এটা আমি নই, অন্য কেউ r2h নামে লিখেছেন।
যারা আমার লেখার সাথে পরিচিত তারা নিশ্চয়ই আসল নকল এর ফারাক ধরতে পারবেন এই আশা রাখি
কিন্তু এই বিশ্বব্যাপি দুর্দিন এ এই ধরণের রসিকতা মানসিক সঙ্কুলান নষ্ট করে দেয়
গত তিন রাত এই নিয়ে অস্বস্তি তে স্বাভাবিক বিশ্রাম করতে পারি নি , শারীরিক অবস্থা ও ভালো নয়
গুরু তে যারা আমার থেকে পুরোনো তারা কি এই ব্যাপার থেকে পরিত্রান এর কোনো উপায় বলবেন?
শহর থেকে একটু দূরে, নানা রাজ্যেই সরকারি স্বাস্থ্যব্যবস্থা বন্ধ প্রায়। পশ্চিমবংগে বহু স্বাস্থ্যকেন্দ্র খুলছেনা, উড়িষ্যায় ও না, প্রায় সবই হোম ডেলিভারি সেখানে, ছোট সব প্রাইভেট হাসপাতাল বন্ধ, হয়তো উঠেই যাবে। আবার ত্রিপুরার মত রাজ্যে গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র খুলছে, অন্যন্য স্বাস্থ্য প্রোগ্রাম ও চলছে। কোলকাতাতে তো সংক্রমণের ভয়েই অনেকের স্যাম্পল টেস্টের জন্য নিচ্ছেনরা স্বাস্থ্যকর্মী টেকনিশয়ানেরা। মানে অন্য রোগের টেস্টও হবেনা। উত্তরপ্রদেশে দায়িত্বপ্রাপ্তরা ভয়ের চোটে ঘরে বসে। না তো এই কাজের জন্য কিছু করছেন, না অন্য রোগের পরীক্ষার কাজ। সারা দেশে ছড়ানো যেসব ভাইরাল ডায়গন্সটিক ল্যাবে সারাদিন নানাবিধ অসুখের জন্য অজস্র নমুনা পরীক্ষা হত, যার মধ্যে ডেংগু, চিকেনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস থেকে স্ক্রাব টাইফাস, মিজলস, হেপাটাইটিস, সব আছে৷ সেখানেও ফ্লু আর কোভিড বাদে আর কোনই পরীক্ষা হচ্ছেনা।
@শালিখ
ইগনোর করা ছাড়া উপায় নেই
আমি ট্রল এর প্রতিবাদ করায় এর আগের বার আমার গুরুচন্ডালি প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল