কী আর বলব!আমার অভিজ্ঞতাটাই বলিঃ
একটি গ্রুপে একজন আমার চেয়ে বয়স্ক ভদ্রলোক, একজন খেলোয়াড়ের পিতা, একটি পোস্ট ভাইরাল করলেন।
তার সারমর্ম--মোতিলাল নেহরু থেকে জওহরলাল, তস্য কন্যা ইন্দিরা, তস্যা স্বামী এবং পুত্র --ফিরোজ, সঞ্জয় রাজীব-- সবাই আসলে মুসলমান। সবার মুসলিম নামের ফিরিস্তি অমুক অমুক ---। ইন্দিরার মুসলিম নাম প্রথম শুনলাম। শেখ আবদুল্লা ও নেহরু ফার্স্ট কাজিন।
তারপর হুংকার-- এই পরিবারটি এক শতাব্দী ধরে গোটা দেশকে নাম পরিচয় ভাঁড়িয়ে বোকা বানিয়েছে। এখন সবার জানা উচিত। কাজেই সবাই ফরওয়ার্ড করুন।
তার নীচে গর্বের সঙ্গে দেয়া তথ্যসূত্রঃ নেহেরুর ব্যক্তিগত সচিব মাথাই বিরচিত বই যা ইন্দিরা ব্যান করেছিলেন।
আমি বিনয়ের সঙ্গে বললাম-- দাদা, এই পোস্টটি ফেক। দেশের ইতিহাস নিয়ে এত বড় দাবি করার আগে একটু ভেরিফাই করবেন না? মাথাইয়ের বইয়ে অমন কিস্যু নেই।
দাদাটি সদর্পে বলিলেন--ওই বইয়ে আছে, উনি পড়েছেন।
আমি তখন জানালাম যে দুটো বই লিখেছিলেন মাথাই ১৯৭৭ এবং ৭৮ সালে। আমি তার ইন্টারনেট লাাইব্রেরি থেকে পিডিএফ দিলাম। আপনি এবং আপনারা নিজে পড়ে দেখুন। আমার কথা বিশ্বাস করতে হবেনা।
বই পড়তে যদি ইচ্ছে না হয়, সূচীপত্র চেক করুন। ভূমিকা পড়ুন। মাথাই নিজের সমসাময়িক অভিজ্ঞতা লিখেছেন --কোন ইতিহাস বা বংশাবলী নয়। এবং দেশভাগের সময় তাঁর সেকুলার ভূমিকার কথা স্পষ্ট লিখেছেন।
তখন বললেন-- জন মাথাইয়ের কোন বইয়ে পড়েছেন, এরকম কথা আছে।
বললাম--জন মাথাই সচিব নয়, রেলমন্ত্রী ছিলেন। তাঁর কোন বই নিষিদ্ধ হয়নি।
সচিবের নাম এম ও মাথাই।
তখন বললেন --ফ্রীডম অ্যাট মিডনাইটে আছে।
এবার একজন অ্যাডমিন এবং আমি জানালাম যে বইটির লেখক কোন মাথাই নয়, ইউরোপিয় সাংবাদিক দ্বয়।
তখন বললেন --এ নিয়ে কথা বাড়াতে চান না। তবে সবাই জানে ফিরোজ গান্ধী আসলে ফিরোজ খান।
আমি সে নিয়ে দস্তাবেজ দিলে বিজেপি সমর্থক অ্যাডমিন বললেন--ছাড়ুন এবার। আমার ঘরেও একটা বই আছে , তাতে পড়েছি।
একজন রবীন্দ্রনাথের পুরো প্রবন্ধ তুলে দিলে জনৈক শান্তিনিকেতনী কট্টর বিজেপি বললেন -- আমি মানি না। মুসলিম ধর্ম মেয়েদের ভোগ্য মনে করে, হিন্দু ধর্ম করে কি?
মনুসংহিতা থেকে ৩২টি নারী বিরোধী শ্লোক তুলে দিলাম।
অ্যাডমিন বলল --আমি বামেদের মত হিন্দু বিরোধী। খালি নেগেটিভ কতা। আর ওসব শ্লোক প্রক্ষিপ্ত। বদনাম করার জন্যে, মুসলমান আসার পর ঢোকানো।
এবার খচে গেলাম।
পুরো ৩২টা শ্লোকই প্রক্ষিপ্ত? অসুবিধে হলেই ? কে ঠিক করেছে? একদিকে মনুকে মাথায় তুলব অন্য দিকে তার শ্লোক বাতিল করব?