এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • r2h | 49.206.***.*** | ২০ জানুয়ারি ২০২১ ১০:১৪101879
  • হ্যাঁ, ঐ নব্বই শতাংশ একশো শতাংশ, ওসব আমার মতেও খুব বিপজ্জনক। কয়েকটা পোস্ট আগে লিখলামও। যেকোনরকম জাতীয়তাবাদও খারাপ জিনিসই।

    ব্যক্তিগত মত, হ্যাঁ, তা তো বটেই। নাহলে সব মানুষের ক্ষেত্রে তো অত ভাষা শেখা সম্ভব না।

    ন্যাড়াদা, বাংলাপক্ষের ঠিক কী দাবী বুঝি না, তবে আমি যা বুঝি, এটা অন্দোলন করে ভাষা বাঁচানো না, আন্দোলন করে ভাষা মেরে না ফেলার ব্যাপার, অন্য ভাষা চাপিয়ে না দেওয়ার ব্যাপার।

    পবঙ্গ বোর্ডে এইট নাইন নাগাদ নাজি জার্মানীতে ভাষা চাপানো নিয়ে খুব মর্মস্পর্শী একটা গল্প ছিল কে যেন, ভুলে গেছি।

    এখন ভারতে ফোন কল করলেই কোভিড নিয়ে একটা বানী হয়, আমি আছি লুরুতে, ইংরেজিতে বলে পুরোটা, মাঝখানে ছোট একটা হিন্দি কথা। আপত্তির কিছু আছে কি নেই, কে জানে। কিন্তু হিন্দি হিন্দু হিন্দুস্তানের বৃহৎ পরিকল্পনা তো সুবিধের জিনিস না।

  • হিজি -বিজ -বিজ | 2603:8000:b101:f400:3400:7b69:1397:***:*** | ২০ জানুয়ারি ২০২১ ১১:২৮101887
  • "অমুক চাকরি অমুকের জন্য ৯০% সংরক্ষিত করতে হবে, ভূমিপুত্রের অধিকার সবার আগে" এটা ভারতের ​​​​​​​অনেক ​​​​​​​রাজ্যে ​​​​​​​আছে তো বাংলায় হলে আপত্তি কেন ?

  • dc | 2405:201:e010:503c:89cc:c50b:1797:***:*** | ২০ জানুয়ারি ২০২১ ১১:৩৪101888
  • সব রাজ্যের ক্ষেত্রেই তো আপত্তি! সেজন্যই তো শিব সেনার কথা লিখলাম! 

  • Ranjan Roy | ২০ জানুয়ারি ২০২১ ১৩:৩৯101892
  • @সম্বিৎ,  


    পূর্ব পাকিস্তানের বাঙলা ভাষা আন্দোলনকে কীভাবে দেখবেন? মানে বুঝতে চাইছি।

  • lcm | 99.***.*** | ২০ জানুয়ারি ২০২১ ১৪:৩৬101895
  • "...বিভিন্ন জায়গায় বাংলায় কথা বলার জন্য অপদস্থ হতে হচ্ছে বাঙালিকে..."
    -- এরকম হলে সেটা খুবই বাজে ব্যাপার

  • Amit Sengupta | ২০ জানুয়ারি ২০২১ ২৩:২৯101906
  • ব্যাঙ্গালোর, গুরুগ্রাম, পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই ছেয়ে গেছে কলকাতা / পব থেকে আসা বাঙালিতে। সব স্তরে পাবেন তাদের। কলকাতায় চাকরী জেনারেটেড নাহলে স্বল্পকটা চাকরী নিয়ে মারামারি করে কি হবে? কলকাতার অর্থনীতির প্রাণ মারোয়াড়িরা ট্রেডিং ছাড়া অন্য বড় শিল্প বাইরে করলে ভাল ভাবে। তারা জানে সরকারী চাকরিতে বাঙালি থাকলে সুবিধা, অন্য রাজ্যের তুলনায় খাঁই কম। বেসরকারীতে হিন্দিভাষীরা কাছের লোক। অবশ্য বাঙালি যুবক যুবতীরা বুঝে গেছে ভাল হিন্দি ইংরেজি বলতে পারলে কলকাতায় কাজ পাওয়া সোজা। এখানে বাংলা নিয়ে জোরজারি করলে কাজগুলোই বাংলার বাইরে চলে যাবে। 

