এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • জোনাকির বাগান

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ২৯ জানুয়ারি ২০২৫ | ৪২৪ বার পঠিত
  • একজন ডাক্তারবাবু আছেন। বড় ডাক্তার। কিন্তু আমি ওনার কাছে যাব বাগান দেখতে। একটা বাগানের কথা উনি বলছেন। আজকাল সবাই বলতে চায়। সবাই সেই বলা দেখে ও শোনে। আমিও। চুপচাপ শুনতেই ভালো লাগছে। মাঝেমাঝে ঠাণ্ডা লাগে। কাশি হয়। থামতেই চাইছিল না। কাশি। তারই ফাঁকে ফাঁকে ডাক্তারবাবুকে দেখছিলাম। উনি পরতে পরতে মোড়া এক বাগানের কথা বলছেন। কোনটা মানুষের। কোনটা ফুলের। কোনটা ফলের। কোনটা খটাশ ও শেয়ালের বাগান। কমল চক্রবর্তী বলেছিলেন, “ভালো পাহাড়ে শেষ চিতা বাঘ দেখা গেছে পনেরো বছর আগে।” আমি ওখান থেকে চলে আসার সময় সেই চিতা বাঘের কথা নিয়ে। তাকে থেঁতলে পিটিয়ে মারা হয় ধরে নিয়ে একটা এপিটাফ লিখে আসি রেজিস্টারে। তাতে থেঁতলানর কথা বেশি ছিল। চিতা বাঘের কথা কথা কম ছিল। মানুষ থেঁতলাতে খুব ভালোবাসে। সেখান থেকে রক্ত বের হলে তার আমোদ হয়। আমি একজন মানুষ তাই লিখতে গিয়ে আসলে মানুষের কথাই স্মরণ করছিলাম। চিতাবাঘের নয়। তার কথা ভাবতে যাব কেন। আমি আমার কথা ভাবব তাই আমি থাকব। চিরকাল আমার কথা ভেবে ভেবে আমি অস্থির মতো হয়ে উঠে বলে বা লিখে চলব। ডাক্তারবাবুর কথা বলতে বলতে কমল চক্রবর্তী আর বান্দোয়ানের শেষ চিতা বাঘের কথা বলছিই বা কেন? তারা দুজনেই মরে গেছে বলে? তারচেয়ে ডাক্তারবাবু আর তাঁর বাগানের কথা বলি। ডাক্তারবাবুর বাগানের আরো অনেক পরত আছে। জলাশয় পার হয়ে। খটাশ ও শেয়ালের আগোছাল বাগান পার হয়ে ডাক্তারবাবু এ কোথায় আমাদের নিয়ে নিয়ে যাচ্ছেন? আমি জিজ্ঞেস করছি, “ডাক্তারবাবু।”
    --- বলুন মশাই ।
    — এ কোথায় এলাম।
    — একে বলে মৌমাছির বাগান।
    — মৌমাছির বাগান?
    — এখানে মৌমাছিরা থাকবে।
    — এখন থাকে না?
    — এখন সব বিষ মারা হচ্ছে। হাওয়া থেকে মাটি থেকে বিষ উপড়ে ফেলে, অনেক খেটে তবে এই মৌমাছির বাগান বানানো হবে।
    — কে বানাবে?
    — মানে?
    — মানুষ কি বানাতে পারবে? সে যেখানে যায় বিষ নিয়ে যায়। সেকি পারবে?
    — পুরোটা পারবে না।
    --- তবে ?
    — কিছুটা মানুষ করবে। বাকিটা গাছ আলো হাওয়া আর খটাশ ও শেয়ালের দল।
    — আর চিতাবাঘ?
    — আপনিই তো এফিটাফ লিখে এসেছেন না শেষ চিতাবাঘের?
    — আপনি কী করে জানলেন?
    — এপিটাফ কি আজানা থেকে যাবার জন্য, ঠিক জেনে গেছি।
    শহরে বসে স্মার্ট টিভির বাইরে থেকে আমি ডাক্তারবাবুকে বিদায়ের হাত নাড়লাম। উনিও টিভির ভেতর থেকে হাত নেড়ে মিলিয়ে যেতে যেতে বললেন, “আসবেন কিন্তু। ”

    এখন এই শহরে একটা বৃহৎ এপিটাফ - স্মৃতি অর্ঘ রচনা চলছে। আমি বেশিক্ষণ হাঁটতে পারি না। দাঁড়াতেও পারিনা। ব্যথা ব্যথা করে, হাঁফ ধরে। কাশতে কাশতে তার ফাঁকে ফাঁকে অনেক কিছু করি। তাই আমার বউ জিতা যখন বলল, “আজ মিছিলে যাব। মোমবাতি মিছিল।” তখন বলেছিলাম, “বুঝবে ঠ্যালা বৃষ্টি নামলে।” বৃষ্টি নেমেছিল ঠিকই কিন্তু সে অনেক পরে। মিছিল টিছিল শেষ হয়ে যাবার পর যখন রাত দখল করা চলছে। জিতা বলল, “পায়ে ব্যথা ধরে গেল। জুতোয় ফোসকা পড়ে গেল হাঁটতে হাঁটতে।” আমি বললাম, “অভ্যেস নেই তো। ওই জন্য। নি ক্যাপ পরে যাওনি।” ও বলেছিল, “হ্যাঁ, নি ক্যাপ পরেই গেছি। নইলে হাঁটতে পারতাম?” আমি আর কী করি স্মার্ট টিভিতে সব দেখি। রাত দখল যখন সম্পূর্ণ হয়েছে, একজন থেঁতলান মেয়ের জন্য সবাইকে হাত নাড়তে দেখলাম। অজান্তে কখন মিছিলে, ভিড়ে ঢুকে পড়েছি কে জানে। সবাই দেখি মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে নাড়ছে। সেই দেখে থেঁতলান মেয়েটাকে একটু একটু করে উঠে দাঁড়াতে দেখলাম। ছোটছোট আলোরা - কোটি কোটি জোনাকি জ্বলছে আর নিভছে। রক্ত মাখা হাতে মেয়েটি রক্তাক্ত পথ বেয়ে বেয়ে আমার পাশে এসে বসেছে যে কখন টেরটাও পাইনি। আমি আশ্চর্য হয়ে তাকে বললাম, “তোমার মুখে এখনও থেঁতলানর দাগ! ধুয়ে এসো!” ও বলেছে “দরকার নেই। দিন প্রেসারটা মেপে দিচ্ছি।” ডাক্তাররা থেঁতলে গেলেও প্রসার মাপতে পারে এই জানলাম!

    তারপর ও আবার অসংখ্য জ্বলা জোনাকির মিছিলে মিলিয়ে যেতে আমি ডাক্তারবাবুর কাছে যাই। একমাত্র উনিই পারেন এইসব কিছুর বাইরে পরতে পরতে বাগান বানাতে। এই থেঁতলানর বাইরে। ওনার ভোরের ঘুম ভাঙ্গিয়ে বলি, “ডাক্তারবাবু।” উনি বলেন, “এই যে, রাত দখল সেরে এলেন বটে। পায়ে ব্যথা করেনি।” আমি বললাম, “গায়েও।” উনি বলেন, “অনভ্যাসের ফোঁটা চড়চড় তো করবেই। তারপর কী মনে করে?”আমি বলি,“আরো একটা বাগান করলে হয় না।”
    — কিসের?
    — কেন! জোনাকির!
    — যায় তো বটেই কিন্তু অত জোনাকি পাবেন কোথায়?
    — কোথায় আবার শহরে। জানেন না গোটা শহরটা জোনাকির বাগান হয়ে গেছে!
    উনি স্মার্ট টিভির ভেতর থেকে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন তো থাকেনই। সময় আর গড়াচ্ছে না। এপিটাফ কি অজানা থেকে যাবার জন্য?

    উত্তরপক্ষ পত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ২৯ জানুয়ারি ২০২৫ | ৪২৪ বার পঠিত
  • আরও পড়ুন
    বাবর - upal mukhopadhyay
    আরও পড়ুন
    লাল রঙ - Nirmalya Nag
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অজয় সেনাপতি | 164.***.*** | ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৬540840
  • দারুন। জোনাকির বাগান গড়ে তুলতেই হবে।
  • :|: | 2607:fb90:bd5f:c247:5140:f0fe:4420:***:*** | ৩০ জানুয়ারি ২০২৫ ০৬:১৮540850
  • আজানা শব্দটি এতদিন অজানা ছিলো। ধন্যবাদ। 
  • kk | 172.58.***.*** | ৩০ জানুয়ারি ২০২৫ ০৭:৩৬540851
  • ভালো লাগলো।
  • Aditi Dasgupta | ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৫৬540857
  • মন থেকে জোনাকির বাগানের স্বপ্ন (যা ঘুমোতে দেয়না ) হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাবো! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন