উড়ে যায় উড়ে যায় সময়ের পাখা বেয়ে একদা মূর্ত যত দৃশ্যপট, আকৃতি --- রয়ে যায়, কি মায়ায় তাদের জড়িয়ে রাখা সেই ঈশা পার্বতী! অনাদি অনন্ত সে শক্তি বুঝি বলে দেয় ঃ কিছু ছাড়ো তবে পাবে পূর্ণতার স্বাদ--- অন্যথায় জীবন বিস্বাদ। ... ...
নেই নেই কিছু নেই--- যা দিয়ে "আশ্চর্য" কিছু তুলে ধরা যায় --- নেই কোনো আদি অন্ত --- নাটকীয় কোমল গান্ধার ; এই গল্পে কোনো নাও ভিড়বেনা কোনো কিনারায়--- (শুধু )চুপকথাগুলি যদি বেখেয়ালে উড়ে এসে পড়ে --- কোল পেতে থাকে দিলদার। ... ...
পুরাতন গালিচাটি ---ফুল লতাপাতা, জটিল বিমূর্ত নকশা --- না বলা,বা বলে যাওয়া কথা। কারা কারা মিলেছিলো, কারা কারা করেছিল আড়ি --- কারা কারা ঘরে এলো, কারা কারা ছেড়ে গেল বাড়ি। এখানেই শেষ তবে? কিছু স্থান রয়ে গেছে ফাঁকা। নতুন সুতোর ফোঁড় বলে দেবে কার সাথে কার হবে দেখা। ... ...
প্রাণের সঙ্গে জমে এ প্রাণের খেলা। আলোছায়া হাসি রাগ কান্না অভিমান --- সময়ের তন্তুতে গাঁথা সেই মালা--- দ্বি কোটিক বিভাজন করেনা আহ্বান। ... ...
প্রসন্ন এ প্রাতে ----- তোমার করুণা পথ উঠিতেছে জাগি। বাদ্য নিষিদ্ধ এই পথে --- শব্দহীন শিশিরের লাগি। ... ...
বেচা কেনা সাঙ্গ করে বন্ধ চোখ দোকানের ঝাঁপ নিতে চায় নীরব এ বিশ্রামের স্বাদ --- ফিরতি পথে --- মাতৃ পথে-- পাড়ি দিতে চায় আজ যত পুণ্য পাপ --- সেই পথ ঘিরে রাখে সে আদিম অনাহত নাদ। ... ...
রূপটি ছাপিয়ে সে যে অরূপিণী আলো! অন্ধজন তাই বুঝি দেখে তারে কালো ... ...
হৃদ গগনের বুকে দণ্ডনীতি খুঁজে নেয় মানে। অশ্রুহীন বিচারক অনিকেত হন সবখানে! বেঁচে থাক সুখে থাক যাপিত এ হর্ষ বিষাদ। ছোট ছোট চুপ কথা,অযাচিত দায়িত্বের স্বাদ! ... ...
দিলদারে স্বপ্নগুলি যায়নাতো ফাঁকি। ঘটে যাওয়া সত্যিগুলি ফিরে ফিরে বলে যায় --- জীবনের আছে আরো বাকি ! ... ...
ঘাসের উপর দেখো শুয়ে আছে গোলাপী শাড়িটি, ফুল, পাখি,লতাপাতা, পথ ধারে ছা পোষা বাড়িটি। বাড়িতে গল্প আছে, পথে ঘাটে গল্পের ধুয়ো --- দিলদারে মুক্তি বলে : মায়া --- তুমি আমারেও ছুঁয়ো ! ... ...