  • Ranjan Roy | ২০ জানুয়ারি ২০২১ ২৩:৪৫101909
  • একদম অমিতবাবু, এটাই বলতে চাইছিলাম।


    নতুন চাকরিই নেই তো তার রিজার্ভেশন।

  • lcm | ২০ জানুয়ারি ২০২১ ২৩:৫৮101910
  • এটা আজকের খবর (Jan 20), অন্য রাজ্যে, এটা একটা জাতীয় সমস্যা, ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে, স্থানীয় ভাষা এবং সংস্কৃতিকে উপেক্ষা করে এরকম "বিবিধ"-এর মাঝে "মহান" মিলন এর দরকার আছে কি না  --



    The ground-breaking ceremony for the campus, which was inaugurated by Shah in the presence of Chief Minister B S Yediyurappa and other state ministers, saw a banner put written only in Hindi and a plaque having Hindi and English.


    Union Home Minister Amit Shah and the BJP-led Karnataka government received severe backlash from the Opposition and Kannada activists on Sunday for giving preference to Hindi over regional language Kannada at the ground-breaking ceremony for the new Rapid Action Force campus at Bhadravathi, Shivamogga district.


    https://indianexpress.com/article/cities/bangalore/kannada-activists-amit-shah-event-hindi-7151245/

  • সম্বিৎ | ২১ জানুয়ারি ২০২১ ০৩:১৬101911
    • Ranjan Roy | ২০ জানুয়ারি ২০২১ ১৩:৩৯101892
    • @সম্বিৎ,  

       

      পূর্ব পাকিস্তানের বাঙলা ভাষা আন্দোলনকে কীভাবে দেখবেন? মানে বুঝতে চাইছি।

     
    হুতো যেমন বলল, এই আন্দোলন যদি অন্য ভাষা চাপিয়ে দেবার বিরুদ্ধে হয়, তাহলে ভাষা আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের মিল পাওয়া যেতে পারে। কিন্তু ভাষা বাঁচানোর আন্দোলনের নয়। পুব বাংলার ভাষা আন্দোলনও ভাষা বাঁচানোর আন্দোলন ছিলনা - ট্যাগলাইন যাই হোক না কেন।
     
    তবে চাপিয়ে দেবার ব্যাপারে বাংলার ট্র্যাক-রেকর্ড সেরকম ভাল না। বাংলা বলতে তো এনারা কলকাতা-কেন্দ্রিক স্ট্যান্ডার্ডাইজড বাংলার কথা বলছেন। সে বাংলাও কত ডায়ালেক্ট, প্রান্তিক ভাষা মাড়িয়ে তৈরি হয়েছে। অহমিয়াদের জিগেস করলেই কিছুটা আভাস পাওয়া যাবে। এই ভাষা-ভিত্তিক শভিনিজম খুবই স্লিপারি-স্লোপ। অন্য অনেক শভিনিজমের মতনই।
     
    ভাষা ফলোজ মানি অ্যান্ড পাওয়ার। আজ যদি বাংলাভাষীরা ভারতে পাওয়ার ব্রোকার হয় (ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যদি প্রচুর বাঙালি হত), প্রচুর ইন্ডাস্ট্রি করে চাকরি তৈরি করতে পারে তাহলে ভাষা বাঁচাও রে বলে সভা করার দরকর পড়ত না।
  • Amit | 203.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৪:০৭101912
  • সব স্টেটে তাদের ভাষায় সব সাইন বোর্ড ম্যান্ডেটরি লেখা থাক সেটা সমর্থন যোগ্য। বাংলার পাশাপাশি ইংরেজি বা হিন্দিতে লেখা থাকলেও আপত্তি নেই। একই ভাবে সমস্ত কল সেন্টারে ডিফারেন্ট ভাষা অপশনও থাকা উচিত। কাউকে জোর করে হিন্দি বলানো আপত্তিজনক। 


    যদি কোনো ফেডারেল পলিসি হয় যে সব স্টেটের জন্যে যে যেকোনো অফিসে নিচের লেভেলের কাজে লোকালদের জন্যে একটা %-কোটা রাখতে হবে সেটা অন্য ব্যাপার। মালয়েশিয়াতে যেমন প্রতি স্টেটের আলাদা ওয়ার্ক পারমিট সিস্টেম আছে। কিন্তু সো কলড ভাষা রক্ষার নামে হটাৎ হটাৎ কোনো স্টেট্ ৮০-৯০- %  চাকরি ভূমিপুত্রদের জন্যে জোর করে সংরক্ষণ করতে চাওয়া টা আপত্তিজনক। এগুলো জাস্ট লো লেভেল ডিভিসিভ পলিটিকাল এজেন্ডা এবং এসব দাবি যারা তোলে তাদের বেশির ভাগের পলিটিকাল ব্যাকগ্রাউন্ড ও ডুবিয়াস।  

  • লালু | 2401:7400:4005:2b8b:a855:d1a3:caac:***:*** | ২১ জানুয়ারি ২০২১ ০৭:৩৪101913
  • #NoVoteForTMC #একুশে_রাম_ছাব্বিশে_বাম

  • Dr Saurav Bhattacharya | ২১ জানুয়ারি ২০২১ ০৮:২০101914
  • অনেক রাজ্যেই ভূমিপুত্র সংরক্ষণ আছে। আপত্তিকর কিছু দেখছি না। তামিলনাড়ুতে তো এত বিহারী ওলা উবের ড্রাইভার নেই। এখানে এত কেন? এত পালে পালে বিহারী ঢুকছে কেন, অন্য রাজ্যে তো এরকম দেখছি না। নিজের স্বার্থ দেখার মধ্যে অন্যায় কি? 

  • r2h | 49.206.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৮:৫৪101916
  • কর্নাটক তামিলনাড়ুতে এত পালে পালে বাঙালী আইটিওলা ঢুকছে কেন তা নিয়ে আবার না ওরা আপত্তি করে।

    এইসবের এই বিপদ। খেটে খাওয়া অর্থনীতির নীচের তোলার লোকেদের ওপর ঝাল ঝাড়া সহজ।

    বাংলাপক্ষের কিছু কিছু দাবী জানি, যেমন ব্যাংক বা আপিস কাছারির কাগজপত্রে বাংলার অপশন থাকা বাধ্যতামূলক, সাইনবোর্ড, রেল স্টেশন ইত্যাদি - এগুলো খুবই প্রয়োজনীয়, যুক্তিযুক্ত। এটা ভাষা বাঁচানো না, আমি আমার নিজের জায়গায় নিজের ভাষার সুবিধেটা যেন পাই সেটা নিশ্চিত করা।

    কিন্তু সমর্থকদের দাবী যখনই এই 'পালে পালে বিহারি' ধরনের জায়গায় পোঁছে যায় তখন সেটা আর আসামের বাঙালখেদা বা শিবসেনার বাঙালী ফেরিওলাকে মারধর করার থেকে আলাদা কিছু হয় না।

    প্রসঙ্গত, কর্ণাটকে তামিল তেলুগুরা এসে সংস্কৃতি ও ঐতিহ্যের বারোটা বাজিয়ে দিল এমন কথা শুনেছি। পবঙ্গে বিহার থেকে লোক আসেন কারন প্রতিবেশি রাজ্য, ভাষার মিল আছে।

    একটা ভালো ম্যাপ দেখেছিলাম কাজের খোঁজে যাওয়ার হিসেবের, কোন রাজ্য থেকে কোন রাজ্যে বেশি মানুষ যান।

  • dc | 2405:201:e010:5034:59a0:7a3c:bc84:***:*** | ২১ জানুয়ারি ২০২১ ০৯:১১101917
  • কোথাও পালে পালে বিহারী ঢোকে, কোথাও পালে পালে মেক্সিকান ঢোকে। এই পালগুলোকে নিয়েই হয়েছে মুশকিল। 

  • r2h | 49.206.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৯:২৪101918
  • সংরক্ষণ নিয়ে খুব বক্তব্য নেই, কিন্তু আগেও যেমন অনেকে বললেন, সংরক্ষণ করার মত যথেষ্ট কাজ, চাকরি তো থাকতে হবে।

    রাজ্য সরকারের চাকরির নিয়মটা কী? আরবিট অন্য কোন রাজ্য থেকে চাকরিপ্রার্থী আবেদন করতে পারে? ডোমিসাইল সার্টিফিকেটের একটা ব্যাপার হতো আগে। এটা একটু দেখতে হবে তো। এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ এখন কেমনভাবে কাজ করে, একটু খুঁজে দেখি।

