- অনির্বান বাবু কে আবার আন্তরিক ধন্যবাদ, যদিও আমার ক্যাপি'টালিজম , তার আদি মরালিটি তার সময় এবং মার্ক্স এর প্রধান লেখাগুলির মধ্যেকার ঐতিহাসিক সময়ের যে ফারাক সেটা নিয়ে তোলা প্রশ্ন টাকে অ্যাড্রেস করেন নি, কিন্তু সেটা খানিকটা ডাইভারসন হয়ে যেত, এট মেনে নিতে অসুবিধে নেই। এত সুন্দর গোছানো মানুষকে শেখানোর জন্য আন্তরিক সহজ করে লেখা সাম্প্রতিকে নেটে বাংলায় পড়িনি। দুটো পোবোন্দো মিলিয়েই বলছি। - ইয়ানিস ভারুফাকিস রা টেকনো ফিউডালিজম শব্দটা তো অনেক দিন ধরেই ব্যবহার করছেন। কিন্তু আবার অ্যামাজোন এর মার্কেটপ্লেস মডেল এর প্রশ্নে নরম হচ্ছেন , সুতোরাং অ্যাকুমুলেশন এর কোনো হিস্টোরিকাল টার্ম আদৌ আর এক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা একটু ভেবে দেখতে হবে, তবে নতুন বিংশশতকের শেষের দিকের এবং এখন কোলাবরেশন মরালিটি ব্যাখ্যার একটা মারক্সবাদী অ্যাটেম্প্ট করেছিলেন, ফ্রেডেরিখ জেমেসন , এবং ফাইনান্স ক্যাপিটাল এর দৌরাত্ম ইত্যাদির ইতিহাস নিয়ে , অপ্রশিক্ষিত লোক পড়তে পারে এরকম লেখার মধ্যে আমার ভালো লেগেছিল, উল্ফ্গ্যাং স্ট্রীক, এর হাউ উইল ক্যাপিটালিজম এন্ড নাম বই তে , ২০১৬ তে প্রকাশ।
-- কিন্তু আমার জেনেরালি মনে হয় , জানিনা একমত হবেন কিনা, সেটা হল, চীন তাদের পার্টি, ম্যানুফাকচারিং মাসল এবং টেকনো প্রগতির বিচিত্র কম্বোর ফলে কখনৈ কোনো ক্রাইসিসে পড়বে না, এটা ভাবার কোনো কারণ আছে বলে মনে হয় না, সংকট নানা ধরণের ইতিহাসে আগেও হয়েছে পরেও হবে, তার ফল কি হবে প্রেডিক্ট করা কঠিন। এবং খুব স্বাভাবিক ভাবেই, আকাংখার নতুন থিয়োরাইজেশন , নতুন টার্ম ইত্যাদির জন্ম দেবে, একাধিক বিষয়েই। আমার প্রায় ই অবাক লাগে, স্বল্পশিক্ষিত দক্ষ শ্রমিকের গুড লাইফ সংক্রান্ত আকাংখা বিংশ শতকের সুখের সময়ের ব্যাখ্যা দিয়েছে কিছুটা, এই আকাংখা কে ম্যানেশ করতে ক্যাপিটালিজম এবং গণতন্ত্র কিছুটা শান্তিপুর্ণ সহাবস্থান করেছিল, এর পরে ফিনান্স ক্যাপিটাল এর বাজার বাড়া টার মধ্যে নতুন ডিসরাপশন এনেছে বিগ টেক এবং গণতন্ত্র মারা গেছে গেছে, নতুন কোনো সহাবস্থান তৈরী হয়েছে কিনা বোঝা মুশকিল। পুরো ব্যাখ্যার সময় এসেছে কিনা জানিও না।
-- দেবাঞ্জন বাবুর দেওয়া এ আই ইনভেস্ট মেন্টের , কিছু কোং নিজেরাই নিজেদের টাকা দেওয়ার গল্পটা , মধ্যেখান থেকে ওরাকল এর ভ্যালিয়েশন এর কৃত্রিমতা ইত্যাদি, মাস দেড় দুই আগে প্রথম ক্যাপিটালাইজেশন এর প্রপোর্শন হিসেবে প্রথমে দেখে চমকে গেছিলাম। সত্যি মাইরি :-) প্রাসংগিক লাগলো কমেন্ট টা।
-- হংকং এবং মেনল্যান্ডের আলাদা সেল্স রিপোর্টিং, কম্পিটিশন রিপোর্টিং , ফাইনানশিয়াল প্রোডাক্ট এর মার্কেটিং, সাধারণ মার্কেট ডেটা কোয়ালিটি র মাঝে মাঝেই আলাদা গ্রেডেশন একটি বাস্তবতা , এটা নব্বই দশক থেকে ই সত্যি। এই কমেন্ট টাও খুব ই রেলিভান্ট।