এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • আজাদী

    Debayan Chatterjee লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৮ এপ্রিল ২০২১ | ২৩৫১ বার পঠিত
  • আমার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে।


    সে নিয়ে কথা হবে, তবে পরে। আগে একটা খবর দিই।


    ছ'মাস হলো একটা চাকরি করছিলাম। সে চাকরি নিয়ে কথা বলা নিরর্থক। শুধু এটুকু বলি, যে অফিসের পরিবেশ-লোকজন-গাছপালা-বিল্ডিং সয়ে সয়ে হাঁপিয়ে উঠেছিলাম একেবারে। একটা ছুটির দিন দুপুরে একটা সিনেমা দেখলাম। খুব পপুলার সিনেমা - Walter Salles-এর The Motorcycle Diaries। সিনেমাটা অনেকেই দেখেছেন, বিষয়বস্তু প্রায় সকলেরই জানা। সিনেমা দেখে যা হবার তাই হলো।


    ঠিক করে ফেললাম, রেজিগনেশন দেবো।


    এরপর একটা ইলাবোরেট প্ল্যান, লম্বা-লম্বা ফোনাফুনি, এইসব হলো। একদিন সকাল সকাল চান-নাস্তা করে যেমন করে অফিস যেতাম, সেরকম করে একটা ফাইলে সমস্ত ডকুমেন্ট নিয়ে অফিসের জন্যে বেরিয়ে পড়লাম। চোখ চে-র মতন অর্ধেক আকাশপানে, বুকে বিপ্লবের বারুদ।


    মেন গেট পেরিয়ে বেশ খানিকটা জঙ্গুলে রাস্তায় হেঁটে মেন বিল্ডিং। গটগট করে হেঁটে যাচ্ছি, এমন সময় রাস্তার বাঁয়ে একটু ঢালু মতন একটা জায়গা থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ পেলাম। কৌতূহল হলো। থেমে গিয়ে উঁকি মেরে দেখলাম।


    একটা বাচ্ছা কুকুর। কোমর থেকে লেজ অবধি ছালচামড়া উঠে মাংস বেরিয়ে গেছে। নিশ্চয়ই কোনো গাড়ি মেরেছে। কে জানে। এখানে বেশ গরম পড়েছে, তাই মাছি ভিনভিন করছে কুকুরটার ওপর। চিৎকার থামছে না কুকুরটার।


    আমার এখন কি করা উচিত? আমি ঠিক বুঝতে পারলাম না। অফিসে টাইম দেওয়া আছে। আমার চোখে, আগেই বলেছি - বিপ্লবের স্বপ্ন।


    আমি আর সময় নষ্ট না করে এগিয়ে গেলাম। যেমন করে ছোট থেকে ভিখারিদের দেখেও না দেখার ভান করার প্র্যাকটিস করেছি, ঠিক সেভাবে।


    ইস্তফা দিয়ে কাজ গুছিয়ে বিকেলে যখন ফিরছি, তখন জঙ্গুলে রাস্তাটায় খানিক অন্ধকার নেমেছে। সে জায়গাটায় পৌঁছতেই মনে পড়ে গেল। থেমে উঁকি মেরে দেখলাম। কুকুরটা নেই। যাক।


    উল্টোদিকে ঘুরে দেখি রাস্তার অন্য পাড়ে আরেকটা কুকুর। এটা পূর্ণবয়স্ক। থাবার ওপর মুখ রেখে চুপ করে শুয়ে আছে। আমায় দেখতে পেয়ে একবার মুখ তুলে তাকালো।


    তারপর ঘেন্নায় মুখটা নামিয়ে নিল।


    যাইহোক। এবার সেই অভিযোগের কথায় আসি। অভিযোগটা উঠল একটা ঠেকে। ব্যাপার এই, যে আমি আজকাল কবিতার নামে যা লিখছি, সেসব নাকি মোটেই কবিতা হচ্ছে না। অভিযোগকারী বেশ কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। দু-তিন রকমের ছন্দ বোঝালেন - অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, দলবদ্ধ কিসব। রাগ হচ্ছিল, বেশ বোঁ হয়েও ছিলাম - কিছুই বুঝলাম না। তিনি আরো বললেন, যে সব লেখায় একটা ছবি তৈরি হওয়া উচিত। আমার লেখায় সেটাও হচ্ছে না। বেসিক্যালি লেখাগুলো সাহিত্য না হয়ে খবরের কাগজের রিপোর্ট হয়ে যাচ্ছে বেশি।


    প্রথমদিকে বেশ মন দিয়ে শোনার ভান করছিলাম। মাথা নেড়ে দু-চারবার "অবশ্যই, অবশ্যই"-ও বলেছিলাম। কিন্তু এতোখানি শোনার পর মাথাটা একেবারে গরম হয়ে গেল। বেশ খানিকটা খিস্তি মেরে দিলাম। যুক্তি দেখিয়ে বললাম - আজকাল কোন খবরের কাগজে রিপোর্টের মতো রিপোর্ট পড়ছেন?


    পরে মনে হলো, ভুল বললাম। কাগজে রিপোর্ট থাকে - তবে সঙ্গে তো ছবিও থাকে। ছবি দেওয়ার দরকার পড়ে, কারণ - কাগজের রিপোর্টে সত্যি সত্যিই কোনো ছবি তৈরি হয় না। যদি হতো, তাহলে চায়ের দোকানে বসে এতো লোক এতো আরামসে কাগজ পড়তেই পারতো না। পাগল হয়ে যেতো। আর তাছাড়া, কে-ই বা কবে কবিতার বইয়ে ছবি দেখেছে?


    তখন গ্রীষ্মকাল। দুপুরবেলা, বেশ চাপা গরম। আমাদের বাড়িতে যিনি রান্না করেন, তিনি আমায় এসে জিজ্ঞেস করলেন - দাদা, চা খাবেন?


    আমি অবাক হয়ে বললাম - চা? এই গরমে? পাগল নাকি! না না, খাবো না চা এখন।


    রাঁধুনি "আচ্ছা দাদা" বলেই চলে যাচ্ছিলেন, আমি ডেকে দাঁড়াতে বললাম। জিজ্ঞেস করলাম - এতো গরম পড়েছে, আর আপনি এখনো ফুলহাতা ব্লাউজ পড়ে কাজে আসেন কেন? রান্নাঘরে তো ফ্যানও থাকেনা!


    রাঁধুনি মৃদু হাসলেন। গ্রীষ্মের দুপুরের লু-এর মতন সেই হাসি। ডানহাত দিয়ে বাঁ-হাতের ব্লাউজের হাতা কনুই অবধি তুলে দেখালেন। দেখলাম - ব্লাউজের নিচের হাতের চামড়ার রঙ বাকি দেহের, মুখের রঙের চেয়ে একেবারে আলাদা - ফ্যাটফ্যাটে সাদা।


    কিরকম একটা যেন লাগলো। ঘেন্না? জানিনা। সামলে নিয়ে জিজ্ঞেস করলাম - এভাবে এতোটা পুড়ে গেছে? কিভাবে?


    রাঁধুনি বললেন - মদ খেয়ে বর ম্যাচিস মেরে দিয়েছে।


    খুব রাগ হলো আমার। একটা কর্তব্যবোধও চাগাড় দিয়ে উঠলো পেটের ভেতর। বললাম - আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি নিচে সই করে দিন। বড়বাবুকে ভালোই চিনি, থানায় গিয়ে জমা করে দিলে এফআইআর হয়ে যাবে এক্ষুনি।


    রাঁধুনি মাথা নিচু করে দাঁড়িয়ে। তারপর মাথা নিচু করেই বললেন- দাদা, জেলে তো খাবার ভালো নয়, তাই না?


    ---


    সেই সকালটা, আহা! মনে পড়লে এখনো দিল-টা লাফিয়ে ওঠে মাইরি।


    সারারাত ঘুমোইনি। মাঠের গ্যালারিতে বসে থেকেছি সূর্যোদয় দেখবো বলে। চারিদিকে আলো যখন ফুটলো, তখন মনে পড়লো - পূর্বদিক কোনটা তাই তো জানিনা! ফোনে কম্পাস খুলে পূর্ব খুঁজে পেলাম। সেই আমার জীবনে প্রথম দরকারে কম্পাস ব্যবহার।


    হস্টেল ফিরতে ফিরতে দেখি বেশ আলো ফুটেছে। দু'টো বেঁটে লোক পায়চারি করতে বেরিয়েছে, তাড়াতাড়ি হাঁটছে বলে দেখে খুব হাসি পেল। আমারও তাড়া আছে।


    হস্টেল থেকে সাইকেল নিয়ে ক্যাম্পাসের মেন গেটের বাইরে এসে দাঁড়ালাম। আমার দুই বন্ধু আসবে আজ। হস্টেলেই থাকবে। খাবোদাবো, রাত জাগবো। কি জানি কি করবো। খানিক অপেক্ষা করতে কুয়াশার মধ্যে ওদের দেখা গেল।


    হস্টেলে ফিরতেই ওরা বললো ছাদে যাবে। তখন বেশ আলো হয়েছে। আমরা ছাদে গিয়ে বসলাম। আমার পাঁচতলা হস্টেল - বহুদূর দেখা যায় ছাদ থেকে। দূরে ট্রেন দেখা যায়, এখনও দেখা যাচ্ছে একটা।


    নিচের রাস্তা দিয়ে দুধের গাড়ি, স্কুলের অটো সব যাচ্ছে। শীতের স্বচ্ছ হাওয়ায় শুকিয়ে যাচ্ছে নাকের ভেতরগুলো।


    আমরা জোরে জোরে শ্বাস নিতে লাগলাম।


    আহ...!


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১৮ এপ্রিল ২০২১ | ২৩৫১ বার পঠিত
  • আরও পড়ুন
    একক - Debayan Chatterjee
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইন্দ্রাণী | ২১ জুন ২০২১ ১৪:২২495160
  • খুব ভালো লাগল।
    হোঁচট পাথরও ভালো লেগেছিল- বলা হয় নি।

    আপনার লেখায় মুড সেটিং দুর্দান্ত -
    আর এই যে একটা আনমনে হেঁটে যাওয়ার ব্যাপার- বাসে উঠে পড়তেও পারি, নেমেও যেতে পারি- এই ফুল কিনলাম, বৃষ্টি হল, হয়ত ঝিরঝির বরফ পড়া শুরু হয়েছে ওভারকোটের কলারটা উঁচু করে দিয়ে হেঁটে যাচ্ছি- গির্জা দেখতে যেতেও পারি বা ইন্ডিয়ান স্টোরে- গোটা লেখায় অন্তর্লীন কী জানি কী করব ভাব-
    অথবা এই লেখার শেষে ভোর হচ্ছে- 'নিচের রাস্তা দিয়ে দুধের গাড়ি, স্কুলের অটো সব যাচ্ছে। শীতের স্বচ্ছ হাওয়ায় শুকিয়ে যাচ্ছে নাকের ভেতরগুলো'- কী অদ্ভূত একটা মুড ধরেছেন-

    নমস্কার জানবেন-

     

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন