এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ramit Chatterjee | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩০102610
  • আমরা কি একবারও বলেছি, এগুলো মিথ্যা ? আপনি টপিক ঘোরাচ্ছেন কেন ? এখানে শ্যামাপ্রাসাদের সম্মন্ধে আলোচনা  হচ্ছে, আপনার কিছু বলার থাকলে বলুন।    নইলে  বৃৃথা বকা। 

  • Ramit Chatterjee | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩৪102611
  •   এই ভিডিওতে যা যা বলেছে, সব সত্যি ঘটনা কিন্তু এখানে এই ভিডিওটির কি গুরুত্বপূর্ণ ?

  • কুবেরভক্ত | 2405:8100:8000:5ca1::727:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২০102612
  • কুবেরদার কথা আবার বুঝতে পারছেন না, শুনুন তাহলে, উনি সিম্পলি বলছেন,

    এই যে ৪৭ সালে শ্যামাদা বাংলাভাগে হেল্প করলেন, সেইজন্যেই না ২০১৫ সালে প্যারিসে চার্লি হেবদো শুটিং হল - In May of 1947, Shyama Prasad Mukherjee wrote a letter to Lord Mountbatten requesting him that Bengal must be partitioned even if India was not.

    বা ধরুন এই যে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে যে শুটিং হল - কেন হল - কারণ শ্যামাদা ৪৭ এ বিরোধিতা করেছিলেন - কিসের বিরোধিতা করেছিলেন - এই যে - S.P. Mukherjee opposed a failed bid for a united but independent Bengal made in 1947 by Sarat Chandra Bose, the brother of Subhas Chandra Bose.

    তাহলে বুঝতে পারছেন, শ্যামাদার কাজকর্মের প্রভাব কতদূর। কুবেরদা ছাড়া এসব তথ্যে আমাদের আলোকিত করবেন তেমন আর কেই বা আছেন।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১২102615
  • ওহে ভক্ত মোর- শার্লি হেবদোর শ্যুটিংকে কম পাপ বোঝাতে ঐ এক ক্রাইস্টচার্চ টেনে আনতে হলো, না? তার আগে-পিছে প্যারিসে একাধিকবার সঙ্গীতানুষ্ঠানে গুলি করে মানুষ মারা, বালির নাইটক্লাব ধ্বংস, ভারতের পার্লামেন্টে হামলা সহ দুনিয়াজুড়ে শান্তির কবুতরদের ডানার ঝটপটানি নেই? এত মিথ্যা কি করে বলো? অবশ্য প্যারিসের ঘটনাও হোয়ানির ছেলে-মেয়েরা করেছে। ক্রাইস্টচার্চের ঐ ছেলেটি ভয়ানক অন্যায় করেছিল।  কেন করেছিল? এক এগারো বছরের প্রতিবন্ধী বালিকাকে লরি চাপা দিয়ে খুন করেছিল এক মুসলিম অভিবাসী। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েটির মৃত্যুর সময় কান্নারও অবস্থা ছিল না। তাই বলে ক্রাইস্টচার্চের ঘটনা কেউ সমর্থন করছে না।  বর্বরদের একতরফা killing কতদিন মুখ বুঁজে নিতে হবে? 

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৩102617
  • শান্তির পায়রাদের কূজন...প্যারিসের সেই কনসার্টে গুলি হামলার সময় এক গর্ভবতী মহিলার আর্তনাদ। যে ভদ্রলোক মহিলাকে বাঁচাতে চাইছিলেন, সেই ভদ্রলোক সহ বেশ কিছু মানুষকে আটক করলো বদমাশগুলো। সারা পৃথিবী জুড়ে হোয়ানি ত‘ এটাই করছে। শান্তির পায়রাদের অনেক ভাগ্য যে গোটা দুনিয়া পাল্টা একজোট হয়ে তাদের অন্তিম মার দিচ্ছে না।


    (

    )

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৬102618
  • লন্ডন এটাক 


    (

    )

  • r2h | 49.206.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২১102621
  • এ এক আজব রেকারিং ডেসিমাল। 


    এই সবই অত্যন্ত খারাপ, বিভৎস ঘটনা। কিন্তু এসব দিয়ে শ্যামাপ্রসাদকে মহান বানানোর কোন উপায় নেই।


    দুর্ভিক্ষ, দাঙ্গার সময় একজন নেতা বাগানবাড়িতে বসে ফুর্তি করছে, বাইগটদের উপযুক্ত নেতাই বটে। 


    অবশ্য ভক্তদের কাছে শম্ভুনাথ রেগার, উড়িষ্যার দারা সিং, মায়া কোদনানি, প্রজ্ঞা সিং - সবার জন্যেই জাস্টিফিকেশন আছে। শ্যামাপ্রসাদের জন্যে তো থাকবেই।


    অ্যামিকেবলপন্থীরা এত দেশ বিদেশ নিয়ে মাথা ঘামান, এই বিস্ময়।

  • সিএস | 103.99.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৫102622
  • ক'মাস আগে একটা ট্রোল সাইটে ঘুরত, সেই জনই কী এইজন, অন্য নামে এসে সত্তর পয়সার জন্য নাটক করে যাচ্ছে ?

