রাস্তা থেকে আকাশ অবধি মিলিয়ে একটা সাইকেডেলিক ব্যাপার হয়েছে !
৫ নং -এর প্রথম পংক্তির শেষ শব্দটা কাঁধে না ক্কাথে ? দ্বিতীয় পংক্তিতে মুখ রেখে না মুখ গুঁজে , কীভাবে খুঁজবে ? শেষ তিনটি পংক্তিতে ইমেজটা বেশী প্রকট হয়ে গেল ?
এই রে,আমি জানতাম ক্কাথ মানে কোনকিছুর নির্যাস; আর কাঁথ মানে পাশের সিমেন্ট-বাঁধানো অংশটা, যেমন - জানলার কাঁথ।
হ্যাঁ, শেষটা হয়নি। এখনও যেরকম চাইছি, সেটা ঠিকঠাক লিখতে পারছি না; চেষ্টা করছি।
খুব ভালো লেখা
আমি কাঁথ শব্দটা জানতাম না বা মনে ছিল না, ঐ জায়গাটাই কাঁধ বলে ভাবছিলাম। আর ক্কাথ নিয়ে অন্যকিছু। যাই হোক এসব কিছু নয় , লিখতে থাকুন।
সায়ন্তন চৌধুরী আর সোমনাথ রায় এবারের রিভিলেশন, শুধু এই দুটো লেখাই হয়তো আমার এবারের পূজাবার্ষিকী থেকে মনে থাকবে। আপনি ভাই লিখে যান, বিন্দাস।
আমার যেটা সবচেয়ে মজা লেগেছে, সোশাল নেটওয়ার্কের আমলের পোলিটিকাল কারেকটনেস এর যেটা মেন ক্লেম, নিজস্ব অভিজ্ঞতা, সেটাকেই এই ধরণের লেখা চ্যালেঞ্জ করে, এখানে ছবি ও অভিজ্ঞতা তৈরী করা হয়েছে বাংলা কবিতার শব্দের জগতের কাউন্টার পয়েন্ট হিসেবে। আইডেন্টিটি r ফ্লুইডিটি টাই মেন হিসাব। অভিজ্ঞতা ধার করাটায় লিবেরেল দের ভালো হয়ে উঠতেই হবে, নইলে এই সব চোখ গোল গোল সোশাল কনজারভেটিভ দের এই উচ্চইস্বরের দিনে এ মানে জরুরী।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
আমি আপনার গদ্যের মুগ্ধ পাঠক। আমার পাঠে এই প্রজন্মের অন্যতম শক্তিশালী গদ্যকার আপনি। কবিতা হয়ত ভাল লেখেন,আমি বুঝি না তেমন কিন্তু আপনার গদ্য পড়বার অপেক্ষায় থাকলাম