

বেশ গভীর ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ মাঝরাতে জানলায় টোকা শুনে ধরমড়িয়ে উঠে বসি। দেখি সামনে কুমুদি ছায়া শরীর নিয়ে দাঁড়িয়ে, চোখ পাকিয়ে বলে উঠলেন, "তুই আজকাল বড্ড ফাঁকিবাজ হয়ে গেছিস! এদ্দিন পেরিয়ে গেল, পুজো এসে গেল প্রায়, এখনও 'কুমুদির জন্য গল্পের' পুরস্কারের লেখা চেয়ে নোটিশ অবধি ছাড়তে পারলি না! মাত্র ক'টা বছর হলো একটু চোখের আড়াল হয়েছি আর এর মধ্যেই আমাকে ভুলতে বসলি! কচিকাঁচারা কিন্তু এখনো কোনো খবরাখবর না পেয়ে বড়ই উতলা হয়ে উঠেছে। আগের সব গল্প প্রতিযোগিতার বাছাই গল্পগুলো পড়ে ওরাও এবার কাগজ, কলম, কীবোর্ড হাতে তৈরি! ওরা তো মাথা খাটিয়ে টপ করে এমন সুন্দর সুন্দর সব গল্প লিখে ফেলে, পড়ে তো আমাদের তাক লেগে যায়!"
কুমুদি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের পিএইচডি, পেশায় বিজ্ঞানী, পরে দিল্লী প্রবাসী সুসাহিত্যিক জয়ন্তী অধিকারী গুরুচণ্ডালীর বড় আপনজন ছিলেন। তার সাহচর্যের মধুর স্মৃতি গুরুচন্ডা৯ কে এখনো আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে তাই তাঁরই স্মৃতিতে গুরুচন্ডা৯ প্রতিবছর কিশোর কিশোরীদের কাছ থেকে 'কুমুদির গল্প' বলে এক গল্প প্রতিযোগিতার আয়োজন করে চলেছে।
কুমুদির বকুনি খেয়ে আমি এক হাত জিভ বার করে দু'কান ধরে বলে উঠলাম,"স্যরি কুমুদি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি।" দু'দিন হলো পোস্টার আর হ্যান্ডবিল নিয়ে বেরিয়ে পড়েছি পাড়ায় পাড়ায়, দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো আর হাতে হাতে গোলাপি হ্যান্ডবিল বিলি করতে শুরু করে দিয়েছি যাতে রয়েছে, 'কুমুদির জন্য' গল্প প্রতিযোগিতার ঘোষণা। গুরুচণ্ডা৯-র পাতায় তো ঘোষণাটা দেওয়াই রইল।
২০২৫ এর আগস্ট মাসে তাই রইল গুরুচন্ডা৯-র তরফে কুমুদি পুরস্কারের জন্য নবীন কলমদের থেকে গল্প লেখার আহ্বান।
বয়স অনুযায়ী তিনটি বিভাগ-
ক বিভাগ- ১১ বছর বয়স পর্যন্ত;
খ বিভাগ- ১৪ বছর বয়স পর্যন্ত;
গ বিভাগ- ১৮ বছর বয়স পর্যন্ত।
গল্প লিখে মেল বডিতে টাইপ, লেখা স্ক্যান বা পিডিএফ করে ইমেইল করতে হবে guruchandali@gmail.com এই ঠিকানায়। লেখা পাঠাবার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫,
এর পরে আসা কোনও লেখা আমরা প্রতিযোগিতার জন্য বিবেচনা করতে অক্ষম।
বিষয় উন্মুক্ত, শব্দসীমার কোনও বাধা-নিষেধ নেই।
প্রত্যেক বিভাগের শ্রেষ্ঠ গল্পকার পাবে ২০০০ টাকার পুরস্কার এবং সকল নির্বাচিত গল্পকার পাবে ৫০০ টাকার পুরস্কার।
নির্বাচিত গল্পগুলি প্রথমে গুরুচণ্ডা৯-র ওয়েবসাইটে ও পরে বই আকারে প্রকাশ পাবে, যেটি বিনামুল্যে নির্বাচিত গল্পকারদের দেওয়া হবে।
গুরুচন্ডা৯র একান্ত অনুরোধ সবাই এই উদ্যোগের পাশে থাকুন, গুরুচণ্ডা৯-র এই গল্প প্রতিযোগিতার ঘোষণা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিত সবাইকে জানিয়ে দিন, ছড়িয়ে দিন বিভিন্ন গ্রুপে, পারলে জানিয়ে দিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। যেন এমনটা না হয় শুধুমাত্র ঘোষণাটা জানতে না পারার কারণে কোন নবীন কলম তার প্রতিভার স্বাক্ষর পৌঁছে দেওয়ার থেকে বঞ্চিত হল।
কুমুদির জন্য - গল্পের ডাক - ২০২৩>>
কুমুদির জন্য - গল্পের ডাক - ২০২২>>
কুমুদির জন্য গল্প - ২০২১>>
কুমুদি - মনে রবে>>
গুগল প্লেস্টোরে কুমুদির রোমহর্ষক গল্পসমূহের লিংক >>
Guruchandali | ১০ নভেম্বর ২০২৫ ১১:২১735658
Guruchandali | ১০ নভেম্বর ২০২৫ ১১:২২735659
Soham Chakraborty | 2409:4061:2d97:cf73:d6bf:93e8:bdbb:***:*** | ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮736375
তিয়াসা | 2409:4060:2dbc:abbb::9509:***:*** | ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:১৯736676