ভন্ডামী কি সেটা সবাই জানেন। আমরা কম বেশি সবাই ভন্ড কিন্তু ভারতের বাম দলগুলির মত ভন্ড হওয়া সহজ নয়। ভারতের একমাত্র শত্রু হচ্ছে ভাম দলগুলি। এরা ভারতের খাবে আর ভারতের নিন্দা করবে। পাকিস্তান হচ্ছে ঘোষিত শত্রু, চীনও ... ...
আমার এই লেখা পড়ে অনেকেই আমাকে চাড্ডি ভাববেন, তা ভাবুন। ইসলামের নিন্দাকরলেই যারা ভাবেন সংখালঘু দের উপর হিন্দুত্ববাদের পূজারী দের আক্রমণ তেনারাহয় ভন্ড নয় দুধের বাচ্চা। মুসলমানদের তোষণ করাকে ভাবেন ধর্মনিরপেক্ষ, এনারাহিন্দুদের ওপর যতটা খড়্গহস্ত ততখানি নরমইসলামিক উগ্রবাদী দের প্রতি ... ...
আমি চাই এই পূজায় সব সিঙ্গল মিংগিল হয়ে যাক। ... ...
বই ছাপাতে লাগে বিপুল পরিমাণ কাগজ।এই কাগজ আসে গাছের থেকে। ২০০ পৃষ্ঠারএক বই ছাপাতে আনুমানিক ১০০ গাছের দরকার। এইবার ভাবুন বইমেলা মানে কতগাছের মরণ। যারা গুরুর লেখক তারা বলবেন আমার বইবের করবার ক্ষমতা নেই তাই এই জ্বলন।আজকাল সেই রকম বই কি আর প্রকাশিত হয় যা পড়ে চিন্তার জগতে আলোড়ন হয়? বই পড়ব কেন? কারন বই হচ্ছে বিশ্ব দর্শনেরএক জানলা। বিভূতিভূষণের আরণ্যক পড়েআমি চলে গিয়েছিলাম লবটুলিয়ার জঙ্গলে।কপাল কুন্ডলা পড়ে ভেবে ছিলাম অনেক কিছু। নারায়ণ সান্যালের এক এক বই এক এক স্বাদের। অনেকে বলবেন আমি প্রথাবিরোধী সাহিত্যের মর্ম বুঝি না। সাহিত্য মনে ষড় রসের ভিয়েন বসায়, যে ভিয়েনেরগন্ধ সিজার বাগচীর লেখায় পাই না, আধুনিকসাহিত্য ... ...
বই মেলা নিয়ে বাঙ্গালির দল অতীতের মোহেআবিষ্ট হয়ে পড়েন। বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে ঘুরে বই কেনেন। কি বই কিনবেন তার তালিকা করে নেন,অনেকে আবার গিয়ে বইকেনেন। এখন কথা হচ্ছে কেন বই মেলা? আর এর দরকার কি? অনেকে ভাববেন আমিআবার অশিক্ষিত, তা ভাবুন। তেনাদের ভাবনাত আমি বন্ধ করতে পারব না। আগে রাস্তার পাশে ছায়া দিত গাছের সারি। এখন সব গাছ গেছে ভোগে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে সেমিনার হয়, নামী দামী লোক,মহিলারদল নানা কথা বলতে থাকেন আর বৃক্ষ নিধনহতে থাকে ' পরমার ব্রা, নন্দিনীর পরকিয়ারমতন কচুরির মত বিক্রীত বই ছাপাবার কাগজের জন্য। ** আগামী সংখায় ... ...
গুটেন বার্গের ছাপা খানা নিঃশব্দে যে বিপ্লবএনেছিল তা বলবার অপেক্ষা রাখে না। মানুষের মাঝে খবর ছড়িয়ে, সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ লিখে ছাপা খানাযে বিবর্তন এনেছে তা বলবার অপেক্ষা রাখে না। জহর জী আর তার কন্যার সময়ে বিদেশিবই পাওয়া যেত না যেত না জানিনা। ছাপার পদ্ধতি উদ্ভবের আগে তালপাতা,প্যাপিরাস থেকে লেখবার কাগজতৈরি হোত। পাঁচ মহাকাব্যের অন্যতম গিলামেশের মহাকাব্য লেখা হয়েছিল মাটিরফলকে,পাথরের বুকে লেখা হয়েছিল নানা লিপি++ আগামী সংখায় ... ...
এই মঞ্চের যে সব মেয়ে,মহিলারা ফেসবুকে আছেন তাঁদের যে কি পরিমান ভার্চুয়াল হেনস্তা হতে হয় সেটা লিখলে মহাভারত হবে। সঞ্চারী বলে আমার এক বান্ধবী আছে। আমায় ফোন করে বল্ল ইনবক্স চেক কর।আমি ইনবক্স খুলে দেখে অবাক হয়ে গেলাম।পুরুষ মানুষ স্বভাবজাত ভাবে লম্লট প্রকৃতির হয়, বক্তা নিজেও যে আসলে ভাল তার কোনপ্রমাণ নেই। সুযোগ আর সাহসের অভাবে ভদ্র। কোন মেয়েকে ভালো লাগতেই পারে, তার সাথে প্রেম করতে ইচ্ছা হতে পারে,এই ইচ্ছাগুলিতে কোন দোষ নেই দোষ হচ্ছে এমন কিছু করা যাতে মেয়েটি ভাবে সে নিরাপদ নয়। অনলাইনে সুনামের জন্য ভদ্র আর অফ লাইনে; কিয়া মাল হ্যায়, ইচ্ছা করছে তুলে নিতে জাতীয় মন্তব্য যারা করে ... ...
বাঙ্গালী পাঠক আজো বড় হতে পার লা না।কুয়োর ভেক হয়েই থাকল। ভারতীয়েরা বিশেষ করে আতেল বাঙ্গালী ( চায়ের দোকানে গেলেই দেখা পাবেন) ভাবে সাহিত্যে শীল অশ্লীল বিচার করবার গুরু দ্বায়িত্ব তেনাদের পরে। সাহিত্যে বলা যায় আমি ভাত খাব কিন্তু বলা বিধেয় নয় আমি তোমার সাথে কামকেলি করব। ... ...
এক সময় যারা যৌন পল্লীতে কাজ করতেন তাঁদের মৃতদেহ পোড়াবার অধিকার ছিল না। রাতের বেলায় বিভিন্ন কোঠিতে গিয়ে যারা সারা রাত কোন মেয়ের সাথে সঙ্গম করে বেরিয়ে আসত সেইসব ভদ্দরনোকেরা বলতপতিতা মাগী,বেবুশ্যে,খানকী। ভাবতে অবাক লাগে সমাজ এইসব লোকেদের সাথে একমত হোত। ব্যক্তিগত ভাবে আমি যৌন পেশাকেসমর্থন করিনা। অনেকে বলবেন কেন?কেন এই প্রশ্নের জবাব অন্যদিন দেব। আজ যারা যৌনকর্মী আছেন তেনাদের অনেকের আছে ভয়ংকর অভিজ্ঞতা। কেউ ঘর বাধবে বলে প্রেমিকের সাথে চলে এসেছিলেন,কেউ বা বাবা,কাকার কথায় বিশ্বাস করে বাইরে এসে এই জায়গায় বিক্রী হয়ে গেছিল। তার পর বিভিন্ন লোকের হাতে ধর্ষিতা হয়ে হয়ে সেক্সডল হয়ে গিয়েছে। ... ...
যে সব মেয়েরা ফেসবুকে আছেন তাঁদের পোস্ট পড়লেই মনে হয় পুরুষেরা হয় নোংরা চিন্তা ভাননার ধারক ও বাহক। আমি নিজেই জানি মেয়েদের আইডিতে প্রবেশ করেই ইনবক্সে ( ম্যসেঞ্জারে) নিজেদের গোপণাঙ্গের ছবি পাঠায়, সেক্স ভিডিও পাঠায়। ভাবি এদের চিন্তা ভাবনা কেন পচা মলের গন্ধে ভরা? পুরুষ মানেই লম্পট, সে যেই ... ...