    এইগুলো সব ব্যবহারিক দিক, খুবই গুরুত্ত্বপূর্ণ, কিন্তু সংস্কৃতিরক্ষা জিনিসটার খুব উপকার এতে হবে না, তার জন্যে অল্পবয়সীদের আকৃষ্ট করার মত পপুলার কাল্চার না হলে এমনিতেও ভাষার ভবিষ্যৎ টিমটিমে। সে শহুরে জিনিস বা লোকশিল্প যাই হোক।

    পুরো জিনিসটা খুবই গোলমেলে, বাঙালীরা চাপে আছে এ খুবই বাস্তব, জাতীয় স্তরের নেতা বক্তৃতায় বলে শ্রমিককে চিঁড়ে খেতে দেখে বুঝেছে বাংলাদেশী অনুপ্রবেশকারী, রাজ্যস্তরের নেতা বাংলা ভাষার যোগ্যতা নেই অন ক্যামেরা বলেও ফুটেজ পেতেই থাকে (আবার সেইসব ফুটেজ দেওয়া মিডিয়াকে দু'পয়সার বললে তাঁদের অকমান লাগে), মুখ্যমন্ত্রী ওয়ান্নাবি বাংলা মাধ্যমে পড়ে কেউ মানুষ হয় না বলে (এবং ফুটেজ, দু'পয়সা, ঐ ঐ), দিল্লিতে দেখেছি দিনাজপুর মুর্শিদাবাদ ঐসব জায়গার কথার টান শুনেই কলকাতার ডায়ালেক্টের সঙ্গে পরিচিত লোকেরা রিক্সাচালকদের অনুপ্রবেশকারী হিসেবে সনাক্ত করে ফেলে! আবার ন্যাড়াদা যেমন বললো। খোদ কলকাতাও অজ্ঞানতায় পিছিয়ে নেই, পনেরো বছর আগেও নিজেদের মধ্য আগরতলার ডায়ালেক্টে কথা বললে ট্রামে বাসে লোকজন বাংলাদেশ থেকে এসেছি কিনা জিজ্ঞেস করতো (এ নিয়ে কোন ক্ষোভ নেই, জানে না তো কী করবে, কিন্তু সেটা হতো)।

    আর কোন ভাষাগোষ্ঠী ঐরকম টার্গেটেড হয় কিনা, বা হলেও এমন বৈরাগ্য, বিনয় ও তুষ্ণীম্ভাব দেখায় কিনা সেটা প্রশ্ন।

    সেই, কোথাও বিহারী কোথাও মেক্সিকান কোথাও বাঙালী - বিদ্বেষের এদিক ওদিক বৈ কিছু না (@dc)

  • :|: | 174.254.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ১২:০০101919
  • সেই যে অনেক সত্যিকারের পঙ্গপাল আসছিলো পাকিস্তান থেকে গুজরাট না পঞ্জাবে -- তা সেগুলোর কি হলো? 

  • guru | 203.163.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ২৩:২৫101926
  • গর্গবাবু MIT এর খুব সম্ভাবনা ময় ক্যারিয়ার ফেলে এই অনিশ্চিত এক্টিভিস্ট জীবনের ঝুঁকি নিয়েছেন | তার জন্য বাঙালি ও মানুষ হিসেবে তাকে সাধুবাদ জানাই | কিন্তু বাঙালিকে বাঁচানো সম্ভব নয় | আমাদের জাতির যুবক যুবতীরা নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে একেবারেই চিন্তিত নয় , ভালো করে নিজেদের ভাষাটাই বলতে পারেনা তারা ; আমাদের জাতির ভবিষ্যৎ সত্যি অনিশ্চিত | কোনো আশার আলো আমি দেখতেই পারছিনা | ভীষণ নিরাশার অন্ধকারে ডুবে গেছি |      

  • ar | 96.23.***.*** | ২২ জানুয়ারি ২০২১ ০৮:৪২101930
  • "আন্দোলন করে ভাষা বাঁচিয়ে রাখার কোন ঐতিহাসিক ও প্রামাণ্য উদাহরণ আছে? পুরো মানবেতিহাস ধরলে?"


    আছে তোঃ
    আধুনিক ইদ্দিস আর হিব্রু ভাষার এই ভাবেই রিভাইভ্যাল হয়েছিল। মনে হয় মাওরি আর আইরিশ গ্যালিক, এই দুই ভাষাই ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিসিমের সুফল ভোগ করেছে।
    এই লিঙ্কটা দেখতে পারেন।

    https://www.sapiens.org/language/language-revitalization/

     

  • সম্বিৎ | ২২ জানুয়ারি ২০২১ ০৯:১০101932
  • ইন্টারেস্টিং। অনেক ধন্যবাদ।

  • অরিন | 161.65.***.*** | ২৩ জানুয়ারি ২০২১ ০১:১৬101948
  • "মনে হয় মাওরি আর আইরিশ গ্যালিক, এই দুই ভাষাই ল্যাঙ্গু"


    ভাষাটার নাম টে রেও, জাতির নাম মাওরী। 


    মাওরী ভাষার অ্যাকটিভিজম হয়েছে বলে জানা যায় না, তবে মাওরীদের দাবিদাওয়া এবং ওয়াইটাঙ্গি চুক্তির বলে মাওরি রীতিনীতি এবং রেওয়াজকে সর্বস্তরে নিয়ে আসার একটা উদ্যোগ নিউজিল্যান্ড এ বরাবর ছিল। 

  • ar | 96.23.***.*** | ২৪ জানুয়ারি ২০২১ ২১:১৩102004
  • উইকি বা এনসাইক্লোপিডিয়া ব্রিট্যানিকার মতে ভাষাটার নাম মাওরি ভাষা (মাওরি (ম্যাকরন সহ) ল্যাঙ্গুয়েজ) বা টে রেও মাওরি, সংক্ষেপে টে রেও, বা মাওরি। লেখার ক্ষেত্রে উইকি বা এনসাইক্লোপিডিয়া ব্রিট্যানিকা কে মান্যতা দিয়ে থাকি।
    ভাষা বিষয়ক আলোচনাগুলো দুটো ধারায় হয়ে থাকে, প্রথমটি হল বিশুদ্ধ ভাষাচর্চা আর দ্বিতীয়টি একটি ভাষাকে জাতিসত্তার অংশ হিসাবে বুঝতে চেষ্টা করা। দ্বিতীয়টি হলে ভাষার ইতিহাসটাও জানা যায়, বোঝা যায়। ১৮৪০ সালের ওয়াইটাঙ্গি চুক্তির ভাষা-বিভ্রম (ইচ্ছাকৃত??!!) নিয়ে প্রচুর অ্যাকাডেমিক কাজ হয়েছে। এই চুক্তির সাতাশ বছর পরে নেটিভ স্কুলস অ্যাক্ট বলবৎ হবে, এবং ইংরাজিকেই একপ্রকার শিক্ষার মাধ্যম হিসাবে বিবেচনা করা হবে। মাওরি ভাষা বলা নিয়ে কোনো (সরকারী) বিধিনিষেধ ছিল না, কিন্তু কার্যক্ষেত্রে নিজের ভাষায় কথা বলার জন্য বাচ্চাদের কপালে অনেকসময় শাস্তিও জুটতো। ১৮৪০ সালের ওয়াইটাঙ্গি চুক্তির বহু বহু বছর বাদে, অনেক আন্দোলনের ফসল হল, ১৯৮৭ সালের মাওরি ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, যার বলে মাওরি সর্বপ্রথম সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি পায়। ভাষা পুনরুদ্ধারের কাজ এখনও চালু আছে।

    ১৯৮০ সালের মাওরি ভাষার সরকারী স্বীকৃতির দাবিতে প্রতিবাদ মিছিলের ছবি।

    https://nzhistory.govt.nz/media/photo/maori-language-protest-march

  • অরিন | ২৫ জানুয়ারি ২০২১ ০৩:০৫102017
  • বুঝেছি। আপনার লেখাটা পড়ে আরো স্পষ্ট হল। 


    আমার ঠিক করে লেখা উচিৎ ছিল, "মাওরি" ভাষায় মাওরি ভাষাকে "টে রেও" বলা হয় (অনেকটা বাংলা বাঙালীর ভাষা বলার মতন) | কথ্য, কোরেরো টে রেও। এইরকম |


    আসলে মাওরীদের ক্ষেত্রে মনে হয় ব্যাপারটা শুধুই ভাষার নয়, মাওরী ভাষায় যাকে বলে "মানা" (বাংলায় "মান/মর্যাদা"), তারও একটা ব্যাপার আছে। 


    যাকগে। 


    আপনিই ঠিক |

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন