
শুধুমাত্র উপস্থাপনার জোরে নিরস ধাতু বিদ্যার ইতিহাস কতোটা প্রাণোজ্জ্বল হতে পারে তার উদাহরণ এই লেখা। হিমসাগর আম বা মোগলাই পরোটার সাথে লৌহ বিনির্মাণ তুলনা? তা-ও মিলবে এই সরেস লেখায়।
একটি ছোট প্রশ্ন, এই লৌহ স্তম্ভ নির্মাণ কেন আবশ্যিক? আগে বলে থাকলেও হয় চোখ এড়িয়ে গেছে, নয়তো বুঝিনি।
পরের পর্বের অপেক্ষায়। উড়ুক
b | 162.158.***.*** | ০১ মে ২০২০ ২০:৫০92882
সুকি | 172.69.***.*** | ০২ মে ২০২০ ০৯:৪৭92904বিপ্লব, অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। কিন্তু "লৌহ স্তম্ভ নির্মাণ আবশ্যিক কেন" সেই নিয়ে আমি বিশেষ পড়াশুনা করি নি - আর ওটা আমার এরিয়া নয়, হয়ত ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন।
বি,
ধন্যবাদ। সিভিল তো আমার বিষয় নয়, তাই সেই নিয়ে লেখা হালকা চাপের হবে আমার পক্ষে। তবে পড়াশুনা করে নিয়ে না লেখার তেমন কিছু নেই। আসলে কি জানেন, এই ধরণের লেখা গুলো লিখতে অনেক সময় লাগে - আরো বেশী সময় লাগে 'এমন' ভাবে লিখতে। বেশীর ভাগ পাবলিক এটা হয় বোঝে না, বা বুঝলেও মানতে চায় না। এই ধরণের লেখা শক্ত ভাবে লেখা অনেক সোজা। অনেক সো কলড জ্ঞানী গুণি গবেষক/লোক টার্গেট অডিয়েন্স আর লেখার পারপাশ জিনিস দুটির সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে পারেন না। এবং সেই কারণেই এই গুরুর পাতাতেই পথিক গুহ-কে বেশ কিছু বার হ্যাটা হতে দেখেছি।
PM | 162.158.***.*** | ০২ মে ২০২০ ১০:০৪92906
PM | 162.158.***.*** | ০২ মে ২০২০ ১০:১১92907
b | 162.158.***.*** | ০২ মে ২০২০ ১১:১৯92909দারুন সব তথ্য জানতে পারছি সুকান্ত। অসম্ভব ভালোলাগছে পড়তে।
b | 162.158.***.*** | ১৪ মে ২০২০ ১৭:১৭93319
ar | 108.162.***.*** | ১৫ মে ২০২০ ০৪:০১93331
debu | 172.69.***.*** | ১৫ মে ২০২০ ০৫:৫৪93333