  • dc | 2405:201:e010:581e:4875:595c:7c82:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৫102623
  • খোরাক কি আর গাছে ফলে? :d

  • আরে | 149.202.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৪102624
  • এই রাবিশ আবর্জনা টা ত নিজের প্রোপাগান্ডা চালিয়েই যাচছে। এক্সেল ফাইল খুলে পোস্ট করে যাচ্ছে ৭৫ পয়সা প্রতি পোস্ট হিসেবে। আপনারা এমে ভাও দেন কেন?এক্সত ভাও দেবেন তত ৭৫ পৈসা রোজগার হবে।হয় চুপচাপ পেহলু খানেদের ভিডিও পোস্ট করে যান নয় চেপে যান। এদের ভাতে  মারুন। 

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৯102625
  • আমাকে যত খুশি বলুন আপনারা, তাতে কিছু আসবে যাবে না।  এছাড়া স্বীকার করছি ত‘ যে সবই হোয়ানির কাজ। এটা ব্রাসেলসে শ্যুটিং। মোদ্দা কথা হচ্ছে শান্তির কবুতরদের সবাই ভয় পায় এবং কাজেই শ্যামাপ্রসাদেরও ভয় পেয়ে আলাদা হতে চাওয়ায় দোষ ছিল না। আপনাদের পূর্বপুরুষেরা তার কথাই শুনেছেন। নাহলে ওপার থেকে সব হারিয়ে, ধর্ষিতা মেয়েদের নিয়ে এখানে এসে বাঁচার আমাকে যত খুশি বলুন আপনারা, তাতে কিছু আসবে যাবে না।  এছাড়া স্বীকার করছি ত‘ যে সবই হোয়ানির কাজ। পশ্চিম বাংলায় ক্যানিং-দেগঙ্গায় যা হয়েছে, সব হোয়ানি করে? আর হোয়ানি কখন করে? যখন মমতা (অতীতে জ্যোতির) লৌহমুষ্টিতে মিডিয়া দাঙ্গার খবর চেপে যায়, তখন বিকল্প মিডিয়া হিসেবে হোয়ানি তৈরি হয়। ভাত না পেলে মানুষ রুটি খাবে, রুটি না পেলে সেদ্ধ আলু। কিছু ত‘ তার লাগবেই। যাক নেকু-পুুষু সেকুলারের ঢং সাজা যারা সত্যি কথা মানতে চাও না আর নিজের মা-বোনকে আরবদের হেরেম পাঠাতে চাও, তাদের সাথে এসব বলা বৃথা। (

    )

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫২102626
  • আমাকে যত খুশি বলুন আপনারা, তাতে কিছু আসবে যাবে না।  এছাড়া স্বীকার করছি ত‘ যে সবই হোয়ানির কাজ। এটা ব্রাসেলসে শ্যুটিং। মোদ্দা কথা হচ্ছে শান্তির কবুতরদের সবাই ভয় পায় এবং কাজেই শ্যামাপ্রসাদেরও ভয় পেয়ে আলাদা হতে চাওয়ায় দোষ ছিল না। আপনাদের পূর্বপুরুষেরা তার কথাই শুনেছেন। নাহলে ওপার থেকে সব হারিয়ে, ধর্ষিতা মেয়েদের নিয়ে এখানে এসে বাঁচার রাস্তা থাকত না। স্যরি- উপরে টাইপো হয়েছিল।

  • dc | 2405:201:e010:581e:8ddc:be5c:5fbb:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৮102627
  • মা বোন ফেটিশ আর চাপা যাচ্ছেনা :d

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৯102629
  • মা-বোন ফেটিশ সবারই থাকে। যাও না- মেটিয়াবুরুজে গিয়ে কোন মেয়ের সাথে গল্প করে হিম্মত দ্যাখাও পারলে!

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৯102628
  • মা-বোন ফেটিশ সবারই থাকে। যাও না- মেটিয়াবুরুজে গিয়ে কোন মেয়ের সাথে গল্প করে হিম্মত দ্যাখাও পারলে!

  • r2h | 49.206.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৪102630
  • ওহ আচ্ছা, শ্যামাপ্রসাদ ভয় পেয়ে আলাদা হতে চেয়েছিলেন।

    এইসব ভীতু নেতাদের নিয়েই মুশকিল। কেউ ভয় পেয়ে মুচলেখা দেয়, কেউ দেশ ভাগ করে ফেলে, কেউ অন্য দেশের টিন এজারের টুইট কাউন্টার করতে খেলোয়াড় ফিলমস্টার পুলিশ সরকারী দপ্তর সবাইকে নামিয়ে দেয়। সাধে কি আর রবিবাবু ভীরুদের হাতে ভুবনের ভার নিয়ে সাবধান করেছিলেন।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৬102632
  • তা‘ সাহসী হয়ে কি করেছো শুনি? তোমার সাহসী পূর্বপুরুষই বা কি করতে পেরেছিল? পূর্ব বাংলায় একের পর এক দাঙ্গায় ভিটে-মাটি হওয়া ছাড়া? জানো সবই। কিন্ত লি-বেড়াল থাকতে হবে, তাই না?

  • সিএস | 49.37.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৯102633
  • এ আবার দু'বার করে পোস্ট করে কেন ? একেবারে দেড় টাকা পাবে ভাবছে ?

  • r2h | 2401:4900:2180:b0ec:4161:7eaa:bd4c:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৬102634
  • শ্যামাবাবুকে ভীতু বললেন, জানতে পারলে বকবে কিন্তু আপনাকে।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩১102635
  • হা- হা- সে আমিও ভাবছি গো দাদা- দু‘বার করে সব মন্তব্য আসছে কেন? ল্যাপটপে ঝামেলা হয়েছে বোধ হয়। তা‘ এত যে রাশিয়া-প্যারিসে বোমা মেরে শুধু শুধু শান্তির পায়রাদের নামে বদনাম করলাম, এর দাম মাত্র দেড় টাকা? আর শ্যামাপ্রসাদ ত‘ ভীতু ছিলেন। তোমার সাহসী বাবা-ঠাকুরদা‘রা কি করেছেন জানাও না! শ্যামা বকলে আমি বলব, আপনি ত‘ ভীতুই ছিলেন। তোমাদের সাহসী বাপ-ঠাকুরদা‘রা কি করেছেন জানতে পারি?

  • r2h | 49.206.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৩102638
  • শ্যামা কোত্থেকে বকবে, আপনার পার্টির প্রভারীরা বকবে তোঃ) ভীরু শ্যামা? এ কী কথা শুনি হায়।

    কোন ধর্মান্ধ মানুষই শান্তির পায়রা হয় না। ক্রুসেড টুসেড কত কী হয়ে গেল। ওসব ঢপের কথা বলে কী হবে। সাহেবরা যীশুর নামে কত কী করলো, হিন্দুরা বৌদ্ধদের কেলিয়ে পাট করে দিল, তালিবান আইসিস তো আজকেরই কথা।

    কিন্তু শ্যামাবাবু ভীরু? হায়। শ্যামা বাবুকে এক্কেবারে বীর সাভারকর বানিয়ে দিলেন?

  • সিএস | 49.37.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৫102640
  • না জানতে পার না গো, নিজেদের বাপ-্ঠাকুদ্দা নিজেদের কাছে রেখে ফেটিশ কর , হ্যাঁ ? অনেকদিন পরে এখানে এসে অনেক খোরাক তো করলে। ভোট আসছে , সবাই কাজ করে কিছু রোজগার করতে চায় , সে তো বুঝি । 

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৩102641
  • ঘটনা হলো সাহেবরা থেকে শুরু করে সবাই নিজেদের বদলেছে। একটা সম্প্রদায় শুধু কিছুতে নিজেকে বদলাবে না। এখন বলো ত‘ তোমাদের গায়ে এত লাগে কেন? অদ্রিজা রহমান মুখার্জির ভাই তোমরা? রহমান সাহেবদের শালা? শালা বলে কথা! আর এখন একটু ক্ষ্যামা দাও। কাজ-টাজ নেই? লজিকে যে অনেক আগেই হেরে গেছ তা‘ কি বুঝতে পারছ না? যত আমাকে শোনাবে, তোমাদের হার তত এই লেখার ভিউয়ারদের কাছে পরিষ্কার হবে। আর একটা কথা। তর্কযুদ্ধে জিততে হলে গালি বা খিস্তি দিয়ে, অকারণ বিলো দ্য বেল্ট করে আঘাত করে কখনো জেতা যায় না। তাতে দর্শক-শ্রোতাদের সম্মান বা সহানুভূতি ত‘ পাওয়া যায়ই না, মানে কিছুতেই কোন লাভ হয় না। দু/একটা খারাপ কথা আমিও বলেছি- সেটা তোমাদের ক্রমাগত নোংরা কথায় উত্যক্ত হয়ে। শিক্ষা থাকলে মানুষ কেন প্রতিপক্ষকে এত নোংরা কথা বলে আক্রমণ করবে? এই পোস্টে তোমরা হেরে গেছো। আমি চাইলে প্রতিটা পোস্টে তর্ক করে তোমাদের ভিউ বাড়াতে পারি। এখন বলো, তোমাদের রোজগার বাড়িয়ে আমার কি লাভ হবে? সেসময়টা নিজের কাজ করা যায়, তাই না? ভাল থেকো- হে রহমান সাহেবদের শালাকুল!

  • dc | 2405:201:e010:581e:4875:595c:7c82:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০০102642
  • নাহ অমিত স্যারকে কমপ্লেন পাঠাতে হবে মনে হচ্ছে। এভাবে একই পোস্ট দুবার দুবার করে পঁচাত্তর পয়সার বদলে দেড় টাকা করে অ্যাকাউন্টে জমা করলে হবে? গৌমাতা কুপিত হবে যে! 

  • কুবিরভক্ত | 2a06:e80:1:1:bad:babe:ca11:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০২102643
  • কুবিরদার কথা আবার বুঝিয়ে দিচ্ছি, খুব সিম্পল - সারা দুনিয়ায় যারা মানুষের সর্বনাশ করে তারা সব মুসলিম লোক, আপনি ভারতের কথাই ভাবুন, এই ধরুন - নীরব মোদি, হরশদ মেহতা, বিজয় মালিয়া, সুব্রত রায়, মেহুল চোকসি - এই যে সব মানুষরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের সব্বোনাশ করেছে - এরা সবাই মুসলিম - রহমান সাহেবদের শালাকুল!


    এবার বুঝলেন তো - খুব সিম্পল 

  • dc | 2405:201:e010:581e:4875:595c:7c82:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৪102644
  • এই শালাগুলো সব কমোডে হেগে হেগে আজ সারা পৃথিবীর এই অবস্থা করে তুলেছে। একা শ্যামা আর কতোদিক সামলাবে? 

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৬102645
  • আমার ল্যাপটপ ঠিক হয়েছে। এবার দ্যাখো একবারই এসেছে। কিছু একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল। কিন্ত তোমরা পূর্ব বাংলায় ভিটে-মাটি হারিয়ে ওপারে গিয়ে গরীব হয়েছো আর রিফিউজি হয়েছো জানি। তাই বলে এত গরীব? সত্তর পয়সা আর দেড় টাকার বেশি ভাবতে পারো না? বাংলাদেশে রিক্সাঅলা সকালের খাবারে দোকানে চল্লিশ টাকার কমে খায় না জানো? কলকাতার সাহিত্যে সিনেমায় একটা সময় ত‘ দারিদ্র্যের সেলিব্রেশন থাকতো। আট আনার ট্রাম ভাড়া, মাটির ভাড়ে চা...এই সব আলগা রোমান্টিকতা দেখলে হাসি লাগে। দেশভাগ ত‘ তোমাদের গরীবস্য গরীব বানিয়েছে। তারপরও ঐ রহমান সাহেবের শালা- শালা কি করে বোনের জামাইয়ের নিন্দা করে বলো?

  • r2h | 49.206.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৬102646
  • আরে বিলো দ্য বেল্ট নোংরা কথা কখন করলাম! আপনি রাগ করবেন নাঃ)

    আমি শুধু শ্যামাবাবুকে ভীতু বলা হয়েছে সেটা জানতে পারলে আপনাদের প্রভারী বা পৃষ্ঠাপ্রমুখরা কেমন রাগ করবেন হবেন তাই ভেবে বিচলিত হয়ে পড়েছি। এমনিতেই বীরবাবুর মুচলেখা ডিফেন্ড করতে কত গল্প বানাতে হয়, এইবার শ্যামাপ্রসাদও ভীতু? এ আপনার সুবিবেচনা হলো না।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৮102647
  • বালাই ষাট- রহমান সাহেবদের শালা ত‘ তোমরা। ওরা সবসময় জামাই। তোমাদের বোনদের ওরা বিয়ে করে। ওরা কখনো শালা হয় না।

  • সিএস | 49.37.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:১২102648
  • রাগলে ভিডিও জোগাড়ের কাজটা হবে না, সময় নষ্ট হবে। অ্যাকাউন্টেও কিসু ঢুকবে না। চেষ্টা করলে নিশ্চয় কোন শ্বেতপ্রভুর শালা বা শালী হওয়ার সুযোগ আসবে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

#ShyamaPrasadMukherjee, #spmukherjee, #chittoprasad, #hindumahasabha, #communalisminbengal, #Communalism, #BengalFamine, #WBelection2021, #bengalelection2021, #BJPinBengal
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন