বাহ্।
খুব সুন্দর। শ্রীজাত র ক্যামিও টা ভালো ছিল।
কিন্তু এটাও তো হতে পারে অবনী গুগল এ ওয়েদার ফোরকাস্ট দেখে রেখেছিল।
তবে বেশ ভাল লাগল গল্পটা।
খুব ভালো লাগল। আরও গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
ভাল লাগল। কল্পনা আর বর্তমান মিশে বেশ ভালো। আরও লেখা চাই এরকম একটানে পড়ে ফেলার মত।
আগেও বলেছি, আমি আপনার ছোটগল্পের পাংখা।
বেশ লিখেছেন, ব্রাভো!
#
ফন্ট খুব চোখে লাগছে, অনুগ্রহ করে আগামীতে বদলে দেওয়ার অনুরোধ রইল। আর লেখায় কিছু প্যারা যোগ করলে চোখের আরাম হয়।
আরও লিখুন
ভালো গল্প। অবনী বাবুর একটা তোয়ালে ভারি দরকার।
আর হ্যাঁ, "...কেউ কেন ব্যাকরণ বই লেখে এটাও ধীমানের বুদ্ধির অগম্য" - এ এক মোক্ষম প্রশ্ন। ব্যাকরন বই লেখা আর অন্যকে ব্যাকরন বই পড়ানো, এ দুটোই ওয়ার ক্রাইম হিসেবে গণ্য হওয়া উচিত। অথত সমাজ এ ব্যপারে নিরুত্তর।
খাসা নিটোল একখানা গল্প।
কফি হাউসের চরিত্রগুলোর কথা যেহেতু আগে শোনা তাই বেশ উপভোগ্য লাগল।
গল্পটা এক নিঃশ্বাসে শেষ করেই আপনার গ্রাহক হয়ে গেলাম। অনেকদিন পর ুকটা ভাল ছোট গল্প পড়লাম।