এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা -- ভূতের মুখে রামনাম! 

    Partha Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৬৭১৮ বার পঠিত
  • সমস্ত মূলধারার মার্কিন মিডিয়াতে তারা রাশিয়া এবং পুতিনকে ইউক্রেন আক্রমণ ও দখলের জন্য ক্ষুধার্ত ভিলেন হিসাবে চিত্রিত করেছে। এবং ভারত ও আমেরিকার বেশিরভাগ মানুষ এই সুরেই সুর মেলাচ্ছে কোনোরকম ভাবনাচিন্তা না করেই। 
     
    বাজারে মাস্ক মিলবে কোটি কোটি। কিন্তু থিংকিং ক্যাপ আজকাল আর পাওয়া যায়না একেবারেই। 

    কোনো সন্দেহ নেই যে ভ্লাদিমির পুতিন স্বৈরাচারী শাসক হয়ে উঠেছে সেই চেচনিয়ার দমনপীড়নের পর থেকেই। কোনো সন্দেহ নেই গণতন্ত্র ও ভিন্নমতের প্রতি পুতিনের সহনশীলতা জিরো। এবং তার শাসনামল বড় ধরনের যুদ্ধ ও সহিংসতার একটি নতুন পরিবেশ তৈরি করেছে। আমরা কেউ এই আগ্রাসনের পক্ষে নই। 

    কিন্তু হিপোক্রিসিটা অন্য জায়গায়। হিপোক্রিসি হলো এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বড় বড় মিডিয়ার ভণ্ডামি। এই মিডিয়া -- নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, ফক্স -- ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং কার্যত সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যা করে এসেছে, তার বিরুদ্ধে একটা কথাও বলেনি, বরং সেই বীভৎস আগ্রাসন ও গণহত্যাকে সমর্থন করে এসেছে প্রকাশ্য বা প্রচ্ছন্নভাবে। এবং তার স্যাটেলাইট সমর্থন পেয়েছে ভারতীয় মিডিয়ার কাছ থেকে। 

    মোটামুটি ব্যাপারটা হলো, মার্কিন আগ্রাসন হলো "কমিউনিজম এবং সন্ত্রাসবাদের শৃঙ্খল থেকে অন্যান্য দেশের মানুষকে মুক্ত করার জন্য ধর্মযুদ্ধ।" মগজধোলাইটা আমরা সহজেই দেখতে পাই একটু চোখ খুলে রাখলেই। অন্যদিকে রাশিয়া, চীন এবং অন্যান্য পরাশক্তিগুলি যা করে তা হল "আক্রমণ" এবং "দখল করা।" আর, দুশো তিনশো বছর ধরে ব্রিটিশ ও ইউরোপীয় দেশগুলো ভারত, বাংলা ও সারা পৃথিবীকে যে চুষে ছিবড়ে করে খেয়েছে, তার কথা তো আর কেউ বলেই না। 
     
    কারণ, ওই যেমন আমার এক ছাত্রী আজ জানালেন, "স্যার, পুরোনো ইম্পিরিয়ালিজমের কথা ভেবে নতুন এক্সপ্যানশনিজমকে সাপোর্ট করা যায়না।" অলরাইট, খুব ভালো কথা। কিন্তু পুরোনো ইতিহাসের রক্তের দাগ, ক্ষতচিহ্ন কি এই জীবনে ভুলে যাওয়া যাবে? ভিয়েতনামে এখনো এজেন্ট অরেঞ্জের কারণে বিকলাঙ্গ সন্তান জন্ম নিচ্ছে। তাদের মায়েরা কি ভুলতে পারবে সে বীভৎস অত্যাচার?

    আমি অনেক বছর ধরে খুব কাছ থেকে দেখেছি বেশিরভাগ আমেরিকান এই মগজধোলাই খেলাটা বুঝতেই পারে না, এবং সেই অজ্ঞানতা ও অশিক্ষার সুযোগ নিয়ে সমস্ত বড় মিডিয়া হাউসগুলি মার্কিন প্রশাসনের পক্ষে নিরলস প্রচার, ভয়ভীতি এবং পক্ষপাতদুষ্ট প্রতিবেদন তৈরি করে। আমরা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রশাসনের পিছন থেকে পুতুলনাচ নাচানো যুদ্ধ কর্পোরেশনগুলোর এই খেলা সারাজীবন ধরে দেখে আসছি। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অবিশ্বাস্যভাবে শক্তিশালী, এবং মার্কিন রাজনীতিবিদদের তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নেই। সে বুশ বলুন, ক্লিনটন বলুন, ওবামা বলুন, আজকের বাইডেন বলুন। ট্রাম্পের কথা তো ছেড়েই দিলাম। ও লোকটার কথা যত কম বলা যায়, ততই ভালো। 

    বেশিরভাগ আমেরিকান জানে না কিভাবে সামরিক শিল্প কমপ্লেক্স এবং তাদের বোয়িং, রকওয়েল, আই বি এম, জেনারেল ইলেকট্রিক, অ্যাপল, সান মাইক্রোসিস্টেম, আজকের গুগল, মাইক্রোসফ্ট, হাজার আর্মস ফ্যাক্টরি, ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন, তারপর প্রাইভেট প্রিজন ইন্ডাস্ট্রি যাদের স্টক শেয়ার মার্কেটে কেনাবেচা হয়,  এবং তাদের বিশাল বিশাল ব্যাঙ্ক, শেয়ার মার্কেট ও কর্পোরেট মিডিয়া একসাথে যুদ্ধু যুদ্ধু খেলা খেলে, এবং আমাদের টুপি পরিয়ে ট্রিলিয়ন ডলার প্রফিট করে। 

    আমরা কতিপয় মূর্খ যারা এই আমেরিকান-ব্রিটিশ আগ্রাসী রাজনীতির সমালোচনা করি তাদের হয় যে কোনো অর্থপূর্ণ আলোচনা থেকে বাদ দেওয়া হয়, অথবা যদি তাদের কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে তবে চুপ করিয়ে দেওয়া হয়। উদাহরণ -- নোম চমস্কি, হাওয়ার্ড জিন, কর্নেল ওয়েস্ট, এমি গুডম্যান, তারপর জুলিয়ান অ্যাসাঞ্জ জাতীয় সাম্প্রতিক উদাহরণ থেকে যে কেউ শিখতে পারে। আমাদের দেশে পরিবেশবিদ বন্দনা শিবা। 

    নিউ ইয়র্ক টাইমসের ওয়েপন্স অফ মাস ডেস্ট্রাকশনের জালি কাহিনী ভুলে যাইনি এখনো আমরা -- যে বুলশিট বুশ সরকার ইরাকে একতরফাভাবে গণহত্যা চালানোর জন্য ব্যবহার করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত সমগ্র বিশ্বের প্রতিবাদের বিরুদ্ধে লক্ষ মানুষ হত্যা করেছিল৷ কত আর বলবো? বাংলাদেশের গণহত্যা ও গণধর্ষণ -- সে ঘাতক কিসিঞ্জার এখনো বেঁচে আছে।  

    আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে এরকম আরও অনেক উদাহরণ উদ্ধৃত করতে পারি। সেই আমেরিকা ও তাদের রামনাম! 

    কথা হলো, শুনছে কে?
    _____

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৬৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 2001:1711:fa42:f421:e952:72d7:a2f:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০৩504314
  • খুব দরকারি এবং তথ্যপূর্ণ লেখা।
  • S | 2a0b:f4c0:16c:1::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:১৪504316
  • তিনটে পয়েন্টঃ

    ১) ভারত সরকার আর ভারতীয় জনগণ যে খুব ওয়েস্টের কথায় নাচছে সেরকম তো মোটেও মনে হলনা। আমি নিউজ সাইটগুলোর কমেন্ট সেকশানে দেখলাম বেশ ঠিকঠাক কথাই লিখেছেন অনেকে।

    ২) "স্যার, পুরোনো ইম্পিরিয়ালিজমের কথা ভেবে নতুন এক্সপ্যানশনিজমকে সাপোর্ট করা যায়না।"

    কথাটা সত্যি। কিন্তু আপনার ছাত্রীকে বলুন যে এই কথাটা যদি পুরোনো ইম্পিরিয়ালিজমের যারা ভিক্টিম, তারা বলে তাহলে মেনে নেওয়া যায়। পারপেট্রেটাররাই ঠিক করে ফেলবে যে ওসব নিয়ে এখন আর কথা বলা যাবেনা।

    ৩) আমেরিকার লোকজনরা সব বোকা, কেউ কিছুই বোঝেনা, সবার মগজ ধোলাই হয়ে গেছে। সিরিয়াসলি? আপনি এতদিন আমেরিকায় থেকে এই বুঝলেন? ভালো।
  • কমেডি | 2a0b:f4c1:2::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৪৪504317
  • হো হো! আপেল আর গুগল যুদ্ধ যুদ্ধ খেলে ব্যবসা করে প্রফিট করে। কোথা থেকে আসে এ সব পাবলিক। টোটাল কমেডি।
  • ঢাক পেটানো পাবলিক | 2a0b:f4c1:2::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৫২504318
  • এর বক্তব্য হল - চারদিকে সব মাথামোটা গবেট, তারা সব মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, এই উলুবনে একমাত্র মুক্তো পার্থ ব্যানার্জি, যিনি থিংকিং ক্যাপ পরে নিজের বুদ্ধিঠাসা মাথা আগলে রেখেছেন। খুব বুদ্ধি করে  ঢাক পেটাচ্ছেন। কোথা থেকে আসে এ সব পাবলিক।  
  • হেহে | 198.148.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩২504319
  • অ পার্থবাউ, আপুনি আরেসেস কত্তেন না? দেশে মাঙ্কিটুপি পরে ঘুরতেন আর আম্রিগা গিয়েই জ্ঞানচক্ষু খুলে গেল? থিংকিং ক্যাপ চাপিয়ে নিলেন? খ্যাক খ্যাক খ্যাক!
  • dc | 2401:4900:230a:d760:10f4:cc0d:4d2c:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৩১504323
  • অর্থাত কিনা বিল গেটসএর কথাতেই পুটিন ইউক্রেন দখল করলো। যাক বাবা, এদ্দিন বিল গেটসের নাম ওঠেনি বলে খুব অস্বস্তিতে ছিলাম। 
  • সমর দেব | 2401:4900:3d38:515e:2e3f:bb22:8a7b:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৯504325
  • সাম্রাজ্যবাদ সংকটে জড়িয়ে পড়লেই তার দায় দুর্বলের ঘাড়ে চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। আধুনিক বিশ্বে সমস্ত খুচরো যুদ্ধের এটাই সারসত্য। ফলে, আপনার লেখাটা আরও বিস্তৃতি দাবি করে।  
  • santosh banerjee | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫১504326
  • পার্থ বাবু, ধন্যবাদ এ প্রসঙ্গে আলোকপাত করার জন্য। মতামত কলামে কিছু বিকৃত মস্তিষ্কের ভদ্রলোক যারা খিস্তি খেউড় করতে সিদ্ধহস্ত , যারা এসব করে নিজেদের মূর্খামি প্রমাণ করেন , তাদের বলি ... ব্যাক্তিগত আক্রমণ না করে একটু ভদ্র ভাষায় মতামত দিন যাতে প্রমাণ পাই আপনারা ও কিছু পড়াশোনা করেন ।
  • অপু | 2401:4900:1043:2b45:0:60:5170:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৩504327
  • আমি যেকোন রকম যুদ্ধ বা অকারণ আগ্রাসনের বিপক্ষে। কিন্তু এক ই সঙ্গে বলতে চাই
    ব‍্যালেন্স অফ পাওয়ার  দরকার। খুব ই দরকার।
  • | 2406:7400:63:4d42::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১০504330
  • আচ্ছা এই পার্থ বোনার্জী আর সন্তোষ বোনার্জী কি মাসতুতো ভাই ??
  • Partha Banerjee | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৩504332
  • santosh banerjee ওদের কথায় কান দেবেন না। রাস্তার কুকুর ঘেউঘেউ করেই থাকে। ওরা চাইছে আমরা যেন ওদের নোংরামিতে উত্তেজিত হয়ে পড়ি, এবং ওদের রাস্তায় যাই। এবং আমি আগেও বলেছি, বাড়ির সামনে গার্বেজ ফেলে রাখার মতোই এটা একটা খেলা। যাতে অন্যরা এই নোংরামিতে বিরক্ত হয়ে নাকে রুমাল চাপা দিয়ে সেখান থেকে সরে যায়। ছদ্মনামে, নানা আইডি নিয়ে এরা কুৎসিত কথাবার্তা বলে যায়। বিষয় নিয়ে এদের কোনো কিছু বলার ক্ষমতা নেই, তাই ব্যক্তিগত আক্রমণই এদের একমাত্র অস্ত্র। মানসিক রোগাক্রান্ত এরা। অ্যাডমিনরা বোধহয় এসব ট্র্যাশ বা ফেক আইডি কন্ট্রোল করতে পারেন না। তার সুযোগ এরা নেয়। 
  • | 2402:3a80:d32:7b69:4de5:cb91:e987:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫২504333
  • প্যানকো প্যানকো প্যাং পাং 
  • sagar | 2601:40a:8200:3203:fcbc:1d4:dd23:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৯504334
  • আপনি লেখাটি বারবার পড়ুন, কি বুইলেন? পার্থ বাবু বলেছেন, ১. রাশিয়া কিন্তু  ইউক্রেনে ভিলেন নয়, ২. মার্কিন সাম্রাজ্যবাদ এখানে সব কিছুর জন্য দায়ী, ৩. মার্কিন মেইন স্ট্রিম মিডিয়া সব কিছুর জন্য দায়ী, কারণ এরা সব কিছু লুকিয়ে রাখে (যদিও ম্যারিকা কিন্তু ইউক্রেন আক্রমণ করেনি) ৪. এবং সেই ভিয়েতনাম .....না চাইলেও ইউক্রেন আর ভিয়েতনাম পাশাপাশি দুটো রাষ্ট্র, ৫. ট্রাম্প ..... কেন এল কে জানে, বিষেশত এখন ইউক্রেনে, ৬. নোম চমস্কি, হাওয়ার্ড জিন, কর্নেল ওয়েস্ট, এমি গুডম্যান..............একটা নাম উনি বলতে পারেননি মুখ ফুটে ......পার্থ ব্যানার্জী মানে ওই একই লেভেলের লোকজন সব, ৭. আমেরিকা খুব বাজে দেশ...................   কি বুইলেন ? আমি বুঝলাম খিচুড়ি, কোথায় ইউক্রেন আর কোথায় আমেরিকান সাম্রাজ্যবাদ!!! .............. পার্থ বাবু সবই লিখেছেন (প্রায়) কিন্তু RSS আর তার অবদান ইউক্রেনে নিয়ে লিখতে ভুলে গেছেন smiley, BTW এখানে ওনার লেখা নিয়ে যা বলছেন বলুন ওনার নিজস্ব ওয়ালে বিরধিতা করলে উনি কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে থাকেন, সংবেদনশীল মনতো, বেশী চাপ সহ্য হয় না, "তাই বিরোধী মত যত সব ঝেড়ে মাথা পরিষ্কার"...................... তবে এইটা বালি রাশিয়া আর ইউক্রেন নিয়ে উনি ঠিক কি বলতে চাইছেন আমি এখন বুইতে পারিনি, চেষ্টা চলছে, আশা করি মোটা মাথায় তাড়াতড়ি ঢুকে যাবে।.....  
  • | 2406:7400:63:4d42::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৭504335
  • আরো দুটি জিনিস পার্থ প্যানকো মিস করে গেছেন --
    ১ . উনি দগতর 
    ২ . উনি ব্রঙ্কস এ থাকেন .
     
  • S | 2601:40a:8200:3203:fcbc:1d4:dd23:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৬504337
  • পার্থ বাবু কি খিস্তি খেউড় করেন ? দেখা যাক, ১. "রাস্তার কুকুর" , ২."বাড়ির সামনে গার্বেজ", ৩. "মানসিক রোগাক্রান্ত", ৪. "এসব ট্র্যাশ"......উনি যে দেশে থাকেন সেখানে এই প্রত্যেকটি কথার জন্য মানহানির মামলা করা যায়..............মানে আমি জানি কেউই করবেন না কারন পার্থ বাবু তো আর নোম চমস্কি বা কোন সেলিব্রিটি নন। যারা ওনার এই লেখাটির খিল্লি করেছেন তার কিন্তু কেউ এই ধারনের adjective ব্যবহার করেননি। একজন শুধু বেশ ঘুরিয়ে ওনাকে "মাথামোটা" বলেছেন (তার ID "ঢাক পেটানো পাবলিক"  .... সত্যিই আপনারাও পারেন মাইরি), কিন্তু সেটাও বলা উচিত হয় নি। অন্ধ কে অন্ধ না বলা যে বেসিক এটিকেটের মধ্যে পড়ে এটা ওই "ঢাক পেটানো পাবলিক" মানে সমলোচকের মনে রাখা উচিত ছিল। আমি বলবো পার্থ ডুড বস তুমি লিখে যাও, কে কি বলল এত গায়ে মাখলে চলে? এখানে না পারলে নিজের ওয়ালে লেখ, কিন্তু ঢাক পেটানো, মানে থুড়ি  লেখা থামিয়ো না, কারুর সাথে মতে না মিললে একদম দূর করে দেবে তাকে.............এইটা না করতে পারলে Carbondale'র সেই পুরানো ডিগ্রীটার কিন্তু অবমাননা করা হবে।
  • S | 2a0b:f4c2:3::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৩504338
  • উপরের S আমি নই।
  • Galib | 27.147.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০১:১০504339
  • পৃথিবীর অনেক মানুষের চোখে ছানি পড়েছে অথবা ঠুলি পড়ানো হয়েছে। স্বচ্ছ চোখে দেখা থেকে আপনার এই লেখাটা সচেতন মানুষের জন্য বোঝা জরুরী। আমেরিকার ব্যান্ড ওয়াগনে চড়লে সেটা পৃথিবীকে কোথায় নিয়ে নামাবে তা যেন আবার নতুন করে আমাদের শিখতে না হয়!  নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকাগুলো এখন বড়জোড় আমেরিকার এক একটা জেল্লাদার কোঠের বেশ্যা ছাড়া কিছু নয়। মিডিয়া 'হাউজ' তো সেজন্যই বলে।  
  • সৌরভ | 2607:fb90:9b0a:29:2068:3916:18c8:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৩:১২504340
  • সময়োপযোগি এবং দরকারি লেখা। ধন‍্যবাদ। নিলাম। লিখতে থাকুন। ভালো  থাকবেন।
  • dc | 2401:4900:230a:d760:ec96:e2b1:f126:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৩504341
  • বোঝ! কোথায় কোন ইউক্রেন আর কিসের পুটিন, মাঝখান থেকে দিব্যি বেশ্যাদের টেনে নিয়ে এসে অপমান করা হয়ে গেল। ফিউডাল মানসিকতা কি সহজে পাল্টানো যায়? 
  • S | 5.2.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৮504342
  • ডিসির কথাটা আমারও খুব মনে হয়েছে।
  • Imroz Nawaz Reza | ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩৯504343
  • খুবই যুক্তিপূর্ণ লেখা। এবং জরুরি, অনেকেরই গা জ্বলে যাবে, সে আর নতুন কি!
  • | 2406:7400:63:bbb8::***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৫504348
  • আর একটি প্রশ্ন , সৌরভ লেখাটা নিয়ে কি করলেন ? আচার বানালেন ? নাকি কোথাও গুঁজে রাখলেন ?
  • Debanjan Banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৯504379
  • পার্থবাবু খুব প্রাসঙ্গিক কিছু রূঢ় সত্য তুলে ধরেছেন l তাকে সাধুবাদ জানাই এইজন্য l রাশিয়া ইউক্রেইন্ আম্রিকা এই সমীকরণ একেবাৰেই ব্ল্যাক এন্ড white নয় বেশ জটিল l ১ . ১৯৯২ সলে কোল্ড ওয়ার শেষ হলে আম্রিকা রাশিয়া কে কথা দেয় যে তারা পূর্ব ইউরোপে ও সোভিয়েত উনিয়নের warshaw প্যাক্টের দেশগুলিতে হস্তক্ষেপ করবেনা কোনোভাবেই l. ২. আম্রিকা সেই কথা রাখেনি কেননা তাদের তখন "এন্ড ওফ হিস্ট্রি" এবং "ওয়ার্ল্ড ইস ফ্লাট" জাতীয় অলীক তত্ত্বে তারা বিভোর এবং রাশিয়াকে ধর্তব্যেই আনেনি l তারা ন্যাটো কে বাড়াতে বাড়াতে একেবারে ইউক্রেইন্ , জর্জিয়া সহ রাশিয়ার দোর গোড়াতে নিয়ে যায় l ৩ . মূলত আমেরিকার এই চুক্তিখেলাপি হচ্ছে বর্তমান ইউক্রেইন্ যুদ্ধের মূল কারণ l এই বিষয়ে আরো লিখবো আমাদের গুরুর বন্ধুদের জন্য একটু পরেই l 
  • sch | 202.8.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৪504381
  • মানে কি প্রমাণ করতে লেখাটা তৈরী  হল? 
    ১। আমেরিকা অনেক লোককে মেরেছ - সাম্রাজ্যবাদী শক্তি - তাই আমেরিকা শয়তান
    ২। আমেরিকার কোন নৈতিক অধিকার নেই রাশিয়ার সমালোচনা করবার বা তার বিরুদ্ধে কোন মত জানাবার - 
    ১ আর ২ নিয়ে কোনো সমস্যা নেই। 
    কিন্তু এতে কি প্রমাণ হয়
    ১। রাশিয়ার ইউক্রেন আক্রমণ যথাযথ
    ২। এই একই যুক্তিতে ভারত পাক অধিকৃত কাশ্মীর আক্রমণ করলে বা পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলে মেনে নেব তো
    এই প্রশ্নগুলোর উত্তর না জানলে লেখাটা নিয়ে কিছু বলা যাচ্ছে না।
    আর হ্যাঁ পার্থবাবু কোন বড়ো ডাক্তার আমেরিকান কোম্পানীর সি ই ও ,বিশ্বব্যাঙ্কের পরামর্শদাতা যা খুশী হতে পারেন  - কিন্তু আমেরিকানদের  সার্বজনীন অজ্ঞানতার সমীক্ষা কোন রেফারেন্স থেকে পেলেন জানালে ভালো হয়।  তথ্যভিত্তি ছাড়া কোন লেখার একটাই মূল্যায়ন হয় - "বাল"
  • Debanjan Banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৭504382
  • ৪। রুশ দেশের উপর যত আক্রমণ ঐতিহাসিক ভাবে হয়েছে সবই পশ্চিম বিশ্বের থেকে l সপ্তদশ শতাব্দী তে পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথ এর সঙ্গে , অষ্টদশ শতাব্দী তে sweden এর সঙ্গে , ঊনবিংশ শতকে নেপোলিয়ান , বিংশ শতাব্দীতে হিটলার এই সবকটি ক্ষেত্রেই পাশ্চাত্য বিশ্ব প্রথমে ইউক্রেইন্ কে কব্জা ও পরে রাশিয়াকে আক্রমণ করতে চেয়েছে l     ৫। ২০১৪ সালে উক্রেইনের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী রুশপন্থী কে আম্রিকা বাইরে থেকে ইউরোমাইদান নামক প্রতিবিপ্লবের মাধ্যমে গদিচ্যুত করে নিজেদের একটি পুতুলকে কিয়েভ এর গদিতে বসিয়ে দেয় l ইউক্রেইন্ নিয়ে কয়েক শতাব্দি ধরে ঘরপোড়া গরু রাশিয়া সঙ্গেসঙ্গেই প্রমাদ গোনে যে ইউক্রেইন্ আম্রিকার হাতে আসার মানে যেকোনোদিন আম্রিকা মস্কো আক্রমণের স্বপ্ন দেখতে পারে যা হিটলার এর স্বপ্ন ছিল l ৬। বর্তমান যুদ্ধ কে তাই রাশিয়ার নিজ অস্তিত্বের সংগ্রাম বলাই যায় আম্রিকার হাত থেকে নিজেকে আগামী যুদ্ধে বাঁচার উপায় হিসেবে l ৭। ইন্দিরার বাংলাদেশ আক্রমণের সঙ্গে এই উক্রাইনের যুদ্ধকে একাসনে বসানোই যায় l যদিও ইন্দিরার তুলনায় পুতিনের অনেক বেশি সংগত কারণ ছিল যুদ্ধে যাবার যেগুলি আমি আগেই বলেছি l গুরুর বন্ধুরা আরো বিশদ জানতে mk bhadrakumar এর লেখা পড়তে পারেন এইধরনের ভূ রাজনৈতিক বিষয়ে l 
  • S | 2a03:94e0:ffff:185:14:97::***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৮504383
  • রাশিয়ার সাথে জাপানের একটা যুদ্ধ হয়েছিলো না? আর চীনের সাথেও তো একটা ইসে হয়েছিলো।
  • সে | 2001:1711:fa42:f421:941e:ca3e:feed:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৩504390
  • এটা থাকুক
     
     
    Хазин যথেষ্ট ভাল অর্থনীতিবিদ। 
    রাজনীতিও খুব ভাল বোঝেন। 
    এবং বাস্তববাদী। 

    এখন কে কি বলছে বা করছে, তার কিছু গুরুত্ব নেই। বিশেষ করে এখনকার নেতারা... কি আর বলব।
  • dc | 122.164.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৫504391
  • আল জাজিরার খবর কিয়েভ আর খার্কিভে নাকি হাতাহাতি লড়াই চলছে, রাস্তা থেকে রাস্তা আর বাড়ি থেকে বাড়ি। ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন নাজিদের যদি হারাতে পারি তাহলে পুটিনকে নয় কেন? দেখা যাক। এমনও হতে পারে সমস্ত সিভিলিয়ান মেরে পুটিন একটা খালি দেশ উপহার পেলো। অনেকটা হিটলারের ফাইনাল সলিউশানের মতো।  
  • সে | 2001:1711:fa42:f421:941e:ca3e:feed:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৩504392
  •  
    ইউক্রেন হিটলারকে হারিয়েছিল? হ্যাঁ।
    ইউক্রেন হিটলারকে হারিয়ে দিয়েছিল? না
  • | 2406:7400:63:c790::***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২১504393
  • প্যানকো প্যানকো প্যাং প্যাং 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন