এই আলোচনাটা ইন্টারেস্টিং ছিল। পড়তে পড়তে মনে হল আরেকবার তুলে দেওয়া যাক।
দেবব্রত বাবু ২০১৬ তে কিছু কথা বলেছিলেন। বেশিটাই ফল্স ইকুইভালেন্স, আনরেকর্ডেদ ইতিহাস আর কমিউনিটি র মধ্যেকার পাওয়ার রিলেশনশিপ গুলির ভুল ভাল অনাচার অস্বীকার করে। আধুনিক রাষ্ট্রের আগে যেন ধর্মের নামে অত্যাচার হয় নি। যাই হোক, তার ভিত্তি একটা ছোটো মেয়ের চোখে দেখা দুনিয়া।
সেটা কে বাবরি মসজিদ ধ্ব ংস করার জন্য আন্দোলন ও উন্মাদনা তৈরীর অপরাধে বিজেপির নেতা ছাড় পাবার দিনে কি করে রেলিভান্ট বা ইন্তারেস্টিং মনে হল দমুর বুঝলাম না। সেকুলার স্টেটের সমর্থক র কি দাবী করেছেন , সংখ্যা গুরু র যাবতীয় ধর্মীয় অধিকার খর্ব করতে হবে ? নাকি দাবী করেছে, রাষ্ট্রীয় অত্যাচার বাড়িয়ে যেতে হবে, ঐতিহাসিক রেকর্ড করে যেতে হবে, রাষ্ট্র ছাড়া কার কাছে যাবে সংক্খ্যা লঘু মুসলমান ? তার নাগরিক অধিকার এর সমস্যা কি পাড়ার ছাগল মোল্লা পুরুত সমাধান করবে? তারা তো কমিউনিটির মিনিমাম সমস্যাই সমাধান করতে পারে না। বেস্ট কেসে দুঃখ দুর্দশা স্পিরিচুয়াল কোয়েস্টে কিছুট প্রাথকিম হেল্প করতে পারে মাত্র। আমাকে পাড়ার মস্তান রা ক্যালালে আমি মন্দিরে যাব না হিন্দু ক্লাবে যাব না থানায়?
রাষ্ট্র কে কারেকটিভ ডেমোক্রাটিক অ্যাকশনের মধ্যে কন্টিনিউআস চাপে রাখা ছাড়া আর কি করার আছে এই মুহুর্তে?
যখন তখন দর্শন চর্চার একটা আপদ আছে এট বুঝতে হবে মাইরি। আলোচন হোক আপত্তি নেই, কিন্তু এখনকার ভারতের ক্রাইসিস এর সংগে এই সব আলোচনার কোন সম্পর্ক নেই।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
এঁজ্ঞে দেবব্রতর আলোচনা রেলেভ্যান্ট মনে হয়েছে এটা কোথায় লিখেছি?
আর বাবরির সাথেই বা কোথায় রিলেশান লিখলাম?
একটা গোটা টই জূড়ে এই রাষ্ট্র , সেকুলারিজম, ব্যক্তিগত বা কমুনিটির আচার অভ্যাস ইত্যাদি সেটা আজকের দিনে আর কি কারণে ইন্টারেস্টিং মনে হতে পারে বোঝা দুরূহঃ-))))), তাও যদি আলোচনা ছাড়া মূল লেখা ইয়াংক করা যেত বুঝতাম । ওকে:-)))
ফেসবুকে অন্য আলোচনার পরিপ্রেক্ষিতে তোলা হয়েছিল। বিরাট অন্যায় হয়েছে বুঝতেই পারছি। নামিয়ে দিয়ে যাচ্ছি।
কিসুই অন্যায় হয়নি। আমি পাড়ার পুলিশ নই , ডিডি দার আদিগন্ত কুটুম ও নই । সেকুলার স্টেট এর তাত্বিক সমালোচনা (অন্তত মুসলমানের অ্যাপিজমেন্ট কে দায়ি করা হয় নি, আন্তর্জাতিক উদা বেশি দেওয়া হয়েছে, যেটার সংগে একটা মূল আলোচনাটার কোন সম্পর্ক nei ) ভর্তি একটা থ্রেড কেন আজকের ভারতে মনে পড়বে এই প্রশ্ন করে বিরাট কিছু অনাচার করে ফেলেছি বলে মনে করছি না।
সময়টা স্বাভাবিক না। তাই অকারণে অস্বাভিক রিয়াকশন হবে।