তোমার কথা আমার কথা বললে জোরে শুনবে লোক;
ভারত চালায় আম্বানি আর মৌলবাদী আহাম্মক।
যখন তখন লড়িয়ে দিয়ে মুসলমান আর হিন্দুকে
উপরি কামাই উপচে ওঠে ঢ্যামনা নেতার সিন্দুকে।
দলিত মেয়ের লাশ পুড়িয়ে পুলিশ নাচে তা ধিন ধিন।
চাষীর জোটে গলার দড়ি, কর্পোরেটের মকুব ঋণ।
বাবরি যদি ভেঙেই পড়ে আদবানিজীর কিসের দোষ?
বিচারপতির বিচার দেখে লজ্জা পেলেন দিলীপ ঘোষ!
প্রধানমন্ত্রী রাখেন দাড়ি, প্রধানমন্ত্রী মজার লোক;
আচ্ছে দিন আর মন কি বাত-এ বলেন সবকা বিকাশ হোক।
বিকাশ মানে শ্রীরাম জানেন, খোলাও তালা মন্দিরের।
বেসরকারি রেলের চাকায় মানুষ মারার ফন্দি রে!
এনআরসিটাও খুব জরুরি অর্থনীতির দিক থেকে।
অনুপ্রবেশ বন্ধ হলেই চাকরি দেবে ঠিক ডেকে।
ফিরলো যেমন ব্ল্যাক মানি সব নোটবাতিলের বুদ্ধিতে,
ক্যাম্পে গেলেই ভিনদেশীরা করবে শুরু দুধ দিতে।
খাবার ছাড়া কীসের বিকাশ? পেটের জ্বালার ওষুধ কী?
ডলার পেরোয় তিয়াত্তর আর হোয়াটস্যাপে মেসেজ ফ্রি!
আমরা তবু শান্ত-সুশীল, মীম ছড়াবো ফেসবুকে;
মিষ্টি গাধার নিতম্বেতে যায় যদি যাক দেশ ঢুকে।
এরচে' যদি জঙ্গি হতাম, থাকতো যদি মনের জোর,
শির ফুলিয়ে ঠিক চেঁচিয়ে কোনটা খুনি, কোনটা চোর
জানিয়ে দিতাম। উঠতো স্লোগান, বলতে কথা কিসের ভয়?
'তোমার ভারত, আমার ভারত, ভারত কারও বাপের নয়!'
ধন্যবাদ! একেবারেই আমার মনের কথা।
মানে ওই "মন কি বাত" আরকি!
"ভারত চালায় আম্বানি আর মৌলবাদী আহাম্মক।"
ঠিক ঠিক।৷ ঢপের গণতন্ত্র পাবলিকে আর খায় না
চাবুক লেখা মাইরি
যতবার পড়ছ, তত..... ❤ ❤
:-)