এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  স্বাস্থ্য

  • হাওয়ায় ভাসমান করোনা, দু একটি প্রয়োজনীয় কথা

    অরিন লেখকের গ্রাহক হোন
    আলোচনা | স্বাস্থ্য | ২০ এপ্রিল ২০২১ | ৩৮৭০ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • সম্প্রতি ট্রিস গ্রীনহল ল্যানসেটে প্রকাশিত একটি অপেক্ষাকৃত সহজপাঠ্য ও নাতিদীর্ঘ প্রবন্ধে অপর এক বৈজ্ঞানিকের (কার্ল হেনেগান) লেখা একটি রিভিউ এর সমালোচনা করতে গিয়ে ১০ টি প্রামাণ্য নিদর্শণ দিয়েছেন যে কারণে মনে করা যেতে পারে যে কোভিডের জীবাণু অতি ক্ষুদ্র কণায় ভাসমান থাকে, ও বায়ুবাহিত হয়ে সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ ঘটায়। আমরা এই লেখাটিতে একটু দেখে নিই কি কি বৈজ্ঞানিক কারণ তিনি দেখিয়েছেন, এবং এতে করে আমাদের নিজেদের কি করণীয়। 


    ব্যাপারটি সবিশেষ প্রণিধাণযোগ্য দুটি কারণে: এক, প্রথম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ("বিস্বাস") এবং অন্যান্য বহু স্বাস্থ্য আমাদের সাধারণ মানুষকে বলে এসেছেন কোভিড মূলত বড় ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, এবং তাই হাঁচি কাশি ইত্যাদির হাত থেকে রেহাই পাবার জন্য ছ ফুট (দুই মিটা দূরত্ব ) অবলম্বন করাই বিধেয়। তার থেকে দূরে কি সে ছড়ায় না? এ নিয়ে তাঁরা মোটামুটি নীরব থেকেছেন। এখন নতুন করে ভাবতে হচ্ছে। দ্বিতীয় কারণ, এই যে কোভিড বায়ুবাহিত বলে স্থির হল,এতে করে মাসক পরিধান, মেলা সমাবেশ, বাস-ট্রাম-ট্রেনে করে যাতায়াত, মায় হাসপাতাল কি হোটেলের ঘর, ইত্যাদিতে যে কোভিড ছড়াবে  এইটা জানার পর মানুষের কি করণীয় তাই নিয়ে সাবধান হবার ব্যাপার আছে। ব্যাপারটি নতুন কিছু নয়, অনেকেই অনেক দিন ধরে বলে আসছেন, তবুও ব্যাপারটি জনসমাজে প্রচলিত হওয়াতে কয়েকটি বিষয়ের অবতারণা করতে হয়। 


    এরোসল, ড্রপলেট কি এই নিয়ে খুব ছোট করে লিখে নেওয়া যাক | ধরুণ কেউ কাশলেন, জোরে চেঁচিয়ে কথা বললেন, থুতু ছেটালেন, এই জাতীয়  কাজকর্মের ফলে শ্বাসনালী থেকে হাওযায় ভাসমাণ জলকণা ছড়িয়ে পড়ল। এ সবই এরোসল (কারণ তারা হাওয়ায় যে সামান্য জলকণা থাকে সেখানে দ্রবীভূত অবস্থায় রয়েছে),এবার এদের সাইজ অনুযায়ী কেউ ড্রপলেট,কেউ ছোট পারটিকুলেট। এই সাইজের ব্যাপারটি, আমি যতদূর পড়েছি, ভারি গোলমেলে - কেউ বলেন ২ মাইক্রোমিটার,কেউ পাঁচ, কেউ ১০০ | ধরা যাক ৫ মাইক্রোমিটার সাইজের বা তার থেকে বড় সাইজের কণাকে আমরা ড্রপলেট বলে ধরা যাক (এইটা বিস্বাসের অনুমান, দেখুন: https://www.who.int/news-room/commentaries/detail/modes-of-transmission-of-virus-causing-covid-19-implications-for-ipc-precaution-recommendations)। এতে করে করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে মনে করা হচ্ছিল যে এ ভাইরাস কেবলই যারা আক্রান্ত মানুষের কাছাকাছি থাকেন তাঁদেরই ছড়ায় যেহেতু  এর সংক্রমণ ক্ষমতা হাম বা অন্যান্য সমগোত্রীয় জীবাণুর তুলনায় কম তাই, মোটামুটি মুখ থেকে ফুট ছয়েক দূর যাবার পর এই ড্রপলেট মাধ্যাকর্ষণ শক্তির বলে মাটিতে পড়ে যায়। কাজেই ফুট ছয়েক দূরত্বের কথা বলা হয়েছে। ড্রপলেট নিয়ে পরে বিশদে আরো লেখা যাবে, আপাতত এই লেখাটির অবতারণায় আরো একটি কথা বলে নিই। ড্রপলেট কিন্তু স্থায়ী নয়, সে বাড়ে কমে, বিশেষ করে গরমকালে জলীয় কণা যেহেতু দ্রুত উবে যায়, তার আকারও কমে যায, তখন সে শুধুই পারটিকুলেট এবং হাওয়ায় ভাসতে থাকে। সেখানেও ভাইরাস থাকে, এবং ঘন্টা তিনেক ভাইরাস সেই বায়ুবাহিত অবস্থায় ভেসে থাকে। কাজেই শুধু বড় কণিকা বা ড্রপলেট নয়, খুব ছোট কণিকা দিয়েও করোনা সংক্রমণ সম্ভব। এবং এই নিয়ে বহুদিন ধরে বৈজ্ঞানিকরা সাবধান করে আসছিলেন। 


    কি বলেছেন ট্রিশ রা? এনাদের বক্তব্য যে এমন যদি মনে করা হয় যে বড় ভাসমাণ কণার মাধ্যমেই মূলত যদি করোণা ছড়ায় তাহলে এই যে সাবধানতা যেমন ঘর বাড়ি পরিষ্কার রাখা, সরাসরি সংযোগ এড়ানো সামাজিক দূরত্ব, হাঁচি কাশি সম্বন্ধে সাবধানতা, মুখে মাস্ক পরা, এই ব্যাপারগুলো ঘরের ভেতরে বাইরে একই রকম থাকবে, এবং এইটুকু হলেই চলবে। কিন্তু ধরুণ যদি ব্যাপারটা এমন হয় যে হাওয়ায় ভাসমান অবস্থায় করোনাভাইরাস রয়েছে তাতে ইনফেকশন হবে,  তখন কিন্তু আরো অনেক কিছু ভাবতে হবে | তার মধ্যে ঘরের ভেন্টিলেশন, হাওয়ার ফিলটার, কতটা সময় ঘরের ভেতরে কাটাচ্ছেন, মেলা বা জনসমাগম, তারপর ধরুন যাঁরা স্বাস্থ্যকর্মী তাঁদের অন্যরকমের সুরক্ষা, এই ব্যাপারগুলো আসবে কিন্তু | আমরা যতদূর দেখেছি, বা করোনাভাইরাস সংক্রমণের যে প্যাটারণগুলো দেখা গেছে তা থেকে একটা ব্যাপার এখন বেশ বোঝা যাচ্ছে যে এ ভাইরাস শুধুই বা "মূলত" বড় কণা থেকে ছড়ায় না, বাতাসে ভাসমান ছোট কণা থেকেও কিন্তু ছড়ায় |


    তার প্রথম প্রমাণ, বার বার দেখা যাচ্ছে মেলা, জনসমাগম, ইলেকশনের লোক সমাগম, এইসব জায়গা বা ঘটনা থেকে করোনা ছড়ায় - এগুলো কিন্তু সুপারস্প্রেড ঘটনা। শুধু বড় কণিকা বাহিত হলে এমনটা হত না। দু নম্বর, বহু ক্ষেত্রে, বিশেষ করে যেমন নিউজিল্যাণ্ডে কোযারানটািইন হোটেলে দেখা গেছে সংক্রমণ ছড়াচ্ছে। নিউ জিল্যাণ্ডে  যেমন জনসমাজে সেভাবে কোভিড নেই বলা চলে,  কিন্তু এক ঘর থেকে অন্য ঘরে কোভিডের সংক্রমণ হয়েছে (ধরুণ আপনি ক নম্বর ঘরে আছেন, আপনার পাশের ঘর "খ" ঘর,"ক" ঘরে কোভিডের সংক্রমণ হয়েছে, কয়েক দিন পরে আপনার ঘরেও আপনার সংক্রমণ হল, যদি আপনার সঙ্গে "ক" নম্বর ঘরের বাসিন্দার কোন যোগাযোগ হয়নি |


    তিন, দেখবেন প্রায় ৬০% সংক্রমণ এমন কিছু মানুষের সূত্রে হচ্ছে, যাঁদের কিন্তু প্রিসিমপটোমাটিক বা এসিমপটোমাটিক বলা যেতে পারে। অর্থাৎ এঁরা যে কাশছেন হাঁচচেন তা কিন্তু নয়, সাধারন ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, অর্থাৎ এঁদের সুত্রে বড় মাপের কণিকা বেরোনর কথা নয়। কথা বললেও কণিকা বেরোবে অবশ্যই, তবে মনে রাখতে হবে সে কণিকার মাপ বিশেষ বড় সাইজের হবার কথা নয়। অথচ বাস্তবিক পক্ষে দেখলে দেখা যাবে, এই মানুষদের সূত্রে সবচেয়ে বেশী অসুখ ছড়াচ্ছে। 


    চার, দেখুন ঘরের ভেতরে সবচেয়ে বেশী অসুখ ছড়ানোর সম্ভাবনা। তার থেকেও বড় কথা, ঘরের ভেনটিলেশন যদি ভাল হয়, তাহলে কিন্তু অসুখ ছড়ানোর সম্ভাবনা কমে যায়। কাজেই, ঘরের ভেনটিলেশনের একটা ভূমিকা আছে,সেক্ষেত্রে শুধুই বড় ড্রপলেট মাটিতে পড়ে যাচ্ছে, এমনটা ভাবার কারণ নেই |


    পাঁচ, যে সমস্ত স্বাস্থ্যকর্মী এমন মাসক বা পিপিই ব্যবহার করেন যাতে শুধু বড় ড্রপলেট আটকানো যাবে, কিন্তু ছোট এরোসল আটকানো যাবে না, তাঁদের মধ্যে সংক্রমণের হার অত্যন্ত বেশী |  এখন স্বাস্থ্যকর্মীদের মধ্যে এমনিতেই সংক্রমণের হার অনেকটা বেশী হবার কথা, (এ নিয়ে সেথ জাডসনের একটি লেখা আছে,উৎসাহী পাঠক পড়ে দেখতে পারেন  https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6832307/) ,তাহলেও এই তারতম্যের একটা বড় কারণ ছোট ছোট বায়ুবাহিত ভাসমাণ ভাইরাসকণা। 


    ছয়, অন্তত কিছু ক্ষেত্রে দেখা গেছে, মোটামুটি ঘন্টাখানেক ও প্রায় তিন ঘন্টা পর্যন্ত বাতাসে করোনাভাইরাসকে মাপযোক করে পাওয়া যেতে পারে। সব সময় সবাই সব স্টাডিতে যে পেয়েছেন তা নয়,তবে ভাইরাস ওভাবে ধরাও সব সময় সম্ভব হয় না। তাহলেও, ব্যাপারটি উপেক্ষার নয়। 


    সাত, হাসপাতালের বায়ু সঞ্চালন টিউবে, এয়ার ফিলটারে কিন্তু করোনার উপস্থিতি দেখা গেছে। 


    আট, বিশেষ করে দেখা গেছে যে উপরে নীচে খাঁচা রাখা আছে তাতে প্রাণী রাখা, এবং নীচের খাঁচায় পরীক্ষামূলক ভাবে  একটি প্রাণীকে সংক্রমিত করা হল, দেখা যাবে কিছুকাল পরে ওপরের খাঁচায় অবস্থিত প্রাণীটিরও কিন্তু সংক্রমণ হচ্ছে। কাজেই, বড় ড্রপলেট,সে শুধুই নীচের দিকে ভরবাহিত হয়ে পড়ে গেলে এমনটি হত না। নিশ্চয়, বাতাসে ভাসমান অবস্থায় সে প্রাণিটিকে সংক্রমণ করেছে। 


    এই রকম আরো দু-একটি প্রামাণ্য বিষযের উপস্থিতি থেকে মনে করা হচ্ছে যে বড় ড্রপলেট তো বটেই, করোনাভাইরাস সতত বাতাসে ভাসমান। অতএব কয়েকটি বিষয় বিশেষ করে মনে রাখতে হবে:


    (১) মেলা,জনসমাগম, যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল (কেন, এ নিয়ে পররর্তী লেখাটিতে বিশদে লিখব)


    (২) অন্তত দু লেয়ারের মাসক পরুন, যাতে যতটা সম্ভব নিজের তরফ থেকে কম সংক্রমণ করতে পারেন


    (৩) পারলে ঘরের জানলা খুলে রাখুন, বা একান্ত ভাবে সম্ভব না হলে এয়ার কনডিশনারের ডাকট যেন যথাসম্ভব পরিষ্কার থাকে 


    জনস্বাস্থ্য বিভাগ থেকেও জনসমাগম যথাসম্ভব কম করার কথা বা তাই নিয়ে প্রচার করার আশু প্রয়োজন |  


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ২০ এপ্রিল ২০২১ | ৩৮৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২০ এপ্রিল ২০২১ ০৫:২৩104927
  • এসেছেন অরিন। সুস্বাগতম। 


    এই সময়ের জন্য প্রয়োজনীয় লেখা। পরের কিস্তির অপেক্ষায়। 

  • π | ২০ এপ্রিল ২০২১ ০৭:২৪104928
  • দরকারি লেখা অরিনয়া, তাড়াতাড়ি পরের কিস্তির অপেক্ষায়।

  • Abhyu | 198.137.***.*** | ২০ এপ্রিল ২০২১ ০৭:২৮104930
  • "অন্তত দু লেয়ারের মাসক পরুন"
    দু লেয়ার মানে কী? দুটো আলাদা মাস্ক? N95 পরলেও দুটো মাস্ক পরতে হবে?

  • π | ২০ এপ্রিল ২০২১ ০৭:২৯104931
  • এইটা থাকল।


  • দু | 47.184.***.*** | ২০ এপ্রিল ২০২১ ০৮:২৪104933
  • অরিন লিখেছেন বলে খুব খুশি হলাম। আর এঈ লেখা টা তো আশা করছিলাম ই।

  • অশনি সরকার | 2401:4900:3144:9b0:45:1ff1:d7d8:***:*** | ২০ এপ্রিল ২০২১ ০৯:০১104935
  • যা বুঝলুম, সংক্রমণ কিছুতেই আটকানো যাবেনা। নিজস্ব O2 Apparatus বা air scrubbing system ছাড়া। ইমিউনিটি বাড়ানোর দিকে মন দেয়াই ভাল।

  • শেখর সেনগুপ্ত | 2402:3a80:abf:9843:a200:7b4c:5e5:***:*** | ২০ এপ্রিল ২০২১ ০৯:৪৪104938
  • অরিনকে ধন্যবাদ সহজ ভাষায় বিষয়টা উপস্থাপনার জন্য। অভ্যুর মতো আমারও জিজ্ঞাসা যে দুই লেয়ারের মাস্ক বলতে কী বোঝায়। পরের কিস্তির অপেক্ষায় রইলাম।

  • জয়ন্ত ভট্টাচার্য | 117.2.***.*** | ২০ এপ্রিল ২০২১ ০৯:৪৭104939
  • সহজবোধ্য, সুন্দর লেখা। বিশেষ করে জনস্বাস্থ্যের প্রেক্ষিতে। গতবছর আগস্ট মাসে গুরুচণ্ডালীর পাতায় প্রকাশিত হয়েছিল "বাতাসে করোনা - The answer my friend is blowing in the wind"। 

     

    https://www.guruchandali.com/comment.php?topic=17871&srchtxt=জয়ন্ত%20ভট্টাচার্য


    এ দুটি লেখা হয়তো পরিপূরক।

  • Ramit Chatterjee | ২০ এপ্রিল ২০২১ ১০:১৬104943
  • অনেকদিন পর। খবর সব ভালো তো ।

  • Anindita Roy Saha | ২০ এপ্রিল ২০২১ ১৩:৩১104951
  • উল্লিখিত দশটি প্রামাণ্য নিদর্শনের বাকি দুটি জানার জন্য কৌতূহল হচ্ছে। গবেষণাপত্রে গেলে এতো সহজে তো বোঝা যাবে না। 

  • গবু | 103.42.***.*** | ২১ এপ্রিল ২০২১ ০১:২৬104968
  • অরিনের লেখা বেশ কিছুদিন পর পাওয়া গেছে। সহজবোধ্য লেখা! অনেক ধন্যবাদ!! 

  • Subhankar Mukherjee | 2409:4060:e9f:8a70::2fc8:***:*** | ২১ এপ্রিল ২০২১ ০৭:০২104969
  • Amar ekta kotha mone holo, ei virus protiniyoto natun mutant hobe , r ekta time ontor ei natun kore wave ashbe abar setar sathe manush immune kore gele abar kichudin kombe abar natun mutant er opekha , eivabei cholbe 


    Ei vabna ta koto ta thik?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন