বিশ্বরূপে মোহিত হলে মাটি খাবে ঘরের ছেলে
খুলো না ওর হাতের দড়ি আটকে রাখো রান্নাশালে
কোন্ মথুরায় চলে যাবে এইবার যদি সুযোগ মেলে
তখন দেখবে নন্দরানি শূন্য যে ঘর রাত পোহালে-
বলে দিও দিব্যি কেটে ঐ যমুনা আর না পেরোয়
পাড়ার মাঠেই খেলুক ঘুরুক নিজের পাঠে বসুক ভোরে
ননীর অঙ্গে ছপটি মেরো বকলে যদি না করে ভয়
যার অন্তরে জগৎ কাঁদে কাঁদাও তাকেই শাসন করে
দেশের ফকির হাজার বছর গাইছে এ গান ভিক্ষাছলে
প্রাণের ঠাকুর নামলে পথে ভারতজোড়া যুদ্ধ হবে
ধর্ম হবে কর্ম হবে বিঁধবে সে শেল মায়ের কোলে
তোমার অমন সোনার ছেলে কাজ কি তার সে অগৌরবে?
রাজার বোন আর রাজার জামাই জেলখানায় বা সিংহাসনে
তাদের না হয় মানায় ভালো রাষ্ট্রকর্মে থাকে সুখে
আটকে যদি না রাখো সেই অন্ধকূপের আকর্ষণে
তোমার ধন যে রাজার হবে বাপ মা বলে ডাকবে মুখে!
কোলে রেখে খাওয়াও ঘি-দুধ কামড় দাও ওর কনিষ্ঠাতে
এই তো তোমার অজাত কন্যা পুত্ররূপে দেখছ ভ্রমে
যত্ন করে সাজাও শ্রীমুখ শেখাও কর্ম হাতে হাতে
তোমায় ছেড়ে একলা গেলে ক্লেশ হবে না পথশ্রমে?
ব্রজের মানুষ কেউ বোঝেনা বিভেদ কী আর তোমায় তাতে
অমন আঁচল ছিন্ন করে যাওয়ার ইচ্ছে হরির জাগে?
কেমন তুমি দেশের রানি দশের মানিক তোমার হাতে
জগন্নাথের রথের গতি আটকে দেখাও দড়ির দাগে