
প্রভাস চন্দ্র রায় | 2409:4060:2113:4236::2296:***:*** | ০৫ জুন ২০২০ ১৪:৫৫94022ইউরোপের অধিকাংশ উন্নত পুঁজিবাদী দেশগুলোর সরকার যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার দায় নিজেদের কাঁঁধে বহন করে, সেখানে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশের সরকার স্বাস্থ্য ব্যবস্থা থেকে নিজেদের হাত ধুয়ে ফেলছে।
এই প্রসঙ্গে বিভিন্ন ভাবে জন সচেতনতা জাগানোর প্রয়াস সত্বেও মানুষ সে ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করার মত আন্দোলন নিয়ে নিস্পৃহ থেকেছে। অথচ ভুগতে হচ্ছে তাদেরই বেশি।
আর চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো।
পারমিতা | 2409:4060:383:eb6:aafb:2be6:e8d8:***:*** | ০৫ জুন ২০২০ ১৬:২২94024
আর ভাই | 2409:4065:21b:3723:3485:62f6:7bff:***:*** | ০৫ জুন ২০২০ ১৮:৫৬94030
সূয্যি ডাক্তার ও বিমান বুড়ো একসাথে | 178.73.***.*** | ০৬ জুন ২০২০ ১৯:১৮94042শুনলাম নাকি চীন আর কিউবা র পর কেরালা ও নাকি ভ্যাকসিন তৈরী করে ফেলেছে
খালি ফেইসবুক থেকে ডাউনলোড করলেই হবে
"অতএব, স্বাস্থ্য একটি মাল - এবং জানেনই তো, মালের দায়িত্ব আরোহীর।"
অকপট সত্য। এপারেও চিত্র একই, দেশ বদলায়, শাসক বদলায়, শোষণ বদলায় না