এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ***:*** | ০৫ আগস্ট ২০১৮ ০২:১৫84684
  • লেখাটিতে বেশ কিছু তথ্যগত ত্রুটি রয়েছে।যেমন:

    ০১. “কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন-- এ সবই ছাত্রদের ইস্যু। দেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে। তাদের দায়িত্ব ছাত্রদের সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রাম করা। কিন্তু এই দুটি আন্দোলনে দেশের ছাত্র সংগঠনগুলো নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।”

    কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া সব বাম সংগঠন (প্রগতিশীল ছাত্র জোট) শুরু থেকেই সক্রিয় রয়েছে।তবে এই আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার করা হয়নি, সাধারণ ছাত্ররাই এর নেতৃত্বে আছেন; আর ছাত্রলীগ এই আন্দোলেন থেকে দূরে তো নেইই, তারা হাতুড়ি, লাঠিশোটা নিয়ে রীতিমত বীর দর্পে কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে গিয়ে “হাতুড়িলীগ” আখ্যা পেয়েছে। এছাড়া নিরাপদ সড়ক আন্দোলন শুধু ছাত্রদের ইস্যু নয়। কিশোর বিদ্রোহীরা পথ দেখালেও এটি আসলে জনতার দাবি। তাই তা ব্যাপক জনসমর্থন পেয়েছে।

    ০২. “এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল ছাত্র সংগঠনগুলোই। তারা নানা মত ও পথের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিল। আবার জাতীয়তাবাদী ছাত্রদল আলাদা থেকেও যুগপৎ আন্দোলন করেছে।”

    একদম নয়। সর্বদলীয় ছাত্র ঐক্যে শুরু থেকেই ছাত্রদল বেশ দাপটের সাথেই সক্রিয় ছিল। একমাত্র জামাতের ছাত্র সংগঠন শিবিরকে ছাত্র ঐক্যে ঢুকতে দেওয়া হয়নি।

    তবে ১৯৯০ এর স্বৈরাচারি এরশাদ সরকারের পতনের আন্দোলনের শেষভাগে আওয়ামী লীগ-বিএনপি-জামাত-অধিকাংশ বামদলগুলো তৈরি করে “লিঁয়াজো কমিটি”। এই কমিটির সুপারিশে এরশাদ সরকারের পতনের পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।

    ০৩. “নিরাপদ আন্দোলনটি কেনো শুধু মাইনর ছাত্ররা করবে? এই আন্দোলন সকল নাগরিকেরই করা অবশ্য কর্তব্য।”

    সেটা ঠিকই। তবে এই আন্দোলনে অভিভাবক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সকল মহলের সক্রিয় সমর্থন আছে, তারা সচেতন নাগরিকই। তাই তারা দেশজুড়ে যানবাহন সঙ্কটসহ সব ভোগান্তি আটদিন ধরে হাসিমুখে সয়ে যাচ্ছেন; আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমর্থনে বাস সংগঠনগুলো তো বটেই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এমনকি দফায় দফায় “হাতুড়িলীগ”এর হামলারও শিকার হয়েছে।

    ০৪. “ছাত্ররা আন্দোলন করছে। এ আন্দোলনে ছাত্র সংগঠন নেই, পেশাজীবীরা নেই, অভিভাবকরা নেই, রাজনৈতিক দলগুলো নেই”…

    আগেই বলা হয়েছে, সকলেই খুবই সক্রিয়ভাবে সাথেই আছেন, অভিভাবক-শিক্ষকরা তো বটেই। তবে তারা মিডিয়া ফোকাসে যৌক্তিক কারণে নেই।

    ০৫. “নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে একটা বার্তা পাওয়া যাচ্ছে। সেটা হলো আওয়ামী লীগ আগামী নির্বাচনে তরুণদের সমর্থন হারাচ্ছে।”

    সম্ভবত আওয়ামী লীগ শিশু-কিশোর, তরুণ ও অভিভাবক মহলের সমর্থন হারাতে যাচ্ছে, কিশোর বিদ্রোহকে ঢালাওভাবে জামাত-শিবির ট্যাগিং দিয়ে এবং “হাতুড়িলীগ” ও পুলিশলীগের যৌথ আক্রমণ ডিজিটাল রক্ষী বাহিনীকে মনে করিয়ে দিচ্ছে।

    আপাতত এইটুকু। ভাল থাকুন।
  • কুলদা রায় | ***:*** | ০৫ আগস্ট ২০১৮ ০৫:০৮84685
  • ১. কোটা আন্দোলনে সকল ছাত্র সংগঠন সরব থাকলে ব্যানার নিয়ে থাকতে অসুবিধা কোথায়? সাধারণ ছাত্রদের হাতে আন্দোলনটা ছেড়ে দিল কেনো?
    ২.এরশাদ বিরোধী ছারে আন্দোলনের সময় ছাত্র সংগ্রাম পরিষদ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠনগুলো। বিএনপির ছাত্র সংগঠনগুলো তাতে ছিল না। কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র দলের সঙ্গে লিয়াজোঁ রক্ষার জন্য সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়।
    ৩. সবার সমর্থন আছে ঠিকই। কিন্তু সবাই দূর থেকে সমর্থন দিচ্ছেন। তাদের সঙ্গে তারা মাঠে নামেননি। আমি এটাই বলতে চেয়েছি।
    ৪. উত্তর ৩ নং।
    ৫. উত্তর দরকার নেই।
  • বিপ্লব রহমান | ***:*** | ০৫ আগস্ট ২০১৮ ০৬:৪৯84686
  • "১. কোটা আন্দোলনে সকল ছাত্র সংগঠন সরব থাকলে ব্যানার নিয়ে থাকতে অসুবিধা কোথায়? সাধারণ ছাত্রদের হাতে আন্দোলনটা ছেড়ে দিল কেনো?"

    মোটেই কোটা সংস্কার আন্দোলনে "সকল ছাত্র সংগঠন সরব" থাকার কথা বলা হয়নি। বলা হয়েছে, "সব বাম সংগঠন (প্রগতিশীল ছাত্র জোট) শুরু থেকেই সক্রিয় রয়েছে।তবে এই আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার করা হয়নি, সাধারণ ছাত্ররাই এর নেতৃত্বে আছেন;"

    ইত্যাদি। এই আন্দোলনে রাজনৈতিক ব্যানার ব্যবহার করা হয়নি, কারণ আর কিছুই নয়, বোধকরি সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়াই যৌক্তিক মনে হয়েছে, শাহবাগ গণবিস্ফোণ বা ফুলবাড়ি বিদ্রোহেও তাই।

    (,প্রয়োজনে রেফারেন্স দেওয়া যাবে।)

    "২.এরশাদ বিরোধী ছারে আন্দোলনের সময় ছাত্র সংগ্রাম পরিষদ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠনগুলো। বিএনপির ছাত্র সংগঠনগুলো তাতে ছিল না। কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র দলের সঙ্গে লিয়াজোঁ রক্ষার জন্য সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়।"

    এইবার ঠিক আছে। আমার বক্তব্যও তাই।

    "৩. সবার সমর্থন আছে ঠিকই। কিন্তু সবাই দূর থেকে সমর্থন দিচ্ছেন। তাদের সঙ্গে তারা মাঠে নামেননি। আমি এটাই বলতে চেয়েছি। "

    আবারো দ্বিমত।

    দূর সমর্থন ছাড়াও অনেকে মাঠেও নেমেছেন, "আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমর্থনে বাস সংগঠনগুলো তো বটেই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এমনকি দফায় দফায় “হাতুড়িলীগ”এর হামলারও শিকার হয়েছে।" তবে তারা যৌক্তিক কারণেই কিশোর বিদ্রোহের নেতা হতে চাননি, মিডিয়া ফোকাস তো বটেই।

    (প্রয়োজনে রেফারেন্স দেওয়া যাবে।)

    বাদবাকি বিষয়ে দ্বিমত নেই জেনে ভাল লাগছে। আপনাকে ধন্যবাদ।
  • | ***:*** | ০৫ আগস্ট ২০১৮ ০৯:১০84683
  • প্রকৃত বুদ্ধিজীবি যে কন ক্ষমতাকেই চ্যালেঞ্জ করবে - অতি খাঁটি কথা।

    অভিভাবকেরা মনে হয় আছেন। আমার পরিচিত বেশ কিছু জন গেছেন দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন