

দীপঙ্কর চৌধুরী | 2402:3a80:aa6:1a27:f0cd:ad64:b7da:***:*** | ১৩ ডিসেম্বর ২০২০ ১৩:৫৪101076শিব্রাম চকরবরতী মশায় বাঙ্গালাসাহিত্যের এক শ্রেষ্ঠ লেখক, এক অনন্য মানুষ, এক অপরিমেয় সাহিত্যগুরু, যাঁর প্রকৃত মূল্যায়ন ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম এসে এসে করবে আরও আরও। তিনি কেবলমাত্র হাসির গল্পের লেখক হিসেবেই পরিচিতি পেলেন, এটা বেদনার।
আর ওঁর সম্পর্কে যতটুকু জেনেছি পড়েছি তার সিংহভাগ একলব্যশিষ্য ডাঃ সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের অনবদ্য কলমে---এটা অবশ্যস্বীকার্য!
মুক্তারামের শিবরাম, তক্তা রামের শিবরাম।কত শৈশবের সুন্দর দিন কাটিয়েছি হর্ষ বর্ধন গোবর্ধন বিনির গল্প পড়ে। আজ শিবরামের এই সুন্দর স্মৃতি চারণ পড়ে পুরানো সুখস্মৃতি গুলি সব আবার মনে পড়ে গেল। ধন্যবাদ জানাই লেখক কে
সুদেষ্ণা মৈত্র | 115.96.***.*** | ১৩ ডিসেম্বর ২০২০ ১৫:৩১101079খুব ভালো লাগল
santosh banerjee | ১৩ ডিসেম্বর ২০২০ ২০:০৪101083আমার সব চেয়ে প্রিয় লেখক , বাংলা ভাষা কে উনি যে ভাবে অস্ত্রোপচার করে সাহিত্য সৃষ্টি করেছেন মনে তো হয় না ধারে কাছে কেউ আসতে পেরেছেন ( এ যাবৎ পর্যন্ত ) ! শব্দের কারিকুরি ..রস বোধ এবং তাকে সঠিক জায়গায় স্থাপিত করা।..শুধু হাস্য গল্পের লেখক হিসেবে নন সিরিয়াস রম্য রচনা কারী লেখক ! শিবরাম চক্কোত্তির গপ্পো একবার পড়তে শুরু করলে শেষ না করে ওঠে কার সাধ্যি ???প্রণাম ওনাকে !!সম্মান জানাই এই "দুয়ে দুয়ে দুধ " করা মানুষ টাকে !!!
Biswarup | 2402:3a80:aaf:50d6:0:65:e0be:***:*** | ১৪ ডিসেম্বর ২০২০ ০৯:০২101093এই সব তথ্য দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ কন্টিনিউ।
GolGal | 113.2.***.*** | ১৯ ডিসেম্বর ২০২০ ২৩:১৬101183শিব্রাম নাকি বাচ্চা ছেলেদের নুনু চটকে দিতেন ? কেউ জানেন এই নিয়ে কিছু?
GolGal : কেন? পিএইচডি করবেন এ'বিষয়ে?
dc | 122.174.***.*** | ২৬ মার্চ ২০২১ ১৫:৪১104111শুধু শিব্রাম পড়ার জন্যই বাংলা ভাষা শিখে ফেলা যায়।