এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   সমাজ

  • আচ্ছে দিন!!!

    দীপ
    আলোচনা | সমাজ | ০৯ আগস্ট ২০২৫ | ২২ বার পঠিত
  • সারাদেশ জুড়েই আচ্ছে দিনের প্রকোপ প্রচণ্ড বেড়ে গেছে! এই প্রকোপ সর্বত্র ছড়িয়ে পড়ছে!

    সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশনের পরীক্ষার সময়  ছাত্রছাত্রীদের এই আচ্ছে দিনের প্রভাব উপলব্ধি করতে হয়েছে। এই অসামান্য অভিজ্ঞতা(!!!) নিয়েই আলোচনা করলেন সুমিত কুমার দে।
    সবার সঙ্গে সেই অভূতপূর্ব অভিজ্ঞতা ভাগ করে নিলাম।
    --------------------------------------------------------------------

    কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের সাম্প্রতিক একটি পরীক্ষায় অনন্য সব ঘটনা ঘটেছে। কয়েকটা বলি-

    ১. পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক কোম্পানিকে যাদের বিরুদ্ধে একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অন্যান্য অব্যবস্থার অভিযোগ আছে। শোনা যাচ্ছে আগে এই কম্পানি ব্ল্যাকলিস্টেড হয়েছিলো, নাম বদলে নতুন কোম্পানি করে টেন্ডার ধরেছে। কমিশনের প্রতিনিধির  বক্তব্য; সরকারের পয়সা বাঁচাতেই নাকি এদের টেন্ডার দেওয়া হয়েছে!

    ২. পরীক্ষা কেন্দ্র পড়ছে বাড়ি থেকে বহু বহু দূর, এমনকি আন্দামানেও! জাহাজে বা প্লেনে গিয়ে পরীক্ষা দেবেন। অন্যান্য কেন্দ্রের ক্ষেত্রেও ট্রেনের রিজার্ভেশন পাওয়া অসম্ভব। কমিশনের প্রতিনিধির বক্তব্য- আমরা তো জেনারেলে কষ্ট করেই যেতাম। দূরে দেওয়া হয়েছে সেটিং আটকাতে!

    ৩. এত কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছে দেখা গেছে আচমকা সেখান থেকে পরীক্ষা সরিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায়। কখনও ফেরত নিজের শহরেও; কিন্তু তখন আর ফেরার সময় নেই। এ কেমন সেটিং আটকানো, জানা যাচ্ছে না!

    ৪. বহু কেন্দ্রে নেট কানেকশন, কি বোর্ড, মাউস ঠিক মতো কাজ করেনি। যাঁরা চাকরির পরীক্ষা বিষয়ে জানেন তাঁরা জানেন ১৫ সেকেন্ড দেরি একজন পরীক্ষার্থীর সারা জীবনের প্রস্তুতির ক্ষতি করে দিতে পারে, তাকে সাফল্যের বদলে বেকার রেখে দিতে পারে আজীবন! 

    ৫. বহু প্রশ্নে ভুল। চ্যালেঞ্জ করতে লাগছে একশো টাকা। প্রতি প্রশ্ন পিছু। একটা সেটে শোনা যাচ্ছে একশোতে সতেরোটা প্রশ্ন ভুল ছিলো। এই ভুল প্রশ্নে কিন্তু চ্যালেঞ্জ করলে ঠিক উত্তর ভুল উত্তর সকলেই মার্কস পাবেন। ফলে একদিকে পরীক্ষার্থীর টাকা যাবে, অন্যদিকে যোগ্যতার সঠিক বিচার হবে না। শোনা যাচ্ছে কমিশনের প্রতিনিধি বলেছেন- এই টাকা তো আমার ঘরে যাবে না, এ দিয়ে দেশেরই উন্নয়ন হবে, রাস্তাঘাট তৈরি হবে। উন্নয়ন সারা দেশেই রাস্তায় দাঁড়িয়ে সম্ভবত!

    ৬. পরপর দুদিনের প্রশ্নে ৬০-৭০% প্রশ্ন পুনরাবৃত্ত হয়েছে। কমিশনের রসিক প্রতিনিধি বলেছেন- ছাত্ররা জানে পুনরাবৃত্ত হবে না, তাই তারা চমকে যাবে প্রশ্ন দেখে। এই ভদ্রলোকের উনো খেলা ছেড়ে এই কাজে আসা উচিত হয়নি। বিশ্বাসী চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখোজ্জ্বল করতে পারতেন!

    ৭. বিভিন্ন ছাত্র সংগঠন ও কোচিং শিক্ষকদের সংগঠন দিল্লিতে প্রতিবাদ সভা আয়োজন করায় তাদের পিটিয়ে গ্রেফতার করেছে দিল্লি পুলিস। এক শিক্ষকের হাত ভেঙেছে বলেও জানা যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রেও বাউন্সার নিয়োগ করা হয়েছে।

    দিল্লি পুলিস কেন্দ্র সরকারের অধীনে, এসএসসিও তাইই... 

    আচ্ছে দিন সারা দেশ জুড়েই এসেছে যা দেখছি।

    https://m.facebook.com/story.php?story_fbid=31563664456566402&id=100000487759660&mibextid=Nif5oz
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন