
জয় শ্রীরামের ভিরাট দেশে
আইন কানুন সর্বনেশে!
কুর্তা টুপি পরলে তাকে
নেহরু ভেবে ক্যাম্পে রাখে ,
মুকেশভায়ের চৌকিদার—
ডিপোর্ট করে উনিশবার
সেথায় বিদেশ যাওয়ার আগে
ইডির থেকে ইনাম লাগে
চড়লে প্লেনে ঋণখেলাপে
ফ্রন্টপেজে তার কীর্তি ছাপে
টিকিট মেলে রাজ্যসভায়—
উনিশ চ্যানেল টিআরপি পায়॥
কারুর যদি লম্বা দাড়ি
মব লিঞ্চিং হবেই তারই
কেউ যদি বই পড়তে চায়
একশো পেঁয়াজ ট্যাক্সো চায়—
বলিয়ে জয় সাভারকার,
মুচলেকা নেয় উনিশবার॥
কোথাও যদি ব্যাঘাত পায়
পুলিশ এসে বাস জ্বালায়
আর যে থাকে সেই বাসটিতে
তার নাম কাটে এন আর সিতে
দেশদ্রোহীর দোষ দিয়ে তায়
উনিশ দফা কেস খাওয়ায়॥
যে সব লোকে সত্য খোঁজে,
তাদের ফোনে জ্যামার গোঁজে
আদালতের কাঠগড়ায়
উকিল দিয়ে মার খাওয়ায়
শুনিয়ে টানা মন কি বাত-
জাগিয়ে রাখে উনিশ রাত
হঠাৎ সেথায় দিনের মাঝে,
কেউ যদি হয় ব্যাস্ত কাজে,
অমনি তাকে হাজার মেল-এ
স্প্যাম করে যায় আইটি সেলে
উনিশ লক্ষ ভক্তোঁ এসে-
উনিশটা ঠিক বাজায় দেশের||
রৌহিন | unkwn.***.*** | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:০৭79698
মারিয়া | unkwn.***.*** | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৯79699
Amit | unkwn.***.*** | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৫০79700
কুশান | unkwn.***.*** | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:০৭79701
রঞ্জন | unkwn.***.*** | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪২79702
শিবাংশু | unkwn.***.*** | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৮79703
বিপ্লব রহমান | unkwn.***.*** | ২৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৪79704