কেন আমি এই ক্রিকেটকে ভয়ঙ্কর ক্ষতিকর মনে করি?
কারণ এই ক্রিকেটের মাধ্যমে ফ্যাসিস্টরা একটা জঙ্গী, উগ্র দেশপ্রেম তৈরী করেছে, যার সঙ্গে সাধারণ মানুষের জীবনের কোনো সম্পর্কই নেই।
এই ক্রিকেটের মাধ্যমে একটা ফেক সুপ্রিমেসি তৈরী করার চেষ্টা। ক্রিকেটার যারা এই শাসকদের বিন্দুমাত্র সমালোচনা করবে, তাদের সরিয়ে দেওয়া হবে। আর সচিন সৌরভ কোহলি ধোনিদের মাথায় তুলে নাচা হবে।
আমার ধারণা এবারে রোহিত শর্মাকেও সরিয়ে দেওয়া হবে। তিনি ভারতের ভয়াবহ পরিবেশ দূষণের সমালোচনা করেছেন। শিশুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপর মোদীর প্রত্যাশা পূর্ণ করতে পারেননি।
কপিলদেবের মতো আসল ভারতরত্নকে আমন্ত্রণই জানানো হয়নি। কারণ তিনি কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছিলেন।
ফাইনাল কেন মুম্বাইতে না হয়ে আহমেদাবাদে হলো? কেন তার স্টেডিয়ামের নাম এক জীবিত শাসকের নামে?
ভেড়ারা শুধু যে প্রশ্ন করেনা, তাই নয়। তারা জানেই না কোথায় প্রশ্ন করতে হবে।
কেন মুসলমান খেলোয়াড়দের বিরুদ্ধে আই টি সেল এবং হোয়াটস্যাপ ইউনিভার্সিটির ছড়ানো তীব্র বিদ্বেষ? বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে এতো অবিশ্বাস্য ঘৃণা কেন?
প্যালেস্টাইনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়ার জন্যে অস্ট্রেলিয়ান যুবককে পুলিশ নির্মম প্রহার করে রক্ত বের করে দিয়েছে কেন?
না, ভেড়াদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশা আপনাদের কাছে। কাল এবং গত সপ্তাহে গুরুচণ্ডালি ডট কমে আমার এই ব্লগে দুটো লেখা পোস্ট করেছি। পারলে পড়বেন। যথারীতি মর্কটবাহিনীর গার্বেজ বোমা ছোঁড়া শুরু হয়ে গেছে। তা হোক।
তবে, আমাদের মতো যারা লড়াই করে যাচ্ছি দেশে ও বিদেশে, তাদের কাজটায় বিরাট সাহায্য করে দিয়ে গেলো এই অস্ট্রেলিয়ান দল, এবং তাদের ট্র্যাভিস হেড নামক ব্যাটসম্যান। আপনারা কিছুটা হলেও হিটলারবাহিনীর আগ্রাসন ঠেকিয়ে দিয়ে গেলেন। আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিগ মিডিয়ার প্রতি সহানুভূতি থাকলো। আপনাদের কত গল্প তৈরী ছিল। এই দেশদ্রোহীরা আপনাদের বেওসার বড্ড খেতি করে দিয়ে গেলো। রেটিংও পড়ে গেলো। শেয়ার মার্কেটের অবস্থা, বিলিয়ন-ডলার জুয়াতেও বিরাট লোকসান।
সেই বিরাট! যিনি বলেছিলেন নোটবন্দী এক ঐতিহাসিক পদক্ষেপ। যিনি কয়েক গ্যালন খাবার জল দিয়ে তাঁর গাড়ি ধুয়েছিলেন খরার সময়ে। ভেড়ারা মনে রাখেনি।
প্রত্যাশিত রেসপন্স -- "ক্রিকেট কে দোষ দেবেন না, যারা ক্রিকেট নিয়ে ব্যবসা করছে তাদের কে দোষ দিন । এই ক্রিকেটের জন্যে মহম্মদ সিরাজ, রিংকু সিং, যশস্বী জয়শয়াল এর মত ছেলেরা উঠে এসেছে, যারা অন্যথায় অত চালাত, বা ফুচকা বিক্রি করতো । এই ক্রিকেটার জন্যে হাজার হাজার ছেলে মেয়ে বুকভরা স্বপ্ন নিয়ে ঘুমোতে যায়।"
উত্তর -- তাদের সংখ্যা কত পার্সেন্ট? এ হলো ওই সারেগামা-জাতীয় মিউজিক ট্যালেন্ট সার্চের মতোই। ০.০০০০০১% সাকসেস। বাকীরা বাড়িঘর জমি জায়গা বিক্রি করে ভিখারি। ফালতু কথা ওরা বলুক। আমরা বলবো কেন? এভাবে কোনো অর্থনীতির সার্বিক উন্নতি হয়না। একে বলে ট্রিকল ডাউন ইকোনমিক্স। ওরা ঘি খায়। বাকীরা খুদকুঁড়ো। বৈষম্য আরো বেড়েই চলে। মিথ্যে স্বপ্ন আরো তৈরী হয়।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।