আপনি আমার টাইম মেশিন। নিজের বাল্যকালের কলকাতায় ঘুরে বেড়াচ্ছি আপনার করুনায়। যা প্রায় ভুলে গেছিলাম তাই জেগে উঠছে শব্দে শব্দে । যতদিন বাঁচি লিখে যান । বাঁচি এই মেশিনের আশ্বাসে
আকাশবাণী কলকাতার সাপ্তাহিক নাটক ছিল প্রতি শুক্কুরবার, সন্ধ্যে ৭-৫৫ মিঃ। বইয়ের দিকে চোখ রেখে রেডিওর দিকে কান রেখে নিয়মিত শুনতুম।
।
আবার সেই টাইম মেশিনে চডিয়ে দিলেন ! সেই ঘোষণা - আজকের নাটক! ছবি বিশ্বাসের ভরাট কণ্ঠ - এতো বড় দুঃসংবাদ দারা ! পড়ার সময় তখন। বাবা বললেন শাজাহান হছছে শুনবি আয়। মায়ের প্রবল আপত্তি সত্বেও একত্র শোনা।
অত অল্প বয়েসে কি করে যে পল্লী মংগল আসরের ফ্যান হয়ে ছিলাম ! মোড়ল বা মংগলময় কারা ছিলেন আজো জানি না। তাঁদের নাম কি বলা হত অনুষ্ঠানের শেষে?
১৯৬৩ সালের পুজোয় সলিল চৌধুরি দশটি অসাধারন গানের উপহার দেন !
আপনার লেখা পরে শৈশবে শোনা একটি গান মনে পড়লো
RADIO
Bob Marcus
Radio ...
Remember radio?
We'd sit and close our eyes and use our imagination.
Comedy, mystery, a Fireside Chat ...
Together we sat, listening madly to our favorite show.
Radio ...
Why did you ever go?
Oh, won't you please come and entertain us?
I long to turn that dial again
And hear the past and smile again -
Radio ... I miss you so.
অনেক ধন্যবাদ।
আহ শৈশব!
আরও পরবর্তীত সময়ে সাতের দশকে সদ্য স্বাধীন বাংলাদেশে রেডিও, চিরায়ত বাংলা ও রুশ সাহিত্য এসেছিল আমাদের শৈশবে, এই নিয়ে একদা কিছু লিখেছিলাম।
অনেক পুরনো কথা মনে করিয়ে দিলেন! আরও লিখুন
লেখাটি পড়ছি। শেষ হলে কথা হবে।
দু'তিনটি প্রসঙ্গ,
১ ফরিদপুরে মাদারিপুরের 'বাজিতপুর ' গ্রামটি বিখ্যাত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের জন্মস্থান হিসেবে। এটা আমার জানা এই কারণে, সেই গ্রামটি আমার মাতৃকুলের আদি আবাস। আমার মাতামহ, বিনোদ ভুঁইয়ার (স্বামী প্রণবানন্দের পূর্বাশ্রম ) অভিন্নহৃদয় বাল্যবন্ধু ছিলেন শুনেছি।
২ সুরজিত সেনের বোনের নাম লতিকা রত্নম । অমন হাস্কি, পরিশীলিত ইংরেজি উচ্চারণ যেকোনও নীলরক্ত মেমসাহেবকেও লজ্জা দিতো।
৩ 'দ্বীপের রাজা' মোহিত চট্টোপাধ্যায়ের লেখা । সম্ভবত সাতষট্টি সালে তার প্রথম অভিনয় করেছিলো জামশেদপুরের নাট্যদল 'বর্তিক'। ছোটোবেলায় সেই প্রথম দেখা মোহিতদাকে । বাবার সঙ্গে গল্প করতে আমাদের বাড়ি এসেছিলেন।
৪ 'কাজল নদীর জলে' তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান।
শিবাংশু বাবু
বিদ্যুৎ চমকের মত কত স্মৃতি জাগিয়ে দিলেন ! লতিকা
রত্নমের ইংরেজী অসাধারন - বিদেশে অমন কম শুনেছি।
দ্বীপের রাজা চিরকালের নাটক।
১৯৬৩ পুজোয় সলিল চৌধুরীর গান গুলো মনে পড়ে -
পথ হারাবো বলেই এবার/ মনের জানালা ধরে
যদি কিছু আমারে শুধাও/ দুর নয় বেশী দুর
পল্লবিনী গো সনচারিনি /