এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা -- ভূতের মুখে রামনাম! 

    Partha Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৬৭২০ বার পঠিত
  • সমস্ত মূলধারার মার্কিন মিডিয়াতে তারা রাশিয়া এবং পুতিনকে ইউক্রেন আক্রমণ ও দখলের জন্য ক্ষুধার্ত ভিলেন হিসাবে চিত্রিত করেছে। এবং ভারত ও আমেরিকার বেশিরভাগ মানুষ এই সুরেই সুর মেলাচ্ছে কোনোরকম ভাবনাচিন্তা না করেই। 
     
    বাজারে মাস্ক মিলবে কোটি কোটি। কিন্তু থিংকিং ক্যাপ আজকাল আর পাওয়া যায়না একেবারেই। 

    কোনো সন্দেহ নেই যে ভ্লাদিমির পুতিন স্বৈরাচারী শাসক হয়ে উঠেছে সেই চেচনিয়ার দমনপীড়নের পর থেকেই। কোনো সন্দেহ নেই গণতন্ত্র ও ভিন্নমতের প্রতি পুতিনের সহনশীলতা জিরো। এবং তার শাসনামল বড় ধরনের যুদ্ধ ও সহিংসতার একটি নতুন পরিবেশ তৈরি করেছে। আমরা কেউ এই আগ্রাসনের পক্ষে নই। 

    কিন্তু হিপোক্রিসিটা অন্য জায়গায়। হিপোক্রিসি হলো এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বড় বড় মিডিয়ার ভণ্ডামি। এই মিডিয়া -- নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, ফক্স -- ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং কার্যত সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যা করে এসেছে, তার বিরুদ্ধে একটা কথাও বলেনি, বরং সেই বীভৎস আগ্রাসন ও গণহত্যাকে সমর্থন করে এসেছে প্রকাশ্য বা প্রচ্ছন্নভাবে। এবং তার স্যাটেলাইট সমর্থন পেয়েছে ভারতীয় মিডিয়ার কাছ থেকে। 

    মোটামুটি ব্যাপারটা হলো, মার্কিন আগ্রাসন হলো "কমিউনিজম এবং সন্ত্রাসবাদের শৃঙ্খল থেকে অন্যান্য দেশের মানুষকে মুক্ত করার জন্য ধর্মযুদ্ধ।" মগজধোলাইটা আমরা সহজেই দেখতে পাই একটু চোখ খুলে রাখলেই। অন্যদিকে রাশিয়া, চীন এবং অন্যান্য পরাশক্তিগুলি যা করে তা হল "আক্রমণ" এবং "দখল করা।" আর, দুশো তিনশো বছর ধরে ব্রিটিশ ও ইউরোপীয় দেশগুলো ভারত, বাংলা ও সারা পৃথিবীকে যে চুষে ছিবড়ে করে খেয়েছে, তার কথা তো আর কেউ বলেই না। 
     
    কারণ, ওই যেমন আমার এক ছাত্রী আজ জানালেন, "স্যার, পুরোনো ইম্পিরিয়ালিজমের কথা ভেবে নতুন এক্সপ্যানশনিজমকে সাপোর্ট করা যায়না।" অলরাইট, খুব ভালো কথা। কিন্তু পুরোনো ইতিহাসের রক্তের দাগ, ক্ষতচিহ্ন কি এই জীবনে ভুলে যাওয়া যাবে? ভিয়েতনামে এখনো এজেন্ট অরেঞ্জের কারণে বিকলাঙ্গ সন্তান জন্ম নিচ্ছে। তাদের মায়েরা কি ভুলতে পারবে সে বীভৎস অত্যাচার?

    আমি অনেক বছর ধরে খুব কাছ থেকে দেখেছি বেশিরভাগ আমেরিকান এই মগজধোলাই খেলাটা বুঝতেই পারে না, এবং সেই অজ্ঞানতা ও অশিক্ষার সুযোগ নিয়ে সমস্ত বড় মিডিয়া হাউসগুলি মার্কিন প্রশাসনের পক্ষে নিরলস প্রচার, ভয়ভীতি এবং পক্ষপাতদুষ্ট প্রতিবেদন তৈরি করে। আমরা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রশাসনের পিছন থেকে পুতুলনাচ নাচানো যুদ্ধ কর্পোরেশনগুলোর এই খেলা সারাজীবন ধরে দেখে আসছি। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অবিশ্বাস্যভাবে শক্তিশালী, এবং মার্কিন রাজনীতিবিদদের তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নেই। সে বুশ বলুন, ক্লিনটন বলুন, ওবামা বলুন, আজকের বাইডেন বলুন। ট্রাম্পের কথা তো ছেড়েই দিলাম। ও লোকটার কথা যত কম বলা যায়, ততই ভালো। 

    বেশিরভাগ আমেরিকান জানে না কিভাবে সামরিক শিল্প কমপ্লেক্স এবং তাদের বোয়িং, রকওয়েল, আই বি এম, জেনারেল ইলেকট্রিক, অ্যাপল, সান মাইক্রোসিস্টেম, আজকের গুগল, মাইক্রোসফ্ট, হাজার আর্মস ফ্যাক্টরি, ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন, তারপর প্রাইভেট প্রিজন ইন্ডাস্ট্রি যাদের স্টক শেয়ার মার্কেটে কেনাবেচা হয়,  এবং তাদের বিশাল বিশাল ব্যাঙ্ক, শেয়ার মার্কেট ও কর্পোরেট মিডিয়া একসাথে যুদ্ধু যুদ্ধু খেলা খেলে, এবং আমাদের টুপি পরিয়ে ট্রিলিয়ন ডলার প্রফিট করে। 

    আমরা কতিপয় মূর্খ যারা এই আমেরিকান-ব্রিটিশ আগ্রাসী রাজনীতির সমালোচনা করি তাদের হয় যে কোনো অর্থপূর্ণ আলোচনা থেকে বাদ দেওয়া হয়, অথবা যদি তাদের কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে তবে চুপ করিয়ে দেওয়া হয়। উদাহরণ -- নোম চমস্কি, হাওয়ার্ড জিন, কর্নেল ওয়েস্ট, এমি গুডম্যান, তারপর জুলিয়ান অ্যাসাঞ্জ জাতীয় সাম্প্রতিক উদাহরণ থেকে যে কেউ শিখতে পারে। আমাদের দেশে পরিবেশবিদ বন্দনা শিবা। 

    নিউ ইয়র্ক টাইমসের ওয়েপন্স অফ মাস ডেস্ট্রাকশনের জালি কাহিনী ভুলে যাইনি এখনো আমরা -- যে বুলশিট বুশ সরকার ইরাকে একতরফাভাবে গণহত্যা চালানোর জন্য ব্যবহার করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত সমগ্র বিশ্বের প্রতিবাদের বিরুদ্ধে লক্ষ মানুষ হত্যা করেছিল৷ কত আর বলবো? বাংলাদেশের গণহত্যা ও গণধর্ষণ -- সে ঘাতক কিসিঞ্জার এখনো বেঁচে আছে।  

    আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে এরকম আরও অনেক উদাহরণ উদ্ধৃত করতে পারি। সেই আমেরিকা ও তাদের রামনাম! 

    কথা হলো, শুনছে কে?
    _____

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৬৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debanjan Banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১504396
  • @ডিসি গতবছর এই সময়ে jokhon ইসরায়েল বোমা ফেলছিলো গাজার উপরে এই ইউক্রেইন্ এর প্রেসিডেন্ট তালি বাজাচ্ছিলো l আজকে তাকে নিজেকেই খরগোশের মতো দেশ ছেড়ে পালাতে হচ্ছে l wink​​​কি মজা বলুন তো !                                                                 দেখুন দাদা ইউক্রেইন্ এর এই কমেডিয়ান পুতুলটাকে গদিতে বসিয়ে কিছু আম্রিকি মদতপুষ্ট নব্য নাত্সি দেশটিকে লুটেপুটে খাচ্ছিলো l আপনি কি এদের সিভিলিয়ান মনে করেন নাকি ? তাহলে তো তালিবানি দের দোষ কোথায় ? 
  • dc | 122.164.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৯504397
  • এদিকে আল জাজিরায় বলছে নাকি অন্তত এক লাখ সিভিলিয়ান রিফিউজি ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, রুমানিয়া আর অন্য দেশে পালাচ্ছে। এতো এতো আম্রিকি মদতপুষ্ট নব্য নাতসি ইউক্রেনে জড়ো হলোই বা কিভাবে? ভাগ্যিস পুটিন এই হতভাগা নাতসিগুলোকে বোম আর মিসাইল মেরে ভাগাচ্ছে! 
     
    (ডিসক্লেমারঃ আল জাজিরা পাতি ঢপও দিতে পারে) 
  • Debanjan Banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৬504398
  • নব্য নাৎসি রা ইউক্রেইন্ এ আগে থেকে বসে ছিল l দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তেপান বান্দেরা বলে একজন ছিল যে হিটলারের ussr আক্রমণের সময় হিটলারের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়েছিল l এই এখনকার নব্য নাৎসি গুলো তারই উত্তরসূরী l অদ্ভুতভাবে এখন ইস্রায়েল ও আম্রিকাও এই লোকগুলোকে সাপোর্ট করছে l
  • dc | 122.164.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৯504399
  • এই আম্রিকি মদতপুষ্ট নব্য নাতসি সিভিলিয়ানগুলো মহা পাজি। সিআইয়ের থেকে নির্ঘাত হাজার হাজার ডলার পেয়েছে, আর এখন আবার রিফিউজির ছদ্মবেশে বর্ডার ক্রস করে নানা দেশে ভিড় বাড়াচ্ছে। আর বাচ্চা নব্য নাতসিগুলো তো সবথেকে শয়তান, মায়ের কোলে চেপে রিফিউজির ছদ্মবেশ নিয়ে পালাচ্ছে। সেইজন্যই পুটিন এই নব্য নাতসি সিভিলিয়ানগুলোর ফ্ল্যাটেও মিসাইল ছুঁড়ছে। জয় পুটিন। 
  • সে | 2001:1711:fa42:f421:941e:ca3e:feed:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৯504400
  • ডিসি,
    একটু সবুর করুন। সমস্ত তথ্যসহ নতুন লেখা শীঘ্রই আসছে।
  • dc | 122.164.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৮504402
  • সে, আচ্ছা :-)
  • Debanjan Banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৮504403
  • @ডিসি আপনি যে সিভিলিয়ান গুলোর কথা বলছেন তারা কোথায় ছিল যখন আম্রিকা ইরাকের উপর বোমা ফেলছিলো ? আপনার যেসব উক্রেনীয়দের জন্য দরদ উঠলে উঠছে সেই সো called সিভিয়ানগুলোই আম্রিকাকে ইরাকে বোমা ফেলতে সহায়তা করেছিলো l ২০১৪ সালে যখন উক্রেইনের নির্বাচিত সরকারকে আম্রিকা তাদের নব্য নাৎসি দের দিয়ে ফেলে একটা আমেরিকার তাঁবেদার পুতুলকে গদিতে বসিয়েছিলো তখন এই সিভিলিয়ানগুলো যদি রাস্তাতে নামতো আজকে তাদের দেশ ছাড়তে হতোনা
  • dc | 122.164.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৬504404
  • ঠিকই তো, আম্রিকা যখন ইরাকের ওপর বোম ফেলছিল তখন ইউক্রেনের সিভিলিয়ানগুলো কোথায় ছিল? ইউক্রেনেই ছিল নাকি অন্য কোথাও গেছিল? তখন বোধায় ওরা সবাই আম্রিকায় গেছিল সিয়াইয়ের টাকা খেতে। ইউক্রেনের সিভিলিয়ার পপুলেশান নাকি চল্লিশ মিলিয়ন মতো। এই চল্লিশ মিলিয়ন আম্রিকি মদতপুষ্ট নব্য নাতসি সিভিলিয়ান সব হাওয়া খেয়ে বেড়াচ্ছিল। সেইজন্য পুটিন ব্যাটাদের টাইট দিচ্ছে এখন। জয় পুটিন। 
  • Debanjan Banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৫504406
  • @ডিসি আচ্ছা সিভিলিয়ানরা সবাই যে নব্য নাৎসিদের ভয়ে পালাচ্ছেনা এটা আপনি কি করে বুঝলেন ? 
  • কেলো | 2a03:e600:100::***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৮504407
  • জেলেনেস্কি একজন ইহুদী, আবার নাজি। কি কেলো রে ভাই।
  • মগজ | 2620:7:6001::***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৪504408
  • ধ্যার মশাই। কিছুই তো বোঝেন না। ইউক্রেনের জন্যই তো ইরাক ওয়ার হল। ইউক্রেনের সিভিলিয়ানরা যদি প্রতিবাদ করত তাহলেই তো ইরাক যুদ্ধটাই হত না। কিচ্ছু খবর রাখেন না। অবশ্য এসব গভীর আলোচনা বোঝার মতন মগজে কিছু থাকলে তবে তো, বরং দেখুন শস্তায় যদি একটা মাংকি ক্যাপ, থুরি, থিংকিং ক্যাপ পান।
     
  • | 2406:7400:63:c790::***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫০504409
  • উফ , কতগুলো বোনার্জী একসাথে 
  • S | 2a0f:9100:110:a::***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০০:১২504410
  • তাতে কি হয়েছে? আরেসেসও তো একই সঙ্গে নাজিপন্থী আর ইজরায়েলের বন্ধু।
  • Debanjan Banerjee | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২০504417
  • অরে দাদারা জিওনিস্ট হলে বা ইহুদি হলে যে হিটলার পন্থী হওয়া যাবেনা কে বলেছে ? কোনো নিয়ম কি আছে নাকি ?স্বয়ং ইস্রায়েল কি গত ২০ বছর ধরে ইউক্রেইন্ এর নব্য নাত্সি দের অঢেল অস্ত্র পাঠায়নি ? আরএসএস এর মধ্যে কি মুসলমান খয়ের খা নেই ? ওই জন্যই বললাম যে পুরো ব্যাপারটাই ঘেটে ঘ , আপনাদের এতো সরল ভাবে ভাবলে চলবে না l 
  • dc | 122.164.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৫504418
  • আল জাজিরা বলছে কিয়েভ আর খার্কিভ এ এখনও স্ট্রিট টু স্ট্রিট ফাইটিং চলছে! হিটলার, বুশ, পুটিন, সব ডিক্টেটরই দেখা যাচ্ছে সাধারন মানুষের রেসিস্ট্যান্স আন্ডারএস্টিমেট করে। 
  • খোরাক | 2a0b:f4c0:16c:14::***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২৯504421
  • এই লোকটা নাকি নাজি, হিটলারপন্থী।
    কোথা থেকে এই সব পাবলিক ! পুরো খোরাক মাইরি !
  • Amit | 120.22.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩৯504422
  • আসলে রাশিয়াকে সরাসরি আক্রমণকারী বলতে গেলে অনেক বিপ্লবীদের ফেটে যাচ্ছে আর কি। এতদিন আমেরিকার কালো হাত ভাঙার স্লোগান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। তাই ঘুরিয়ে ফিরিয়ে নানা উড়ো তত্ত্বের আমদানি করতে হচ্ছে। 
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৩504423
  • https://time.com/5710303/nazi-collaborator-trials/
     
    নাজিদের জু কোলাবরেটর ছিল। নতুন কথা কিছু না।
  • দেয় কে | 104.244.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:০১504424
  • লে হালুয়া! এ তো হার্শ ব্যারেনব্ল্যাট ইউক্রেনিয়ান বানিয়ে দিল, তাই নয় একেবারে জেলেনিস্কির ঠাকুর্দা বানিয়ে দিল। ইউক্রেন ভর্তি সব জু কোলাবোরটর গিজগিজ করছে।
    মাইরি! এদের দেয় কে !
  • S | 2a03:e600:100::***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:১২504425
  • সমস্যাটা অন্য জায়্গায়। আমরা অনেকেই একইসঙ্গে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং ন্যাটোর ইস্টওয়ার্ড এক্সপ্যানশনের বিরুদ্ধে। কিন্তু ওয়েস্টার্ণ প্রোপাগান্ডা তো বাইনারি তৈরী করতে ওস্তাদ। ওদের কাছে সবই কোক-পেপসি; থার্ড কোনও অপশানই দেয়্না আমাকে আপনাকে।
  • Amit | 120.22.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৮504426
  • ন্যাটোর এক্সপানসন নিশ্চয় আপত্তিকর। কিন্তু সেটাকে ডিপ্লমেটিক্যালি আর পলিটিক্যালি অপোজ করা আর গায়ের জোরে মেরে দাদাগিরি দেখানো দুটোর মধ্যে তো তফাৎ আছে। এই যে এখন পুতিন বলছে দনবাস অঞ্চলে রাশিয়ান দের ওপর অত্যাচার চলছে , সেই ইস্যুটা কতবার রাশিয়া ইন্টারন্যাশনাল ফোরাম গুলোতে তুলেছে ?
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৪504427
  • ডিপ্লোম্যাটিক্যালি অপোজ করা ভাল আইডিয়া। কিন্তু চোরা কি ধর্মের কাহিনী শোনে? হোয়াইট ম্যানের ফেয়ারনেসে ততটা বিশ্বাস নেই।
  • S | 2a03:e600:100::***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৭504428
  • ন্যাটোর এক্সপ্যানশানের ক্রমাগত বিরোধিতা করে গেছে রাশিয়া বিগত ২০+ বছরে। কেউ পাত্তাই দেয়নি। আর ন্যাটো একটা আদ্যপান্ত মিলিটারি অর্গ। স্টেটেড পারপাসই হল রাশিয়াকে মিলিটারিলি কন্টেইন করা।
  • Debanjan Banerjee | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৯504429
  • দাদারা আপনারা আপনাদের zelensky এর azov battallion এর নাম শুনেছেন কি ? Zelensky ইহুদি হয়েছে জন্মসূত্রে কিন্তু গদিতে থাকতে গেলে তাকে নব্য নাত্সি দের সাথে নিয়েই চলতে হবে l zelensky একটা আম্রিকি পুতুল মাত্র যার নিজস্ব কোনো পলিটিকাল সাপোর্ট নেই তাই তাকে নব্য নাজিদের নিয়েই চলতে হয় l তাছাড়া জিওনিস্ট রা কখনোই নাজিদের সঙ্গে কোলাবোরেশন বন্ধ করেনি l জিওনিস্টদের মূল শত্রু মুসলিমরা , নাত্সি দের ওরা কোনোদিন সেইভাবে শত্রু হিসেবে দেখেইনি l https://en.m.wikipedia.org/wiki/Azov_Battalion
  • S | 2a03:e600:100::***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩০504430
  • চীনকে কন্টেইন করতে ইন্ডিয়াকে লাগে। ইন্ডিয়াকে কন্টেইন করতে পাকিস্তানকে লাগিয়ে দেওয়া হয়। মিডল ইস্টেও একই ব্যাপার। এই তো চলছে সারা দুনিয়া জুড়েই।
  • dc | 122.164.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩১504431
  • সবচেয়ে মজা হলো, পুটিন এর মধ্যেই বোম মেরে কতোজন সিভিলিয়ান মেরে ফেলেছে কে জানে। রিফিউজি হয়েছে কয়েক লাখ। 
  • Amit | 120.22.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৫504432
  • এগেন ডিপ্লোম্যাসি ফেল করলেও রাশিয়ার হাতে  ফার্স্ট এটাক এর তকমা লেগে গেছে। সেটাকে যে যুক্তিই দেওয়া হোক ফ্যাক্ট টাকে মোছা যাবেনা। 
    আমার হাইপোথেটিক্যাল প্রশ্ন যদি কোনো দেশের মেজরিটি ন্যাটো এলায়েন্স এ জয়েন করতে চায় , সেটাকে রাশিয়া গায়ের জোরে ঠেকানোটা মরালি ঠিক কিনা ? তারা ইউক্রেনকে ন্যাটোর থেকে বেটার অফার দিলোনা কেন ?
     
    কালকে যদি ধরি শ্রীলংকা বা বাংলাদেশ চীনের থেকে প্রচুর লোন নিয়ে ওদের দেশে চীনকে আর্মি বেস বানাতে দিলো। ইন্ডিয়ার তাহলে ওদেরকে এট্যাক করার রাইটস এসে যায় ? (দম হবে কিনা সে অন্য কথা )
     
     
  • dc | 122.164.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৪504433
  • S, ন্যাটো অনেকদিন ধরে ইউক্রেনকে মেম্বার করতে চাইছে আর রাশিয়া অনেকদিন ধরে তার বিরোধিতা করছে, এগুলো তো গিভেন। তো সেই অছিলায় পুটিন ইউক্রেন ইনভেড করে অনেকগুলো সিভিলিয়ান মেরে দিল আর আরও অনেককে রিফিউজি বানিয়ে দিল, এটা কি স্পষ্ট করে বলা যাবেনা? তাহলে তো বুশ আর ওর পুডলটা যখন ইরাক ইনভেড করেছিল তারও অনেক যুক্তি দিয়েছিল সেগুলোও মেনে নিতে হয়! তাহলে কোদালকে সবসময়েই বেলচা মেনে নিতে হবে আর কি :-)
  • S | 2a03:e600:100::***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৬504434
  • এইটাই তো বলছিলাম যে ওয়েস্টার্ণ প্রোপাগান্ডা সবকিছুকেই সুন্দরভাবে বাইনারিতে নিয়ে যায়। আপনার প্রশ্নের উত্তরগুলো সব কিউবান মিসাইল ক্রাইসিসে আছে।

    তবুও বলে দিই। আজকে যদি ইন্ডিয়া চীনকে টাইট করতে আমেরিকার সৈন্যদের চীন সীমান্তে দাঁড় করিয়ে দেয় বা ইন্ডিয়াতে আমেরিকার নিউক্লিয়ার মিসাইল গুলোকে চীনের দিকে তাক করিয়ে রাখার অনুমতি দেয়, সেক্ষেত্রে ইন্ডিয়াই চীনকে প্রোভোক করবে। তারপর যদি চীন ভারত আক্রমণ করে, তাহলে অবশ্যই চীনের বিরোধীতা করবো। কিন্তু তাতে ইন্ডিয়ার প্রোভোকেশানটা লেজিটিমেসি পায় না।
  • r2h | 134.238.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৯504435
  • দেবাঞ্জন ব্যানার্জিবাবু লিখেছেন 'ইন্দিরার বাংলাদেশ আক্রমণ'। মানে ঠিক নিজে দেখেছিলম তা না, এইখানে পড়ে অ্যান্ডর ভাটে লিখেছেন, সেই দেখে পড়লাম।

    তো, ইন্দিরা বাংলাদেশ কবে আক্রমন করেছিলেন? এইটা জানি না তো। বিশদে লিখলে বেশ অ্যাটেনশন পাওয়া যাবে বলে মনে হয়, অনেকেরই কৌতুহল থাকবে ব্যাপারটায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন