এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:০১526975
  • ডালপুরী। 
  • kc | 37.39.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:২৫526976
  • কি বুরবক টাইপ লেখা রে ভাই, যেন আমাদের নিজের কেউ ওদেশে থাকেনা! এদেশে এসে এসব চাঙ্কি পান্ডে গিরির কেমন দাম, ইনি ভালোই জানেন। তাই আসেননা।
     
    এত কিছুর পরেও ওদেশে পড়ে থেকে জ্ঞান মারান। আজব পিস, নিজেই একটা নিজস্ব পেডেস্টাল খাড়া করে হেজিয়েই চলেন। 
     
    এসব পড়লে একটাই কথা বেরোয়, 'বাল'
     
    গুপু কমেন্টা ডিলিট করতেই পারেন, কিচ্ছু মনে করবনা।
  • দীমু | 110.224.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:২৬526977
  • হঠাৎ দেশে ফিরে আসতে যাবেন কেন? যেখানকার পাসপোর্ট বা পিআর আপনার আছে সেখানেই তো থাকা উচিত। বুঝলাম না।  
  • র২হ | 2601:c6:d200:2600:949e:2cad:7129:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:৩০526978
  •  
    • ...কিন্তু কেউ এই আমেরিকার কথা জানেনা।   
    • ...আমেরিকা সম্পর্কে কারুর কোনো ধারণাই নেই। 
    •  ....কেউ জানেনা।
     
    তাই নাকি? কী আশ্চর্য। সবাই কি বুকা।
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯526979
  • তার ওপর ভুলে ভর্তি লেখা laugh
  • kc | 37.39.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২১:১২526982
  • হুতো,
    'বুকা' নয় 'বুকাসুদা'
     
    গুপু খেয়ালে রাখবেন। 
  • :|: | 174.25.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:০৫526983
  • মূল লেখা নিয়ে কোনও বক্তব্য নাই -- কারণ লেখার বিষয়টা বুঝিনি। আমেরিকায় কিছু সমস্যা আছে; সেগুলো কেমন করে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলে লেখক দেশপ্রেম প্রকাশ করতে চেয়েছেন; নাকি সমস্যা গুলোতে --টলিউড ঢালিউড ইত্যাদি যাদের কিছুই করার নাই -- তারা কেন জানেনা বলে ক্ষোভ প্রকাশ করতে চেয়েছেন হেইডাই  বুঝি নাই। অর্থাৎ রাগটা কার উপর -- গুরুর উপর নাকি আমেরিকার উপর নাকি বেচারা ঢালিউডের উপর। 
    তবে মূল লেখা শুরুর আগেই যেটা বলা হয়েছে, গুরুতে লেখা চালিয়ে যাবার জন্য লইয়ারের সঙ্গে কথা বলতে হয় -- এইটা একটা কাজের তথ্য। ঠ্যাংস।
  • যোষিতা | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:০৯526984
  • উনি একাই সব জানেন, এই ধারণাটা যা তা টাইপের মাইরি।
    সবাই মূর্খ, আর উনি জ্ঞান বিলোবেন।
    আমরা চুপটি করে ওনার নেকচার শুনব আর বলব, ওমা তাই নাকি, আমরা তো কিচ্ছুটি জানি না! 
    ইশ আপনি কত্তো জানেন, আরো বলুন, আমরা জেনে ঋদ্ধ হই।
  • যোষিতা | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:১১526985
  • লইয়ারের ভয় দেখাচ্ছেন মনে হলো। থ্রেটও হতে পারে। খুলে বললে বুঝতাম।
  • r2h | 165.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:১১526986
  • কেসিদা ঃD
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a3f0:c6b6:872:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:১৩526987
  • গালাগালি না হলেই ভাল। 
     
    পার্থবাবু খুব একটা মিথ্যে কথাও বলেন নি। সাধারণ অল্পশিক্ষিত আমেরিকানদের অবস্থা তো আসলেই খুব খারাপ।
  • r2h | 165.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:২১526988
  • @পলিটিশিয়ান, সে তো ঠিকই।

    কিন্তু মুশকিল হলো ওঁর ধারনা আর কেউ কিছু জানে না।
    দেখা যাচ্ছে আপনিও জানেন।
  • যোষিতা | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:২২526989
  • আপনার সবকটা বইয়ের লিস্ট এবং দাম লিখে দিন।
    লোকে দরকার মনে করলে কিনবে। কিন্তু লোকে কেন আপনার বই কিনছে না, সেটার জন্য গুরুর লেখক/পাঠকেরা কেন দায়িক হবে? 
    ইংরিজিতে লিখুন বরং। সারা দুনিয়ায় হুহা বিক্রি হবে। কটা মাত্র মূর্খ বাঙালির জন্য কেন কষ্ট করে বাংলায় লেখা বই বিক্রি হচ্ছে না বলে দুঃখ করছেন?
    ইংরিজি ভাষার পাঠক সংখ্যায় অ নে ক বেশি। আর আপনি যেসব তথ্য বিশ্বের দরবারে সকলকে জানাতে চান, সেসব দুনিয়ার সকলকে জানানোর জন্য বেস্ট উপায় ইংরিজিতে এই বইগুলো লিখে ভালো ভালো পাবলিশিং হাউজ থেকে বের করা। বিজ্ঞাপন করবার কষ্ট করতে হবে না। বেশ্ট সেলার তো হবেই, সারি দুনিয়া জেনে যাবে এ সমস্ত ব্যাপারে। আপনার লেখার হাত খুবই ভালো। বেশ ভাষা টাশা দিয়ে চমৎকার সাহিত্য হয়ে গেলে কতোরকম্র প্রাইজ আছে সেসব পাবেন। আপনার গুরু নোম চমস্কিও বইগুলো পড়তে পারবেন ( ধরে নিচ্ছি তিনি বাংলা সাহিত্য পড়তে পারেন না)।
    সিরিয়াসলি ইংরিজিতে এই বইগুলো লিখুন। বাঙালিরা যারা ইংরিজি পড়তে পারে, তারাও পড়বে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a3f0:c6b6:872:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:২৫526990
  • র২হ, কেউ কিছু জানেনা এই ধারণাটা বিরক্তিকর ঠিকই। কিন্তু মুখ খারাপ না করলেই ভাল।
  • r2h | 165.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:৩৫526991
  • পার্থবাবু,
    আপনি গুরুতে লিখছেন বেশ কিছুদিনই হলো। শুরুতে বুলবুলভাজায় আপনার সম্পাদিত লেখা যেগুলি বেরিয়েছিল সেগুলি পড়ে বেশ অভিভূত হয়েছিলাম, এ কথা বিনাদ্বিধায় স্বীকার করি, কারন যাই হোক, ছোটবেলা থেকে পারিবারিক প্রভাবে আরএসএসের মত সংগঠনের সদস্য হয়ে প্রাপ্তবয়সে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন কাজ। তার জন্য কোন আমার বিস্ময়্মিশ্রিত শ্রদ্ধা আছে।

    আগে আমি আপনার নাম শুনিনি, গুরুর সূত্রেই জানলাম, পরে জানলাম আপনার বেশ কিছু বই আছে, এবং উত্তর উপকূলের ধ্রুপদী অনাবাসী বঙ্গসমাজে আপনি সুপরিচিত মানুষ। সেই সবেতেই আপনার লেখালিখি নিয়ে কৌতুহল বেড়েছে।

    কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, আপনি গুরুতে লেখেন বটে, কিন্তু গুরুতে অন্য কারো লেখা টেখা পড়েন বলে মনে হয় না। গুরুর প্রচলিত তওর তরিকা, ডেকোরাম, ব্যবস্থা ও ব্যবস্থাপনা সেসব নিয়েও কিছু জানা বা বোঝার চেষ্টা করেননি।
    আপনার পেছন পেছন এক বা একদল ফেসবুকিয় ফেউও এসে এখানে জুটেছেন, যারা আপনারই মত, শুধু আপনার লেখায় ট্রোল করতেই আসে, গুরুর মডারেশন বা মডারেশনহীনতাবিষয়ক ঢিলেঢালা পলিসি, কে কমেন্ট মোছে বা মুছতে পারে সেসব নিয়েও কিছু জানা বোঝার চেষ্টা করেন না, তাঁদের একমাত্র লক্ষ্য আপনি, এবং তাঁদের আপনার ওপর ব্যক্তিগত খার (খারই লিখলাম, রাগ না বিদ্বেষ না খিল্লি না হিংসে সে তো আমি জানি না)।
    তাতেই বা কার কী।

    মুশকিল হল, আপনার অভিযোগ "গুরুচণ্ডালি ব্যক্তিগত কুৎসা ও ক্লেদ বন্ধ করতে চায়না। সুতরাং, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা আর নেই।"

    গুরু হয়তো প্রত্যাশার চাপমুক্ত হতে পারলে খুশিই হবে, সে কোন ব্যাপার না। কিন্তু আপনার লেখাতেই দেখি সবচে বেশি কমেন্ট ডিলিট হয় - ব্যক্তিগত কুৎসার ইঙ্গিতমূলক পোস্ট। এবার পাল্টা মত বা শ্লেষকেই যদি আপনি ব্যক্তিগত কুৎসা মনে করেন তাহলে তো কিছু করার নেই। আপনি একা নন, অনেক লেখককেই এখানে ভয়াবহ ট্রোলের শিকার হতে হয়েছে। অনেকেই সেসব হ্যান্ডল করেছেন, কেউ ঠান্ডা মাথায়, কেউ উল্টো গালাগাল দিয়ে। কিন্তু নীতিগতভাবে ন্যূনতম মডারেশনের একটা ফোরামে আপনি আমিই সব জানি আর কেউ কিছু জানে না, এমন বানী দেবেন, আর কেউ খিল্লি করবে না, এও তো হয় না।

    আর সত্যি বলতে কি, অনেক লেখক নিজেই লেখার মান বিচার করে অনেক সময় আবেগপূর্ণ কিন্তু যুক্তি বা তথ্যে দুর্বল লেখা হরিদাস পাল অ্যাকসেস থাকা সত্ত্বেও খেরোর খাতায় লেখেন।
    মানে, এই যে লেখাটা - এতে ঠিক কী নতুন তথ্য, বিশ্লেষণ বা দর্শন আছে যা এখানকার পাঠক জানে না?

    তো, অনুরোধ হলো, আপনি লিখুন, কিন্তু সময় পেলে একটু পড়ুনও। জানি আপনি ব্যস্ত মানুষ, তার ওপর আবার এখন উকিলের সঙ্গে কথা বলতে হচ্ছে, তাও আর পাঁচটা থ্রেডে কেমন ইন্টারঅ্যাক্শন হচ্ছে, কোথায় কেমন কী মডারেশন হচ্ছে, সেসব দেখলে হয়তো এই অভিযোগের উত্তর পাবেন।

    সেসব করতেই হবে তা না, কিন্তু এই যে গুরু আর ফেসবুকের ছোট ছোট পোর্টালগুলি তৈরি হয় আজকাল আর সেসব পোর্টালবাহিত ট্রোল আর সব ফেবুর মত হবে এই প্রত্যাশা ভেসে আসে, এই হয়েছে মুশকিল।
  • kc | 37.39.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪২526992
  • পল্টি'দা, 
    আপনি এখানে অ্যামেরিকার রাজনীতি গুঁজতে চাইলেও হবেনা। সে আলাদা তর্ক। তার প্রেমাইসেস সেট করুন আগে। তারপর দেখুন এই গামছাওয়ালা ক বাইট ছিরিক করেন সেখানে।
    একই লাইনে কিছু লোককে দেখি সেদেশে বসে 'বাংলা বাংলা' চিল্লে চলে। সেফ ডিস্টেন্সে বসে বেশ বেশ পোস্ট করেই চলে। এঁদের সবাইকেই একটাই উপাধি দেওয়া যায় 'বাল'।
     
    # গুপু 
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩:২৩526993
  • আমি পার্থবাবুর লেখাগুলোর পয়েন্ট বুঝতে পারিনা। ওনার বিভিন্ন লেখা থেকে জেনেছি ওনার বাড়ির সামনে জল জমে, আমেরিকায় অনেকে গরীব, আমেরিকায় অনেক বাড়ি ধ্বসে পড়ে, আমেরিকার মিডিয়া সঠিক খবর দেয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো তো সব দেশেই হয়, তো আমেরিকা আলাদা কি হলো? আর আমেরিকার এসব দোষ গুন ইত্যাদির ব্যাপারেও সবাই জানে, অন্য সব দেশের সম্বন্ধেও সবাই জানে। মানে এগুলো তো অজানা কোন ব্যাপার না!  
     
    তাহলে পার্থবাবুর লেখাগুলোর পয়েন্টটা কি? 
     
    অবশ্য সব লেখাতেই "আমার বই" এর উল্লেখ থাকে। তো লেখাগুলো যদি ওনার বইএর পাবলিসিটির জন্য হয় তাহলে ঠিক আছে। তবে প্রায় সব লেখাতেই এতো ভুল তথ্য থাকে যে সেগুলো পড়ে কেউ বই কিনতে ইন্টারেস্টেড হবে বলে মনে হয়না। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a3f0:c6b6:872:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩:২৫526994
  • কেসি, দাদা বলার প্রয়োজন নেই। 
     
    আমেরিকার রাজনীতি নিয়ে আলোচনার প্রেমিস বলতে কি বোঝালেন সেটা বুঝলাম না। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:a3f0:c6b6:872:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩:৩২526995
  • ডিসির সবাই সব জানে শুনে একটা গল্প মনে পড়ে গেল। রসিকদের আড্ডায় সবাই সব রসিকতা জেনে গেছে। আড্ডায় জনৈক এমবিএ স্থির করলেন এবারে এফিসিয়েন্সি বাড়াতে হবে। পুরো গল্পটা বললে ঘন্টায় গোটা পনেরোর বেশী গল্প হয় না। উনি একটা গল্পের ক্যাটালগ বানিয়ে গল্পগুলোর নম্বর দিলেন। কেউ আর পুরো গল্প বলবে না। বলবে বত্রিশ নম্বর। শুনে কেউ হাসবে, কেউ হাসবে না। কিন্তু এমবিএ হিসেব করে দেখালেন নতুন পদ্ধতিতে ঘন্টায় একশো গল্প বলা তো যাবেই।
     
    কিন্তু হায়, এই গল্পটাও বোধহয় সবাই জানেন।
  • লাল সেলাম | 185.22.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৮526996
  • পল্টির সর্বহারা বিবেক জেগে উটেচে
  • পলিটিশিয়ান | 2607:fb91:889c:8746:ac39:d1f7:7e74:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০০:৫৭526999
  •  
    কিন্তু এগুলো তো সব দেশেই হয়, তো আমেরিকা আলাদা কি হলো?
     
    কথা ঠিক হত, যদি আমেরিকান এক্সেপশনালিজম বলে একটা ব্যাপার না থাকত। সেটায় শুধু আমেরিকান লোগ বিশ্বাস করে তা নয়, আমেরিকার বাইরেও আরো অনেকেই করে।
     
  • Arindam Basu | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:০৩527000
  • "America when will you be angelic?
    When will you take off your clothes?
    When will you look at yourself through the grave?
    When will you be worthy of your million Trotskyites?
    America why are your libraries full of tears?
    America when will you send your eggs to India?
    I’m sick of your insane demands.
    When can I go into the supermarket and buy what I need with my good looks?
    America after all it is you and I who are perfect not the next world.   
    Your machinery is too much for me.
    You made me want to be a saint."
     
    ইত্যাদি।
    অ্যালেন গিনসবার্গের লেখা। 
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:০৪527001
  • সে ভাবে দেখলে তো সব দেশেই কেউ থাকেন যিনি সেই দেশের এক্সেপশনালিজম এ বিশ্বাস করেন। কোথাও আমেরিকান এক্সেপশনালিজম তো কোথাও ইন্ডিয়ান এক্সেপশনালিজম। কিন্তু সব দেশেই দুর্নীতি আছে, দারিদ্র‌্য আছে, বেকারি আছে ইত্যাদি এগুলো কমন নলেজ। "এরকম বাড়ি আমেরিকায় হাজার হাজার আছে। যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। কিন্তু কেউ এই আমেরিকার কথা জানেনা" - এই আমেরিকার কথা অনেকেই জানে। আরও অন্য দেশেও এরকম অনেক বাড়ি আছে যেগুলো ভেঙে পড়তে পারে, সেকথাও অনেকেই জানে। এগুলো তো কমন নলেজ। 
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:০৭527002
  • ঠিক, অ্যালেন গিন্সবার্গ। শুধু উনি নন, আরও অনেকেই আমেরিকার নানা সমস্যা তুলে ধরেছেন, অন্যান্য দেশের সমস্যা নিয়েও অন্যরা লিখেছেন। তবে তাঁরা সাধারনত, আর কেউ জানে না শুধু আমি জানি এই ধরনের পার্স্পেকটিভ থেকে লেখেনি।
  • পলিটিশিয়ান | 2607:fb91:889c:8746:ac39:d1f7:7e74:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:১০527003
  • আমেরিকান এক্সেপশনালিজমে আমেরিকার বাইরেও বহু লোক বিশ্বাস করে। এত যে কোয়ানটিটেটিভ তফাৎ কোয়ালিটেটিভ তফাৎ হয়ে যায়। সুতরাং অনেকেই আইকনক্ল্যাজমের দরকার বোধ করেন। যেমন প্রো আমেরিকানরা সোভিয়েত সম্পর্কে একই প্রয়োজন বোধ করতেন।
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:১৫527004
  • আবার রিয়েলিটিটা কি, সেও বহু লোক জানেন।  
  • &/ | 151.14.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:২১527005
  • আরে বলেন কী মশাই? আমি তো জানি সেখানে দুধ আর মধু, মধু আর দুধ! চতুর্দিকে সুন্দর সুন্দর সব তরুণ তরুণী উড়ে উড়ে বেড়াচ্ছে, তাদের রঙবেরঙের ডানায় রামধনু ঝলকায়। মিষ্টি হেসে তারা বলে, এসো এসো, আমাদের আজ বড় উৎসব। রাজি হলেই নিয়ে চলে যায় মেঘপ্রাসাদে, সেখানে জাঁকজমকের খানাপিনা নাচাগানা ইত্যাদি চলে।
    ---সেসব সত্যি নয়????? বানানো?
  • ফ্যাসিস্ট  | 2001:67c:2660:425:28::***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:৪১527006
  • পার্থ বাবু সম্পর্কে যিনি লিখেছেন  "উত্তর উপকূলের ধ্রুপদী অনাবাসী বঙ্গসমাজে আপনি সুপরিচিত মানুষ" তিনি কি এইটা খিল্লি করে লিখেছেন নাকি সত্যি এটাতে বিশ্বাস করেন ?laugh
     
    পার্থ বাবু অনাবাসী বঙ্গসমাজে বেশ কু-পরিচিত নাম। উনি বলবেন বাকিরা শুনবে, এটাই ওনার কর্ম পদ্ধতি শুধু  সোশ্যাল মিডিয়া নয় সমাজ জীবনেও। কিন্তু মুশকিল হলো অনাবাসী বঙ্গসমাজে পার্থবাবুর সেই আওকাত কোথায় ? অমর্ত্য সেন কেই লোকে আজকাল আর পোছে না আর উনি তো কোন থার্ড ক্লাস নন-রিসার্চ ইউনির ডক্টরেট!!!! 
     
    ওনার কিছু সেট টার্গেট আছে যেমন আরএসএস, বিজেপি, মোদী, আমেরিকার সরকার, নোম চমস্কি, আমেরিকার দুর্গাপুজো ইত্যাদি। মানে কেউ ওনার লেখা মাস তিনেক ফলো করলেই সেটা আপনিই বুঝে যাবেন। এরপর আছে গোটা পাঁচেক বই, যেগুলোর বিক্কিরি তেমন পদের নয়, কারণ সেই একই, লেখার অনুন্নত মান, রিসার্চের অভাব আর সব শেষে "আমি বলবো তুমি শুনবে" টাইপ বিরক্তিকর লেখার পদ্ধাতি। রিসার্চ টাও যিনি উনি ঠিকমতো করতে পারেননা বা শেখেননি সেটা আপনি ওনার যে কোন একটা বই পড়লেই বুঝে যাবেন। মুশকিল হলো যুক্তি বা গল্প কোনোটাই উনি যদি নাও বা লিখতে পারেন কিন্তু আপনি এগুলো শিখতে পারেন যদি আপনার শেখার মত ইচ্ছে থাকে, কিন্তু উনি যেহেতু সব জানেন সেটা আর হয়ে ওঠেনা ।    
     
    গুরুতে সম্ভব নয় কিন্তু ওনার অন্য সোশ্যাল মিডিয়ার পাতায় যান দেখুন উনি কাদেরকে নিজের পাতায় রাখেন ! শুধু তাদের যারা ওনাকে সাবাস সাবাস বলে পিঠ চাপড়ায়, সমান্যতম মতের আমিল হলেই উনি অতন্ত বাজে ব্যবহার করবেন। বিপরিত মতের প্রতি এত অসহনশীল হলে উনি নিজে যে সহনশীলতার কথা বারবার লেখেন সেটারই যে পশ্চাৎ মর্দন হয়ে যায় সেটা বুঝতেতো কোন ডক্টরেট লাগেনা !!!     
         
    পর্থবাবুর রাজনৈতিক মত যাই হোক একজন এখানে ওনাকে লেখা পড়তে বলেছেন মানে অন্যের লেখা, কিন্তু অন্যমত শুনতে বা অন্যের লেখা পড়তে উনি একেবারেই আগ্রহী নন। ওনার এই megalomaniac পদ্ধতি ওনার বিভিন্ন পোস্টে খিস্তি খাওয়ার প্রধান কারন, ওনার রাজনৈতিক মত নয়। সোস্যাল মিডিয়া বা অনাবাসী বাঙালী সমাজ জীবন দুটোতেই ওনার প্ৰায় একই অবস্থা। 
  • পলিটিশিয়ান | 2607:fb91:889c:8746:ac39:d1f7:7e74:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:৫৬527007
  • আবার রিয়েলিটিটা কি, সেও বহু লোক জানেন।  
     
    ঠিক। তাই যাঁরা জানেন তাদের কেউ কেউ যাঁরা জানেন না তাদের মধ্যে ছড়ানোর প্রয়োজন বোধ করেন। যেমন যাঁরা মোদীর ফ্যাসিস্ট চরিত্র জানেন তারা যাঁরা জানেন না তাদের মধ্যে ছড়ানোর প্রয়োজন বোধ করেন।
     
    এ নিয়ে অসহিষ্ণু না হলেই মনে হয় ব্যাপারটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে খাপ খায়।
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০২:০২527008
  • ছড়ানোটাও নানাভাবে করা যায়। কেউ লেখেন আর কেউ জানেনা, শুধু আমি জানি। কেউ ওভাবে লেখেন না, অন্যদের নিজেদের ইকুয়াল মনে করেন। কেউ যদি নিজেই যদি একটা টুল যোগাড় করে তার ওপর উঠে দাঁড়ান তাহলে অন্য কেউ কিছু বলতেও পারেন। 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন