১
গণমানুষের জন্য চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জটুকু মোকাবেলা করার জন্য অনমিত্রকে অভিবাদন ও রক্তগোলাপ শুভেচ্ছা। হ্যান্ডিক্যামে সব হয়, অনমিত্র থেকে বিবিসি, তোমরাই আসলে আগামী!
২
যদি ভুল বলে না থাকি, বছর দশেক আগে একদা তুমি বলেছিলে, এক টাকার ছবি। আমিও এপার থেকে অখ্যাত লিটল ম্যাগের ভূত মাথায় নিয়ে হইহই করে উঠেছিলাম।
সম্ভবত, বিপ্লব পাল খুব হেসে হলিউডি অংক কষে বলেছিলেন, কম টাকার বাজেটের ছবির বাজার নাই, কোটি কোটি ডলারের গডজিলাতেই সিনেমার ভবিষ্যৎ।
ভাবতে ভাল লাগছে, সে সময় টিনের তলোয়ার দিয়ে যুদ্ধ করার মতোন, এঁড়ে তর্ক জুড়ে বলেছিলাম, টোপ দিলেই যে মাছ ছিপ গিলে ফেলবে না, তার গ্যারান্টি কী?
তুমি বলেছিলে, ছোট মাছ বড় মাছকে গিলে খাবে!
আর ডিসকভারি বলছে, হাঙর বা কুমিরই শেষ কথা নয়, এই আকালে এখনও ক্ষুদে পিরানহা ঝাঁকে ঝাঁকে জলের রাজত্বকে কোথাও কোথাও শাসন করছে, যেন অনিবার্য!
৩
তবে কিছু মনে করো না ভাই, তোমার এক ঘন্টার ওপর ভিডিও সাক্ষাৎকার কিছুটা পুনরাবৃত্তি ও ক্লান্তিকর মনে হলো। এটি সম্পাদিত করে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে রাখলে সম্পাদক মন্ডলী হয়তো দর্শক-শ্রোতাদের আরো বেশী কিছু দিতে পারতেন।
৪
এছাড়া অল্প দুচার কথায় নাম ভূমিকা দিয়ে ফেসবুকর লিংক গুঁজে প্রস্থান, এটিও ব্লগীয় দেশ্চার বিরোধী ভাই।
উচিৎ ছিল এই দীর্ঘ সাক্ষাৎকারের ম্যানিস্ক্রপটা আগে গুরুতে পোস্ট করার পরে সম্ভব হলে লেখায় দু-একটি প্রাসঙ্গিক ক্লিপিং জুড়ে দেওয়া।
যাক। না হোক সব দেশ্চার, তুমি শেষে ঠিকই আজান দিয়েছ, এই বা কম কী?
শুভেচ্ছা
@বিপ্লব দা, এই ব্যাপারটার ওপর আমার কোনও কন্ট্রোল ছিল না। তুমি গোটাটা দেখেছো এই অনেক