলায়। একা ঘরে- দেখার কেউ নাই। পাড়াপ্রতিবেশী হাসপাতালে নেওয়ার কালে চোখের পাতা আর নড়ে না।

    ইমাম সাহেব জানাজা পড়ার আগে একটি টিনটিনে লোক সামনে এগিয়ে আসে। শ্লেষ্মা জড়ানো গলায় তার আব্বাকে মাফ করে দেওয়ার কথা বলে। আব্বার শরীর কাফনে মোড়ানো। শেষ দিকে গলাটা খুব পড়ে গিয়েছে। টিএনও সাহেবের ইঙ্গিতে ইমাম সাহেব মোনাজাত ধরেছেন। মেলা কাজ পড়ে আছে। সময় বড় দামী। চারিদিকে ধ্বনি উঠেছে- আমেন আমেন।

    তিনি কবি ছিলেন। স্থানীয় সাহিত্য মজলিসের সহসভাপতি। তার একটি কাব্যগ্রন্থ নূর প্রেসে যন্ত্রস্থ আছে। সৎ মানুষের পয়গাম। আরও দুটো পাণ্ডুলিপি তৈরি আছে। প্রকাশক নেই। লোকজন বলছেন, দেখি কী করা যায়। এর মধ্যে ছৈলানামা গ্রন্থটির মধ্যে বাংলার আকাশ বাতাস আর সবুজ প্রকৃতির কথা বিধৃত হয়েছে। মজলিসে সিদ্ধান্ত হয়েছে, নামটা একটু পাল্টে দিতে হবে- ছৈলবৃক্ষনামা। ছেলা দক্ষিণাঞ্চলের গাছপ্রতিনিধি। লবণাম্বুজ বৃক্ষ। ইহার নানাবিধ কার্যকারিতা আছে। ছৈলার আরেক নাম- ওড়া। শ্বাসমুলীয়। ভাঙ্গন ঠেকাতে ইহার তুল্য আর কিছু নাই। ফুলে মধু। ফল পাঙ্গাস মাছের খাদ্য। মুশকিল হল, উপজেলা পরিষদে সাহিত্য করার জন্য কোন বরাদ্দ নাই। টিএনও কপাল কুঁচকে আছেন। আউয়াল চেয়ারম্যান গলা তুলে বলছেন, বরাদ্দ নাই তো কী হইছে। বরাদ্দ কৈরা নিমুআনে। কথা ফাইনাল। ঘরে ঘরে পঠিত হৈবে ছৈলাবৃক্ষনামা।

    মরহুম এইটিও সাহেবের বাড়ি বড় জুজখোলা। ইউনিয়ন শিকদারমল্লিক। দীর্ঘদিন জুজখোলা গ্রামে পরিবার রেখে দৌঁড়াদোড়ি করেছেন। ক বছর আগে শহরের উত্তরপাড়ায় এক টুকরো জমি কিনে সবাইকে নিয়ে উঠে এসেছেন। বয়স বাড়ছে। এত ছুটোছুটি ভাল লাগে না। অবসরে ছৈলাবৃক্ষনামা লিখতে ইচ্ছে করে।

    তার বড় ছেলে বুলবুল গোরস্থান থেকে ফিরেছে। বেশ ক্লান্ত। ধরে ধীরে বলে,আব্বার ইচ্ছে আছিল হজ্ব করার।

    বুলবুলের শ্লেষ্মা তখনো কমে নি। টিনের ঘরের সামনে এক চিলতে উঠোন। একটি কাঠালগাছ ডগডগিয়ে উঠেছে। আর দুটো ঘোড়া লেবুগাছে ফুল ফুটতে শুরু করেছে। একটি পূর্ণমণ্ডলী পেয়ারার চারার জন্য মাটি খোড়া হয়েছে। চারাটি স্তব্ধ হয়ে পড়ে আছে। বুলবুলের মাথায় টুপি। হাতে তসবী। বলছে, আসল কথা হল সঙ্গতি নাই। এদেশে অনেস্ট অফিসারদের কে কবে হজ্ব করতে পারছে? ঘরের ভিতরে বুলবুলের আম্মা কেঁদে উঠেছে তারস্বরে। আর সঙ্গে চারটি বোন। এ সময় বুলবুল বড় ছেলে হিসাবে দ্রুত তসবী টেপে। মুখে দুবার দর্ঘিশ্বাস ছাড়ে। এই প্রথম তার সত্যি সত্যি মনে হয় - তার আব্বা নেই। বাড়িটা মস্ত বড় ফাঁকা। উত্তরপাশে হাসনুহেনার ঝাড় বেড়ে উঠছে। রাতে ফুল ফুটবে। তিনি উঠোনে বসে কবিতা লিখবেন। এজন্য সংগ্রহ করে রেখেছেন নজরুলের আমপরা। ঘরের কান্নাটা একটু ঘন হয়ে আসে। বুলবুল চক্ষু বুঝে বলে উঠেছে, আল্লাহু। আল্লাহু। তিনি অতিশয় দয়ালু। এবং ক্ষমাশীল।একটি মেয়ে এক গ্লাস সরবত নিয়ে আসে। রুহ আফজা। কড়া লাল টকটকে। মেয়েটির মাথায় লাল ওড়না। পায়ে মল রুমঝুম। হাতে সোনার বালা।

    - খোদেজা। আমার মামাতো বোন। নাইনে পড়ে।

    খোদেজা মৃদুস্বরে আসসালামুআলাইকুম বলে। বলার মধ্যে একটি টানটান ভাব আছে। বোঝা যায় এই শহরে খোদেজার জন্ম। তার ওড়নায় লাল জরি- সোনালী জরি ঝিকমিক করে। বুকে একটি বড় সড় প্রজাপতি বসে আছে।

    তখনই মনে পড়ে সুলেমান অফিসে এসেছিল। সফরসূচি জেনে গেছে। বলেছে - কাউখালির পশ্চিপাড়ে গন্ধর্ব। ঐখানে নদীর পাড়ে ছৈলাগাছ আছে। বেশ পুরনো। সন্ধ্যাসন্ধি নিয়ে যাবে।

    ছৈলাগাছ দেখা গেছে শারিকতলার যুগীপাড়ায়। খালের পাশে দাঁড়িয়ে আছে। গোল গোল পাতা। ঘন সবুজ। খাড়া হয়ে উঠে গেছে গাছটি। হাওয়ায় পাতা ঝিকিমিকি করে। আর শ্বাসমূল গোড়া থেকে খালের মধ্যে চলে গেছে। লাঠির মত গলা তুলে চাগিয়ে আছে। এখানে পাড়ে ভাঙন নেই। চর পড়তে শুরু করেছে। ছৈলাগাছে সাপ থাকে। দেখা কঠিন। রাতে জোনাকির ভিড় করে ঝিলমিল।

    বুলবুল বলেছিল - ওদের বাড়িতেও মরহুম কবি এটিইও জয়নাল আবেদীন সাহেব একটি ছৈলাবৃক্ষ লাগিয়েছিলেন। ছৈলাগাছটি দেখার জন্য বুলবুলের কাছে যাওয়া প্রয়োজন। কিন্তু বুলবুলকে বাড়িতে পাওয়া গেল না। বুলবুলের মা তখনো কাঁদছেন বিনিয়ে বিনিয়ে। তিনি কাঁদতে কাঁদতে কিছুটা শয্যা নিয়েছেন। বোনগুলো জানালার ভিতর থেকে উঁকি মেরে আছে। কান্না থেমেছে। কিছুটা আতঙ্ক আছে। বুলবুলকে পাওয়া গেল রাজারহাটে খোদেজাদের বাড়িতে।

    তখন কঠিন মুখ করে বুলবুল বেহেশতীর কুঞ্জী উল্টে পাল্টে দেখছে। কপালে ভাঁজ। মুখে হালকা দাড়ি। মানিকগঞ্জের ব্রাকের চাকরিটা ছেড়ে দিয়েছে। ভাইবোন ছোট ছোট। বাড়িটা পুরনো। এক বুড়ি বসার ঘরে এসে বলছেন, অ বুলবুল, খোদেজার শ্যাম্ফু লাগব। বাজারে যা।

    - আমার নানী লাগে।

    বুড়ির ফোকলা দাঁত। হাসলে গাল বসে যায়। চোখে সুরমা টানা। ফরফর করে বলছেন, বুলবুল আমার নাতি। এখন আবার নাত-জামাই। ওরে এই বাড়ি আনছি। কোন চিন্তা নাই। আহুক তো দেহি কোন ব্যাডা বেড়া ঠেলে?

    এই পুরনো বাড়িটার ঘরটি দোচালা। উপরে নকশী কাটা। বসার ঘরের দেয়ালে একজন গোলগাল লোকের ছবি। সাদা কালো। নিচে গোটা গোটা অক্ষরে লেখা- মরণ সাগর পারে তোমরা অমর- তোমাদেরি স্মরি। ছবিটির কাঁচ আঁচল দিয়ে বুড়ি মোছে। আর কাঁদতে কাঁদতে বলে, মোর পোলা। মোর নাড়ি ছেঁচা পোলা। খোদেজার আব্বায়।

    - উনি ?

    - নাই। মস্ত বাড়িডায় আর কেউ নাই। নাতনী খোদেজা। আর আমি। আর মাঝে মাঝে কয়েকডা মুরগী- কুনো সুমায় শিয়ালে ধরে, মাইনসে নিয়া যায়। মুই বুইড়া অভাগা মাইয়া মানুষ-কী করি, কও?

    নানীবুড়ির বাড়ির পাশে পাঁচতলা বিল্ডিং। হাজী সাহেবের। তার নামে একটি কলেজ হয়েছে। আলহাজ্ব আব্দুস সোভাহান কলেজ, টোনা। প্রিন্সিপাল লোকটি অল্প বয়স্ক। হাজী সাহেবের বোন পো। বরিশাল বিএম কলেজের বাংলায় এমএ। থার্ড ক্লাস। খুবই করিৎকর্মা। গ্রামের কলেজের জন্য বৃদ্ধ প্রিন্সিপাল কোনো কাজে লাগে না। কলেজের একজন ইংরেজি শিক্ষক দরকার।

    - এখন কে পড়ান?

    - বুলবুল সাব। কৃষি,অংক আর ইংরেজি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এগ্রি ইনভার্সিটির।ফরিদ মাওলানার সুপারিশে চাকরি হইছে। মাওলানার এলেম আছে। লোক চিনতে ভুল নাই হ্যার।

    এগ্রিভার্সিটিরি বুলবুল পাশের রুমে বসে আছে। আজ চারটি ক্লাশ নিয়েছে। আরও দুটো নিতে হবে। থেকে থেকে থুথু ফেলে। বুলবুল হাসে না। গম্ভীর। বলে, সমস্যা অনেক। খোদেজার মুখ কালো। কী করা যায়?

    - ঘটনা কী?

    - ঘটনা কিছুই না। সারাক্ষণ ঘরে থাকতে থাকতে বেদ্দিক।

    - স্কুল?

    - স্কুলে যাওয়া লাভ কী? রাতে গোজ হৈয়া থাকে- নড়ন চড়ন নট। পোলাপাইন মাইয়া। এখনো ঢক ওঠে নাই। মুসিবৎ।

    - তাইলে পোলাপানরে বিয়ে করলেন কেন?

    - বিয়া করমু না কি নাচুম? বুলবুল একটু রেগে গিয়েছে। তার গলাটা কাঁপে। থুক ফেলে জানালা দিয়ে। জানালার বাইরে থু যায় না। শিকে লেগে থাকে। নিজেকে একটু সামলে নেয়। ছৈলাবৃক্ষনামার কয়েকটা প্রুফ কপি তার সামনে রাখা হয়েছে। একপাশে ঠেলে রেখে দেয়। জানালার বাইরে তাকায়। আবার থুক ফেলে। নাক মোছে জামার হাতায়।

    একটি চেয়ারে স্তুপ করে রাখা আছে পরীক্ষার খাতা। বুলবুল নখ খোটে। পকেট থেকে একটা দাঁত খুঁচনি খোঁজে। পায় না। তবে একটি সেপটিপিন পেয়ে যায়। সেপটিপিন দিয়ে দাঁত খুঁচতে যাবে তখন তার মনে হয় দাঁতের চেয়ে কান খোঁচানো বেশি স্বস্তিকর। কান খুঁচতে খুঁচতে বলে, বুঝলেন- ইয়াতিম মামাতো বোন। জায়গাজমিন আছে। দেখার লোক নাই। তারপর চক্ষুটা বন্ধ করে জোরে জোরে কান খোঁচায়। বলে, বিয়ে করে তো পোলাপান কইরা রাখা হয় নাই। পোলাপানের মা হবে খোদেজা।

    খোদেজা গান গায়। নাচে। মোমেরও পুতুল। মমীর দেশের মেয়ে। নেচে যায়- চঞ্চল বিহ্বল পায়ে। নাচতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। ঘোর আজাব।

    এর মধ্যে বুলবুল ব্যস্ত। কলেজে ছেলেমেয়েরা আসতে লেগেছে। তিনটি সাবজেক্ট আর প্রাইভেট। মাঝে মাঝে ফরিদ মাওলানার সঙ্গে গুজগুজ ফুস ফুস। শহরে আলী আহমেদ চৌধুরীর বাড়িতে ফরিদ মাওলানার পার্টির অফিস হবে। উদ্বোধন করার আগে রুকনদের দাওয়াত বাড়ানো দরকার। সৎ লোকের শাসন দরকার।সৎলোকের শাসন এলে খোদেজা বিবির আজাব থেমে যাবে।

    ফরিদ মাওলানা এসব গুহ্যকথা জানে। লম্বাচওড়া ফরিদ মাওলানা। চিথলিয়া গ্রামে বাড়ি। দীর্ঘদিন করাচিতে ছিল। চোস্ত উর্দুজবান। পশতুও জানে। আফগানিস্তানের তোরাবোরা পাহাড় এলাকায় কিছুদিন ক্রলিং করা শিখেছে। সত্যি সত্যি কোনো মাওলানা টাইটেল পাশ করেছে। মুফতি টাইটেল করার ইচ্ছে ছিল। পরে করা যাবে। চোখে সুরমা লাগায়। আর ঘুরে ঘুরে সৎলোকের দাওয়াত দেয়। ফরিদ মাওলানাকে দেখে নানী বুড়ি আঁতকে ওঠে। বিনিয়ে বিনিয়ে কাঁদে। শহীদ নেছারউদ্দিন ছবির মধ্যে গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। চোখের কাছে একটু ময়লা জমেছে। বুড়ির হাত অইখানে পৌঁছে না। হাতে গামছা নিয়ে কাঁদে। শুনে মাওলানা বলে কাইন্দা কী হবে চাচীজান। বলে আল্লার পথ অত সহজ না। কাইন্দেন না। সোভান হাজির লগে আপনেগো ঝামেলা সৈর কৈরা দিমুআনে। মওলানা হাসে। বলে, আপনের নাতজামাইয়ের চাকরী পাকা। চিন্তা নাই।

    নানী বুড়ি কাঁদে। আর চুপচাপ শুয়ে থাকে খোদেজা বেগম। অকাল গর্ভপাতের ধকল কম নয়। চোখে কালি। টেবিলে বেহিশতী কুঞ্জীর পাতা ফড় ফড় করে ওড়ে। খোদেজা চেঁচিয়ে ওঠে- ও নানী। ও নানী। মোমবাতি দপ দপ করে জ্বলে। মাঝে মাঝে নেভে। এ বাড়ির হাওয়া প্রবল। মাঝে মাঝে লক্ষ্মী পেঁচা ডেকে ওঠে। উড়ে উড়ে মাঠের ইঁদুর খুঁজতে যায় পেঁচা। নানী বুড়ি আঁচল দিয়ে ছবির কাঁচ মোছে। গোলগাল মুখটি। কপালে ডান পাশে কাটা দাগ। গৈয়া গাছ থেকে পড়ে গিয়েছিল। তবু মুখে হাসি। হাতে ডাশা পেয়ারা। শহীদ নেছারউদ্দিন। মরণ সাগর পারে, তোমরা অমর। তোমাদেরি স্মরি।

    ৩.

    সুলেমান নৌকা থেকে হাত তুলে দেখায় সন্ধ্যানদীর পশ্চিমপাড়ে ছৈলাগাছের সারি। ভাটাগোনে কাদার উপরে শ্বাসমূল দেখা যায়। সন্ধ্যা নদীর ঘাটে ফেরী বসেছে। কাউখালি টু গন্ধর্ব। ফ্রি পারাপার। যোগাযোগ মন্ত্রী সাহেবের অবদান। ফেরীতে ওঠার গাড়ি নাই। লোক কম। ফেরীর মাথায় কাপাড় দোলে- যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের সালাম নিন। লাঙ্গল মার্কায় ভোট দিন। এরশাদের হাসি হাসি মুখ।

    - হাসি হাসি মুখ দেইখা ফাঁসি ফাঁসি মনে আসে।

    -কার ফাঁসি। পল্লী বন্ধু এরশাদের?

    - বালের বন্ধু। হালারে কুত্তায়ও চাডে না। ব্যাডায় রাজাকাররে মেডেল দিছে!

    - তাইলে?

    তাইলে সুলেমান খুক খুক করে কাশে। জোয়ার আসার আগে আকাশের দিকে তাকায়। কান থেকে গোঁজা বিড়িটা বের করে। থুক করে একদলা থুথু ফেলে। বলে, একাত্তরে আপনের বয়স কত আছেলে স্যার?

    - ছয়/ সাত।

    - বেশ ছোডো। আপনের মনে থাকনের কথা না। বৈঠাটা সুলেমান ছপছপ করে মারে। বামহাতে একটা কাটা দাগ। মুখে ঘাম জেগেছে। বলে, স্যার, শ্যাখ মুজিবররে দ্যাকছেন? আপনের দেশী।

    - দেখছি।

    - না দেইখা উপায় নাই। শ্যাখ আমগো নেতা। জয় বাংলা। বলে হাতের কাটা দাগটার দিকে তাকায়। বলে, এই কাটা দাগডা শ্যাখের জইন্যে পাইছি। গুলি লাগছেলে। জয় বাংলা।

    জলে সুলেমান বৈঠাটা আরও শব্দ করে ফেলে। পাক খায় জল। বুঝলেন, সত্তুরে নৌকায় ভোট দিলাম। ঢাকায় মানুষ মরল। মেজর তাজ জাহাজ থেইকা নাইমা সোজা হুলার হাটে আগুন দেল। যারা নদী পারাইতে আছেলে - তারা পঙ্খির লাহান জলে পড়ল। কালিগঙ্গার পানি লাল।

    এইটুকু বলে সুলেমান জলের দিকে তাকিয়ে থাকে। বৈঠাটা একটু উঁচিয়ে রাখে। লাল জল - ভাইসা যাচ্ছে কালিগঙ্গা দিয়ে কলাখালি টু শ্রীরামকাঠি। বেতকার খাল দিয়ে চাঁদকাঠি। চাঁদকাঠি থেকে সোজা ঢুকে গেছে কলার দোয়ানিয়া বিলে। সন্ধ্যানদীর মধ্যে দিয়ে গন্ধর্ব। সেখান থেকে ঢুকেছে গাবখান খাল হয়ে মুক্তাহার। আরেকটু এগিয়ে যাচ্ছে স্বরূপকাঠি। পশ্চিমপাড়ে কৌড়িখাড়া। ইন্দুরহাট। খাল পার হলে মিয়ারহাট। একটু এগুলোই নান্দুহার। ঠিক এর পূবপাড়ে শর্ষিণা। এই শর্ষিণার দরবার শরীফে হুজুর নেছারউদ্দিন তখন দুহাত তুলে মোনাজাত করছেন- মেজর তাজের জন্য দোয়া খায়ের করছেন। পাশে বসে আছেন মাওলানা আব্দুর রহিম। আর তার পাশে চিথলিয়ার ফরিদ। বলছেন - হে খোদা, তুমি রহমানুর রাহিম। আমগো পাক পিয়ারা পাকিস্তানরে বাঁচাও বুৎপরোস্তির আছর থেইকা। মেজর তাজের বন্দুকের গুলিতে তুমি এমন নিশানা দাও যাতে আন্ধার রাইতেও শব্দভেদ কইরা দুশমন শ্যাখ মুজিবের ছাওপোনাগো বক্ষভেদ করতে পারে গো আল্লাহ।

    আমেন আমেন বলে হুজুর নেছারাবাদি এই উপলক্ষ্যে দুটো সিন্দিগরু কোরবানি দিলেন নিজের হাতে। গরুটি একবার মাটি আছড়ে দাঁপানোর সুযোগ পেলেও রক্ত ঠিকই পাড় বেয়ে জলে গিয়ে পড়ল। তখন আগে থেকেই নদীর জল লাল। পঙ্খির মত মানুষের রক্ত আর মেজর তাজের জন্য কোরবানী করা গরুর রক্তের রঙও লাল। কোনো পার্থক্য আছে স্যার - বলেন তো পার্থক্য আছে স্যার?

    সুলেমান স্বরূপকাঠির দিকে তাকিয়ে থাকে। একটু হাপায়। কাউখালির পরে সমুদয়কাঠি ইউনিয়ন। সেহাঙ্গলে ঠোঁটা। তারপর জলাবাড়ি। তারপর গণমান পার হয়ে স্বরূপকাঠি বন্দর। এপারে নান্দুহার। ওপারে শর্ষিণা। মাঝে নদী বহেরে। এই বয়ে যাওয়া জলে লাশও ভেসে আসে। ছৈলাগাছের শ্বাসমূলে এসে ঠেকে। চরে আটকে যায়। আর ভাটা এলে কিছু লাশ ভেসে যায় দক্ষিণে সমুন্দুরে।

    সুলেমান বৈঠাটা নৌকার উপরে রাখে। দুহাত তুলে মোনাজাত তোলে। জান পরান দিয়ে দোআ মাঙে - হে মামুদ, তুমি এইসব নামহারা মানুষরে জান্নাত দিওগো খোদা। হ্যারা জানেনা- কেনো তাদের পঙ্খির মত গুলি কইরা মারা হইছে মেজর তাজের গুলিতে। হ্যাগো মইদ্যে মাসুম বাচ্চাও আছিল হে খোদা - ছিল বুড়াবুড়ি। আর পোয়াতি মা। আর সব হারনো মানুষ। হে খোদা - তাগো জান্নাত দিওগো হে মামুদ।

    নৌকাটা জলের মধ্যে ঘুরপাক খায়। ছইয়ে কটকট শব্দ হয়। সুলেমান তাড়াতাড়ি বৈঠা মেরে নৌকা ঠিক করে। বলে, স্যার, ভয় নাই। বাল্যকাল হইতে মুই নাওয়ের মাঝি। মোর সাথী লখাকাঠির সোভান মিয়া অখন সোভান হাজি। সোভান হাজিরে চেনছেন স্যার?

    - টাউনে পাঁচতলা বিল্ডিং। রাজাহাটে?

    - না চিন্যা উপায় নাই। মাঝি থেইকা মস্ত ধনী। সাং টোনা তেজদাসকাঠি। মোরা এক লগে নাও বাইচি। অখন তিনি হাজি - আর মুই অখনও মাঝি।

    বলে দীর্ঘশ্বাস ছাড়ে সুলেমান। দীর্ঘশ্বাস বলে- বয়েস বাড়ছে। এ জনমে নবীজির রওজা মোবারকে যাওনের সুযোগ আর নাই। মাঝিগিরি কইরা সে সুযোগ আসে কী প্রকারে? সুলেমান বলে, রাজারহাটের নেছারাউদ্দিন সেদিন শর্ষিণা যাবে। হুজুরের ঘাটে মেজর তাজের গানবোট। তাজিম সহকারে তাজের দাওয়াত আছে সে রাত্রিরে। নেছারাউদ্দিন যাবে শর্ষিণায়। লখাকাঠি পার হয়ে মেঘপাল। তারপর রঘুনাথপুর পার হয়ে গন্ধর্ব। ঘাটে এসে নৌকা ধরবে।সোভান মিয়ার গয়না নাওয়ের খোলে বইসা থাইকা সোজা গণমান নাইমা- জলে নাইমা যাবে। সেইখান থেইকা মাথায় কচুরিপানা রাইখা হাঁইটা হাঁইটা চলে যাবে শর্ষিণা। ওরা পাঁচজন ডুবায়া দেবে মেজর তাজের গানবোট। সোভান মাঝি গন্ধর্ব থেকে ওদের তুইলা নেবে গয়না নৌকায়। এই হল সাফ কথা। কথা রাখন ইমানের অঙ্গ - ঠিক কিনা কন স্যার?

    - ঠিক ঠিক।

    - তাইলে?

    তাইলে অন্ধকার। ঝিঁ ঝিঁ ডাকছে। ভরা নদী। ছলাৎ ছলাৎ শব্দ। গন্ধর্ব ঘাটকুলে ছৈলাগাছটিতে হাওয়ায় পাতা নড়ে। গোল গোল পাতা। শির শির করে কয়েকটি লাউডগা সাপ এ ডাল থেকে ও ডালে সরে যায়। নড়ে না। চড়ে না। শরীর তো নয়। গাছের অংশমাত্র। ছপছপ শব্দ হতেই চাপা গলায় কে বলে ওঠে- সোভান আইলি?

    - হ, আইসা পড়েন।

    পায়ের নিচে তীক্ষ্ণ শ্বাসমূল। সাবধানে পা ফেলে ফেলে নৌকার কাছে আসতে হচ্ছে। সোভহান ফস করে চেরাগ জ্বালিয়ে দিয়েছে। জলের মধ্যে আলো চেরাগের দাঁত বের করে হাসে। আবার নিভে যায়। গভীর অন্ধকার চেপে আসে।

    নেছারউদ্দিন আঁতকে ওঠে। বলে, কী করিস। কী করিস সোভান?

    - কিছু না। মেলা কৈরা বসেন।

    ওরা পাঁচজন গয়না নৌকার খোলে বসেছে। উপরে আকাশ। নীরব বাতাস। দূরে কয়েকটা শিশু তারস্বরে কঁকিয়ে কঁকিয়ে কেঁদে ওঠে। ভয় নাই। ওরা শকুন। খিদে পেলে শিশুর মত কাঁদে। কাঁদুক। মাঝে মাঝে কোনো কোনো কান্না ভাল লাগে। সার্চ লাইট জ্বলে ওঠে একটি গান বোট থেকে।

    - তারপর?

    - তারপর আবার কী? অই যে কাউখালির লঞ্চঘাট দ্যাখছেন- ওর পাশ দিয়া পাঁচডা মানুষ ভাইসা যায়। একজনের কপালের পাশে কাটা দাগ। গৈয়া গাছ থেকে পইড়া কপাল কাডছে ছেলেবেলা। পাঁচজন মানুষ ভাইসা যায় সন্ধ্যা নদী দিয়া দক্ষিণে কচা নদীর দিকে। আরও দক্ষিণে সাগর। প্রবল স্রোতধারায়। নতুন ঢেউয়ের দোলায়। দুলতে দুলতে জলে জুনি জ্বলে। লবণ জল।

    - তারপর?

    - তারপর আর কী?

    ততক্ষণে সোভান মিয়া একটি ছাপা করা শার্ট নিয়ে এসেছে রাজারহাটে। মস্ত বড় বাড়ি। সবচেয়ে উঁচু দোচালা টিনের ঘর। কোনো বিল্ডিং নাই আশে পাশে। বসার ঘরে নকশী কাপড়। সুতা দিয়ে লেখা- মনে রেখ- ভুল না আমায়। বউটি কোলের মেয়েটিকে দুধ দিতে দিতে দেখতে পেয়েছে- গোলগাল দুধের শিশুটি খেতে খেতে হাসে। হাসতে হাসতে ঘুম যায়। সোভহান মিয়ার লগে একটি লোক দরোজায় দাঁড়িয়ে আছে। তার বুকে চানতারা ব্যাচ। নাম ফরিদ। সাং চিথলিয়া।সৎলোকের শাসনের জন্য ছুটছে। সোভহান মিয়া চিন্তিত মুখে ডাকছে, ও ভাবী- ভাবী।

    জামাটি হাতে নিয়ে বউটি বলে ওঠে, কার জামা?

    - বুৎপরোস্তি নেতা মুহাম্মদ নেছারউদ্দিনের।

    - তিনি কোথায়?

    - কাউখালি।

    কাউখালি খুব ভাল। স্টিমার ভেড়ে। বড় বড় লঞ্চ থামে। আর গয়না নৌকা আমড়া নেয়। চালতা নেয়। নারিকেল নেয়। নদীতে ট্যাংকার থামে। তেল চুরি হয়। আর সারেং সাহেবরা ডাকবাংলায় এক রাত ঘুম যায়। আর স্কুল মাঠে- আর্মিরা ক্যাম্প করে। ঘুরিয়া ঘুরিয়ে তাহারা ঠুস ঠুস করে গুলি করে আর হাঁক দেয় - মুক্তি কাঁহা। নদীতে নদীতে গান বোট ঘোরে।

    - কাউখালিতে কী আছে?

    - দুগ্ধবতী নারী।

    - তিনি কী করেন?

    - কী আর করবেন দুগ্ধবতী নারী। তিনি একবার পাকদণ্ডি জলের দিকে চান। আরেকবার আকাশের দিকে চান। তারপর সোভান আর ফরিদরে জিগান, মোগো তিনি কুনহানে?

    - অইখানে।

    ঠিক নদীটির গভীর জলের জায়গাটি দেখিয়ে বলা হয়- অইখানে।

    আর তিনি, অই সহজ সরল অবলা বউটির মনে নাই- ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে হাসে ছোট্ট মেয়েটি। নাম- খোদেজা খাতুন। বউটির বুকের কাছে আঁচল ভিজছে। প্রবল স্রোতের মত দুগ্ধ প্রপাত হচ্ছে। খোদেজা খাতুন খিদে পেলে হাসে। হাত পা ছড়িয়ে ছড়িয়ে হাসে। হাসতে হাসতে খায়। হাসতে হাসতে ঘুমায়। বউটি জলের গভীর পাকটির দিকে তাকিয়ে বলে- এইখানে?

    সোভান আর ফরিদ মাথা নাড়ে। বলে, মিছা কথা কই নাই। আমগো ইমান আছে। মোরা সৎ লোকের শাসন চাই।

    - এইখানে।

    তারপর ঝপ করে শব্দ হয়। ফরিদ তখনো মাওলানা হয় নাই। সোভহান তখনো হাজী গিরি পায় নাই। মাওলানা রহিম পাক পাকিস্তানের জন্য দুই হাত তুলে দোআ করে আর। শুধু ফরিদ আর সোভহান অবাক হয়ে তাকিয়ে বলে- দুগ্ধবতী নারী কী করে?

    - জলে ভাসে।

    শুনে কাউখালির রহিম মাওলানা হাসে। ঠোঁট টিপে। দাঁত বের করা বেদাতী বটে। তার ওস্তাদ জাগ্রত পীর। আস্তানা ইন্দুরহাটের পরে নান্দুহার। নান্দুহারের পূবপাড়ে। গম্বুজে চানতারা পতাকা ওড়ে। আর টিক্কা খানের লোকজনের সঙ্গে সলা পরামর্শ করে। মুরিদের এলেম বেশ বড়। বলে, কে বলে দুগ্ধবতী নারী ভাসে। অই দ্যাখ-

    নদীর বুকে আচানক ভাটা লেগে যায়। জেগে ওঠে চর। চরের উপরে হাওয়ায় চাগিয়ে আছে শ্বাসমুল। ছৈলাগাছের পারা। হাওয়ায় পাতা নড়ে। গোল গোল পাতা। টঙ্কাবৎ। আর গোড়ায় পড়ে আছে- দুগ্ধবতী নারী। কাপড় ভিজে গেছে তপ্ত দুধে। শিয়রে জোড়া সাপ।

    - ওহে সর্প?

    - এরশাদ করেন হুজুর।

    - তোমরা যাও। দুগ্ধবতী নারীটি পরস্ত্রী। এখন বেওয়া। বেগানা জেনানার মুখ দেখা নাজায়েজ।

    - উনি আপনের কী লাগে হযরত?

    - ছোটি বিবি। পূনরায় তার গর্ভ হৈলে যিনি আসিবেন, তাহার নাম হৈবে মোছাম্মাৎ কুসুম বিবি। এর মাজেজা বোঝা ভার। জলে ছপাৎ ছপাৎ শব্দ। নৌকার গুরায় পাল নড়ে চড়ে ওঠে। বুড়ো সুলেমান মাঝি শ্লেষ্মা জড়ানো গলায় গান গায়-

    ছয় মাসের এক কন্যা ছিল
    নয় মাসে তার গর্ভ হল
    এগারো মাসে তিনটি সন্তান
    তোমরা এরে বলবে কী।
    চাঁদের গায়ে চাঁদ লেগেছে ...

    সাগর থেকে ইলিশ ছুটে আসে। ঝাঁকে ঝাঁকে কচা নদীর দিকে। তারপর সন্ধ্যা নদী। জোয়ারে জলে ভেসে যেতে যেতে শোনা যায় চরের কাছে কুলু কুলু শব্দ। দুটো নৌকা খুব ধীরে ধীরে পার হয় ঘাটকুল। হাঁটুজলে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। হাতে বড়শী। মাছ ধরে। ভাটা মাছ। অথবা পুঁটি। খুব নীচু স্বরে হাওয়া কেঁপে ওঠে-

    সোনার ময়না পাখি
    কোনবা দ্যাশে উইড়া গেলা রে
    দিয়া মোরে ফাঁকি

    হাওয়া প্রবল হলে সুরটি সেহাঙ্গলের ঠোঁটায় গিয়ে বাড়ি খায়। ছড়িয়ে যায় সমুদয়কাঠি। জলাবাড়ি। ওপারে রাজবাড়ি। অথবা সারেংকাঠির জল। তারপর ইন্দুরহাট। পূবপারে রহিম মাওলানার হুজুরের বাড়ি। গম্বুজে চাঁনচারা পতাকা ওড়ে। লালশালু বাতাসে পতপত করে ওড়ে - সৎ লোকের শাসন চাই। আর হাওয়া মন্দগতি হলে স্পষ্ট শোনা যায়- দীর্ঘ মর্মরিত সুর।

    - নাম কী মেয়েটির?

    - আন্ধা কুসুম।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • অন্য যৌনতা | ০২ অক্টোবর ২০১১ | ৭৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন