এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ২১:১৪524808
  • "নিরীহ মুসলমান" টা আবার কি জিনিস? খায় না মাথায় মাখে?
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ০০:২৬524817
  • ভারত বর্ষে হিন্দুরা নিজভূমে পরবাসী? 
    পূর্ব  ও পশ্চিম দুটো পাকিস্তানেই হিন্দুরা মাইনরিটি, কাশ্মীরেও তাই। 
    পাকিস্তান ধর্মীয় রাষ্ট্র , সেখানে অন্য ধর্মের লোকদের সমান রাজনৈতিক অধিকার নেই। ভারত  সেকুলার রাষ্ট্র, যেখানে জাতিধর্ম নির্বিশেষে সবার সমান রাজনৈতিক অধিকার।
              আমরা কি পাকিস্তানের আদার সেলফ হব? সেটাই চান?
       ইহুদীরা মধ্যাপ্রাচ্যে ঠিক কোথায় সংখ্যাগরিষ্ঠ ছিল যদি বলেন? কিন্তু কয়েকশ বছর ধরে দেশটা তো আরবদেরই। মুসলিম ধর্মের আগে থেকে। 
         প্রাচীন যুগেও ইহুদীদের মন্দির কারা ভেঙেছিল? আরব না রোমান সৈন্য?
     ভারতের কোন মুসলমান আরব বা তুরস্ক থেকে এসেছে? আর কতজন এখানে ধর্ম পরিবর্তন করেছে? 
    আম্বেদকরের নেতৃত্বে ক্যান কয়েক হাজার হিন্দু বৌদ্ধধর্ম গ্রহণ করে?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7398:b7ad:7622:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ০০:৩০524818
  • আম্বেদকর নাকি ইসরাইলকে পছন্দ করতেন? নেটে পেলাম, সত্যি মিথ্যে জানিনা।
  • Amit | 163.116.***.*** | ২০ অক্টোবর ২০২৩ ০০:৩৪524819
  • "পূর্ব  ও পশ্চিম দুটো পাকিস্তানেই হিন্দুরা মাইনরিটি, কাশ্মীরেও তাই। "
    - মানে মাইনরিটি হলে তাদেরকে তাড়ালে তেমন সমস্যা নেই ? 
     
    "আমরা কি পাকিস্তানের আদার সেলফ হব?"
     
    - এক্সাক্টলি। এইটাই তো বলার চেষ্টা করছি এদ্দিন ধরে। ইসলামিক দেশগুলো যে আলাদা এবং আমরা একেবারেই সেরকম  হতে চাইনা, এই বেসিক পয়েন্ট টা রেকগনাইজ করছেন তো ? তাহলে আর কোনো সমস্যা নেই। 
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ০৭:৩৪524827
  • "না না, ভারত তো সেকুলার দেশ" এটা যে আসলে হিন্দুদের নিষ্ক্রীয় করে রেখে ভারতকে মুসলমান দেশ বানানোর একটা অজুহাত, সেটা আমরা সবাই জানি। 
    যেই ভারতের কোন রাজ্যে মুসলমানের সংখ্যা ৫০٪ এর কাছাকাছি হবে, তখন আপনাদের বোল পাল্টে যাবে। তখন হবে "আহা, ওদের স্বাধীন হবার ইচ্ছাকে সম্মান তো দিতেই হবে"।
     
    আপনাদের স্ক্রিপ্ট গুলো আমরা সব জানি। ঐ স্ক্রিপ্ট দিয়ে অনেক নাটক বানানো হয়ে গেছে।
  • Book Reco | 79.137.***.*** | ২০ অক্টোবর ২০২৩ ০৭:৪৮524828
  • Hindus in Hindu Rashtra (Eighth-Class Citizens and Victims of State- Sanctioned Apartheid) - Anand Ranganathan
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ০৯:৫৩524833
  • "ভারতের কোন মুসলমান আরব বা তুরস্ক থেকে এসেছে? আর কতজন এখানে ধর্ম পরিবর্তন করেছে?"
     
    এটা কমিদের আর একটা স্ক্রিপ্ট। কোটি কোটি হিন্দুর নিধন, কোটি কোটি হিন্দু নারীর ধর্ষণ আর ক্রীতদাসী করণ, লক্ষ লক্ষ হিন্দু মন্দির ধ্বংস, কোটি কোটি হিন্দুকে গলায় তলোয়ার ধরে ধর্মান্তকরণ, এগুলোর কোনটাই হোতোনা বর্বর লুঠেরা হানাদারের দল আমাদের দেশ দলে দলে আক্রমণ না করলে। আমরা তাদের দেশে আক্রমণ করতে যাই নি। আমরা ছিলাম নিজেদের মত।
     
    আর এখন যারা আছে তারা যদি আরব তুরস্কের লোক না হয়, তাহলে তারা সবাই এখন হিন্দুধর্মে ফিরে আসুক না কেন। তাদের অধিকাংশকেই তো মধ্যযুগীয় বর্বর জাত জোর করে ধর্মান্তকরণ করিয়েছিলো। সেই বর্বরতার প্রায়শ্চিত্তটা করা হোক।
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১০:৩০524836
  • ভারতের মুসলমানরা ঠিক করুক তারা কিভাবে মুসলমান হয়েছে।
    ১) যদি তারা স্বীকার করে যে তাদের পূর্বপুরুষরা অত্যাচারের জন্য ধর্মান্তকরণে বাধ্য হয়েছিল, তাহলে তাদের এখন হিন্দু হতে হবে।
    ২) যদি তারা দাবি করে তারা স্বেচ্ছায় ভালোবেসে মুসলমান হয়েছে, তাহলে তারা সেই বর্বর লুঠেরা-হানাদারদেরই প্রতিনিধি, তাই ভারতে তাদের কোন জায়গা নেই। চারদিকে অনেক মুসলমান দেশ আছে, তারা সেখানে গিয়ে সুখে থাকুক।
  • lcm | ২০ অক্টোবর ২০২৩ ১৩:২৯524846
  • হিন্দু ধর্মের কাস্ট সিস্টেম - দলিত বা নিম্নবর্গের বা নিচু জাতের হিন্দুদের জেনারেশনের পর জেনারেশন ধরে যে সামাজিক অবহেলা এবং অতাচ্যারের শিকার হতে হয়েছে, আর যেহেতু এটা ডিটারমাইন্ড বাই বার্থ, এর থেকে বেরোনোর কোনো রাস্তাও তাদের ছিল না, ফলে সেই সম্রাট অশোক এর সময় থেকে এরা কখনও ধর্মান্তর করে বৌদ্ধ হয়েছেন, বা মুসলিম হয়েছেন, বা খৃশ্চান হয়েছেন, বা অন্য সম্প্রদায়ভুক্ত হয়েছেন। এমনকি ১৯৫৬ সালে যখন বি আর আন্বেদকর ধর্ম চেঞ্জ করে বৌদ্ধ হলেন, তার সঙ্গে একদল দলিত মানুষও বৌদ্ধধর্ম অবলম্বন করল। এখন কমে এলেও, আগের মতন অত তীব্র না হলেও, জাতপাত নিয়ে ছোঁয়াছুঁয়ি, অবহেলা এখনও আছে।
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৪:০৭524847
  • ভালো তো। বৌদ্ধ ধর্ম নিক না। বৌদ্ধরা তো আর দল বেঁধে অন্য সব দেশ আক্রমণ করে, তাদের সভ্যতা ধ্বংস করে, তাদের মেয়েদের ধর্ষণ করে, তাদের কচুকাটা করেনি। বৌদ্ধধর্ম আমাদের ভারতবর্ষের নিজস্ব জিনিস, সনাতন ধর্মের অংশ, যেমন জৈন ধর্ম বা শিখ ধর্ম  বা বৈষ্ণব ধর্ম। এরা কেউই ইসলাম বা ক্রিশ্চিয়ানিটির মত জান্তব বর্বরতা নয়। কারুর হিন্দুধর্ম না পোষালে সনাতন ধর্মে তার জন্য অনেক রাস্তা খোলা আছে। লুঠেরা-হানাদারের পাশবিক "ধর্ম" যারা নেবে তাদের সঙ্গে সেইভাবেই ডীল করতে হবে।
  • b | 2405:8100:8000:5ca1::55:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৪:১৩524848
  • অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা যেখানেই মুসলমান বা ক্রিশ্চান উপনিবেশ হয়েছে, অধিবাসীরা হয় নিকেশ হয়েছেন, নয় ধর্মান্তরিত হয়েছেন।  সকলেই অনেক প্রজন্ম ধরে সামাজিক অবহেলা আর অত্যাচারের শিকার ছিলেন, ইসলাম বা খ্রিস্টধর্ম এসে উদ্ধার করল। এরকমই বোঝানো হয়। তবে এখন ডিকলোনিয়ালিটির যুগ। এই ন্যারেটিভের ছাল ছাড়ানো শুরু হয়েছে। ভারতের অ্যাকাডেমিয়া পিছিয়ে থাকলেও অ্যাকাডেমিয়ার বাইরের মানুষজন ডিকলোনিয়াল ইতিহাসের চর্চা এগিয়ে নিয়ে যাচ্ছেন।
  • কমরেড কমি ডগ | 212.102.***.*** | ২০ অক্টোবর ২০২৩ ১৬:১৩524851
  • @b, একদম ঠিক। মগজ ধোলাই হওয়া বামবাদী এবং অন্যান্য হিন্দুবিরোধী শক্তি তাদের জরাজীর্ণ ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। আর আসল ন্যারেটিভ উঠে আসছে J Sai Deepak, Rajeev Malhotra, জয়দীপ মহারাজ, এঁদের হাত ধরে।
  • b (আদি ) | 192.135.***.*** | ২০ অক্টোবর ২০২৩ ১৬:৪২524852
  • আচ্ছা, আমি এখানে মাঝে মধ্যে b নিক নিয়ে লিখি। উপরে একজন দেখলাম পোস্ট করেছেন। নিতান্ত অসুবিধা না হলে অন্য নিকে পোস্ট করুন, (না পারলেও যায় আসে না, ছবি/সই/ভারত সরকারের রেজিস্টারি  কিসুই নেই )। 
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ১৭:৫৮524853
  • অমিত
    "পূর্ব ও পশ্চিম দুটো পাকিস্তানেই হিন্দুরা মাইনরিটি, কাশ্মীরেও তাই।"
    - মানে মাইনরিটি হলে তাদেরকে তাড়ালে তেমন সমস্যা নেই ? 
     -- এটা আনফেয়ার। যে কথাটা বলিনি বা বলতে চাইনা সেগুলো আমার মুখে গুঁজে দেবেন না। তাহলে তো সবচেয়ে আগে বলতাম ভারত থেকে ক্রিশ্চান এবং মুসলমানদের তাড়াও, ওরা মাইনরিটি।
      কাউকেই তাড়াবার পক্ষে নই। আর ধর্মকে ব্যক্তিগত পছন্দের ব্যাপার মনে করি। কাজেই কোন থিওক্র্যাটিক স্টেটের পক্ষধর নই। তারা সব নাগরিককে সমান অধিকার দেয় না। সে ইসলামিক, বুদ্ধিস্ট, ক্রিশ্চান বা বৌদ্ধ রাষ্ট্র, হিন্দুরাষ্ট্র যাইজরায়েলই হোক।
     
    ২ ইসরায়েল-আরব ইস্যুতে মূল প্রশ্ন হচ্ছে নিজের দেশেই আরবদের কোন রাষ্ট্র নেই। অথচ ইহুদীদের রাষ্ট্র বানিয়ে দেওয়া হয়েছে।
    মধ্যপ্রাচ্যের এই এলাকাটায় ৮০০ বছর ধরে অটোমান তুর্কীদের রাজত্ব ছিল। পরে বৃটিশ এল।
    আজ 
    ১ প্যালেস্টাইনের কোন রাষ্ট্র নেই, পুলিশ নেই মিলিটারি নেই। সেসব ইজরায়েলের হাতে। শুধু সিভিক প্রশাসন আরবদের হাতে। 
    ২ ম্যাপ দেখুন। ১৯৪৮ সালে যে এরিয়াটুকুকে ইজ্রায়েল বলে রাষ্ট্রসঙ্ঘ প্রস্তাব পাশ করেছিল প্রত্যেকটি যুদ্ধের পর ইজরায়েল তার এলাকা বাড়িয়ে চলেছে। আজ ইজরায়েলের দখলে ১৯৪৮ শের তুলনায় কয়েকগুণ এলাকা, এবং প্যালেস্তাইন ছোট হতে হতে একটা মুঠোর মত। 
    এর তুলনা হত যদি পাকিস্তানকে প্রত্যেক বছর ভারতের ভেতরে এলাকার পর এলাকা দখল করতে দেওয়া হত আর অ-পাকিস্তানীদের রাষ্ট্রহীন করে দেওয়া হত। 
    ৩ 
    আকবরের সভায় বীরবল, টোডরমল মানসিংহ এঁরা তো হিন্দুই ছিলেন, নাকি? ঔরংজেবের সেনাপতি জয়সিং, শের শাহের দরবারে? তুলসীদাস তো রামচরিত মানস মুসলিম আমলেই লিখেছিলেন। দারা শিকোহ্‌  উপনিষদের অনুবাদ করিয়েছিলেন। বঙ্গে পরাগল খাঁ ছুটি খাঁ মহাভারতের অনুবাদ করিয়েচ্ছিলেন। চৈতন্যদেবের ধর্মপ্রচার তো মুসলমান আমলেই। 
      নিঃসন্দেহে কিছু মন্দির ভাঙা হয়েছিল। কিন্তু তার অনেক বেশি এখনও টিকে আছে। 
    ৪ 
    বৌদ্ধরা অন্যদের উপর অত্যাচার করে না? শ্রীলংকায় যারা হিন্দু তামিলদের উপর অত্যাচার করল, হত্যা রেপ সবই হল -- তারা বৌদ্ধ নয়? বর্মায় যারা রাখাইন এবং অন্য অঞ্চলে অত্যাচার করছে তারা বৌদ্ধ নয়? দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে জাপানীরা মালয়ে হিন্দু শ্রমিক নারী  এবং পুরুষের উপর অত্যাচার করেছে, চিনে অত্যাচার করেছে তারা বৌদ্ধ নয়?
      
    হিন্দুরা কখনও কোন ধর্মস্থানে হামলা করে নি!
    ২য় শতকের বৌদ্ধ গ্রন্থ অশোকবাদন বলছে ঃ
    শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কুক্কুটরাম বৌদ্ধবিহার আক্রমণ করলেন। তারপর উত্তর পশ্চিমে শাকল অঞ্চলে গিয়ে  প্রত্যেক বৌদ্ধ ভিক্ষূর মাথার জন্য একশ রোমান মুদ্রা পুরস্কার ঘোষণা করলেন।
    খালি কমি কমি বলে গাল পাড়লে হবে?
    বঙ্গের হিন্দু রাজা শশাংক বঙ্গের বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করেন এবং বিহারএর বোধগয়ায় বোধিবৃক্ষ কেটে ফেলেন।  
     রবীন্দ্রনাথের পূজারিনী কবিতা মনে করুন। বৌদ্ধ স্তূপে প্রদীপ জ্বালানোর অপরাধে নির্মমভাবে হত্যা করা হল। 
    আসলে সবই ক্ষমতার খেলা। তার হিন্দু বৌদ্ধ জৈন ইসলাম হয় না।
  • দীপ | 2402:3a80:196b:eb70:678:5634:1232:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৮:২৬524855
  • বঙ্গের হিন্দু রাজা শশাংক বঙ্গের বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করেন এবং বিহারএর বোধগয়ায় বোধিবৃক্ষ কেটে ফেলেন।  
     
    অনুগ্রহ করে তথ্যসূত্র দেবেন।
     
    শশাঙ্কের সময় গৌড় অঞ্চলে একাধিক বৌদ্ধবিহার ছিল। স্বয়ং শীলভদ্র এইসময় রক্তমৃত্তিকা বিহারে অধ্যাপনা করতেন।
     
    শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী বলে প্রচার করেছেন শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ও তাঁর অনুগ্রহপ্রাপ্ত হিউয়েন সাং।
    আর কেউ শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী বলেননি। 
    স্পষ্টত‌ই বাণভট্ট ও হিউয়েন সাং এর লেখা হর্ষবর্ধনের প্রতি পক্ষপাতদুষ্ট।
    শশাঙ্ক তাঁদের কাছে গৌড়ভুজঙ্গ।
    স্পষ্টত‌ই এঁদের লেখা অনুগ্রহপুষ্ট সভাসদের বর্ণনা।
  • তথ্যসূত্র | 165.225.***.*** | ২০ অক্টোবর ২০২৩ ১৮:৩৭524857
  • কিন্তু বৌদ্ধধর্ম হিন্দুরা মেরেধরে বাংলা ছাড়া করেছে, এটাও দীপ অস্বীকার করেন নাকি?  
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৮:৪৩524859
  • যাক, রঞ্জন রায় অনেক বই টই ঘেঁটে হিন্দু আর বৌদ্ধদের আগ্রাসনের দুটো উদাহরণ খুঁজে পেয়েছেন, তার মধ্যে একটা আবার রবীন্দ্রনাথের কবিতার ভিত্তিতে (হিন্দুর দোষ দেখাতে হলে কবিতাও ঐতিহাসিক প্রমাণ হয়ে যায়)।
     
    অবশ্য ঐ একটা দুটো উদাহরণই যথেষ্ট, কারণ আমরা তো এখন ঐ একটা দুটো নিয়েই কাজ করি। মুসলমানরা একটা দুটো মন্দির ভেঙেছিলো, বাংলাদেশে একটা দুটো হিন্দুর উপর অল্প একটু অত্যাচার হয়েছিলো, আর আকবরের সভায় হিন্দুরা দল বেঁধে নৃত্যগীত করছিল।
     
    সারা পৃথিবীতে দেড় হাজার বছর ধরে আতঙ্ক তৈরি করা বর্বর জাতির কার্যকলাপকে whitewash করার জন্য ওরকম একটা দুটো উদাহরণই যথেষ্ট, তাই না?
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৮:৫৫524860
  • যদি মেনেও নি যে হিন্দু আর বৌদ্ধদের মধ্যে কোনসময় ঝগড়া ছিল, তার মানে এই না যে কোন বর্বর রক্তখেকো জাতিকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এখানে এসে আমাদের মেরে ধরে "উদ্ধার" করতে হবে।
     
    আমরা উজিয়ে তাদের দেশে গিয়ে তাদের উদ্ধার করতে যাইনি।
     
    আর কথা হচ্ছে ভারতবর্ষ নিয়ে। জাপানীরা কবে কোথায় কি করেছে, সেটা যুক্তি না। ওগুলোকে বলে excuse। আর যারা এইসব ফালতু "যুক্তি" দেয়, তাদের বলে apologists, মানে আপনারা।
  • মদি কুত্তা | 2405:8100:8000:5ca1::295:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৮:৫৭524861
  • ল্যাঙোটিগুলোর কাছে তথ্যসূত্র চাইছে?  এচ্চে তো সাভারকরের ক্ষমাচিঠি গোণা সোজা।
    এই নিঘিন্নে নিল্লজ্জ ল্যাঙোটিগুলোকে লাথ মারা হবে না?
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ১৯:৪২524866
  • দীপ
    এই তিনটে বই দেখুনঃ
    1.  বিখ্যাত ঐতিহাসিক রাধাগোবিন্দ বসাকের লেখা "The History of North-Eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of Pala Dynasty of Bengal" (c. AD 320-- 760). P 155.
     
    2. A L Basham, "Wonder   that Was India" (1967).
     
    3. R S Sharma, "India's Ancient Past", P -260. Oxford University Press (2005).
    এঁদের তথ্যসূত্র হচ্ছে ১২শ শতাব্দীতে লেখা বৌদ্ধভিক্ষুর ধর্মগ্রন্থ।
     
    আর অজাতশত্রু যে বৌদ্ধধর্ম অনুসরণের অপরাধে নিজের বাবাকে রাজগীরের কাছে গৃধ্রকূট পাহাড়ে বন্দী করে রেখেছিলেন--সেটার জন্য আশা করি কোন তথ্যসূত্র লাগবে না।
     রবীন্দ্রনাথের বৌদ্ধ সাহিত্য ভিত্তিক কবিতাগুলোর উৎস কোন বৌদ্ধ গাথা অথবা সূক্ত তা তিনি নিজেই উল্লেখ করে গেছেন।
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ১৯:৫০524868
  • দীপ
     আপনার কথা মেনে বাণভট্ট হিউয়েন সাঙ ছেড়ে দিলাম।  অন্য বৌদ্ধ সূত্র দিয়েছি।  যদিও চীনা পরিব্রাজক খামোকা ক্যান বোধিবৃক্ষ নিয়ে ভুল তথ্য দেবেন তা স্পষ্ট নয়।
     
    ১ "আর কথা হচ্ছে ভারতবর্ষ নিয়ে। জাপানীরা কবে কোথায় কি করেছে, সেটা যুক্তি না।"
    --সেকী? তাহলে আরব -ইজরাইল আলোচনায় ভারত কোন যুক্তিতে এল?
     ধর্মের বৈশিষ্ট্য নিয়ে কথা হচ্ছে যে! দেখাতে চাইছি কোন ধর্ম কী বলে তার চেয়ে বড় কথা ধর্মের নামে ক্ষমতার রাজনীতি।
  • lcm | ২০ অক্টোবর ২০২৩ ২০:০০524869
  • কমরেড কমি ডগ,
    আপনি লিখেছেন - "... কারুর হিন্দুধর্ম না পোষালে সনাতন ধর্মে তার জন্য অনেক রাস্তা খোলা আছে..."

    ছিল কি? এখনও আছে কি?
    চৈতন্যদেব এটা রিয়ালাইজ করেছিলেন। তিনি জন্মসূত্রে নিম্নবর্গের হিন্দু, গরীব মুসলমান সকলকে বৈষ্ণব মুভমেন্টে সামিল করেছিলেন। কিন্তু তেমন ঘটনা তো হাজার বছরে একবার।
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ২০:৫২524875
  • কমরেড কমি ডগ
      একবার মনুস্মৃতি দেখুন।
     তাতে শূদ্রদের শাস্ত্র পড়লে জিভে গরম লোহার শলাকা দিয়ে ফুঁড়ে দেবার, কানে শুনলে গরম তেল ঢেলে দেবার নিদান।
     তাদের মেয়েদের অন্য তিনবর্ণ বিয়ে করতে পারে--অনুলোম বিবাহ।
     তারা উচ্চবর্ণের মেয়েদের বিয়ে করলে সেটা অসিদ্ধ-- প্রতিলোম বিবাহ।
     তাদের খেতে দিতে হবে ভাঙা পাত্রে, থাকবে গাঁয়ের বাইরে, তাদের সম্পত্তির অধিকার নেই। তারা জন্মসূত্রে দাস, ব্রাহ্মণের সেবা করাই তাদের আরাধনা। 
     
     
    এবার বুঝুন, কোন দুঃখে আম্বেদকার কয়েক হাজার অনুগামী নিয়ে বৌদ্ধ হয়েছিলেন। এবং সেই ধর্মান্তরণের সময় তাদের ২১টি প্রতিজ্ঞা করতে হয়।
    যেমন, তারা আজীবন কোন হিন্দু দেবদেবীর পুজো করবে না।
     
    আজও উচ্চবর্ণের সামনে ঘোড়ায় চড়ে গেলে, গোঁফ রাখলে, বরযাত্রী নিয়ে সমারোহে গেলে হামলা হয়। 
    দলিত মেয়েকে গ্যাং রেপ করলে কেস করা মুশকিল। ধর্ষণের পর হত্যা। 
  • lcm | ২০ অক্টোবর ২০২৩ ২০:৫৬524877
  • "... অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা যেখানেই মুসলমান বা ক্রিশ্চান উপনিবেশ হয়েছে, অধিবাসীরা হয় নিকেশ হয়েছেন, নয় ধর্মান্তরিত হয়েছেন... "

    ক্রিশ্চান ধর্মে ফোর্সড কনভার্সন ব্যাপারটা ছিল একদম শুরুর দিকে, রোমান সাম্রাজ্যের পতনের পর, প্যাগানিজম থেকে ক্রিশ্চানিজম এ কনভার্সন, ছিল মানে বেশ ভাল রকম ছিল - বি ক্রিশ্চিয়ান অর ডাই, বা, বলা হত - কনভার্টিং বাই দ্য সোর্ড। এটা মোটামুটি ১২০০-১৩০০ সাল অবধি ছিল। এর পরে যখন ইউরোপিয়ান ক্রিশ্চানরা অন্য দেশে যেতে শুরু করল, এবং বসবাস করতে আরম্ভ করল, তখন থেকে মিশনারি তাদের পদ্ধতি বদলে অন্য স্ট্র্যাটেজি নিতে থাকল।

    অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকায় অনেক জায়গাতেই কোনো ঘোষিত বা প্রতিষ্ঠিত ধর্ম ছিল না। সংস্কৃতি ছিল, প্রথা ছিল, জীবনপদ্ধতি ছিল, কিন্তু সাবস্ক্রাইবড ধর্ম ছিল না। তো এখানে যেটা মূলত হয়েছিল, সেটা ধর্মান্তরিত করা নয়, ধর্মকরণ।

    ঔপনিবেশিক শাসকদের অ্যাডভান্টেজ অনেক সময়ই ক্রিশ্চান মিশনারি পুরো দস্তুর পেয়েছেন। প্রথমেই কিছু স্কুল কলেজ, হাসপাতাল বানিয়ে ফেলে একটা আবহ তৈরি করে মানুষকে আকৃষ্ট করে ফেলার পদ্ধতি ছিল। আর, অনেক সময় পলিটিক্যাল আডভান্টেজের জন্য ধর্মান্তরণকে অস্ত্র হিসেবে তেমন ব্যবহার করতে হয় নি, যেমন ভারতে, মধ্যবিত্ত বাবু সমাজকে বৃটিশরা কিছু বাড়তি সুযোগ সুবিধে দিয়ে হাত করে ফেলেছিলেন।

    ক্রিশ্চানদের পদ্ধতিতে যেমন এক্সপ্লোরারা প্রথমে আসবেন, তারপরে ধর্মীয় মিশনারি লোকজন, পরে আস্তে আস্তে শাসকরা দখল নেওয়া শুরু করল - এরকম অনেক জায়গায় হয়েছে। মুসলিম ধর্মের ক্ষেত্রে, ধর্মের প্রসার ঘটেছিল মুলতঃ শাসকদের হাত ধরে, তাদের মিশনারি স্টাইলের অর্গানাইজড প্রিচিং এর তেমন স্ট্রং মেকানিজম ছিল না।

    আমেরিকা বা অস্ট্রেলিয়ায় সেভাবে মুসলিম ধর্মের প্রসারণ হয় নি, কারণ তাদের প্রসার মূলত ঘটেছিল মধ্যপ্রাচ্য থেকে স্থলপথে, আফ্রিকা এবং এশিয়ার অন্যান্য জায়গায়। রোমান সাম্রাজ্যের পতনের পরে ইউরোপে তারা তেমন সুবিধে করতে পারে নি - পূর্ব ইউরোপেও ইস্তানবুল পেরিয়ে সেরকম ঢুকতে পারে নি, পস্চিম ইউরোপে পোর্তুগাল আর স্পেনের কিছু জায়গা উত্তর আফ্রিকার মুসলিম রুলার এসে দখল নিয়ে কিছুদিন চালালেও সেভাবে শাসক হিসেবে থাকতে পারে নি। মধ্য এশিয়া থেকে বিভিন্ন দেশে মুসলিম শাসকরা গেছেন। গত একশ বছরে পূর্ব এবং মধ্য আফ্রিকায় যেটা হয়েছে সেটা অনেকটাই আরব দেশগুলির মুসলিম শাসকদের মদতে।

    হালে, মানে গত একশ দেড়শ বছরে বন্দুক ঠেকিয়ে জোর করে ধর্মান্তকরণ হয়েছে আফ্রিকার কিছু জায়গায়।
  • Falguni Mazumder | ২০ অক্টোবর ২০২৩ ২১:১৩524881
  • লেখক মনে হচ্ছে বামপন্থী। বামপন্থীদের সব ক্রোধ মার্কিনীদের ওপর কিন্তু তেনাদের মাতৃভূমি চীন রাশিয়ার জন্য আছে গলা বোঝাই ভালোবাসা। উনি মার্কিন মাধ্যমের পিন্ডি চটকেছেন ভালোই।
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ২১:৫৩524888
  • নাইজিরিয়া-বিয়াফ্রার ব্যাপারটা? 
     
    আর ভারতে গত শতাব্দীতেও এ আর রহমান এবং কবি কমলা দাস স্বেচ্ছায় মুসলিম হয়েছেন।
    আমি কমলা দাসের বেশি বয়সে ধর্মান্তরণে বেশ অবাক হয়েছিলাম। 
    সম্পন্ন এলিট পরিবারের মহিলা। 
    ইংরেজিতে অত ভাল কবিতা লেখেন। নারী স্বাধীনতার পক্ষে, তিনি কী করে প্রৌঢ় বয়সে মাথায় হিজাব পড়লেন?
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২৩ ২১:৫৬524889
  • মার্কিন মূলুকে অন্ততঃ গলা খুলে নিজের দেশের সরকারের সমালোচনা করা যায়।
    চিন রাশিয়ায় প্রশ্নই ওঠে না।
    প্রেস এবং টিভিও সরকারের নিয়ন্ত্রণে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:206a:834a:26f3:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ২২:২৪524890
  • যায় নাকি? 
     
    ইসরায়েলের সমালোচনা করার জন্য হার্ভার্ডের কয়েকজন ছাত্রের চাকরির অফার ফিরিয়ে নেওয়া হল। সরকার করেনি, কিন্তু সরকার এগুলো খুব আহ্লাদের সাথে অ্যালাউ করে, এমনকি উৎসাহিত করে।
     
    আর ট্রাম্পকে মাঝের আঙ্গুল দেখানোর জন্য চাকরি যাওয়া। সেও প্রাইভেট কোম্পানি করেছিল।
     
    প্রাইভেট কোম্পানি সেন্সর করে দিলে আর সরকার লাগে কিসে? 
     
    ও হ্যাঁ, স্নোডেন রিভিলেশন ভুলবেন না।
  • MP | 2405:8100:8000:5ca1::72:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ২২:৩৪524891
  • মনুস্মৃতি নিয়ে লাফানোটা একটা কমন ফেনোমেনন। কটা হিন্দু বাড়িতে মনুস্মৃতি দেখেছেন কেউ একটু জানাবেন। গীতা থাকে, চণ্ডী থাকে, বেদ উপনিষদ থাকে, রামায়ণ মহাভারত থাকে, আজ পর্যন্ত কোন বাড়িতে মনুস্মৃতি তো দেখিনি। এরকম ভয়ঙ্কর সমাজজীবন থাকলে একটা সমৃদ্ধ সভ্যতা হয়ে উঠতে পারত, যাকে লুঠ করার জন্য লুঠেরার দল হাজার বছর ধরে ছুটে আসছে? এডিনবার্গ রিভিউয়ে লিখছে - 
    The artificial and unnatural division of a people into distinct classes, is perhaps the most effectual method which could have been derived by the ingenuity of man to check their improvement and repress their industry. Indeed, the natural operation of such an institution is so diametrically opposite to, and incompatible with the strongest principles of our nature, that we are inclined to believe that its existence (in a perfect state) is altogether ideal; and if it had ever been completely carried into practice, the baneful effect would have been so immediate, that the total annihilation of public spirit and enterprise would have been the inevitable consequence.
    ...
    But it may be observed, that the brahman, in his military capacity, is obliged to serve with individuals not only of the inferior tribes, but even at times with the outcasts. The blood of a brahman, it is true, cannot be shed; but it did not require much ingenuity to find out, that by suffocation the law was easily evaded, and justice satisfied. Most of our accounts of the brahminical institutions are taken from books, and not from actual observation; and our observations have been confined almost entirely to the provinces of Bengal.
     
    অবশ্য ন্যারেটিভ তো হল বাইরে থেকে সবাই আমাদের সভ্য করতে আকুল হয়ে ছুটে এসেছে।  মুসলমানরা এসে আমাদের বিরিয়ানি রাঁধতে শেখাল, ইংরেজরা ক্রিকেট খেলা শেখাল, আমেরিকা মানবাধিকার শেখাবে। অথচ এই অজ্ঞ অসভ্য জাতের জিডিপি শেয়ার কি করে এত বেশি ছিল সে এক রহস্য।
  • % | 93.125.***.*** | ২১ অক্টোবর ২০২৩ ০৬:১২524898
  • কমিদের প্রব্লেম হচ্ছে এদের পশ্চিমি বাপেরা যা বুঝিয়েছে এরা তাই নিয়ে তাতাথৈথৈ নেচেছে। নিজেরা চিন্তা করতে শেখেনি। ইতিহাসও পড়েছে বলে মনে হয়না। আজকে ভারতের পিছিয়ে পড়ার জন্য সম্পূর্ণ দায়ী নেহরুভিয়ান সোশ্যালিজম। সাভারকারের ভাবনা অনুযায়ী আজ ভারত যদি একটি হিন্দুরাষ্ট্র হত, তাহলে আমাদের এখানে মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরী হত। দেশটা আজকে অনেক এগিয়ে যেত। কিন্তু কমিরা তা মানতে নারাজ। এরা বহুত্ববাদ, বাকস্বাধীনতার মতো চাট্টি বুলি আওড়েছে আর পশ্চিমী দাদারা এদের তোল্লাই দিয়েছে। নিজেদের দেশে কিন্তু তারা ক্রিম ডে লা ক্রিম ছাড়া ইমিগ্রেন্ট ঢুকতে দেয়নি। ইয়োরোপ প্রাচুর্যে পূর্ণ হয়েছে ভারত আর আফ্রিকার রক্ত চুষে। আম্রিগা তৈরী হয়েছে স্লেভ লেবার দিয়ে। তারপর সে কি জ্ঞান তাদের! দুনিয়াকে তারা জ্ঞান দিয়ে বেড়ায়। লিবারেল গণতন্ত্র হ্যানাত্যানা। এই হচ্ছে পশ্চিমি ছক। এর উল্টোদিকে আছে চীন। চীন পশ্চিমি জ্ঞান শোনেনি। ওরা ক্যাপিটালিষ্টের বাপ্। বাকস্বাধীনতা নেই তো নেই, আজকে চীন মাথা তুলে দাঁড়িয়েছে। ভারতকেও দাঁড়াতে হবে। সেজন্য শক্তপোক্ত সরকার দরকার। হিন্দুদের একজোট করা দরকার। হিন্দু সভ্যতার প্রতি শ্রদ্ধা দরকার। পশ্চিমীদের নীতিকথা শুনে লাভ নেই। শুয়োরের বাচ্চা গান্ধী আর নেহরু সোশ্যালিজমের ছক কষে দেশটাকে ভিখিরির দেশ বানিয়ে গেছে। গরিবের হদ্দ গরিব। আগে আমরা পশ্চিমীদের সমান টাকা করব, তারপর বাকস্বাধীনতা আর গণতন্ত্রের বুলি আওড়াব। মনে রাখবেন সুভাষ বোসও তাই চেয়েছিলেন। গরিব দেশে লিবারাল গণতন্ত্র হয়না। ওটা স্রেফ পশ্চিমি ভাঁওতা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন