১)
The art of war - Sun Tzu : Published by Arcturus, London, 2008. Pp- 126, Price not mentioned, ISBN 978-1-84193-358-0
২) কৌ¢টল্যের অর্থশাعÐ। অনুবাদক ¢ব কে চতুর্বেদী, প্রকাশনা ডায়াম¾ড পকেট বুক, ¢দল্লী, পৃষ্ঠা সংখ্যা ১৪৮,
ISBN
৮১ -৭১৬২-০৭৯-৪। মূল্য ৯৫ টাকা (২০০১ সালের মূল্য)।
এই দুজনকে সমসাম¢য়ক বললে খুব একটা ভুল হবে না। সান ৎসু হয়তো দুশো বছরের বড়ো। ¢কন্তু প্রায় আড়াই হাজার বছর আগের কথা, একজন চীন আর অন্যজন ভারতে। তবে কৌ¢টল্যের বই¢ট শুধু যুদ্ধশাعР¢নয়েই নয়, ¢কন্তু রণনী¢ত বই¢টর অনেকাংশ জুড়ে। আর সান ৎসুর ¢কতাব¢ট ¢কন্তু শুধুমাত্রই যুদ্ধ¢বদ্যা ¢নয়ে। জন্ম ও কর্মসুত্রেও ¢কছুটা তফাৎ আছে। ভারতীয় বСহ্মণ¢ট ¢ছলেন মুখ্যপরামর্শদাতা,মহামন্ত্রী আর ৎসু ¢ছলেন সেনাপ¢ত। কৌ¢টল্যের ¢বচক্ষনতা আর সান ৎসুর রণদক্ষতা ¢নয়ে উপকথা অনেক আছে। এক ¢বষয়ে এইসব উপকথার খুব ¢মল - দুই জনেরই প্রায় অবসেসিভ,একনিষ্ঠ স্বভাব।
প্রথমে দুই জনের রণকৌশলের বড়ো তফাৎগু¢ল দেখাই।
(১) ¢হন্দু যুদ্ধ¢বদ্যায় বূহ্য রচনা খুবই গুরুত্বপূর্ণ ¢ছলো। সেনাপ¢তরা কেমন ভাবে বূহ্য রচনা করবেন সে¢ট দুই পক্ষেরই ভাবনার ¢বষয় ¢ছলো। কোন বূহ্যের প্র¢তপক্ষে কোন বূহ্য সাজাতে হবে সে¢ট ¢ছলো অধ্যয়নের ¢বষয়। কৌ¢টল্য উল্লেখ করেছেন নানান বূহ্য রচনা কৌশল। দ¾ড, সঞ্জয়। শুলকর্ণ ইত্যা¢দ। জা¢নয়েছেন প্র¢তবূহ্যের হদীশ । যেমন সঞ্জয়ের প্র¢তবূহ্য হচ্ছে ¢বজয়, শুলকর্ণের প্র¢তবূহ্য ¢বশাল¢বজয়। চতুরংগ বলের খুঁ¢টনা¢ট বর্ণনাও আছে। যেমন পদা¢তক দুই সেনানী অন্তত: ১৪ আঙুল ব্যবধানে দাঁড়াবেন। ঘোড়সওয়ারেরা পারস্প¢রক দূরত্ব রাখবেন ৪২ আঙুলের। আর ৫৬ আঙুল দূরে দূরে হা¢তরা।
ৎসু ¢কন্তু এই ব্যাপারে সম্পূর্ণ ¢নশ্চুপ। ভাবতে অবাক লাগে প্রায় একই সময় দুই দেশের রণকৌশলের এতোটা তফাৎ ¢ক করে ¢ছলো।
(২) হা¢ত। ¢হন্দু যুদ্ধ¢বদ্যায় অপ¢রহার্য। দ্রুত গ¢তর যুদ্ধে সম্পূর্ণ অকেজো এই প্রানী¢টর প্র¢ত দুর্বলতা আবহমান কালের। কৌ¢টল্য ¢নর্দেশ ¢দয়েছেন রাজা যেন হা¢তর ¢পঠে চড়েই যুদ্ধ করেন। য¢দও মহাভারত বা পুরাণে দু একজন (অসমের ভগদত্ত) ব্য¢তক্রম ছাড়া রাজা রাজড়ারা ¢কন্তু রথের উপর চড়েই লড়াই করতেন। তাদের যুদ্ধবলের ইউ¢নটও ¢ছলো রথী, মহারথী,অ¢তরথী ¢হসাবে।
(৩) ৎসু ছোটো ছোটো বাক্য ¢বন্যাস করে যেন শ্লোক রচনা করে যুদ্ধের কৌশল ও নী¢ত ¢নয়ে আপ্তবাক্য বলেছেন আর তার পরেই চলে ¢গয়েছেন একেবারে ¢ডটেই®Òসর চূড়ান্তে। যেমন ¢লখেছেন ধুলো য¢দ ওড়ে عম্ভের মতন তো বুঝতে হবে রথেরা এগোচ্ছে আর অনেকটা স্থান জুড়ে ¢কন্তু অল্প ধুলো উড়লে বুঝতে হবে এ¢গয়ে আসছে পদা¢তকেরা। ¢লখেছেন হঠাৎ বন বাদাড়ে থেকে এক ঝাঁক পাখী উড়ে গেলে বোঝা যাবে শত্রুপক্ষ অ্যাম্বুশের জন্য লু¢কয়ে আছে। বা প্র¢তপক্ষের ক্যাম্পে য¢দ দেখা যায় ভারবাহী পশুদের জবাই করা হচ্ছে বা রান্নার বড় বড় বাসনপত্রগু¢ল তুলে রাখা হয়েছে তো বুঝতে হবে শত্রুপক্ষ জীবনমন যুদ্ধের জন্য প্রع¤ত হচ্ছে।
(৪) এই ধরনের ট্যাক¢টকাল অবজার্ভেশন কৌ¢টল্যে অনুপ¢স্থত। ¢কন্তু ¢ত¢ন মোটামু¢ট সব ক¢ট ক্ষেত্রেই ¢নজের মতামত রেখেছেন। যেমন কারা লড়াই করবে? কৌ¢টল্য বলেন সেনাবা¢হনীতে থাকবে মৌল সেনা(যারা বংশানুক্রমে যোদ্ধা, এরাই শ্রেষ্ঠ। আর থাকবে ভাড়াটে সেনা, ¢মত্র পক্ষের সেনা, আ¢দবাসীর দল (সম্ভবত: গে¢রলা যুদ্ধের জন্য ) ও শ্রেণী। এই "শ্রেণী' সেনার ব্যাখ্যা অনেকেই করেছেন। বাশাম সাহেবের মতে এরা
corporate soldiers
, হতে পারে প্রাইভেট আ¢র্ম। তুলনায় ৎসু কখনো ¢বহংগ দৃষ্টিতে দেখেছেন সমগ্র রণনী¢তর দর্শনকে এবং তার পরেই চলে গেছেন রনক্ষেত্রের একেবারে খুঁ¢টনা¢ট ¢বষয়ে। মনে হয় কৌশল ও মেথড ¢নয়ে তার উৎসাহ কম ¢ছলো।
যুদ্ধ জেতার জন্য ¢ক ¢ক প্রয়োজন? ৎসু জা¢নয়েছেন পাঁচ¢ট ¢বষয় (১) আনুগত্য (২) স্বর্গ অর্থাৎ আবহাওয়া (৩) প«¢থবী অর্থাৎ টেরেইন (৪) সেনানায়কের পারদ¢র্শতা আর (৫) শ«ংখলা ও পদ্ধ¢ত। কৌ¢টল্যও এই গু¢লর কথা উল্লেখ করেছেন।
ৎসু আরো বলেছেন এই পাঁচ¢ট ¢বষয়ের উপর তার তৈরী সাত¢ট প্রশ্নের যথাযথ উত্তর পেলেই ¢ত¢ন বলে ¢দতে পারবেন কোন পক্ষ যুদ্ধে ¢জতবে। কৌ¢টল্য বলেছেন তাঁর পুরবর্ত্তী রণপ¢¾ডতরা উৎসাহকে (মো¢টভেশন) মূল ¢নর্ধারক বলতেন। ¢কন্তু কৌ¢টল্য এটা মানেন ¢ন। বলেছেন শ¢ক্ত আর উৎসাহর মধ্যে শ¢ক্ত ই জয়পরাজয়ের মূল ¢নর্ধারক। শ¢ক্তশালী রাজা, আর রাজা ই বা কেনো, ম¢হলা,খোঁড়া,কানা,বালক - যে কেউ শ¢ক্তশালী হলে উৎসাহকে "¢কনে ¢নতে পারেন"। আরো বলেছেন আর শ¢ক্তর থেকেও বড়ো হচ্ছে ছলবু¢দ্ধ। ৎসু ও একমত, বলেছে "সব লড়াই ই ছলনার উপর ¢নর্ভরশীল"।
"তীরন্দাজের তীর হয়তো এক¢ট শত্রুকেও ¢নধনে সমর্থ হবে না, ¢কন্তু জ্ঞানী মানুষের ছলনায় গর্ভস্থ ¢শশুরও ম«ত্যু হয়" কৌ¢টল্য উবাচ।
দু জনেই ল¢জ¢স্টক্সের কথা জা¢নয়েছেন। ৎসু ¢নঁখুত ¢হসেব ¢দয়েছেন, এক হাজার হাল্কা রথ, এক হাজার ভারী রথ, এক লক্ষ বর্মাব«ত সেনা, এক হাজার ¢ল (এক ¢ল= আধ ¢কলো ¢মটার) যুদ্ধযাত্রার খরচা কতো? অ¢ত¢থ আপ্যায়ন থেকে শুরু করে রং,আঠা- এই সব ¢কছু ধরলে খরচা দাঁড়াবে দৈ¢নক হাজার আউন্স রৌপ্যের।
আশ্চর্য্যের ¢বষয়, এই দুই রণপ¢¾ডত দার্শ¢নক তত্ত্ব থেকে শুরু করে পতাকা ও ভেরীর উপযো¢গতা ¢নয়ে ¢লখেছেন তখন অعР¢নয়ে একেবারেই ¢নশ্চুপ। কৌ¢টল্য আহত যোদ্ধার ¢চ¢কৎসা ও ভেষজ ¢নয়েও ¢লখেছেন। ¢কন্তু অ®Ø¹Ðর ব্যাপারে দুই জনের একজনও এক¢ট মন্তব্যও করেন ¢ন। সমসাম¢য়ক ¢হন্দু ধনুর্বেদ ¢কন্তু ¢ব¢ভন্ন অعÐচালনা ও ¢নর্মানের ক্ষেত্রে যথেষ্ট প্রচ¢লত ¢ছলো।
যুদ্ধের "দর্শন" থেকে রণাঙ্গনের ¢নতান্ত ক্ষুদ্রতম ¢ডটেইলস য¢দ এক¢ট পূর্ণাঙ্গ দেহ হয় তবে ৎÉসু এই দেহের মাথা ও পা। আর মধ্যদেহ কৌটিল্যের। কৌশল ও রাজ কর্ত্তব্য এই সব কৌ¢টল্যের লেখ্য ¢বষয়। তুলনায় ৎসু যে দর্শনের কথা মাঝে মাঝেই ছোটো ছোটো আপ্তবাক্যে লিখেছেন সেগুলির এক সর্বাঙ্গীণ "অ্যাপীল" আছে, রণাঙ্গনের বাইরেও যা প্রযোজ্য। এ কারণেই ৎসু ইতিহাস বিখ্যাত সেনানায়ক , রনপ¢¾ডতদের থেকে শুরু করে অধুনার ম্যানেজমেন্ট ছাত্রদেরও প¢ঠত ¢বষয়। কৌ¢টল্য ,নেহাৎ ই পুরোনো বই যারা ঘাঁটতে চান, তাদের ¢প্রয়।
৫ই জানুয়ারী, ২০১০