এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মুঠোফোন মুঠিতে------- ------- --- ---

    asis kumar banerjee লেখকের গ্রাহক হোন
    ১৮ আগস্ট ২০২৫ | ১৬ বার পঠিত
  •  
     
    আজ যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন । আজকের দিনে কোনো আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব বা অন্য কাউকে চিঠি লিখে তার উত্তরের প্রতীক্ষায় ডাক-পিয়নের পথ চেয়ে বসে থাকতে হয় না । 
     
    এক সময় ডাকবিভাগের স্লোগান ছিল হাতে লেখা চিঠির জন্য, "চিঠি লিখুন কারণ ইহা স্থায়ী" ।
     
     হাতে লেখা চিঠি আজ আর নেই,সময়ও নাই । সেই সময়ের চালচিত্র পেয়েছি আমরা কবি সুকান্তের কবিতায়, "কত চিঠি লেখে লোকে, কত সুখে, প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখ ও শোকে।"
     
    কিংবা গানের কলিতে "বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে, মনবলে তুমি রয়েছো যে কাছে আঁখি বলে কত দূরে।"
     
    পৃথিবীর বহু ভাষায় “চিঠি” সাহিত্যের একটা বিশেষ স্থান দখল করে আছে। রবীন্দ্রনাথ একাই বাংলা সাহিত্যের ভাণ্ডার চিঠিতে চিঠিতে ভরিয়ে গেছেন দু’হাতে।
     
     এখন হাতে লেখা চিঠি বিলুপ্তির পথে।
     
    মুঠোফোনের বিড়ম্বনার একটি গল্প শোনাই -(সংগৃহিত)
     
    গতবছর পূজার আগে গাড়ি নিয়ে বেরিয়ে
    ছিলাম কিছু কেনাকাটার জন্য ,এমন সময় ফোনটি বেজে উঠেছিলো
     - "স্যার, ব্লু ডায়মন্ড হোটেল থেকে কথা বলছি, আমাদের ইলিশ ফেস্টিভাল চলছে।"
     -আপনিও গতবার এসেছিলেন। আসুন স‍্যার। আপনি ভিজিটর কমেন্টে ভাল মন্তব্যও দিয়ে গেছিলেন, স্যার! "
     
    "আমি দেখছি" বলে ফোনটি বন্ধ করে দিয়েছিলাম।
     
      গাড়িটি আরও কিছুটা এগিয়ে যেতে আবার কল আসল,আসলো
     - "স্যার আপনার জুতোর অবশ্যই সোল ক্ষয়ে গেছে নতুন কিনে নিতে পারেন ,খুব ভালো কালেকশান আছে আমাদের "।
     
     "আপনি কারা কথা বলছেন ভাই? আমার জুতোর সোল ক্ষয়ে গেছে কি
    ভাবে জানলেন?"
     
     - "স্যার, আমি 'জারনি' থেকে কথা বলছি , আপনি দু় বছর আগে আমাদের দোকান থেকে জুতো কিনেছিলেন ,আমাদের কম্পিউটারটি বলছে যে আপনার জুতো ফেটে যাবে বা ছিঁড়ে পুরানো হয়ে যাবে !" 
     
     "ভাই, আমার জুতো অক্ষত ও সুন্দর আছে । " বলে তারপরে ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম ।
     
      কলটি কেটে যাবার পরই ফোনটা আবার বেজে উঠল,
     - "স্যার আপনার গাড়িটি সার্ভিস করে দেওয়ার সময় হয়েছে, একবছর হয়ে গেছে।মেনটেনান্স ডিউ " 
     
     "ভাই, আমার গাড়িটি সার্ভিস করার আমার ইচ্ছা যখন হবে তখনই করবো ।গোপনীয়তা
      বলে কিছু আছে কি, পৃথিবীতে? "
     রাগান্বিত হয়ে আমি ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করলাম কিন্তু মোবাইলে আবার বেজে উঠলো,
     -"স্যার, আগামী কাল আপনি আইনক্সে ম্যাটিনি শোয়ের জন্য টিকিট বুক করুন।" এবার একটা মেয়ে ছিল মায়াবী স্বরে ওপারে 
     আমি বললাম "কেন ম্যাম?"
     
     - "স্যার, আমাদের সিস্টেম বলছে যে আপনি অজয় দেবগনের প্রতিটি সিনেমা দেখেন,কাল নতুন মুভি রিলিজ হচ্ছে, সে কারণেই!" 
      আমি অস্বীকারে বোধ হয় ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই বলে ফেলাম "ঠিক আছে, এটি বুক করুন।"
     
     -"ঠিক আছে, স্যার!
     
     কেমন যেন নার্ভাস লাগছিল ।আবার কোন ফোনের জাল কোথায় বিছানো
     আছে কে জানে ?
     
      যাই হোক শো রুমে পৌঁছে আমি একটি প‍্যান্ট দুটি শার্ট কিনলাম। বিল কাউন্টারে গেলে তিনি জিজ্ঞাসা করলেন,
     - "স্যার, আপনার মোবাইল নম্বর ??" 
     
     সরাসরি বললাম "আমি দেবো না."
     
     -"স্যার, মোবাইল নম্বর দিলে আপনাকে ২০% আনুগত্য ছাড় দেওয়া হবে।" 
     
     "ভাই, আমার জীবন চাইলেও মোবাইল নম্বর দেব না।"
      আমার সপাট জবাব।
     
     -"স্যার, এত রাগ কেন? সে আমি বলবো না বলে ক‍্যাস হাতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম ।
     
     মনের মধ্যে তখন নানা প্রশ্নবাণে মন জর্জরিত, বিঞ্জানের জয়যাত্রায় মানুষের গোপনীয়তাটি আজ কি চলে যাবে ?
     
     কাল নাপিত বলবে, স্যার আপনার নিশ্চয়ই চুল কাটার সময় হয়ে গেছে,চুল ডাই করতে হবে, ইত‍্যাদি ।
     
     আমি আশঙ্কা করি যে 60 / 65 বছর বয়সে এমন ফোন এসে না যায় -অন্তিম যাত্রা র জন্যে একটি সুন্দর শয‍্যা বুক করে রাখুন ।
       আজকাল সময় অসময়ে এদের বিশ্বাস নেই যে বলবে
     শেষ ভ্রমণের জন্য বুক করা একটি সুন্দর বই পান ।
     
      কে একজন যেন বলে গেল ,ব্যঙ্গ হলেও মোবাইল নম্বরের অপব্যবহারের কঠোর সত্যতা অস্বীকার করা যায় না ।
     
    মুঠো ফোনে বন্দী আমার সমস্ত অনুভূতি ।
     
    মোবাইল ফোনের ব্যবহারে কিশোর-কিশোরীরা এতটাই মগ্ন হয়ে পড়েছে, যে তারা পারিপার্শ্বিকের দিকে তাকাচ্ছে না ।
     
    তবে আধুনিক মনে আধুনিকতার সুবিধা কি অস্বীকার করতে পারি ?
     
    আশিস বন্দোপাধ‍্যায়
    পূনশ্চ :রবি ঠাকুরের একটি সুন্দর চিঠির অ‍ংশ উল্লেখ করলাম যা আজও মনে দাগ কাটে -
     
    -শিলংয়ের চিঠি
     
    শ্রীমতী শোভনা দেবী ও শ্রীমতী নলিনী দেবী-
    কল্যাণীয়াসু।
     
    ছন্দে লেখা একটি চিঠি চেয়েছিলে মোর কাছে,
    ভাব্‌ছি ব’সে, এই কলমের আর কি তেমন জোর আছে।
    তরুণ বেলায় ছিলো আমার পদ্য লেখার বদ্‌-অভ্যাস,
    মনে ছিলো হই বুঝি বা বাল্মীকি কি বেদব্যাস,
    কিছু না হোক ‘লঙ্‌ফেলো’দের হবো আমি সমান তো,
    এখন মাথা ঠাণ্ডা হ’য়ে হ’য়েছে সেই ভ্রমান্ত।
    এখন শুধু গদ্য লিখি, তাও আবার কদাচিৎ,
    আসল ভালো লাগে খাটে থাক্‌তে প’ড়ে সদা চিৎ।
    যা-হোক একটা খ্যাতি আছে অনেক দিনের তৈরি সে,
    শক্তি এখন কম প’ড়েছে তাই হ’য়েছে বৈরি সে;
    সেই সেকালের নেশা তবু মনের মধ্যে ফির্‌ছে তো,
    নতুন যুগের লোকের কাছে বড়াই রাখার ইচ্ছে তো।
    তাই বসেছি ডেস্কে আমার, ডাক দিয়েছি চাকরকে,
    “কলম লে আও, কাগজ লে আও, কালী লে আও ধাঁ কর্‌কে।”
     
     
     
     

     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন