অমিত"পূর্ব ও পশ্চিম দুটো পাকিস্তানেই হিন্দুরা মাইনরিটি, কাশ্মীরেও তাই।"
- মানে মাইনরিটি হলে তাদেরকে তাড়ালে তেমন সমস্যা নেই ?
-- এটা আনফেয়ার। যে কথাটা বলিনি বা বলতে চাইনা সেগুলো আমার মুখে গুঁজে দেবেন না। তাহলে তো সবচেয়ে আগে বলতাম ভারত থেকে ক্রিশ্চান এবং মুসলমানদের তাড়াও, ওরা মাইনরিটি।
কাউকেই তাড়াবার পক্ষে নই। আর ধর্মকে ব্যক্তিগত পছন্দের ব্যাপার মনে করি। কাজেই কোন থিওক্র্যাটিক স্টেটের পক্ষধর নই। তারা সব নাগরিককে সমান অধিকার দেয় না। সে ইসলামিক, বুদ্ধিস্ট, ক্রিশ্চান বা বৌদ্ধ রাষ্ট্র, হিন্দুরাষ্ট্র যাইজরায়েলই হোক।
২ ইসরায়েল-আরব ইস্যুতে মূল প্রশ্ন হচ্ছে নিজের দেশেই আরবদের কোন রাষ্ট্র নেই। অথচ ইহুদীদের রাষ্ট্র বানিয়ে দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই এলাকাটায় ৮০০ বছর ধরে অটোমান তুর্কীদের রাজত্ব ছিল। পরে বৃটিশ এল।
আজ
১ প্যালেস্টাইনের কোন রাষ্ট্র নেই, পুলিশ নেই মিলিটারি নেই। সেসব ইজরায়েলের হাতে। শুধু সিভিক প্রশাসন আরবদের হাতে।
২ ম্যাপ দেখুন। ১৯৪৮ সালে যে এরিয়াটুকুকে ইজ্রায়েল বলে রাষ্ট্রসঙ্ঘ প্রস্তাব পাশ করেছিল প্রত্যেকটি যুদ্ধের পর ইজরায়েল তার এলাকা বাড়িয়ে চলেছে। আজ ইজরায়েলের দখলে ১৯৪৮ শের তুলনায় কয়েকগুণ এলাকা, এবং প্যালেস্তাইন ছোট হতে হতে একটা মুঠোর মত।
এর তুলনা হত যদি পাকিস্তানকে প্রত্যেক বছর ভারতের ভেতরে এলাকার পর এলাকা দখল করতে দেওয়া হত আর অ-পাকিস্তানীদের রাষ্ট্রহীন করে দেওয়া হত।
৩
আকবরের সভায় বীরবল, টোডরমল মানসিংহ এঁরা তো হিন্দুই ছিলেন, নাকি? ঔরংজেবের সেনাপতি জয়সিং, শের শাহের দরবারে? তুলসীদাস তো রামচরিত মানস মুসলিম আমলেই লিখেছিলেন। দারা শিকোহ্ উপনিষদের অনুবাদ করিয়েছিলেন। বঙ্গে পরাগল খাঁ ছুটি খাঁ মহাভারতের অনুবাদ করিয়েচ্ছিলেন। চৈতন্যদেবের ধর্মপ্রচার তো মুসলমান আমলেই।
নিঃসন্দেহে কিছু মন্দির ভাঙা হয়েছিল। কিন্তু তার অনেক বেশি এখনও টিকে আছে।
৪
বৌদ্ধরা অন্যদের উপর অত্যাচার করে না? শ্রীলংকায় যারা হিন্দু তামিলদের উপর অত্যাচার করল, হত্যা রেপ সবই হল -- তারা বৌদ্ধ নয়? বর্মায় যারা রাখাইন এবং অন্য অঞ্চলে অত্যাচার করছে তারা বৌদ্ধ নয়? দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে জাপানীরা মালয়ে হিন্দু শ্রমিক নারী এবং পুরুষের উপর অত্যাচার করেছে, চিনে অত্যাচার করেছে তারা বৌদ্ধ নয়?
হিন্দুরা কখনও কোন ধর্মস্থানে হামলা করে নি!
২য় শতকের বৌদ্ধ গ্রন্থ অশোকবাদন বলছে ঃ
শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কুক্কুটরাম বৌদ্ধবিহার আক্রমণ করলেন। তারপর উত্তর পশ্চিমে শাকল অঞ্চলে গিয়ে প্রত্যেক বৌদ্ধ ভিক্ষূর মাথার জন্য একশ রোমান মুদ্রা পুরস্কার ঘোষণা করলেন।
খালি কমি কমি বলে গাল পাড়লে হবে?
বঙ্গের হিন্দু রাজা শশাংক বঙ্গের বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করেন এবং বিহারএর বোধগয়ায় বোধিবৃক্ষ কেটে ফেলেন।
রবীন্দ্রনাথের পূজারিনী কবিতা মনে করুন। বৌদ্ধ স্তূপে প্রদীপ জ্বালানোর অপরাধে নির্মমভাবে হত্যা করা হল।
আসলে সবই ক্ষমতার খেলা। তার হিন্দু বৌদ্ধ জৈন ইসলাম হয় না।