
ভাল রিভিউ।
মিহির সেনগুপ্তের কালচারাল এন্থ্রোলজি "বিষাদবৃক্ষ"র পাঠ প্রতিক্রিয়া ভাল লাগলো। বেশ পাকা হাতের লেখা।
বইটি এপারে কী ভাবে পাব? প্রচ্ছদ শিল্পী, প্রকাশকাল, প্রকাশক, দাম, সম্ভব হলে প্রচ্ছদ -- ইত্যাদি লেখায় যোগ করলে সোনায় সোহাগা হতো।
আর দেখুন, লাখো কোটি মানুষের প্রাণ সংহারী, অশেষ দুঃখ-কষ্টের কারণ দেশবিভাগ না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। কি আয়রনি!!
উড়ুক
পুনশ্চঃ ইচ্ছে হলে ওপরে সর্বডানে "ব্যবহারকারীর খুঁটিনাটি"তে গিয়ে নিজের নামটি বাংলায় করে নিতে পারেন। শুভ
কল্লোল | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ২৩:০৩93293
i | 108.162.***.*** | ১৪ মে ২০২০ ০৩:৪৪93296"Indrani | 202.128.112.254 | ০৫ জানুয়ারি ২০০৬ ১৯:০৬451144
মিহির সেনগুপ্তর লেখা বিষাদবৃক্ষ গতবছর আনন্দ পুরস্কার পেয়েছে; বইটির প্রকাশক সুবর্ণরেখা, দেড়শো টাকা দাম।
মলাটে লেখা আছে,' বিষাদবৃক্ষ একখানি শক্তিশালী এবং বিষাদময় আত্মস্মৃতি যা এই উপমহাদেশের এক ভয়াবহ সময়ের প্রতিবিম্বিত দর্পণমাত্র।''
পুরনো টইয়ে পেলাম। এরপর ইন্দ্রাণীর দীর্ঘ আলোচনা। সে-ও খুব ভাল। কল্লোল দা'ও সেখানে আলোচনা করেছেন দেখছি। আরও অনেক মতামত আছে। ধন্যবাদ আই
b | 162.158.***.*** | ১৪ মে ২০২০ ০৯:১১93302নানা ঝুট ঝামেলায় মন্তব্যের উত্তর দিতে দেরী হলো বলে আন্তরিকভাবে দুঃখিত। দাদাই, বিপ্লবদা, কল্লোলদা, আই, ইন্দ্রানীসহ অন্য যারা পড়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দাদাই(একলহমা), তোমাকে এখানে দেখে খুব ভালো লাগলো। লেখাটা পড়েছো জেনে ভালোলাগা হাতে পায়ে বাড়লো :)
বিপ্লবদা, আপনার পরামর্শ মতো ওগুলো জুড়ে দেবো। 'এপাড়ে' বলতে কী বাংলাদেশ বুঝিয়েছেন? বইটা আজিজ সুপার মার্কেটে খোঁজ করে
দেখতে পারেন। বাংলা নামকরণের পথ বাতলে দেবার জন্য অনেক ধন্যবাদ।
কল্লোলদা, আপনাকে আমার পোস্টে পেয়ে দারুণস্য দারুণ ভালো লাগলো। আপনার মতামতের সাথে সহমত পোস্ট পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ।
আই, পুরোনো পোস্টে চোখ বুলিয়ে এলাম। সময় করে সবটা(মন্তব্যসহ) পড়বো নিশ্চয়ই। নতুন-পুরোনোর সহাবস্হানের ব্যবস্হা করে ভালো করেছেন- সবগুলো একক্লিকে পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ।
বি, আপনাকে দেখেও ভালো লাগলো। ধন্যবাদ জানবেন।